সংলাপ কুইজ
উত্তর বেরোবে এখন থেকে
চব্বিশ ঘন্টা পর। ভারতে মঙ্গলবার সকাল সাড়ে আট’টা, অ্যামেরিকায় সোমবার রাত দশটায়।
অল দ্য বেস্ট।
*****
১. -কে?
-সি আই এ
-কী?
-সি আই এ, পদ্মপুকুর শাখা।
দরজাটা খুলুন নইলে ভাঙতে বাধ্য হবে। (দরজা খোলার পর) আমাদের কাছে খবর আছে যে আপনার
অ্যাপার্টমেন্টে একজন ভয়ানক বিপজ্জনক সন্ত্রাসবাদী লুকিয়ে আছে। আমাদের সার্চ করতে
হবে।
-কি-কিন্তু দা-দারোয়ানজি
কোথায়?
-জানি না। তবে নিচে দেখলাম
একজন প্রৌঢ় ভদ্রলোক মশারি টাঙিয়ে নাক ডাকছেন।
-কি-কিন্তু আ-আমি তো এখানে
একাই থাকি। জাস্ট গো আউট! আমি এখানে একাই থাকি, আর কেউ নেই।
-কিন্তু এমনটা তো হতেই পারে
যে আপনি একজন অত্যন্ত সুন্দরী স্পাই এবং আমাকে এন্তার ঢপ দিচ্ছেন। তাই সরুন,
আমাদের আমাদের কাজটা করতে দিন।
-ওয়ান সেকেন্ড, আমাদের
আমাদের করছেন কেন, আপনি তো এখানে একাই আছেন।
-আই অ্যাম প্রাউড টু বি আ সি
আই এ এজেন্ট এবং কথায় বলে গৌরবে বহুবচন। সরুন।
২. -অ্যাই, বাড়ির মেয়েগুলোকে
সব চুলের মুঠি ধরে নিয়ে আয়।
-সে আমরা পারব না সর্দার।
-কী! মুখে মুখে চোপা! কেন
পারবি না?
-সবার চুল কাটা। ববছাঁট।
৩. আরে বাপরে। আসল জিনিসই
তো বাদ। সায়েন্স। টেকনোলজি। আপনি শুধু ভাবছেন নেপচুনের কথা। ভয়েজারের কথা। আচ্ছা
এটা ভাবুন তো, মানুষ, (এখানের শব্দটা বুঝতে পারিনি), বর্বর, বাঁদুরে অবস্থা থেকে
হান্টিং, ফিশিং, এগ্রিকালচার, উইভিং, পটারি, জীবনধারণের যাবতীয় উপাদান উদ্ভব করতে
কী করে শিখল? আরও আছে। আর্কিটেকচার। একটি পর্ণকুটিরও স্থাপত্যের সাক্ষ্য বহন করে।
আপনি ইগলু জানেন? এস্কিমোদের বাড়ি? তাতে দু’রকম বরফ ব্যবহার হয় জানেন? এক, ওপেক।
অস্বচ্ছ। যা দিয়ে বাড়ির ছাউনি তৈরি হয়। আর দ্বিতীয়, স্বচ্ছ, ট্রান্সপেরেন্ট। যা
দিয়ে বাড়ির চতুষ্কোণ জানলা তৈরি হয়। একে কী বলবেন? সায়েন্স নয়? টেকনোলজি নয়?
৪. -বাবা তুমি লিখছ বুঝি?
-উম্ম্, হ্যাঁ।
-জানো বাবা, রামদয়াল না
কাককে বলছিল কৌয়া। ও কিচ্ছু জানে না, না বাবা?
-ওরা কৌয়াই বলে।
-কেন? কাক বলতে পারে না?
কাক বলা তো খুব সোজা। ভোলাও তো কাক বলে।
-রামদয়াল হিন্দুস্থানী কি
না, তাই কাককে কৌয়া বলে।
-হিন্দুস্থানী কী বাবা?
৫. ভারতবর্ষে ব্রিটিশের
অবদানকে খর্ব করার স্পর্ধা যারা করে, তুমি কি তাদের মধ্যে একজন? আই হোপ নট, আই হোপ
নট। এই বিরাট দার্জিলিং শহরটাকে কে বানিয়েছে জানো? তুমি হাওয়া বদলাতে এসেছ, আরও কত
লোক আসছে, ছিল তো একটা লেপচাদের ছোট্ট গ্রাম, এটা কে বানিয়েছে জানো? ওয়ান ম্যান’স
ওয়ার্ক। ওয়ান ব্রিটিশ ম্যান – ডক্টর ক্যাম্পবেল।
৬. ভাবছিলুম, কী
স্বার্থপ্পর না আমরা সব্বাই, না? শুধু নিজেরটুকু নিয়ে থাকি। বাবলু আমাদের ঘরে না
জন্মালে জানতেও তো পারতাম না ঘরে ঘরে এমন কত আছে, বল? আর জানলেও কি আর মাথা ঘামাতুম?
