Posts

Showing posts from June, 2023

মামা আর্থ ও ভিকি কৌশল

Image
জাড্য জিনিসটা জটিল। যে কোনও কিছুই একবার চললে বা থামলে, তাকে আবার থামানো বা গড়ানো মুশকিল। যে ব্যস্ততার কথা বলে ছিলাম সেটা বিদেয় হয়েছে। কাজেই অবান্তরে ফেরত আসতে টেকনিক্যালি অসুবিধে হওয়ার কথা নয়, কিন্তু গত বাহাত্তর ঘণ্টা ধরে কেবলই ফলস স্টার্ট নিচ্ছি। একটা পোস্ট পঁচাশি শতাংশ হয়ে পড়ে আছে, বাকি পনেরো সম্পূর্ণ করতে ঘাম ছুটে যাচ্ছে। কাজেই একদম নতুন একটা পোস্ট লিখতে শুরু করে, না শেষ করে থামব না, এমনটাই ভেবেছি। আরও একটা অসুবিধে, থামা যতটা সহজে গিয়েছিল, শুরু আর তত সহজে করা যাচ্ছে না। বাবা বাছা করে, সইয়ে সইয়ে শুরু করতে হবে মনে হচ্ছে। কাজটা সহজ করার জন্য একটা ছবি জোগাড় করেছি, ভাবছি সেটাকে বর্ণনা করে একটা পোস্ট নামাই।  বর্ণনা বলতে একটা মজার কথা মনে পড়ল। মানে আমার মজা লেগেছিল, আপনাদের নাও লাগতে পারে। গল্পে চরিত্রদের বর্ণনা কী করে দিতে হয় সে সম্পর্কে আমি একসময় কিছু খোঁজখবর নিয়েছিলাম। কারণ আমাকে নিজের মতো ছেড়ে দিলে আমি কোনও চরিত্রের  বর্ণনা দিতাম না। সেই যে ফেলুদা তোপসেকে বলেছিল,  চরিত্র ইন্ট্রোডিউস করার সময়েই তার বর্ণনা দিয়ে দিবি না হলে পাঠক নিজের মতো করে কল্পনা করে নেবে তারপর যখন সত্যি সত্যি ব

তুলোর পাখি

Image
বাংলালাইভ ডট কমে আমার একটা বড়গল্প বেরিয়েছে। লিংক নিচে রইল। পোস্টটা সাইজে বড্ড ছোট হয়ে যাচ্ছিল বলে ওঁদের সাইটে আমার গল্পের সঙ্গে দেওয়াটা ছবিটাই সেঁটে দিলাম। তুলোর পাখি