সাপ্তাহিকী





এই ছোট্ট ছেলেটি কার মতো সেজেছে বলুন দেখি? (হিন্টঃ বিখ্যাত শিল্পী)

Anything you're good at contributes to happiness. 
                                                                                        ---Bertrand Russell



মাত্র ৫০টি জিনিসে একটা গোটা শহরের ইতিহাস। 

হুররে। আমার প্রিয় বেগুনি রঙ আর কেউ চুরি করে নিতে পারবে না। 

থিংকিং অ্যান্ড ফিলিং। দুটোই আমার ঘোরতর অপছন্দের। তবু ভিডিওটার লিঙ্ক দিচ্ছি কেন? কারণ এখানে তিন নম্বর যে জিনিসটার কথা বলা হয়েছে সেটা আমার এই দুনিয়ার তিন নম্বর প্রিয়তম জিনিস। ওয়াকিং। (স্লিপিং অ্যান্ড রিডিং-এর পরেই।)

পাশবালিশ ব্যাপারটা আমার জঘন্য লাগে। কিন্তু অনেক চেনা লোকের শুনেছি নাকি পাশবালিশ জাপটে ছাড়া ঘুমই আসেনা। কী হবে একদিন যদি, ভগবান না করুন, তাঁদের বালিশ ফেটে যায়? আর বালিশের দোকানও বন্ধ হয়ে যায়? তাঁদের কথা মনে রেখেই জাপানি এই ক্যাফে খোলা হয়েছে।

আজ গান নেই কিন্তু গানের বদলে এই ভিডিওটা রইল। বিশদে বলছি না, নিজের চোখেই দেখে নিন। দেখে যদি মন ভালো না হয়েছে তাহলে আপনি এককথায়...পাষণ্ড। 

মাঝের দু'দিন খেয়েদেয়ে ঘুরেবেড়িয়ে শুয়েঘুমিয়ে ফ্রেশ হয়ে নিন। সোমবার আবার দেখা হবে, এইখানেই। টা টা। 

Comments

Post a Comment