বলুন দেখি


টাইম নেই, এদিকে পোস্ট দেওয়ার (এবং আপনাদের সাড়া পাওয়ার) ইচ্ছে ষোল আনা। কাজেই ফাঁকিবাজি ‘আমাকে দেখুন’ লিস্ট পোস্ট। তিরিশটা প্রশ্নের প্রশ্নপত্রে আটখানাই প্রেমভালোবাসার। এইজন্যই জীবনে কিছু হল না।


এককথায় নিজেকে প্রকাশ করুন।
অকিঞ্চিৎকর

শেষ কখন কেঁদেছেন? 
ঘণ্টাবারো আগে। বালিশ ভাসিয়ে। এ কান্নার সঙ্গে নিজের অকিঞ্চিৎকরতার উপলব্ধির সম্পর্ক নেই। ওটা একটা আলতো বেদনা যা চব্বিশঘণ্টা দপদপ করে। ভায়োলেন্ট কান্নাকাটি দাবি করে না।

শেষ কখন হেসেছেন? 
পঁয়তাল্লিশ মিনিট আগে। এত ভায়োলেন্ট হাসি যে গাল টনটন করছে এখনও।

বদঅভ্যেস? 
নখ দিয়ে নিজের চামড়ায় ক্ষত করা। টেক্সটবুক অ্যাংজাইটি উপসর্গ।

বড় হয়ে কী হতে চেয়েছিলেন? 
ক্লাস সেভেনে কোনও একটা ক্লাসে কোনও একজন দিদিভাই প্রশ্নটা করাতে ডাক্তার না কী একটা উত্তর দিয়েছিলাম। যেই না দেওয়া, প্রাণঘাতী চিমটি কেটে প কানের কাছে উত্তেজিত ফিসফিসিয়েছিল, তুই যে বলেছিলি লেখক হবি? আমি তো হাঁ। এ সব হাবিজাবি আমি বলতেই পারি না। শুনে প মারাত্মক চটে আমাকে দিনক্ষণ ধরে মনে করিয়ে দিয়েছিল, ক্লাস থ্রি-র ইংরিজি ক্লাসে ফিল ইন দ্য ব্ল্যাংক্স সেরে খাতা জমা দিয়ে থার্ড বেঞ্চে বসে নাকি আমি বলেছিলাম যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বড় হয়ে কী হব। লেখক। এখন যদি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করি তাহলে... 

মনে মনে আসলে যা-ই হতে চাই না কেন, প-এর সেই কলার চেপে ধরা দৃষ্টি মনে পড়লে, মুখে "লেখক হতে চেয়েছিলাম এবং লেখক ছাড়া আর কোনওদিন কিছু হতে চাইনি, অন গড ফাদার মাদার"  ঘোষণা করা ছাড়া আর কিছু আমার পক্ষে অসম্ভব। কাজেই।

হাইট? 
পাঁচ দুই।

উল্টোদিকের লোকের প্রথম কী নোটিস করেন? 
তেমন তেমন লম্বা হলে হাইট, তেমন তেমন রোগা মোটা হলে ওয়েট, তেমন তেমন সুন্দর হলে মুখ, বলা বাহুল্য, সবই আমার বাইরের ঘরের লাইট যদি নোটিস করার মতো জোরদার হয় তবে… আচ্ছা আচ্ছা, সিরিয়াসলি বলছি। প্রথম নজর করি বন্ধুত্বপূর্ণতা, এগিয়ে এসে আলাপচারিতা করার আগ্রহ ইত্যাদি। বেসিক্যালি, লোকটা আমার সঙ্গে মানুষের মতো ব্যবহার করছে কি না।

আপনি আপনি না হয়ে অন্য কেউ হলে, নিজের বন্ধু হতেন? 
হতাম, তবে ওপর ওপর। কারণ স্বার্থপর, হিংসুটে, অবিশ্বাসভাজন, কমিটমেন্টফোবিক লোকজনের সঙ্গে বন্ধুত্বের গভীরে যাওয়াটা নট আ গুড আইডিয়া।

