এই গানটাই আগে শোনা হয়নি কখনো। আপনার পাঠানো গানটা, যে গানটার অনুপ্রেরণায় এটা বানানো সেটা, আর বয়স্ক গায়কের ভিডিও সমেত টাও দেখে ফেললাম। অবাক লাগছে এটা ভেবেই যে প্রেমটেম করার সময় এই গানটা জোগাড় করে উঠতে পারলাম না।
হাহা, আবার কখনও প্রেম করলে কাজে লাগবে তবে। গুড। অরুণেন্দু দাসের চমৎকার সব গান আছে, শুনে দেখতে পারেন। এটা অনুপ্রেরণায় বানানো, কিন্তু মৌলিক গানও ভালো ভালো আছে ভীষণ। মহীনের ঘোড়াগুলির প্রচুর ভালো ভালো গান আসলে ওঁর। তাছাড়াও আছে। এই লিস্টটা দেখতে পারেন। https://en.wikipedia.org/wiki/Arunendu_Das#Discography
পরমার গানটা শুনেছি, ভালো লেগেছে। আর অনুপ্রেরণাটা সম্ভবত নিচের গানটা (আমার অরুণেন্দুর গানটা অনেক ভালো লাগে, স্বাভাবিক কারণেই। আগে শুনেছি, বাংলাভাষা সব মিলিয়ে।
নিজেকে পুণ্যবান মনে হচ্ছে। এই গানটা অন্তত দুজন পছন্দের লোককে প্রথমবার শোনাতে পেরে। অরুণেন্দু দাসের গান আরও শুনুন, সায়ন। আমি শিওর শুনেছেন। মহীনের ঘোড়াগুলির অনেক জনপ্রিয় গান আসলে ওঁর।
এমা এটা আগে শুনিনি কেন! কি সুন্দর গান।
ReplyDeleteএটা আসলটা, বৈজয়ন্তী। শোনা আছে কিনা না জেনেই শুনতে দিলাম।
Deletehttps://youtu.be/gkBU3NhacMo
এই গানটাই আগে শোনা হয়নি কখনো।
Deleteআপনার পাঠানো গানটা, যে গানটার অনুপ্রেরণায় এটা বানানো সেটা, আর বয়স্ক গায়কের ভিডিও সমেত টাও দেখে ফেললাম। অবাক লাগছে এটা ভেবেই যে প্রেমটেম করার সময় এই গানটা জোগাড় করে উঠতে পারলাম না।
হাহা, আবার কখনও প্রেম করলে কাজে লাগবে তবে। গুড। অরুণেন্দু দাসের চমৎকার সব গান আছে, শুনে দেখতে পারেন। এটা অনুপ্রেরণায় বানানো, কিন্তু মৌলিক গানও ভালো ভালো আছে ভীষণ। মহীনের ঘোড়াগুলির প্রচুর ভালো ভালো গান আসলে ওঁর। তাছাড়াও আছে। এই লিস্টটা দেখতে পারেন।
Deletehttps://en.wikipedia.org/wiki/Arunendu_Das#Discography
http://lyriqalbooks.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87/
ReplyDeleteআরে, কী দুর্দান্ত! থ্যাংক ইউ থ্যাংক ইউ। অসামান্য সন্ধান দিলেন।
DeleteParama r gaoya cover tao shonar onurodh janalam. Amar ekta proshno ache: original gan ta ki janle amake ektu janaben.
Deleteপরমার গানটা শুনেছি, ভালো লেগেছে। আর অনুপ্রেরণাটা সম্ভবত নিচের গানটা (আমার অরুণেন্দুর গানটা অনেক ভালো লাগে, স্বাভাবিক কারণেই। আগে শুনেছি, বাংলাভাষা সব মিলিয়ে।
Deletehttps://www.youtube.com/watch?v=bCteGIv9nSQ&ab_channel=FARENH
Ei gaanta age shuni ni to!! Khub bhalolaglo gaanta...
ReplyDeleteনিজেকে পুণ্যবান মনে হচ্ছে। এই গানটা অন্তত দুজন পছন্দের লোককে প্রথমবার শোনাতে পেরে। অরুণেন্দু দাসের গান আরও শুনুন, সায়ন। আমি শিওর শুনেছেন। মহীনের ঘোড়াগুলির অনেক জনপ্রিয় গান আসলে ওঁর।
DeleteArunendu Das er golay gaanta shunlam apnar deoya link theke. Khubi bhalo laglo.
Delete