অভিশপ্ত
উরসুলা কে লে গুইনের ছোটগল্প The Wife’s Story-র ছায়া অবলম্বনে আমার চার নম্বর প্ল্যাটফর্মের এ মাসের ছোটগল্প ‘অভিশপ্ত’ গল্পটি সম্পর্কে দুটো কথা বলার। এক, লে গুইনের অন্য সব রচনার মতো এই গল্পটাও দৃষ্টি বদলের খেলা খেলে। দুই, এই প্রথম আমার একটা প্রেমের গল্প লেখা। প্রথম বলাটা অবশ্য ভুল হল, রহস্যের রানি, পরে যা 'নয়'-এ ‘রানি’ নামে ছেপে বেরিয়েছে, সেটাও একপ্রকার প্রেমের গল্প বলেই আমি মনে করি, কিন্তু আগাপাশতলা প্রেমের গল্প এই প্রথম।
"বিনা খিদেয় শিকার করা, অন্যের খাবার কেড়ে খাওয়া, প্রকৃতির সমস্ত নিয়ম অস্বীকার, অগ্রাহ্য, অশ্রদ্ধা করা করা ঘৃণ্য লুণ্ঠকের শরীর। " <3
ReplyDeleteধন্যবাদ, অন্বেষা।
DeleteBesh bhalo laglo. :)
ReplyDeleteথ্যাংক ইউ, অরিজিত।
Deleteআগে অভিশপ্ত পড়লাম, তারপর লে গুইনের the wife's story| "The wife's story"- র মত প্রথম থেকেই দৃষ্টিতে বদলের আভাস না দিয়ে টুইস্ট শেষের জন্য তুলে রাখাটা আমার বিশেষ পছন্দ হয়েছে।
ReplyDeleteপ্রসঙ্গ থেকে বহুদূরে সরে যাচ্ছি,তবু বলি,আপনার লেখা প্রেমের গল্প হিসেবে মিনি মিত্তিরের গল্পটাও আমি রাখব।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ময়ূরী। মিনি মিত্তিরের গল্পটা মাথা থেকে বার বার বেরিয়ে যায় কেন কে জানে।
Deleteভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ, নালক।
Delete