অ্যানাটমি অফ বেংগলি সংগস





ধ্রুপদাঙ্গ
0:00

1:59:58



অ্যা . . . অ্যা . . .অ্যা . .
গলা খাঁকরানি
অ্যাঅ্যাঅ্যাঅ্যাঅ্যা (দ্রুতলয়ে পাখোয়াজ সহযোগে)



রবীন্দ্রসংগীত (প্রাক ২০০১)
0:00

3:00



বেহালা
কান্না (দাঁতকপাটি সহযোগে)
বেহালা



রবীন্দ্রসংগীত (উত্তর ২০০১)
0:00




25:26






সরোদ
আবৃত্তি
কান্না
আবৃত্তি
কান্না
সরোদ



বাংলা ব্যান্ডের গান
0:00

5:27



গিটার, একতারা, হারমোনিয়াম, তবলা, ডুগডুগি, গাল
পরাণ, ভাল্লাগেনা, খাইসে, তুই কেন আমাকে বুঝলি না, কেন আমাকে কেউ বুঝল না মাগোওওও 
গিটার, একতারা, হারমোনিয়াম, তবলা, ডুগডুগি, গাল



বাংলা সিনেমার গান (অধুনা)
0:00

3:00



স্যাক্সোফোন
জানেমন, জানেজিগর, জওয়ানি, ঝক্কাস, বিন্দাস, পুচ্‌ইয়োরহ্যান্ডসআপ
লেটস্‌স্‌স্‌ পাআআআর্ডিইইইই


শিলাজিৎ
0:00                                                                                           4:20

মুয়াহাহাহা ইল্লিল্লিল্লিল্লি বিল্লিল্লিল্লিল্লি হ্যাঃহ্যাঃহ্যাঃ হোঃহোঃহোঃ খ্যাঁকখ্যাঁকখ্যাঁক ঘোঁয়্যাকঘোঁয়্যাকঘোঁয়্যাক ওয়্যাকথুঃ





Comments

  1. eta just darun hoyeche Kuntala...:D :D..ei linkta ami dekhechi..kintu torta asoltar thekeo bhalo ! পুচ্‌ইয়োরহ্যান্ডসআপ ki bastu ????? - tinni

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ থ্যাংক ইউ।

      Delete
  2. Ekdom osadharon eita, Amar bonpo ke Onek koshte ghum parano holo, eidike Tomar post pore Amar didi ar ami emon heshechi or ghum bhenge gelo.Tomake utso kore share korte pari Facebook e?

    ReplyDelete
    Replies
    1. বোনপোর ঘুম ভাঙাটা কাজের কাজ হয়নি, কিন্তু তোমরা যে হেসেছ এইটাতে একটু একটু খুশি না হয়ে পারছি না, রাকা। শেয়ার করার জন্য ঢালাও অনুমতি দিলাম। থ্যাংক ইউ।

      Delete
  3. এক্কেবারে যাতা। :)

    ReplyDelete
  4. সব লেখাই কিন্তু পড়ছি ,কমেন্ট করে উঠতে পারছিনা।কি লিখি বলতো। সব ই যে ভালো আর ভীষন ভালো।

    ReplyDelete
    Replies
    1. আরে সুমনা, নো চিন্তা। কমেন্টে আমার অরুচি নেই সত্যি, কিন্তু কমেন্ট করার আগের পড়ার অংশটুকু যে বেশি কাজের সেটা আমার মতো ছাগলেও বোঝে। তুমি যে পড়ছ এই অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ। (পড়ে ভালো লাগছে যে বললে, সেটার জন্য আরও এককোটি এক্সট্রা থ্যাংক ইউ রইল।)

      Delete
  5. Replies
    1. কথা না বলে বরং কিছু গান শুনি চল, দেবশ্রী। বাংলা গান।

      Delete
  6. Ahahhahahahaha. Shilajiter ta best.