তিনটে জিনিস যাতে মস্তিষ্কে আনন্দরস/ ডোপামিন ক্ষরণ হয়? 
সামনে দীঈঈঈঈঈর্ঘ মি-টাইম দেখতে পেলে। না-পড়া ভালো গোয়েন্দাগল্প পড়তে পেলে। পড়া ভালো গোয়েন্দাগল্প আবার পড়তে পেলে। অর্চিষ্মানের সঙ্গে খারাপ বাংলা সিনেমা/সিরিজ/ইন্টারভিউ/বিতর্কসভা দেখে হাসাহাসি করতে পেলে।

কটা হল? চারটে? ওকে আরেকটাও আছে। খেলার নিয়ম বদলে নিজের ইচ্ছেমতো খেলতে পেলে।

নিজের সম্পর্কে একটা জিভকাটা সিক্রেট  
জ্যোতিষমোতিষে মোট্টে বিশ্বাস করি না, কিন্তু আমি বাংলামতে মিথুন রাশি এবং আমার ধারণা আমার থেকে টেক্সটবুক মিথুন এ পৃথিবীতে আর দুটি নেই। মিথুনের উপসর্গগুলো আবার ইংরিজি সানসাইন জেমিনি থেকে ধার করেছি। যদিও সানসাইনেও সমান অবিশ্বাসী। 

হোটেলের শ্যাম্পুর বোতল বাড়িতে নিয়ে আসেন? 
না। কিছু কিছু ব্যাপারে নীতিবাগীশ হওয়াটাকে ভয়ানক নম্বর দিই, এটা সেটা। নীতিটা অকিঞ্চিৎকর বলেই, অফ কোর্স।

ছবি তুলতে গেলে হাসেন? 
সর্বদা। কিন্তু হাসতে শুরু করে হাসিটা বেশি হয়ে গেল না কম, কনফিডেন্সে টান পড়ে যায়। কখনওই মনের মতো হয় না।

একা একা হাঁটতে হাঁটতে পা গোনেন? 
মাঝেমাঝে। যখন গুনি, দূর থেকে নিজেকে পছন্দ হয়।

গুপ্তধন থাকলে কোথায় লুকোতেন? 
থাকলে আবার কী? হরদম লুকোই। মনের গোপনে।

শেষ কবে কাগজে চিঠি লিখেছেন? কাকে? 
সেরেছে। কবে মনে নেই, খুব সম্ভব মাকে।

আপনি অলস? 
হদ্দ।

আপনি গোঁয়ার? 
ঠিক উল্টো।

হাতপা ছুঁড়ে কেঁদে ভাসিয়ে যা চান আদায় করেন? 
শুধু যে করি না তাই নয়, অন্যদের এই রকম আচরণ করতে দেখলে মারাত্মক জাজ করি। মনে মনে ভাবি ইশ যদি আমি পারতাম।

কাউকে মারা যেতে দেখেছেন? 
দেখেছি।

কেউ আপনাকে ভালোবেসেছে যাকে আপনি ভালোবাসেননি? 
বাসিনি।

কাউকে আপনি ভালোবেসেছেন যে আপনাকে ভালোবাসেনি? 
কর্মফল ইজ রিয়েল, বন্ধুগণ।

প্রেমে পড়ে কেঁদেছেন? 
পড়লে তো ব্যথা লাগবেই আর ব্যথা লাগলে তো কাঁদতেই হবে। 

প্রেমের জন্য সবথেকে খারাপ কী করেছেন? 
আরেকটু হলেই ট্রেন মিস করেছি। ভালোবাসা পাওয়ার আশায় মিথ্যে প্রশংসা করেছি। বাবামাকে উত্তরে যাচ্ছি বলে দক্ষিণে গেছি। কিন্তু সবথেকে ড্যামেজিং যেটা করেছি সেটা হচ্ছে হাই চেপে রাতভর প্রেমিকের কবিতা শুনেছি। জীবনভরের ট্রমা তৈরি হয়েছে। কবির সঙ্গে প্রেমের উৎপাতে কবিতার সঙ্গে প্রেমটা চটকে গেছে আজীবনের মতো।  

কাদের এড়িয়ে চলেন/ প্রেমে পড়েন না?
যারা ফোনে রিডিং পড়ে শোনায়। পদ্য, গদ্য, প্রবন্ধ, বাজারের ফর্দ, ডায়রি, এনিথিং।

সেকেন্ড চান্স দেন? 
অফ কোর্স। না দিলে চরম অকৃতজ্ঞতা হবে। কারণ আমার গোটা জীবনটাই সেকেন্ড, থার্ড, ফোর্থ চান্সে চলছে। যারা ফোনে রিডিং পড়ে শোনায়, খালি তাদের দিই না।

