তুলোর পাখি




বাংলালাইভ ডট কমে আমার একটা বড়গল্প বেরিয়েছে। লিংক নিচে রইল। পোস্টটা সাইজে বড্ড ছোট হয়ে যাচ্ছিল বলে ওঁদের সাইটে আমার গল্পের সঙ্গে দেওয়াটা ছবিটাই সেঁটে দিলাম।



Comments

  1. বিমল করের একটা গল্প মনে পড়ল- পলাশ। পলাশফুল আর রেললাইনের ব্যাকড্রপে একটা ছোট্টো ভ্রমণ। সামাজিক সম্পর্কের বাইরে অন্য এক সম্পর্কের দোরগোড়ায় থেমে যাওয়া ছিল ঐ বেড়ানোটুকুতে- যতটুকু মনে পড়ে। অনেক কাল আগের গল্প- কামরাঙা ফলের উচ্চারণ করতে না পারার ব্যঞ্জনা, ঐ লালে লাল পলাশময় গনগনে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বড়জোর।
    তুলোর পাখির রং লাল নয় অবশ্যই- শাদা। আগাগোড়া। সেই শাদার শেড ও প্রকার বদলে যায় গল্পের শেষে - ক্যামেরার পোজিশন সম্পূর্ণ ঘুরে যায়- এক 'ও' থেকে 'অন্য 'ও' র দৃষ্টিকোণে। তুষার যদি তুলো হয়ে যায় তাহলে যেমন- শাদার শেড বদলে গেল, গলে গিয়ে জল হয়ে গেল না কিছু, বরং ঘিরে রইল।
    কিছু ডিটেলিং সামান্য অনাবশ্যক মনে হয়েছিল প্রথমটায়, সমাপ্তির পরে মনে হল, শাদারই বদলে যাওয়ার এই জার্নিটুকু বুঝতে এর প্রয়োজন ছিল।

    ReplyDelete
    Replies
    1. ভালো লাগল, ইন্দ্রাণী। পড়লেন, মনে হওয়া জানালেন। অনেক।

      Delete
  2. গল্পটা প্রথমবার হড়বড়িয়ে পড়েছিলাম, তারপর শেষটায় পৌঁছে বুঝলাম এটা গুছিয়ে পড়বার..
    সময় করে পড়লাম..
    যা যা মনে হচ্ছে, সেগুলো ভাষায় গোছানো খুব মুশকিল।
    আপনি উপন্যাসটা নামিয়েই ফেলুন, অপেক্ষা করে থাকবো।
    আর হ্যাঁ, ওদের পাতায় আপনার লেখক পরিচিতিটাও মচতকার

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, বৈজয়ন্তী। লেখকপরিচিতিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। নিজের পরিচিতি নিজেই লিখেছি কি না।

      Delete

Post a Comment