দলাদলি




পৃথিবীতে দু’দলের লোক আছে। 

যারা জানুয়ারির প্রথম ক’টা দিনের ম্যাজিকে বিশ্বাস করে। আর যারা করে না। 

যারা করে, এই ক’দিন তাদের অফিস যাওয়ার পথটাও বেড়াতে যাওয়ার মতো হয়ে যায়। 

তারা এই ক’দিন সকালে লাফ দিয়ে বিছানা ছাড়ে, লেবু-চেপা গরম জল খেয়েই যোগা ম্যাট পেতে ডাউনওয়ার্ড ডগ হয়।

(আর তাদের বাড়িতে যদি অবিশ্বাসী দলের লোক কেউ থেকে থাকে যে মনে করে যে এই ক’দিনের সঙ্গে সামনের বাকি তিনশো ষাট দিনের কোনও পার্থক্য নেই আর সেই লোকটা যদি লেপের ভেতর থেকে খিকখিক করে হাসে,  সে হাসি তুড়ি মেরে উড়িয়ে দেয়।)

এই ক’দিন হাত নেড়ে চেনা আধচেনা হ্যাপি নিউ ইয়ার বলতে, বা অন্য কারওর হাত নেড়ে হ্যাপি নিউ ইয়ার-এর উত্তর দেওয়ার সময় প্রত্যেকবার তাদের মস্তিষ্কে সেরোটোনিনের বান ডাকে।

তারা এই ক’দিন বস হাঁ করার আগে অফিসের কাজ শেষ করে জমা দেয়। 

তারা এই ক’দিন টিফিনের পর ডেস্কে বসে মন দিয়ে কমলালেবু খায়, কারণ ভিটামিন সি। আর সিজন্যাল ইটিং।

তারা এ ক’দিন নতুন ডায়রি খুলে নতুন পাতায় লেখে। টু ডু লিস্ট বানায়। রাতে সে লিস্টের প্রতিটি আইটেম কেটে শান্তিতে লেপের তলায় হাসি হাসি মুখে সেঁধোয়।

তারা বিশ্বাস করে এই ক’টা দিন তাদের নতুন জীবনের শুরু। যে জীবনটায় পুরোনো জীবনের একটাও ভুল রিপিট হবে না।

আমি তাদের দলে পড়ি। আপনি কাদের দলে পড়েন?


Comments

  1. আমার বিশ্বাস তুই বস তোর seta র দিকে তাকানোর আগেই তুই projects জমা দিস ৩৬৫ দিন ..... আমি ১লা জানুয়ারীর প্রথম ১ ঘন্টার পরে আর new year resolutions মনে রাখতে পারি না 😩😩

    ReplyDelete
    Replies
    1. হাহা, আমার বস যদি তোর বিশ্বাসটার কথা জানতে পারত রে, বৈশালী। রেজলিউশন ভুলে যাওয়া ভালো, অ্যাট লিস্ট গিল্টটা থাকে না।

      আমার নতুন বছরের অনেক শুভেচ্ছা নিস।

      Delete
  2. Ami holam leper tolai khik-khik!

    Jehetu apni sheta non, otoeb: Happy New Year!

    iti
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. হাহা, আপনি যে দলাদলির তোয়াক্কা না করে আমাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন, এই জন্য অনেক থ্যাংক ইউ, সুতীর্থ, আর আমার তরফ থেকেও হ্যাপি নিউ ইয়ার!

      Delete
  3. ami leper tolar dole :) amar oi utsaho gulo periodically ase. tokhon amio lebu chepa gorom jol kheye bhabi ebar thikthak exercise suru kortei hobe. Tobe seta new year specific utsaho noy.

    ReplyDelete
    Replies
    1. ইস, আমার দলে কেউ নেই কেন। আমার উৎসাহের বেগ তো পিরিয়ডিক্যালি আসেই, চুপকথা, কিন্তু পয়লা জানুয়ারির আশেপাশে বাড়াবাড়ি রকম আসে।

      Delete
  4. Aami leper tolar dole....jodio majhe majhe oi prothom dole dhuke pori tabe boroi khonosthayi.