ভুলে যান? না ক্ষমা করে দেন? 
ভুলে আর কে যায়। ক্ষমা করে দিই। এখানেও একটা বিঃদ্রঃ ছিল, পুনরাবৃত্তি এড়াতে দিলাম না।

আপনার জন্য কেউ অপেক্ষা করে? 
কে জানে।

কারও জন্য আপনি অপেক্ষা করেন? 
নিশিদিন।

প্রেমের সবথেকে ভালো অনুভূতি? 
নিজেকে পাগলের মতো ভালো লাগা।

প্রেমের সবথেকে খারাপ অনুভূতি? 
অচিরেই, অবধারিতভাবে, প্রেমিকের রং চটে যাওয়া। 


আপনারাও আমার সঙ্গে খেলতে নামলে মারাত্মক খুশি হব। তিরিশটা যদি নাও হয়, তিনটে প্রশ্নের উত্তর দিলেও বর্তে যাব।




Comments

  1. Ei muhurte odhikangso proshneslr otyonto noirashyobyanjok uttor debo....tai aar dilam na..
    Arektu normal shomoy hole onekguloi Miley jeto..
    Tobe premer jonno raat jege kobita shunte hoyechhe shune shiure uthalm...

    Ekdom onno proshonge boli....tomaar ekta bohu purono post chhilo, mutton stew er recipe. Goto weekend e oita follow kore banalam...besh bhalo hoyechhilo, tai thanks. Shudhu recipe tar jonno na...ota ekdom amaar moto kore instruction deya , shei jonno :)

    ReplyDelete
    Replies
    1. বোঝো। মাটন স্টু-এর রেসিপি, তাও নাকি আমার? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ভাবছিলাম জান, এখন তো অল্পস্বল্প রান্না করি, সেগুলোর গল্প অবান্তরে ফাঁদলে কেমন হয়। অফ কোর্স, রান্নাটা ফাউ, গল্পটাই আসল গল্প।

      তোমার যা-ই চলুক না কেন, অর্পণ, সেরে যাক। চলে যাক। কেটে যাক। দিস টু শ্যাল পাস জপতে জপতে হাঁটতে থাক, ওটা সত্যি। সব সত্যির সেরা সত্যি। এখনকার কষ্টটা মিথ্যে বলছি না, কিন্তু সয়ে যাবে। আমরা ভয়ানক শক্তিমান, অবিশ্বাস্য সব ব্যাপারস্যাপার সইতে পারি। তুমিও পারবে।

      ভালো থেক। সব ভালো হবে।

      Delete
  2. এককথায় নিজেকে প্রকাশ করুন।

    এইটা পারলাম না


    শেষ কখন কেঁদেছেন? 

    মনে নেই

    শেষ কখন হেসেছেন? 

    ছোটোখাটো হাসি বাদ দিলে পরশু এক ফাজিল বন্ধুর ফোনে

    বদঅভ্যেস? 
    অনেক তো

    বড় হয়ে কী হতে চেয়েছিলেন? 

    এইটা বললাম না  কারণ যা হতে চাইতাম বড় হয়ে মনে হয়েছে না হয়ে ভালই হয়েছে.

    হাইট? 

    চার দশ.


    উল্টোদিকের লোকের প্রথম কী নোটিস করেন? 

    চোখ আর হাসি.

    আপনি আপনি না হয়ে অন্য কেউ হলে, নিজের বন্ধু হতেন? 

    হতাম মনে হচ্ছে.

    তিনটে জিনিস যাতে মস্তিষ্কে আনন্দরস/ ডোপামিন ক্ষরণ হয়? 

    1. বেড়াতে যাওয়ার প্ল্যান হলে
    2. রান্না করতে আমার খারাপ না লাগলেও যদি রান্না করতে হবে না আর পছন্দের খাবার এসে যাবে এমন হয়
    3. যা হোক কিছু ফ্রি পেলে
    আসলে অনেক আছে এখন এই 3 লিখলাম

    নিজের সম্পর্কে একটা জিভকাটা সিক্রেট    অ্যাল.. ভাবতে হবে

    হোটেলের শ্যাম্পুর বোতল বাড়িতে নিয়ে আসেন? 

