Dis or Dat: মানিকজোড়




উৎস গুগল ইমেজেস



চাবিস্কুট না কফিডোনাটঃ চাবিস্কুট

খাঁচার পাখি না গরুর গাড়ি/ গাড়ির গরুঃ দুটোই খারাপ, তবু আমি অনেক ভেবে গাড়ির গরুটাই বাছলাম।

হাতাখুন্তি না বেলুনচাকিঃ বেলুনচাকি। আত্মরক্ষার অস্ত্র হিসেবে হাতাখুন্তির থেকে বেলুন বেটার।

নুনঝাল না টকমিষ্টিঃ নুনঝাল

ক্যামেরা ও চোখ না ক্যানভাস ও তুলিঃ ক্যানভাস ও তুলি

উত্তমসুচিত্রা না অমিতাভরেখাঃ উত্তমসুচিত্রা

হাঁদাভোঁদা না নন্টেফন্টেঃ হাঁদাভোঁদা

অ্যাসটেরিক্স ওবেলিস্ক না টিনটিন কুট্টুসঃ অ্যাসটেরিক্স ওবেলিস্ক

ফিশ অ্যান্ড চিপস না বার্গার অ্যান্ড ফ্রাইসঃ ফিশ অ্যান্ড চিপস

বেকন অ্যান্ড এগস না হ্যাম অ্যান্ড চিজঃ হ্যাম অ্যান্ড চিজ

সীতাভোগ মিহিদানা না কুলফি ফালুদাঃ সীতাভোগ মিহিদানা

রোমিও-জুলিয়েট না রাজ-সিমরনঃ রাজ-সিমরন। এ জুটিতে অন্তত দুজনেই প্রাপ্তবয়স্ক।

হাতিঘোড়া না বাঘভাল্লুকঃ হাতিঘোড়া। ইচ্ছে হলে পিঠে চড়া যাবে।

রায়ত্রিবেদী না এস আর এল র‍্যানব্যাক্সিঃ রায়ত্রিবেদী

কর্ণদুর্যোধন না কৃষ্ণসুদামাঃ কর্ণদুর্যোধন

অমুকতমুক না অমুকতশুকঃ অমুকতমুক

রুইকাতলা না পাবদাইলিশঃ রুইকাতলা

সত্যজিত রায়-সৌমেন্দু রায় না সৃজিত মুখার্জি-অনুপম রায়ঃ সত্যজিৎ রায়-সৌমেন্দু রায়

সত্যজিৎ-সৌমিত্র না কুরোসাওয়া-মিফুনেঃ সত্যজিৎ-সৌমিত্র

শার্লক ওয়াটসন না পোয়্যারো হেস্টিংসঃ পোয়্যারো হেস্টিংস

কাট পেস্ট না কপি পেস্টঃ কপি পেস্ট

পড়াশুনো না খেলাধুলোঃ খেলাধুলো

আইঢাই না হাঁসফাঁসঃ হাঁসফাঁস

সত্যিমিথ্যে না ঠিকভুলঃ ঠিকভুল

হাবিজাবি না আবোলতাবোলঃ আবোলতাবোল

রক্তমাংস না কপোলকল্পনাঃ রক্তমাংস

উনিশকুড়ি না বাহান্নতিপ্পান্নঃ বাহান্নতিপ্পান্ন

সাতপাঁচ না নয়ছয়ঃ সাতে পাঁচে আমি নেই, বরং বেশ কিছু ব্যাপার নয়ছয় করে দিতে পারলে বেশ হত।

ত্রিনিদাদ টোবাগো না আন্দামান নিকোবরঃ কোনওটাই দেখিনি, তাই দেশাত্মবোধের ধুয়ো তুলে আন্দামান নিকোবর।

সিনেমা-পপকর্ন না বৃষ্টি-তেলেভাজাঃ বৃষ্টি-তেলেভাজা

বর্ষা-কবিতা না লোডশেডিং-ভূতঃ লোডশেডিং-ভূত। লোডশেডিং-ভূত। লোডশেডিং-ভূত।

শার্লক মরিয়ার্টি না ফেলু মগনলালঃ  এটা মন বলছে ফেলু-মগনলাল, মাথা বলছে শার্লক-মরিয়ার্টি। করণ জোহর আবার বলেছেন "দিল কি শুনো"। আমি করণ জোহরের কথা শুনলাম। ফেলু-মগন্লাল।



Comments

  1. Habijabi na Abol tabol ta to khub easy, apni bolub Ho Jo Bo Ro Lo na Abol Tabol??

    ReplyDelete
    Replies
    1. এটা আমার কাছে খুব সোজা, অর্ণব। পদ্য বনাম গদ্য। হ য ব র ল।

      Delete
    2. Tahole goddo bonam goddo e bolun, Ho Jo Bo Ro lo na Lokkhoner Shaktishel??

      Delete
    3. এইটা ভয়ানক শক্ত। আবার শক্তও নয়। ন্যাড়া যেদিকে, আমিও সেদিকে। হ য ব র ল।

      Delete
  2. Replies
    1. হ্যাঁ, এইবার ওটা ঘুরে আসতে হবে।

      Delete
  3. roy tribedi ta besh uncommon
    r brishti telebhajar kono subsctitute e hote parena, borojor brishti telebhaja na brishti khichuri, tai ota pochhondo holona :)
    r last er ta ki mogonlal meghraj j miliye mogonraj?

    ReplyDelete
    Replies
    1. হাহাহা, মগনরাজটা ভালো ধরেছ, রাই। ঠিক করে দিচ্ছি। থ্যাংক ইউ।

      Delete
  4. Onek kotai mileche. Jemon asterix obelix, uttam suchitra, omuk tomuk, Karna Durjodhon, Poirot Hastings.

    সত্যজিত রায়-সৌমেন্দু রায় না সৃজিত মুখার্জি-অনুপম রায়ঃ eh. Eta ki akta tulona holo? Second pair ta total jali. Borojor Raj Chakrabarty- Jeet Ganguly r sathe tulona hoy otar.

    ReplyDelete

Post a Comment