১৪২৯
১৪২৯?
১৪২৯।
বাকি পৃথিবী হইহই করে ২০২২-এ পৌঁছে গেল, বাঙালি এখনও মধ্যযুগে বসে হাই তুলছে আর পাশ ফিরছে।
বাঙালির নববর্ষও বাঙালিরই মতো। লেটলতিফ, কুঁড়ের বাদশা, অকর্মার ঢেঁকি।
ওই নববর্ষ কেমন পার্কস্ট্রিটে রাতভর উল্লাস, এই নববর্ষ সকালবেলা ছানটান সেরে ডাইনিং টেবিলে বা বিছানাতেই কাগজ পেতে লুচির সঙ্গে সাদা আলুর তরকারি। দুপুরে সিনেমা গেলে হয়। না গেলেও হয়। বাড়িতেই হইচই-তে কিছু ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে কিনা খোঁজ নিলেও ক্ষতি নেই। কিছু না পেলে সামাজিক মিডিয়ায় #টাপাটিনি চ্যালেঞ্জের হুলাবিলা হাঁ করে দেখলেই বা কী?
রাতভর উল্লাসের থেকে কোনও অংশে কম রোমাঞ্চের না। বিশ্বাস না হয় নিজে দেখে নিন।
ওই নববর্ষটা নিজেকে বদলে ফেলার। এই নববর্ষটা নিজের ভেতরের যে অংশটা শত চেষ্টাতেও বদলাবে না, সেটাকে জড়িয়ে ধরার।
ওই নববর্ষ সংকল্পের। অবশেষে ওই কাজটা সম্পূর্ণ করার, নিজের আয়তন অর্ধেক করে ফেলার, রাগশোকতাপ জয় করে মিনি সারদা মা হয়ে ওঠার বিশ্বাসে টগবগ ফোটার। অন্তত দেড়মাসের জন্য হলেও।
এই নববর্ষ, সংকল্পের কল্পনার মাঝপথে পৌঁছে, আচ্ছা এবার থেকে বাংলা ক্যালেন্ডার মুখস্থ রাখলে কেমন হয়, কত আর শক্ত হবে, আজ একলা বৈশাখ, কাল দোকলা, পরশু . . . ইয়াহ্, রাইট।
ইন্দ্রাণী দত্ত, শ্রদ্ধার এবং ততোধিক ভালোবাসার বন্ধু, নিচের লাইনক'টি উদ্ধৃত করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সাতবার মরে আটবার জন্মালেও আমি এমন করে নববর্ষের শুভেচ্ছা জানাতে পারব না কাজেই সে চেষ্টা ত্যাগ দিয়ে এটা টুকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বেড়িয়েছি সারাদিন।
“কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি,
বৃদ্ধ বছর উধাও হ’ল ভূতের মুলুক খুঁজি।
নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে,
বল্ দেখি মন মনের মতন কি দিবি তুই তারে?
আর কি দিব ?- মুখের হাসি, ভরসাভরা প্রাণ,
সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান।”
(নববর্ষের কুইজঃ বলুন দেখি কার লেখা?
