এই ধরনের খেলা আমার খুব পছন্দ... বেশ আন্দাজ করে ঢিল ছোঁড়া যায়। ছবিটা দেখে মনে হচ্ছে গত শতাব্দীর গোড়ার দিকে, বা উনবিংশ শতাব্দীর শেষের দিকে তোলা। তার মানে মহিলার জন্ম ১৮৭০ থেকে ১৯২০-র মধ্যে। এই যুগের খুব বেশি বিখ্যাত ইউরোপিয়ান/আমেরিকান মহিলা পাচ্ছি না। যাঁদের পাচ্ছি, তাঁরা হলেন - মাদাম কুরি, আগাথা ক্রিস্টি, মাদার টেরিজা, গ্রেটা গার্বো, মারলিন ডিয়েট্রিশ। মাদার টেরিজা সম্ভবত নন, কারণ তাঁর এ ধরনের ফটো আগে দেখিনি। বাকি চারজনের মধ্যে একজনই আপনার লেখায় বারবার ঘুরেফিরে এসেছেন, বিজ্ঞানী এবং অভিনেত্রীদ্বয়কে আপনি অবহেলাই করে এসেছেন চিরকাল। মাই আনসার, মি লর্ড, ইজ আগাথা ক্রিস্টি।
এই ধরনের খেলা আমার খুব পছন্দ... বেশ আন্দাজ করে ঢিল ছোঁড়া যায়।
ReplyDeleteছবিটা দেখে মনে হচ্ছে গত শতাব্দীর গোড়ার দিকে, বা উনবিংশ শতাব্দীর শেষের দিকে তোলা। তার মানে মহিলার জন্ম ১৮৭০ থেকে ১৯২০-র মধ্যে।
এই যুগের খুব বেশি বিখ্যাত ইউরোপিয়ান/আমেরিকান মহিলা পাচ্ছি না। যাঁদের পাচ্ছি, তাঁরা হলেন - মাদাম কুরি, আগাথা ক্রিস্টি, মাদার টেরিজা, গ্রেটা গার্বো, মারলিন ডিয়েট্রিশ।
মাদার টেরিজা সম্ভবত নন, কারণ তাঁর এ ধরনের ফটো আগে দেখিনি। বাকি চারজনের মধ্যে একজনই আপনার লেখায় বারবার ঘুরেফিরে এসেছেন, বিজ্ঞানী এবং অভিনেত্রীদ্বয়কে আপনি অবহেলাই করে এসেছেন চিরকাল।
মাই আনসার, মি লর্ড, ইজ আগাথা ক্রিস্টি।
আপনার ডিডাকশন দেখে আমি মুগ্ধ, দেবাশিস। হাই ফাইভ। (বলাই বাহুল্য, উত্তরটা ঠিক হয়েছে।)
Deleteঅনবদ্য, দেবাশিস | হাততালি |
ReplyDeleteHats off Debasish. A deduction worthy of the photograph!
ReplyDeleteShuteertho
Asadharon @Debashish
ReplyDeleteইশ, এই ধন্যবাদ গুলো তো ফেলু মিত্তিরের প্রাপ্য। তাঁর কাছ থেকেই তো শিখেছি।
ReplyDeleteei blog ta puro nashto blog to..jata nashto...oswabhabik bhalo..poro kaka blog..
ReplyDeleteথ্যাংক ইউ, থ্যাংক ইউ।
Delete