দিবসোপযোগী
আগের বছর পুজো খারাপ কেটেছিল। শপথ নিয়েছিলাম এবারের পুজো ভালো কাটানোর।
বিধাতাপুরুষের অ্যাংগলটা মাথায় ছিল না। শীত গ্রীষ্ম পুজো শপথ নির্বিচারে অলক্ষে হাসাহাসিটা যে তিনি চালিয়ে যাবেন, কনসিডার করতে ভুলেছিলাম।
পোস্টটা শুরু করার সময় যতখানি লাগছিল, এখন টের পাচ্ছি ততখানিও খারাপ কাটেনি পুজো। গান্ধীরূপী অসুর, বই বিক্রি বাবদে সেলিব্রিটি গ্রেপ্তার সম্পর্কে আপডেটেড থেকেছি। শাড়ি, পাঞ্জাবী, ঝুমকো, কোলাপুরি দেখেছি। খানচারেক মাতৃমূর্তি, চল্লিশটা ঝাড়লন্ঠন। চতুর্থীর ভোর চারটেয় 'তন কি জোয়ালা ঠান্ডি হো যা'র তাণ্ডবে কার কানে তালা, ম্যাডক্স স্কোয়্যারের অনতিদূরে দাঁড়িয়ে কার গলায় দলা - জেনেছি। ভার্চুয়ালি হলেও।
বিধাতাপুরুষ বাগড়া দিতে পারেননি। একলা ঘরে ধুদ্ধুড়ে টিশার্ট পাজামা পরে বসিয়ে রেখে, লাঞ্চে পাউরুটি আর ডিনারে মাইক্রোওয়েভে ইন্সট্যান্ট নুডল খাইয়েই তাঁর কেরদানি ফুরিয়েছে।
বিধাতাপুরুষ থাকবেন। পুজোও থাকবে। আমিও এক্ষুনি মাঠ ছাড়ছি না (হোপফুলি, এই বাক্যের শেষে গম্ভীর হয়ে থেকেছেন তিনি)। সামনের বছর কে হাসে দেখা যাক।
আপনারা সবাই হেসেছেন খেলেছেন আশা করি। প্যান্ডেলে ঢোকার লাইনে দাঁড়িয়ে ঘেমেছেন। অথবা দরজাজানালা এঁটে কানে তুলো গুঁজেছেন। এয়ারবিএনবি-র জানালার ওপাশে শান্ত পাহাড় বা অশান্ত সমুদ্রকে দাঁড় করিয়ে রেখে ফেসবুকে পুজোপরিক্রমা সেরেছেন।
এ বছর যদি নাও পেরে থাকেন, পরের বছর যা ইচ্ছে তাই করতে পারুন এই প্রার্থনা রইল।
শুভ বিজয়া।
Heading koi??
ReplyDeleteShubho Bijoya.
Prothom duto line ebaare amio nijeke bolechhilam. Motamuti shophol hoyechhi. Tai high fives
হাই ফাইভ।
Deleteহেডিং কী দেব বুঝে না পেয়ে খালি রেখেছিলাম। দিয়ে দিচ্ছি, দাঁড়াও।
এ বছরেও যে খুব ভালো গেছে তা নয়, তবে আগের বছরের তুলনায় এ বছরের পুজো তো স্বর্গ।
ReplyDeleteআসছে বছর আবার হবে, আগের চেয়ে ভালো হবে, এই ভেবে ভালো থাকি।
আপনারাও সবাই ভালো থাকুন।
দুগ্গা দুগ্গা..
শুভ বিজয়া
আগের থেকে ভালো তো হতেই হবে, বৈজয়ন্তী। না হলে কাল ঘুম থেকে উঠব কীসের জন্য?
Deleteবিজয়ার অনেক ভালোবাসা, কোলাকুলি। জীবন ভালো কাটুক।
last 5 years pujoy bari aste parini, ekkebare ga joari kore ebar bari esechilam, byata brishti sob vasiye dilo.
