কিভাবে দিনের পর দিন, দশকের পর দশক এগুলো এতটাই প্রাসঙ্গিক থেকেই যায় বলুন তো? কতকিছু তো বদলালো, তবু কত কিছু কেনো বদলায় না কোনো দিন.. 'প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা'
তেইশ হয়ে গেল একুশের শুভেচ্ছা জানাতে জানাতে, বৈজয়ন্তী। প্রাসঙ্গিক থেকে যাওয়া নিয়ে একটা মজার জিনিস শুনলাম বিশ্বজিৎ রায়ের একটা বক্তৃতায়। বঙ্কিমচন্দ্র নাকি লিখে গিয়েছিলেন, নাকি না, সত্যিই, কারণ বিশ্বজিৎ পড়ে শোনালেন। বঙ্কিম লিখেছেন, যে রেটে চলছে, বাঙালিরা এবার ইংরিজিতে মন্ত্র পড়ে বিয়ে করবে। বুঝুন। দা মোর থিংস চেঞ্জ . . . আওড়ানো ছাড়া আর কিছু করার থাকে না এর পর।
গানটা তো ভালোই, দিনটাও স্পেশাল, কিন্তু "দা মোর থিংস চেঞ্জ . . ." কোটেশনটা তো আমাকে অনেক বেশি উত্তেজিত করে ফেললো। এক কালে এতো কোটেশন পড়েছি, কোটেশন এর বই গিফট করেছি, তা সত্বেও এই কোটেশনটা পাইনি দেখে মনে হচ্ছে সবই বৃথা !
কিভাবে দিনের পর দিন, দশকের পর দশক এগুলো এতটাই প্রাসঙ্গিক থেকেই যায় বলুন তো? কতকিছু তো বদলালো, তবু কত কিছু কেনো বদলায় না কোনো দিন..
ReplyDelete'প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা'
একুশের শুভেচ্ছা রইলো!
তেইশ হয়ে গেল একুশের শুভেচ্ছা জানাতে জানাতে, বৈজয়ন্তী। প্রাসঙ্গিক থেকে যাওয়া নিয়ে একটা মজার জিনিস শুনলাম বিশ্বজিৎ রায়ের একটা বক্তৃতায়। বঙ্কিমচন্দ্র নাকি লিখে গিয়েছিলেন, নাকি না, সত্যিই, কারণ বিশ্বজিৎ পড়ে শোনালেন। বঙ্কিম লিখেছেন, যে রেটে চলছে, বাঙালিরা এবার ইংরিজিতে মন্ত্র পড়ে বিয়ে করবে। বুঝুন। দা মোর থিংস চেঞ্জ . . . আওড়ানো ছাড়া আর কিছু করার থাকে না এর পর।
Deleteগানটা তো ভালোই, দিনটাও স্পেশাল, কিন্তু "দা মোর থিংস চেঞ্জ . . ." কোটেশনটা তো আমাকে অনেক বেশি উত্তেজিত করে ফেললো। এক কালে এতো কোটেশন পড়েছি, কোটেশন এর বই গিফট করেছি, তা সত্বেও এই কোটেশনটা পাইনি দেখে মনে হচ্ছে সবই বৃথা !
ReplyDeleteআরে বৃথা কেন বালাই ষাট। আগে জেনে ফেললে আজ সকালে এই আপনার মিনি উত্তেজনাটা মিস হয়ে যেত তো। ইয়ার্কি অ্যাপার্ট, কোটেশনটা আমারও খুব প্রিয়। কারণ কথাটা সত্যি।
Delete