    এনেছিলাম 1 বার , তারপর মাথায় না দিয়ে গরম জলে দিয়ে পা ডুবিয়ে বসেছিলাম পায়ের যত্ন করতে,  সেটা বেশী পরিশ্রম তাই বোধহয় আর interest পাইনি .

    ছবি তুলতে গেলে হাসেন? 

    হ্যাঁ

    একা একা হাঁটতে হাঁটতে পা গোনেন? 

    মাঝেমাঝে।

    গুপ্তধন থাকলে কোথায় লুকোতেন? 

    গুপ্তধন পেলে জায়গা ও খুঁজে পাব আশা করি.

    শেষ কবে কাগজে চিঠি লিখেছেন? কাকে? 

    সেরেছে। মনে হয় কলেজ এ পড়তে এক বন্ধু bangalore থাকতো তার সঙ্গে.

    আপনি অলস? 
    হ্যাঁ

    আপনি গোঁয়ার? 

    মনে তো হয়  না


    হাতপা ছুঁড়ে কেঁদে ভাসিয়ে যা চান আদায় করেন? 

    নাহ্

    কাউকে মারা যেতে দেখেছেন? 

    দেখেছি।


    কেউ আপনাকে ভালোবেসেছে যাকে আপনি ভালোবাসেননি? 

    কি চাপ,  হতে পারে


    কাউকে আপনি ভালোবেসেছেন যে আপনাকে ভালোবাসেনি? 

    কর্মফল ইজ রিয়েল, বন্ধুগণ। এটাই ছেপে দিলাম.


    প্রেমে পড়ে কেঁদেছেন? 

    পড়ে তো ভালই লাগে বেশ হাহা


    প্রেমের জন্য সবথেকে খারাপ কী করেছেন? 

    ফোন এর বিল তোলা মনে পড়ছে


    কাদের এড়িয়ে চলেন/ প্রেমে পড়েন না?

    আজকাল দেখছি বেশির ভাগ লোককেই এড়িয়ে চলতে ইচ্ছে হয় .. যাদের sense of humour আমার সঙ্গে মেলে না সবার আগে তাদের.

    সেকেন্ড চান্স দেন? 

    কাউকে কাউকে

    ভুলে যান? না ক্ষমা করে দেন? 

    সব ভুলি না,  সব ক্ষমা ও না.

    আপনার জন্য কেউ অপেক্ষা করে? 

    খাইসে.


    কারও জন্য আপনি অপেক্ষা করেন? 

    গোলমেলে প্রশ্ন


    প্রেমের সবথেকে ভালো অনুভূতি? 

    আমি বলব অনেক কিছুই বিশেষ করে অনেক ছোট জিনিস খুব ভালো লাগা.

    প্রেমের সবথেকে খারাপ অনুভূতি? 

    তোমার টাই হবে. কিন্তু সব না হওয়া প্রেম পরে মনে হয়েছে ভাগ্যিস হয়নি!  কাজেই হরেদরে বেশিরভাগ খারাপ গুলো ভুলে গেছি.

    ReplyDelete
    Replies
    1. তোর কয়েকটা উত্তর এমন মোক্ষম, ঊর্মি, আমার কেন মাথায় এল না ভেবে কান্না পাচ্ছে। এক, ওই ফ্রি জিনিস পেলে আনন্দ হওয়ার ব্যাপারটা। ছাদে উঠে হাই ফাইভ। দুই, প্রেমের জন্য ফোনের বিল...কত আফসোসের ঝর্নার মুখ যে খুলে দিলি।

      হোটেলের শ্যাম্পুর বোতল বাড়িতে না আনার কারণটা পড়ে অ্যাকচুয়ালি জোরে জোরে হাসছি। দেখো আমার কেমন রসিক জুনিয়র ভেবে গর্বও বোধ করছি।

      খেলার জন্য অনেএএএএক থ্যাংক ইউ।

      Delete
    2. শ্যাম্পুর টা রসিকতা নয় সত্যি গো :D জীবনের কত ঘটনা ভাগ্যিস ঘটেছে, এইটা যেমন তোমাকে হাসালো ..:)

      Delete
  3. ক্যুইইইইজজ!!! :D :D
    আপনি তো বেশিরভাগ প্রশ্নের উত্তরই এমন পারফেক্ট দিয়েছেন যে এ ছাড়া অন্য কিছু আমি ভাবতেই পারছিনা। কাজেই যেগুলি একেবারে আলাদা না হয়ে গতি নেই সেগুলিই লিখলাম।

    শেষ কখন কেঁদেছেন? 