বড় একা লাগত নিজেকে আগে জান। ভাবতুম, দ্যাকো, দ্যাকো ঠাকুরের বিচারখানা একবার
দ্যাকো। প্রথমে খুকু, তারপর বাবলু। যত দুর্ভাগ্য সব যেন আমাদেরই। অথচ এই ইশকুলটায়
আসার পর থেকে না, কেমন যেন অন্যরকম চোখে দেখছি সব। মনে হচ্ছে এদের মধ্যেও কত কী
আছে অ্যাঁ? দুরন্তপনা, দুষ্টুমি, শেখবার ইচ্ছে, ভালোবাসা, কৌতূহল। শুধু বোঝার
মনটুকু যদি সবার থাকত।
৭. -আচ্ছা, তোমার সেই
ব্যাংকের ইন্টারভিউটার কোনও জবাব এসেছিল?
-হুঁ এসেছিল। অনেক পরে।
সিলেকশন লেটার। কী একটা কারণে এমপ্যানেলমেন্ট বন্ধ ছিল। যখন রিলিজ করল...
-তদ্দিনে তোমার ছবি রিলিজ
করে গেছে।
-হিটও করে গেছে। জানো, ছবিটা
যখন হিট করল, সেটা একটা অন্য ফিলিং। কিন্তু সবকিছুর মধ্যে বারবার মনে হত...কাউকে
বলিনি কখনও...তোমার কেমন লেগেছে। তুমি যেখানেই থাক, খবরটা নিশ্চয় পৌঁছেছে। ছবিটা
না দেখলেও, নামটা জানো।
*****
উত্তর
১.
হেমলক সোসাইটি
২.
হীরের আংটি। এই উত্তরটা অনেকেই মিস করে গেছেন তার একটা কারণ হতে পারে গল্পের মূল
গল্পের সঙ্গে এই সংলাপটির কোনও সম্পর্ক নেই। সিনেমার প্রথম দৃশ্যে তস্কর ষষ্ঠীচরণ
স্বপ্ন দেখছে সে তার নিজস্ব ডাকাতদল নিয়ে ডাকাতি করতে গেছে। সেই দৃশ্যের সংলাপ।
সংলাপটা এতই মজার যে এটাকে প্রশ্নপত্রে ঢোকানোর লোভ আমি সংবরণ করতে পারিনি।
৩.
আগন্তুক
৪.
কাবুলিওয়ালা
৫.
কাঞ্চনজঙ্ঘা
৬.
পারমিতার একদিন
৭.
তিতলি
১।ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট
ReplyDelete২।----------------
৩।আগন্তুক
৪।কাবুলিওয়ালা
৫।কাঞ্চনজঙ্ঘা
৬।আপনজন
৭।নায়ক
কৌশিক, বেশিরভাগই পেরেছেন। অভিনন্দন। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Delete1. Hemlock Society
ReplyDelete2.
3. Agantuk
4. Kabuliwala
5 Kanchanjongha/cholo lets go
6.
7.Titli
chobita dekhe boro bhalo laglo.. :)
ছবিটা ভালো না? আপনিও অনেকগুলো উত্তর পেরেছেন দেখছি। আমি হলে পারতাম না। অভিনন্দন সৌমেশ। বাই দ্য ওয়ে, অঞ্জন দত্ত আনন্দে পাগল হয়ে যাবেন আপনি ওকে সত্যজিৎ রায়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন জেনে।
Deletechobita sotti khub bhalo...ar ববছাঁট er uttor ta janar jonno bose chilam...dialogue ta too good chilo..onek matha chulke o ans ta mone korte parini..অঞ্জন দত্ত hoyto bolte pare ota কাঞ্চনজঙ্ঘা-r modern remake. :P
Deleteকুইজ er jonno thank you...cinemar bole aro thank you...besh matha khatano jay...aro chai!