ReplyDeleteযাহ।
Deleteশুভ বিজয়া| আমাদের পূজো ভাল কেটেছে। কাটার কথা ছিলনা, কিন্তু শেষ মুহূর্তে ভাল হয়ে গেল। এখন শেষটা ভাল হলেই হয়। এদেশের লোকের মতন "হাগিং"-টা আমার একেবারেই আসেনা, কিন্তু আপনার জন্য বিজয়ার কোলাকুলি রইল।
ReplyDeleteকোলাকুলি রইল আমার তরফ থেকেও। পৌলমী অলিকেও অনেক ভালোবাসা। অলির 'এসেছে শরৎ' শুনে মুগ্ধ হয়েছি যথারীতি।
Deleteহাগিং বিষয়েঃ কোভিডের করগোনা উপকারিতার মধ্যে এইটা একটা, লোকের গায়ের ওপর উঠে এসে কুশলবিনিময় বন্ধ হওয়া।
আরে, একটা মজার কথা বলি। আমার তো সারা জীবনের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক হল আত্মবিশ্বাসের অভাব। অলি মোটেই সেরকম নয়। উইকএন্ডের দুর্গাপুজোর ফাংশনে ওই কবিতাটা আবৃত্তি করেছিল। তারপর সোমবার স্কুলে যেই টিচার জিজ্ঞেস করেছে, "উইকেন্ডে কি করেছ?", তিনি গড়গড় করে এক ঘর আমেরিকানের সামনে "এসেছে শরৎ" আবৃত্তি করে দিয়ে চলে এসেছেন।
Deleteএটা একটা বিপ্লবের থেকে কম কিছু নয়। আমি সিরিয়াসলি বলছি। অলি যুগ যুগ জিও।
Deleteআপনাকেও জানাই শুভ বিজয়া।
ReplyDeleteআমার পূজোটাও অন্য বছরের তুলনায় একটু বোরিংই কেটেছে। এই খবরটা পাওয়া যে "চতুর্থীর ভোর চারটেয় 'তন কি জোয়ালা ঠান্ডি হো যা'" কোথাও বেজেছে, এটাই হয়তো সবচেয়ে ইন্টারেষ্টিং বেপার আমার জন্যে এই পূজোয়।
পূজোর পরের উইকেন্ডটাও কেমন কাটবে কে জানে - শুরুই তো হলো একটা গন্ডগোল দিয়ে। একটু আগে একটা ব্লগ পোস্টে কমেন্ট করতে যাচ্ছিলাম, 'publish' এ ক্লিক করে error পেয়ে দেখি পোস্টটাই আগাগোড়া গায়েব! গালে হাত দিয়ে বসে রইলাম কিছুক্ষন - হয়তো কিছু কারেকশন করে ফিরে আসবে। কিন্তু এলোই না!
এখন হয়তো এসেছে, রাজর্ষি।
Deleteআপনি এবং প্রিয়জনেরা ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
শুভ বিজয়া দিদি।
ReplyDeleteআমার এবারের পুজোর সঙ্গে অবান্তরের একটা যোগাযোগ রয়েছে। অবান্তর পড়েই ম্যাক্লয়েডগঞ্জ সম্পর্কে প্রথম জানতে পারি বেশ কিছু বছর আগে। এবারের পুজোর প্রথম কয়েকদিন ধরমশালা আর ম্যাক্লয়েডগঞ্জ ছিলাম। শেষের কয়েকদিন দিল্লি আর আগ্রা ঘুরে নিলাম।
পুজোর পরেরদিনগুলোও আপনার ভাল কাটুক
বাহ বাহ, ভালো ঘোরা হয়েছে আশা করি। বিজয়ার শুভেচ্ছা রইল আমার তরফ থেকেই।
Deleteদিবসোপযোগী শব্দটা এমন সুন্দর -খেয়াল করি নি আগে। মেডিটেরেনিয়ান এর তানপুরার ঝঙ্কারের মত...
ReplyDeleteদিবস পো যোগী দি বস পো যোগী...
হাহা, আর বলবেন না ইন্দ্রাণী। পোস্টের নাম দেওয়া বড় ঝক্কি। সার্থক নামকরণের নিয়মকানুন লেখা যত সহজ, কাজটা আসলে করা তত কঠিন।
Delete