    চার-পাঁচদিন আগে। ভায়োলেন্ট কান্নাকাটি।


    শেষ কখন হেসেছেন? 

    মিনিট তিনেক আগে...আপনার উত্তরগুলো পড়তে পড়তে।


    বদঅভ্যেস? 

    সেরকম বললে.. ঠোঁট কামড়ানো।


    বড় হয়ে কী হতে চেয়েছিলেন? 

    হতে তো অনেক কিছুই চেয়েছিলাম তবে যেটা হচ্ছি সেটা কোনোদিনই ভাবিনি, অথচ সেটা খুবই কমন.. কেন যে ভাবিনি কে জানে!


    হাইট? 

    পাঁচ আট।


    উল্টোদিকের লোকের প্রথম কী নোটিস করেন? 

    মুখভঙ্গি।


    আপনি আপনি না হয়ে অন্য কেউ হলে, নিজের বন্ধু হতেন? 

    একেবারেই না। আমি আমার মত হিংসুটে আর আত্মসর্বস্ব লোকজনকে এড়িয়ে চলি। অথচ নিজেকে পাল্টানোর কথা কোনোদিন মাথাতেও আনিনা।


    নিজের সম্পর্কে একটা জিভকাটা সিক্রেট? 

    আমি আজকাল ডাইনে বাঁয়ে মিথ্যে কথা বলছি, ইনফ্যাক্ট যেখানে সেটা করার কোনো দরকারই নেই। এবং এইজন্য আমি বেশ চিন্তিত ও অনুতপ্ত।


    হোটেলের শ্যাম্পুর বোতল বাড়িতে নিয়ে আসেন? 

    এটা করার কথা মাথায় আসেনি কখনো। আসলে কি করতাম বা করবো ভরসা নেই, পাপী মন তো..কখন কি মনে হয় নিজেই আগে থেকে বলতে পারিনা।


    ছবি তুলতে গেলে হাসেন? 

    মনে থাকলে হাসার চেষ্টা করি, ফল খুব একটা ভালো হয়না।


    প্রেমের জন্য সবথেকে খারাপ কী করেছেন? 

    সময়ের মূল্য সম্পর্কে সম্পূর্ণ অগত্যা নিয়ে জীবন কাটিয়েছি।  


    কাদের এড়িয়ে চলেন/ প্রেমে পড়েন না?

    কবি/ সাহিত্যিক / রকব্যান্ডের গায়ক / সো কলড ইন্টেলেকচুয়ালস্ /বা যারা নিজেদেরকে খুবই ক্রিয়েটিভ পারসন বলে সংজ্ঞায়িত করেন।

    ReplyDelete
    Replies
    1. চমৎকার উত্তর, আধিরা। ওই যে বললে নিজের বন্ধু হবে না কিন্তু নিজেকে পাল্টানোর কথা কখনও মাথায় আসেনি এটা দামি কথা। মাথায় রাখলাম। আর যেহেতু তুমি আমাকে একটা দামি কথা বললে আমি তোমাকে এই সুযোগে একটা জ্ঞান দিয়ে দিই, তোমার অনুমতির তোয়াক্কা না করে।

      মিথ্যের ব্যাপারটা, ওটা ভয় থেকে আসে অ্যান্ড ভয় ইজ দ্য রুট অফ অল গণ্ডগোল। মা বলতেন জীবনে যা যা গোলমাল পাকিয়েছেন সব ভয় থেকে, হাতেনাতে দেখছি, আমিও এক্স্যাক্টলি তাই করেছি। অধিকাংশ সময়েই, আমি তো বলব একশো শতাংশ সময়েই সত্যি বললে কিছুই হবে না, হত না, অথচ ভয় পেয়ে মিথ্যে বলতে থাকি।

      সরি। ফুরফুরে খেলার মধ্যে ঈশপের গল্প এনে ফেলার জন্য। খেললে যে সে জন্য অগুন্তি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। থ্যাংক ইউ।

      Delete
    2. এহে একটা জায়গায় 'অজ্ঞতা' অগত্যা টাইপ হয়েছে, খেয়াল করিনি।

      এটা একেবারে মোক্ষম ধরেছেন, সবকিছুর রুট ওই ভয়। আপনার কথাটা মনে থাকবে। অনেক অনেক ধন্যবাদ।

      Delete
  4. শেষ কখন হেসেছেন?
    দশ পনেরো মিনিটের মধ্যেই, আপনার উত্তর গুলো পড়তে পড়তে পড়তে। বেশ কয়েকবার। অনেক অনেক ধন্যবাদ !!