1 hemlock society
ReplyDelete3 agantuk
4 kabuliwala
5 kanchanjangha
bakigulo parini :(
যথেষ্ট বেশিই পেরেছিস। প্রশ্নপত্র না সেট করলে আমি একটাও পারতাম কি না সন্দেহ। কনগ্র্যাচুলেশনস। খেলার জন্য অনেক ধন্যবাদ তিন্নি।
Delete১. হেমলক সোসাইটি
ReplyDelete২ পেটে আসছে মুখে আসছেনা :-(
৩. আগন্তুক
৪. কাবুলিওয়ালা
৫. কাঞ্চনজঙ্ঘা
৬. পারমিতার একদিন
৭. তিতলি
কেয়া বাত কেয়া বাত (যতবার 'বাত' লিখতে যাচ্ছি, ব্যাট টাইপ হচ্ছে। তবে আপনি দারুণ ব্যাট করেছেন, কাজেই সেটাও উপযুক্তই হত। ) অনেক অনেক অভিনন্দন। খুব ভালো লাগল।
Delete1. Hemlock Society
ReplyDelete3. Agontuk
4. Kabuliwala
বাকিগুলো জানিনা ।
অরিজিৎ, যে কটা উত্তর দিয়েছেন সবকটা ঠিক। এটাই যথেষ্ট ভালো ব্যাপার। খেলার জন্য অনেক ধন্যবাদ আর ঠিক উত্তর দেওয়ার জন্য অনেক অভিনন্দন।
Deleteকুন্তলাদি,
ReplyDeleteআমি সিনেমার ব্যপারে বেশ কাঁচা....তাই যেকটা মনে পরল নিচে লিখলাম......বাকি উত্তরগুলো কেমন জানো...পেটে আসছে মুখে আসছে না :(
১। হেমলক সোসাইটী
৩। আগন্তুক
৬। পারমিতার একদিন (sure noi...:()
৭। তিতলি
পিয়ালি, তুমিও যে কটা উত্তর চেষ্টা করেছ সবকটাই ঠিক হয়েছে। আবার কী চাই? খেলার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ।
Delete1. hemlock society
ReplyDelete2. ish janina kintu dialogue ta ki mojadar, ki cinema bolo to? dekhte hobe dekhchi ...
3. neptune .. voyager .. recent kono?
4. kabuliwala
5. kanchenjunga ki?
6. paromitar ekdin
7. shobaar fav "titli"
.... budhdi te jong dhore geche ... aaro quiz diye paalish korte hoibe ...
-parama
হাহা পরমা, আমারও কুইজ না লিখে লিখে মাথায় জং ধরে গেছে, ব্যাপারটা আমারও ভালো ঠেকছে না। কিন্তু তোমার তো পারফরম্যানস চমত্কার। অভিনন্দন। তিতলি সত্যিই সবার ফেভ। হাই ফাইভ।
Deleteআজও একটা উত্তর মিস হয়ে গেল - হয়তো সিনেমাটা দেখিইনি! দুচ্ছাই! :-(
ReplyDelete১. হেমলক সোসাইটি
২. ???
৩. আগন্তুক
৪. কাবুলিওয়ালা
৫. কাঞ্চনজঙ্ঘা
৬. পারমিতার একদিন
৭. তিতলি
ছ্যা ছ্যা! ওই সীনটার কথা মাথাতেই আসেনি। তবে 'মৃগয়া'র ছবিটা দিয়ে এমন একটা রেড হেরিং দিয়েছেন যে ভাবনাটাই অন্য লাইনে চলে গেছিল!
Deleteআহা, এই তো ভালো ছাত্রের নালিশ। একটা মোটে পারনি, তাতে অত হাহুতাশ কীসের শুনি পিয়াস। তুমি সুগতর সঙ্গে জয়েন্টলি প্রথম স্থান অধিকার করেছ, তাই তোমাকে এক্সট্রা অভিনন্দন আর হাততালি। যথারীতি, খেললে বলে খুব খুশি হয়েছি। থ্যাঙ্ক ইউ।
Deleteআমি সময় পাইনি। আমি ২, ৬, ৭ পারতাম না।
ReplyDeleteতুমি আমার থেকে সৎ। আমি হলে বলতাম, আমি সময় পাইনি, কিন্তু পেলে সবকটা উত্তরই আমার জানা ছিল।
Deleteehe erom bolo na, ami sotyi khela ta jantam na, kintu sob kota i partam, hirer angti suddhu :(
Deleteএই রে, ওটা শুধু আমার জন্য প্রযোজ্য, বাকিদের জন্য নয় স্বাগতা। আমি তোমাকে একেবারেই বিশ্বাস করছি। কনগ্র্যচুলেশনস।
Delete