    ReplyDelete
    Replies
    1. ওই ক্ষণস্থায়ীতেই চলবে, সুস্মিতা।

      Delete
  5. আমি এই দলাদলি নিয়ে কোনওদিন ভাবিনি, তবে ভাবলে হয়তো নিজেকে লেপমুড়ির দলেই রাখতাম। কিন্তু কার্যতঃ দেখা যাচ্ছে নতুন বছরের শুরুতে আমি ভয়ানক উদ্যমী হয়ে পড়েছি। ১ তারিখ রাতে নেটফ্লিক্সে "মাছের ঝোল" দেখতে গিয়ে আমার আর পৌলমীর এমন মাছের ঝোলের ক্রেভিং হয়েছে যে পরদিন -১৮ ডিগ্রী সেলসিয়াসে আমরা শিকাগো গিয়ে রুই মাছ কিনে এনেছি। এখন এরকম উৎসাহ যদি সারা বছর অন্য সব কাজেও দেখাতে পারি...
    যাই হোক, আরেকবার হ্যাপি নিউ ইয়ার।

    ReplyDelete
    Replies
    1. হাহা, আরেকবার হ্যাপি নিউ ইয়ার আপনাদেরও, সুগত। আশা করি আপনাদের উদ্যম সারা বছর বজায় থাকুক।

      Delete
  6. Amio apnar dale,tabe amar utsaho ta besi din thake na ei dukkhe e r kasto kre new year resolution ni na.-Sunanda.

    ReplyDelete
    Replies
    1. আহা, থাকে না বলেই তো আরও বেশি করে নিই, সুনন্দা। যতদিন কাজে দেয়।

      Delete
    2. Ami r setuku o khati na.Ekebare hat pa chere aram kre procastinate kori����-Sunanda.

      Delete
  7. Amio akdom tomar dolei, Kuntala di.

    ReplyDelete
    Replies
    1. বাঁচালে, কুহেলি।

      Delete
  8. ইস, আমিও তো সেই লেপের তলা থেকে খিক খিক করে পিত্তিজ্বালানি হাসির দলে।
    আপনার উদ্যম দীর্ঘস্থায়ী হোক। বিলেটেড হ্যাপি নিউ ইয়ার।

    ReplyDelete
    Replies
    1. হ্যাপি নিউ ইয়ার।

      Delete
  9. লেপ ছেড়ে দেয়ার মতো কোনো কারণ পাইনি এখনো। পেলেই উঠবো। মাইরি। এবার আপনিই বলুন আনি কোন দলে। ☺️

    Happy New Year💐💐। খুব ভাল থাকবেন, আপনার resolutionগুলো সব সার্থক হোক।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চন্দ্রচূড়।

      Delete
  10. Prothom dol-e amaar barir ekjon. Aar Ami thaaki lep-er tolaye :)
    3 nombor Jon ekhono January-r bisheshotto othoba gotanugotikota bojhe na. Tar kachhe protiti din-i khub anander

    ReplyDelete
    Replies
    1. তিন নম্বর জনকে হিংসে করলাম, বাড়ির একজনকে হাই ফাইভ দিলাম। আর তিনজনের জন্যই রইলো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা।

      Delete
  11. আমি বছরের ৩৬০ দিন সেকেন্ড দলে, ৫ দিন ফার্স্ট দলে। কিন্তু ঐ ৫ দিন জানুয়ারীর প্রথম দিনগুলো নয়, এমনকি একসাথেও নয়, আলাদা আলাদা।
    আর ইয়ে একটা কথা, অবান্তরের পোস্টের ফ্রিকোয়েন্সি একটু বাড়লে ভাল হয় না?

    ReplyDelete
    Replies
    1. হাহা এইটা ভালো ব্যাপার, ঋতম। পোস্টের ফ্রিকোয়েন্সি মেন্টেন করতেই প্রাণান্ত। তবে তোমার কথা মাথায় রাখলাম।

      Delete
  12. অনেকদিন পরে অবান্তরের পাতায় এলাম। বিলম্বিত নতুন বছরের শুভেচ্ছা রইল প্রতিটি দিনের জন্য।
    প্রথম দলে থাকার চেষ্টা করি বেশীরভাগ সময়। নিজের ভালো থাকার জন্যই করি। তবে ফাঁকিও পড়ে মাঝেমধ্যে।

    তৃপ্তি।

    ReplyDelete
    Replies
    1. নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও, তৃপ্তি।

      Delete
  13. খাওয়া দাওয়ার বেলায় প্রথম দলে , কাজের বেলায় দ্বিতীয় দলে ^_^ । হ্যাপ্পি নিউ ইয়ার (আগে বলেছি কি? বল্লেও ক্ষতি নেই কি বলো? :) )

    ReplyDelete
    Replies
    1. এইটা ভালো আইডিয়া প্রদীপ্ত, রেজলিশন দিয়ে ভাগাভাগি না করে কাজ দিয়ে ভাগাভাগি করা। আর বারবার হ্যাপি নিউ ইয়ার বললে মোটেই ক্ষতি নেই। শুভেচ্ছা অলওয়েজ ওয়েলকাম। হ্যাপি নিউ ইয়ার।

      Delete

Post a Comment