    বড় হয়ে কী হতে চেয়েছিলেন?
    astronaut

    তিনটে জিনিস যাতে মস্তিষ্কে আনন্দরস / ডোপামিন ক্ষরণ হয়?
    আপনার প্রথম তিনটে বাক্য মোটামুটি মিলছে (এটা লেখার সময় দুবার হিসেব করে পড়ে দেখলাম যাতে "তিনটে" / "চারটের" মধ্যে গন্ডগোল না হয়ে যায়), এবং আরো অনেক কিছুই আছে, সেরম বলার মতো কিছু নয়।

    হোটেলের শ্যাম্পুর বোতল বাড়িতে নিয়ে আসেন?
    হ্যাঁ। ওটা আমার।
    ওটার দাম তো প্রতিদিনের ভাড়া তে ধরে রেখেছে হোটেল। তাছাড়া ওরম ছোট সুন্দর ভ্রমণের পক্ষে সুবিধেজনক জিনিস দোকানে সহজে পাওয়াও যায় না।

    ছবি তুলতে গেলে হাসেন?
    শুরুতে সত্যি ন্যাচারাল হাসি আনি। তারপর অযোগ্য ক্যামেরাম্যান যখন ছবি এডজাস্ট করতে করতে দেরি করে, এবং ন্যাচারাল হাসি টা এক ভয়ংঙ্কর "জোর করে হাসি" তে পরিণত হয় তখন ক্যামেরাম্যান কে মনে মনে প্রচুর গালি দিয়ে, অগত্যা গম্বির ছবির প্রতিই নিজেকে সমর্পন করতে হয়।

    গুপ্তধন থাকলে কোথায় লুকোতেন?
    আর যেখানেই হোক, ব্যাঙ্কের লকারে নয়।
    আগেরদিন ব্যাংকে লকার ব্যাবহার করতে গিয়ে দেখা গেলো যে লকার আটকে গেছে। এরপর এমন একটা এপয়েন্টমেন্ট বানাতে হবে যেদিন ব্যাঙ্ক গোদরেজ কোম্পানি কে খবর দিয়ে আনবে এবং একই দিনে আমাদেরও লকার এর চাবি নিয়ে যেতে হবে। এই কঠিন synchronisation টা কবে হবে ভগবানই জানে।

    শেষ কবে কাগজে চিঠি লিখেছেন? কাকে?
    স্কুল এ পড়া বয়েসে। পিসতুতো মাসতুতো ভাইবোনদের। কিছুদিন আগে ভাবছিলাম কাগজে চিঠি লিখে বা গ্রিটিং কার্ড এর সাথে কিছু লিখে পাঠিয়ে আবার চমকে দেব কিনা। কিন্তু আজকাল তো চাইলে আবার লোকে গুগল লোকেশন শেয়ার করে, পোস্টাল এড্রেস নয় !!

    আপনি অলস?
    একদম।

    আপনি গোঁয়ার?
    হ্যাঁ। কিন্তু গোয়ার্তুমি বজায় রাখতেও অনেক খাটনি আছ। ওখানে আবার আলসেমিটা জিতে যায়।

    আর ফোনে রিডিং পড়া নিয়ে আপনার রিঅ্যাকশন টা শুনে বেশ হাসি পেলো। প্রথমেই হিসেবে করে দেখলাম এরকম করেছি কিনা কখনো। ভেবে দেখলাম, রিডিং পড়িনি বটে (আর নিজের কবিতা পড়ে শোনানোর রিস্কটাই নেই, পদ্য লেখার চেষ্টা চিরকাল গদ্য হয়ে দাঁড়ায়) তবে কোটেশন ঝেড়েছি বেশ কয়েকবার - একটা সময় কোটেশনস নিয়ে বড্ডো বেশি মেতে ছিলাম।

