সাপ্তাহিকী



এই সমীকরণগুলো আসলে কী বোঝাতে চাইছে বুঝতে পারছেন? না পারলে এখানে উত্তর দেখে নিন। অবশ্য সব বোঝার দরকার নেই। শেষের সংখ্যাটার মর্মোদ্ধার করতে পারলেই জীবনের মানে বোঝা হয়ে যাবে।


Just set one day’s work in front of the last day’s work. That’s the way it comes out. And that’s the only way it does.
                                                                                 ---John Steinbeck

গতকাল ঠিক সময়ে সাপ্তাহিকী ছাপতে না পারার জন্য একটা বড় ক্ষতি হল যে ‘পাই ডে’ মিস করে গেলাম। কাল ছিল চোদ্দই মার্চ, 14.3 অর্থাৎ পাই ডে। কুছ পরোয়া নেই। একদিন দেরিতেই অবান্তরের পাতায় পাই ডে উদযাপন হবে। Exploring pi is like exploring the universe বলেছিলেন David Chudnovsky,Chudnovsky ভাইদের এক ভাই। নব্বই দশকের শুরুর দিকে নিজেদের হাতে বানানো সুপারকম্পিউটারে পাই গণনায় বিশ্বরেকর্ড স্থাপন করেছিলেন Chudnovsky ভাইয়েরা।


পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন যদি বিশ্বাস থাকে তাহলে সে ধ্বংসের প্রস্তুতিও নিতে হয় বইকি। শেষের সেই ভয়ংকর দিনগুলোর জন্য বিশ্বাসীরা কী ধরণের খাবারদাবার সঞ্চয় করেছেন জানতে হলে ক্লিক করুন।

বাকিটুকু যা খুশি হোক, রচনার শেষ প্যারাগ্রাফটা সবসময়েই হত যে বিজ্ঞান আসলে আশীর্বাদ বা অভিশাপ দুইই হতে পারে, সবটুকুই আসলে সে বিজ্ঞানকে যারা ব্যবহার করছে সেই মানুষের হাতে। যাঁরা নিজেরাই নিজেদের আবিষ্কারকে অভিশাপ মনে করেছেন এমন ছ’জন বিজ্ঞানীর কথা এখানে রইল।



Comments

  1. Sayings as Mathematical Equations ta khub ekta mone dhorlo na. Besh imprecise. John Steinbeck-er quote ta mokkhom. Jadab Payeng er kotha jantam, abar pode bhalo laglo. Tobe shobar shera ebarkar Thumri-ta!!

    Take care
    iti
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. আমি একমত, সুতীর্থ। ইকুয়েশনগুলো জমেনি। স্টেইনবেক ইজ স্টেইনবেক, এ নিয়ে কীই বা আর বলার থাকতে পারে।

      Delete
  2. K-cup je recyclable noy jantam na.. athocho eta thik to recently prochur bondhu bandhaber barite dekhchi ei coffee machine ta. amio bhabcgilam kinbo, thak tahole dorkar nei. thank you link tar janyo.

    ReplyDelete
    Replies
    1. কী দরকার কিনে কাকলি, আমাদের সাবেকি ঢঙে কাপে দুধ চিনি কফি গুলেই খাওয়া ভালো। হাতের ব্যায়াম তো অন্তত হবে।

      Delete
  3. The story of Jadav Payeng is truely inspiring. I feel proud that he is from my state. Nature er proti kotota bhalobasha thakle ekta manush single handedly ei kaj ta korte pare? Ekta chotto information jeta ei article ta te nei sheta holo he was given Padma Shree this year for his work.

    ReplyDelete
    Replies
    1. এটা দারুণ খবর দিলেন, প্রসূর্য়্য। আপনি আসামের লোক? আসাম আমার প্রিয়তম রাজ্য।

      Delete
    2. Aamar bari Assam er Tinsukia shohore. Tobe ekhon chakri shutre Guwahati r bashinda. Apnar Assam priti r kotha aapnar lekha porei jenechi.

      Delete
    3. কী কাণ্ড। আমরা তো আর একটু হলেই তিনসুকিয়া বেড়াতে চলে জাচ্ছিলাম। কী যেন একটা গোলমালে যাওয়া হল না। তিনসুকিয়া শুনলেই আমার বেড়াতে যেতে ইচ্ছে করে।

      Delete

Post a Comment