হিন্টঃ লেখকের জীবনের একটা ঘটনা বলছি। ডিটেলে ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু মোটের ওপর ঘটনায় নেই, এ জিনিস যে ঘটেছিল কারণ এ জিনিস ঘটানোর ক্ষমতা যদি লেখকের না থাকে তাহলে পৃথিবীর কারও নেই, ছিল না কখনও, থাকবেও না সে নিয়ে কোনও সন্দেহ নেই।
লেখকের দুই বোনের জন্য ফুলগাছ কিনে আনা হয়েছিল। একজনের গাছে রঙিন ফুল, আরেকজনের সাদা। সাদাফুল বোনের মন খারাপ হয়েছিল তাই রাতে সবাই ঘুমিয়ে পড়লে লেখক চুপি চুপি সাদাফুল গাছের সব ফুলের সব পাপড়ি রং করে দিয়েছিলেন।)
আমারও কিছু দেওয়ার নেই। সংকল্পের লিস্টি নেই, সমাজ কিংবা নিজেকে বদলানোর হাঁকপাঁক নেই। শুধু এই জানাটা আছে যে সামনের বছরটাও এমনটাই কাটবে। সুখ এবং দুঃখ, শোক এবং উল্লাস, অনুরাগ এবং বীতরাগের দোলাচলের মাঝখানে ঝিকিয়ে উঠবে আনন্দ। আচমকা। অনেকটা এই পয়লা বৈশাখের মতোই।
সেই ঝলকানি আপনাদের জীবনজুড়ে ছড়িয়ে থাকুক। থাকুক সেই ঝলকানিতে অন্ধ হওয়ার নিমেষ। সে নিমেষের স্মৃতি পকেটে পুরে মুচকি হেসে দিনগত পাপক্ষয়ে ভেসে যাওয়ার শক্তি থাকুক। আবারও কোনও ঝলকানির অপেক্ষা গোপনে জ্বলুক অনির্বাণ।
অনেক ভালোচাওয়া আর অনেএএএক ভালোবাসা রইল আপনাদের সবার ১৪২৯-এর জন্য।
শুভ নববর্ষ।
হাজারো সুন্দর অনুভূতি সমৃদ্ধ হয়ে কাটুক নতুন বছর, এই শুভেচ্ছা রইলো।
ReplyDeleteশুভ নববর্ষ।
উদ্ধৃত লেখাটা কার একেবারেই জানা নেই, হিন্ট-টাও সমান অজানা। উত্তর এলে দেখবো।
আপনার মুখে যা খেতে ভালোবাসেন তাই পড়ুক, রাজর্ষি। খুব ভালো থাকুন পরিবারপরিজন নিয়ে।
Deleteউত্তরটা টাইপ না করে ফেলতে রীতিমত উইলপাওয়ার খরচ করতে হচ্ছে, কিন্তু আরেকটু দেখা যাক।
হাহা, অনেক ধন্যবাদ! এইটা একদম ফেভারিট শুভেচ্ছা। কি সব টোকা ফরওয়ার্ড আসে হোয়াটস্যাপে তাদের সাথে কোনো তুলনাই হয় না।
Deleteআর "উদ্ধৃত" বানানটায় কিছুতেই সঠিক যুক্তাক্ষর দিয়ে বানানটা আনতে পারলাম না... !
চিন্তা করবেন না একদম। দ-য় ধ-য় কে বাগে আনার ক্ষমতা যে এখনও কি বোর্ডের বাড়ন্ত, সেটা আসলে আশ্বাসের। কিছুতে তো একটা আমাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকতে হবে।
Deleteনববর্ষের অনেক শুভেচ্ছা কুন্তলা দি, নতুন বছরে বেড়াতে যাওয়া হোক, ভালো খাওয়া হোক আর তাই নিয়ে অনেক ভালো লেখা হোক :). সুকুমার রায় এর লেখা তো...
ReplyDeleteআর টাপাটিনি কি গো?
নববর্ষের অনেক ভালোবাসা আর আদর তোকে ঊর্মি। তোর আপনজনদেরও।
Deleteটাপাটিনি জানিস না????????? এক্ষুনি গুগল কর। টাপাটিনি + শিবু + নন্দিতা + বেলাশুরু। বাঙালির নাম ডোবাবি দেখছি পয়লা বৈশাখে।
টাপাটিনি জানিস না দেখে উত্তেজিত হয়ে গিয়ে লেখকের নাম যে ঠিক চিনেছিস সেটা অ্যাকনলেজ করতে ভুলে গেলাম। সুকুমার রায়ই বটে। গুড জব।
DeleteShubho Noboborsho!
ReplyDeleteYeh....tapatini amio jantam na...Google dekhe uttor pelam...
Odike kobir naam dekhar jonno Google korar dorkar hoyni...incident tar kotha Chhelebelar Dinguli te achhe na?
