সাপ্তাহিকী
আলোকচিত্রীঃ অ্যালিস গাও
There is no fun doing nothing when you have nothing to do. Wasting time is merely an occupation then, and a most exhausting one.---Jerome K. Jerome
জিনিয়াস।
টাকা দিয়ে কি আনন্দ কেনা যায়? কেন যাবে না, ঠিক মতো খরচ করতে জানলেই কেনা যাবে।
(স্বর্গের?) সিঁড়ি।
সাধারণ মানুষের সাধারণ ঘর। অসাধারণ পার্সপেক্টিভ থেকে।
"উফ্ আমি যা বিজি না..."/ " আমি সিরিয়াসলি উইয়ার্ড, তাই আমাকে কেউ বোঝে না..."/ "বাবা, ছেলের জ্বালায় একটু ঘুমোনোর জো আছে, একমাসও হয়নি, নিজে নিজে উল্টোতে শিখে গেছে..." দেখতেশুনতে নালিশের মতোই মনে হচ্ছে কিন্তু কোথাও একটা গোলমাল ঠেকছে তো? ঠেকবেই, কারণ এগুলোকেই বলে হাম্বলব্র্যাগিং। আমার মত যদি জিজ্ঞাসা করেন, ব্র্যাগিং-এর মতোই হাস্যকর।
লিপ রিডিং ভুল হলে কী ভয়ানক ব্যাপার হতে পারে।
মহাকাশে যেতে চান? মনের সুখে পা ছড়িয়ে কাঁদতে পারবেন না কিন্তু, আগে থেকেই সাবধান করে রাখলাম।
এ সপ্তাহের গান। আমার প্রাণের গান। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
আর কী? দিল্লিতে শীত এখন লাস্ট ল্যাপ দিচ্ছে, আমার ব্যাপারটা মোটে ভালো ঠেকছে না। আমি শেষ শীতের মজা লুটেপুটে নিতে চললাম, সোমবার আবার দেখা হবে। ততক্ষণ ভালো হয়ে থাকবেন।
স্বর্গের সিঁড়ি? স্বর্গের? হাঃ হাঃ হাঃ মাগল রা তাই ভাবে বটে। হাওড়া স্টেশন এর পিলারগুলোর গায়ে যে ১/৪, ৩/৪ এইসব লেখা আছে সেটাই বা কজন মাগল দেখতে পায়? আমি আমার বোনকে দেখিয়েছিলাম।
ReplyDeleteএ সপ্তাহে ঘরের ছবি সবথেকে ভালো লাগলো।
এই রে, আমিও দেখতে পাইনি। অবশ্য আমি যে মাগ্লের হদ্দ, সেটা নিয়ে আমার কোনওকালেই সন্দেহ ছিল না। এবার বাড়ি গেলে খেয়াল করব তো...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletebah...darun :)
Deletesabcheye bhalo alada perspective er chabi...ar humblebragging...ei humblebragging jinista bhishanrakam charie parechhe amader charipashe...amio tate sankramito hoe 2 to link pathai...
internet sambandhye anek matamat sunechhi...ei ta aaj sakalei parlam...byaparta golmele thekche mashai!
http://www.smithsonianmag.com/arts-culture/What-Turned-Jaron-Lanier-Against-the-Web-183832741.html?c=y&page=4
taka mati, mati taka -kathata bodhhay kichuta haleo satyi...ei documentary ar ei ideology ta sambandhye FTII te jenechilam...parle puro documentary ta dekho (age jadi na dekhe thako)...amar khub interesting legechilo.
http://www.youtube.com/watch?v=vm3DixfL9o0
sirir chabigulo Escher r katha mane karie dilo r halfiler 'Inception'
http://www.youtube.com/watch?v=uUzBIR-dOwg
humblebragging sesh karchi ei gan ta die.
kakedin age akta ganer anusthane enar gan sunlam...sunei sei shiter rater rajasthan mane pare galo...shonar kella te dakha- agun jele kichu lok rastar dhare jaro hoe gan karche...feluda o achhe r achhe highly suspicious lok. :)
http://www.youtube.com/watch?v=LcI_6ToTuhY
আরে বাঃ, সাপ্তাহিকীর বদলে আরেকটা সাপ্তাহিকী! আমি সময় করে সবগুলো লিঙ্ক দেখব, প্রমিস।
DeleteAmi jokhon lok ke boli je ami jayi khai kichutei mota hoyi na, emon ki half and half kheyeo hoyi na, loke bhabe ami ei "humblebragging" korchi. Kintu motei ta noy... :(
ReplyDeleteহুম, আসলে এই রোগামোটা বিষয়টা দিনকেদিন খুব সেনসিটিভ হয়ে পড়ছে। কাজেই ওই পথে পা না বাড়ানোই ভালো।
Delete