Weekend







Comments

  1. jak! ei post ta pore bagel khete aar koshto hocche na :)

    ReplyDelete
    Replies
    1. আরে এই উইকএন্ডে নানা ঝামেলায় খাওয়াদাওয়ার দিকটা একটু অবহেলিত হয়ে গেছে শম্পা। আশা করা যায় পরের সপ্তাহে আবার রান্নাবান্নায় মনোনিবেশ করা যাবে।

      Delete
  2. যাঃ! থিসিসটা এক্কেবারে চাপা পড়ে গেল তো! আর আপনি কত ভারী ভারী বই পড়েন!

    ReplyDelete
    Replies
    1. জানেন তো, অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেন নাতিকে পরীক্ষা দিতে যাওয়ার আগে কী পরামর্শ দিতেন? বলতেন, "খবরদার বেশি লিখবি না, বেশি লিখলে তুই কত কম জানিস সেটা ধরা পড়ে যাবে।" আমার অভিজ্ঞতাতেও বলে যে বই যত মোটা তার খাজা হওয়ার চান্সও তত বেশি। কাজেই।

      Delete
  3. আই-ব্বাপ, দি! তোমার এত বই? সাংঘাতিক। তার মধ্যে আবার তোমার লেখা এম. ফিল. এর দলিলখানাও কিরকম হাঁসফাঁস অবস্থায় আছে দেখছি। এতো বইকে এদিক ওদিক করাও কি করে বলো দেখি, মানে এ মহাদেশ থেকে ও মহাদেশ এদের বয়ে নিয়ে বেড়ানটা তো কম সাধ্যির ব্যাপার নয় বাপু!

    ReplyDelete
    Replies
    1. নিজেকে টানাটানি করার থেকে সোজা, বিশ্বাস কর আবির।

      Delete
  4. great neck library- namta khub sundar :)
    bai er malat gulo dakhar, mane namgulo janar ichhe railo.
    shiter sandhye te badminton kintu darun.
    ato sundar sweater thakle ami to abossoi khelte jetam :)

    ReplyDelete
    Replies
    1. আরে সায়ক, কোর্টটা দেখি আর ভাবি, কবে খেলতে নামব। তবে এখনও সেটা ভাবার পর্যায়েই রয়েছে। পরিস্থিতি যে রকম দেখছি, খেলার পর্যায়ে গড়াবে মনে হচ্ছে না।

      Delete
  5. Replies
    1. আরে ধুর কী যে বলিস।

      Delete
  6. .. aacha tumi eto boi potro niye tiye sthaan poriborton korle aar abantar er pathok ra shei khobor/descrition ta nie ekta post-o pelo na? aisa kyon?

    ReplyDelete
    Replies
    1. আরে সব কিছু নিয়ে কি গল্প লেখা যায় পরমা? কিছু বাদ দিতে হয়।

      Delete

Post a Comment