    ReplyDelete
    Replies
    1. আপনার যুক্তি অকাট্য শ্যাম্পুর বোতলের ক্ষেত্রে, রাজর্ষি। আসলে এগুলো গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার। ছোটবেলায় আমার পছন্দের একজন মানুষ হোটেলের বোতল আনতেন না, আর অপছন্দের একজন একটাও বোতল ছাড়তেন না। সেই থেকে বোতল নেওয়া আমার অপছন্দ। অযৌক্তিক হলেও।

      বাকি উত্তরগুলো চমৎকার। লকারের গোলমালটার জন্য আগাম সহানুভূতি রইল। এই কাজগুলো করতে এত খারাপ লাগে, এত খারাপ লাগে যে কী বলব।

      তবে সবথেকে বেশি মজা পেয়েছি, রিলেট করেছি, এবং সবথেকে উঁচু হাই ফাইভও দিচ্ছি ছবি তুলতে গিয়ে হাসার উত্তরটায়। এক্স্যাক্টলি ওই জিনিস আমার সঙ্গেও ঘটে। সব হাসিয়ে দের সঙ্গেই ঘটে, ঘটেছে কোনও না সময়।

      কোটেশন বেশি লম্বা হয় না, কাজেই ওটা রিডিং পড়ার জন্য আপনার শাস্তি হচ্ছে না।

      খেলার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

      Delete
  5. Bangla- english mishiye likhte holo. Sorry
    -----------------------

    কবে কাগজে চিঠি লিখেছেন? কাকে?
    madhyamik porikkhay ashto , tokhon likhechilam

    আপনি অলস?
    ami alosyo doptorer montri to

    আপনি গোঁয়ার?
    kichu byapare

    হাতপা ছুঁড়ে কেঁদে ভাসিয়ে যা চান আদায় করেন?
    nah. choto bela theke kokhono korini

    কাউকে মারা যেতে দেখেছেন?
    baba, boro mashi

    কেউ আপনাকে ভালোবেসেছে যাকে আপনি ভালোবাসেননি?
    korechi bodhhoy

    কাউকে আপনি ভালোবেসেছেন যে আপনাকে ভালোবাসেনি?
    hya. kichu obhoggota eto traumatic , je bhola jaay na

    প্রেমে পড়ে কেঁদেছেন?
    se onekdin aaager kotha. tokhon boyos kom chilo.. coincindentally , abantor er satheo sei somoy alap

    প্রেমের জন্য সবথেকে খারাপ কী করেছেন?
    ritimoto boro boyose ekbar barite mithye bole bolpur berate gechilam ek diner jonyo

    কাদের এড়িয়ে চলেন/ প্রেমে পড়েন না?
    selfish

    সেকেন্ড চান্স দেন?
    nishchoi

    ভুলে যান? না ক্ষমা করে দেন?
    notun kichu ese bhuliye dey

    আপনার জন্য কেউ অপেক্ষা করে?
    kore

    কারও জন্য আপনি অপেক্ষা করেন?
    oboshyoi

    প্রেমের সবথেকে ভালো অনুভূতি?
    নিজেকে পাগলের মতো ভালো লাগা, onyer chokhe nijeke bhalo lagte dkeha

    প্রেমের সবথেকে খারাপ অনুভূতি?
    Onekta somoy noshto hoyeche jibon theke.. Alosyo kore

    ReplyDelete
    Replies
    1. আরে ঋতম, কী ভালো লাগল তোমার উত্তর পড়ে। আলস্য দপ্তরের মন্ত্রীটা ভালো বলেছ। ওই যে নতুন কিছু এসে ভুলিয়ে দেওয়ার ব্যাপারটা বললে, ওটা ঠিকই বলেছ। আসলে হয়তো আমিও ক্ষমাটমা কিছু করি না। নতুন খেলনা পেয়ে ভুলে যাই, তাই নিজেকে বোঝাই যে ক্ষমা করে দিলাম। নতুন খেলনা না এলে বোঝা যেত ক্ষমার ক্ষমতা আমার আছে কি না।

      প্রেমে পড়ে ভালোলাগার পয়েন্টটাও ঠিকই বলেছ। আমরা নিজেদের খুব খারাপ বাসি তো, কেউ এসে ভালোবাসলে ওই সময়টুকু নিজেকেও ভালো লাগে নিজের কাছে। সেটাই ম্যাটার করে।

      খেলার জন্য অনেক, অগুন্তি থ্যাংক ইউ। ভালো থেকো।

      Delete

Post a Comment