(অ)প্রেমের গান


এ বছরের মতো প্রেমের সিজন অতিক্রান্ত। এবার শান্তি করে একটা টাটকাতাজা অপ্রেমের গান শোনা যেতে পারে। মুশকিল হচ্ছে গানটির কারিগর অপ্রেমের গান ভালো বানাতে জানেন না। চেষ্টাচরিত্র করে যেটা বানান সেটাও সন্দেহজনকরকম প্রেমের গানের মতো শুনতে লাগে। গানটা প্রেমের না অপ্রেমের নিশ্চিত হওয়ার জন্য গত কয়েকদিন লুপে শুনছি। গানটা শুনতে বেশি ভালো না দেখতে বুঝে ওঠার জন্যও।



Comments

  1. Eto mon kharap onek din kono gan shune hoini. Obosyo seta sune na dekhe.. Ke jane. - Gobechara.

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ, গানটার 'দেখা'র অংশটা খুব তীব্র। আমার অবশ্য মন খারাপ হয়নি। বৃদ্ধ মায়েস্ত্রোকে দেখে হাসিই এসেছিল ঠোঁটে। আর মায়া, কূল ছাপানো মায়া। সেটা ওঁর প্রতি না, আমার নিজের প্রতি। আমার বড় হয়ে ওঠাটা কেমন বুড়ো হয়ে গেল, সেই দেখে।

      ভালো লাগল এই পোস্টটায় সাড়া পেয়ে। একা একা আপ্লুত হয়ে মজা নেই। থ্যাংক ইউ।

      Delete
  2. Replies
    1. হাহা, ঠিক বলেছেন সায়ন। কিন্তু আবার আমার মনে হয় ওই স্পিরিটের বুড়ো হওয়া সম্ভব না। হ্যাঁ, বাইরেটা বুড়ো হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে।

      Delete
  3. কি দারুন লাগলো গানটা !

    এবং কেমন যেন মনে হচ্ছে কোরাস কণ্ঠেই সবচেয়ে ভালো লাগবে শুনতে, যেরকম আছে ভিডিওটায়। যদিও অন্য কোনো রেন্ডিশন এ না শুনে এরম বলা হয়তো উচিত না, তাও।

    আর অবাক হয়ে দেখলাম এখনো দেখাচ্ছে মাত্র "668 views"...!

    ReplyDelete
    Replies
    1. ওর মধ্যে ছ'শোটা আমার, রাজর্ষি। গানটা সত্যিই অসাধারণ।

      Delete

Post a Comment