ফেলুদা ট্যাগ

আমার নাম্বারিং-এ গোলমাল ছিল, কুন্তল ফ্রম প্ল্যানেট আর্থ ধরিয়ে দিয়েছেন। সেটা শুধরে নিলে নিচের পোস্টের পয়েন্টসংখ্যা দাঁড়াচ্ছিল উনিশ। তাই আমি কুন্তল-এর থেকেই আইডিয়া নিয়ে আরেকটা পয়েন্ট জুড়ে দিয়ে সেটাকে কুড়ি করে দিলাম। বহুদিন আমার পৃথিবীর দ্বিতীয় ফেভারিট গোয়েন্দা এবং প্রথম ফেভারিট কাল্পনিক চরিত্রকে নিয়ে কথাবার্তা বলা হয়নি। শুভকাজে দেরি করে লাভ নেই। বলাই বাহুল্য , এই কুড়িটা বিষয়ে আপনার মত জানাটাই এই পোস্টের প্রধান উদ্দেশ্য। ১। প্রিয় বইঃ বাদশাহী আংটি ২। অপ্রিয় বইঃ শেষের দিকের বেশ কয়েকটাই অপছন্দের , তবে অম্বর সেন অন্তর্ধান রহস্য মনে রাখার মতো খারাপ লাগে। ৩। প্রিয় সিনেমাঃ ( এখানে ফেলুদার গল্প নিয়ে বানানো সব সিনেমা ধরা হচ্ছে। এবং টেলিফিল্ম ধরা হচ্ছে না। ) সোনার কেল্লা ৪। অপ্রিয় সিনেমাঃ কৈলাসে কেলেঙ্কারি ৫। প্রিয় লাইন ( বইয়ের ): ড্যাং না ক্যাং না গ্যাং ? ৬। প্রিয় লাইন ( সিনেমার ): মন্দার বোসের সব ডায়লগ। সেগুলো বাদ দিয়ে " ভালো লাগছে না রে তোপসে , ভালো লাগছ...