শুভ নববর্ষ, অর্পণ। ভালো হোক সব।
Deleteকোথায় ছিল মনে নেই, কিন্তু ঘটনাটা ভুলতে পারিনি, প্রত্যাশিত কারণেই।
টাপাটিনি দেখলে? বাই দ্য ওয়ে, যদিও গাওয়ার দরকার নেই, তবু গেয়ে রাখছি, টাপাটিনি কিন্তু ইয়ার্কি করে দেখতে বলেছি।
ReplyDeleteশুভ নববর্ষ কুন্তলা। খুব খুব ভালো থাকবেন।
কবিতাটা চিনতে পেরেছিলাম কিন্তু ঘটনাটা জানতাম না। দারুন লাগলো। অনেক থ্যাংক ইউ।
tapatini ব্যাপারটা আমিও জানতাম না। এখনো খুব একটা উৎসাহ পাচ্ছি না। ল্যাদের চূড়ান্ত।
শুয়েবসে কাটালাম কাল
১৪২৩ এর শারদীয়া দেশ এ প্রথম প্রবাহ বলে একটা উপন্যাস পড়লাম। মহাভারতের উপর। আপনি নিশ্চই অলরেডি পড়েছেন। আমি পূজাবার্ষিকীতে একটা ভালো লেখা পেয়ে খুবই খুশি হলাম। বহুদিন পূজাবার্ষিকী ভালো লাগে না
ভালো থাকবেন খুব। বেড়াতে যাওয়ার প্ল্যান? আমরা যে গল্প শোনার জন্যে অপেক্ষা করছি।
ইন্দ্রানী
নববর্ষের অনেক ভালোবাসা আমার তরফ থেকেও ইন্দ্রাণী। খুব ভালো কাটুক সামনের বছর।
Deleteটাপাটিনি ইয়ার্কি করে দেখতে বলেছি। ওতে আপনি উৎসাহ পেলেই আমি বিষম খেতাম।
সৌরভ মুখোপাধ্যায়ের প্রথম প্রবাহ পড়েছিলাম বটে, ভালো লেগেছিল। আমরা এবার একটাই শারদীয়া কিনেছি, পুজোর অনেক পরে, আজকাল সম্ভবত। বেছে কিনিনি, স্ট্যান্ডে ওই একটাই ছিল, মনে ফুর্তি ছিল তাই কিনে ফেলেছিলাম।
আপনাদেরও নববর্ষের অনেক শুভেচ্ছা জানালাম। টাপা টিনি টা নতুন জানা হল... সত্যিই, জানার কোনও শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।
ReplyDeleteআমার জীবনের প্রথম ইস্কুলের প্রথম টেক্সট বই গুলোর মধ্যে একটা ছিল "খাগড়াই", ওই কবিতাটা খাগড়াইতে ছিল। কবিতার সঙ্গে দাড়ি-গোঁফ ওলা পোঁটলা নেওয়া বৃদ্ধ বছরের যে ছবিটা ছিল (সম্ভবত সত্যজিৎ রায়ের আঁকা) সেটা এখনও স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।
আপনাকে, পৌলোমীকে আর অলিকে নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অলিকে এক্সট্রা আদর। খুব ভালো থাকুন আপনারা সবাই মিলে।
Deleteহাহা, টাপাটিনি জানার ইচ্ছে বৃথার ব্যাপারটা মনে ধরল। কী সুন্দর বইয়ের নাম। আমার ছিল না, ভেবেই কষ্ট হচ্ছে।
সেকি, আপনাদের এটা ছিলনা?
Deletehttps://www.prothoma.com/product/8395/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87
উঁহু। এটা তো পড়িনি। মানে এর লেখাগুলো অন্যজায়গায় পড়েছি নিশ্চয়, কিন্তু এই বইটা এই চেহারায় পড়িনি।
Deleteনববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, কুন্তলাদি।
ReplyDeleteনতুন বছর খুব ভালো কাটুক।
আধিরা, নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাকেও। ভালো থেকো।
DeleteShubho noboborsho Kuntala di. Kachagolla, ghugni, pneyaji, alu posto, kolakuli, ityadi. Notun bochhor bhalo katuk sobar. :)
ReplyDeleteআহাহা, কী ভালো শুভেচ্ছা, বিম্ববতী। তোমাদেরও খুব ভালো কাটুক নতুন বছর।
Deleteসুকুমার রায়
ReplyDeleteএকদম, সোমনাথ। বিলম্বিত শুভেচ্ছা জানবেন নববর্ষের।
Delete