    Sedin ekta programme dekhchhilam jekhane Shilajit ekta gaan gailo, jetar lyrics holo "chhotto chhotto chhotto chhotto...tomatoooo!" Etai bibhinno bhaabe geye galo. :P

    ReplyDelete
    Replies
    1. আমিও একটা অনুষ্ঠান দেখেছি বিম্ববতী, ইউটিউবে। শিলাজিৎ একা, তাঁর ইন্টারভিউ নিচ্ছেন দু'জন। নানারকম কথাবার্তা হচ্ছিল, গানও হচ্ছিল। একটা গানে প্রায় আড়াই মিনিট ধরে ঘ্যাঁকঘোঁক আওয়াজ করলেন আর ওয়াক তুললেন শিলাজিৎ। তারপর যখন থামলেন, ক্যামেরা সঞ্চালকদের মুখের ওপর ক্লোজআপ করল। মুখদুটো যদি দেখতে। ঠিক মনে হচ্ছে চোখের সামনে রবিঠাকুরের প্রেতাত্মাকে বসে কবিতা লিখতে দেখেছেন। আবেগে প্রায় কেঁদে ফেলবেন। খালি বলছেন, 'আহা কী শুনলাম, আহা কী শুনলাম।' আমি জানি না ওঁরা ইয়ার্কি মারছিলেন কি না, তবে মারলে অভিনয়টা দারুণ করেন। যদি ইয়ার্কি না হয়ে থাকে (আমার যেটা সন্দেহ) তাহলে আমি শিলাজিৎকে সম্পূর্ণ সমর্থন করি। ওঁর জায়গায় থাকলে আমিও ওইরকম করতাম। জাস্ট দেখার জন্য যে লোকের ছাগলামোটা কোন লেভেলে নামতে পারে।

      Delete
  7. bhari bhalo laglo
    mithu

    ReplyDelete
    Replies
    1. গুড, মিঠু। বলছি কি, আমি জোনাকিমেলার বেতুল আর বেতাল পোস্টটায় http://jonakimela.blogspot.in/2014/07/blog-post_28.html একটা কমেন্ট লিখেছিলাম দু'দিন আগে। একটু দেখবে নাকি খুঁজে?

      Delete
    2. হ্যাঁ , দিয়ে দিয়েছি । সরি , বদলির ধাক্কায় এখনো নাজেহাল অবস্থা ।
      মিঠু

      Delete
  8. আচ্ছা, আমার ভালোভালো কমেন্টগুলো ছাপা হচ্ছে না কেন শুনি? রামগড় ২ তে লিখলাম, তারপর অ্যানাটমি অফ বেঙ্গলি সংস - এও লিখলাম। আমার নাম কি DND Register অথবা স্প্যাম লিস্টে দিয়ে দেওয়া হয়েছে?

    ReplyDelete
    Replies
    1. এইটা ঠিক ছাপা হয়েছে। ভালোমানুষদের সাথে এর'মই হয়।

      Delete
    2. দেখেছেন, কমেন্ট পড়া মিস হয়ে গেল আমার, আর আপনি কি না আফসোস করছেন দেবাশিস? তবে আমার একটু দোষ হয়েছে সেটা স্বীকার করছি। আপনার কমেন্ট সাধারণত যায় না স্প্যামে। মিঠুর মাঝে মাঝে যায়, তাও এখন বন্ধ হয়ে গেছে। তবু সাবধানের মার নেই বলে আমি রোজ স্প্যাম চিরুনিতল্লাশি করে খুঁজি, মণিমুক্তো উদ্ধারের আশায়। আজ সকালে স্প্যামে দেখি পাঁচশো চব্বিশখানা কমেন্ট! জয় মা বলে সব তেড়ে ডিলিট করে দিয়েছি। ওর সঙ্গেই আপনার দুটো কমেন্টও কুরবানি হয়ে গেছে নির্ঘাত।

      আমি কান ধরে ক্ষমা চাইছি। আর হবে না। আশা করি আমার ক্ষতির কথাটা চিন্তা করে আপনি আমার ওপর একটু কম রাগ করবেন।

      ওহ্‌, ডি এন ডি রেজিস্টারের ব্যাপারটা জানা ছিল না। খুবই কাজের জিনিস দেখা যাচ্ছে। সন্ধান দেওয়ার জন্য থ্যাংক ইউ। যদিও প্রমিস করছি আপনার ওপর কখনও অ্যাপ্লাই করব না। অন গড ফাদার মাদার।

      Delete
  9. আজকাল একটা নতুন ঘরানা চালু হয়েছে। রোদ্দুর রায় ঘরানা। সব অতি উত্কৃষ্ট অরিজিনাল রবীন্দ্রসঙ্গীত (রিমেক নয়)। একটু শুনে দেখবেন। একটা স্যাম্পল দিলুম।
    https://www.youtube.com/watch?v=GcmwIR_T6TA

    ReplyDelete
    Replies
    1. বাঃ। বিখ্যাত হওয়ার জন্য লোকে কী না করে, অ্যাঁ?

      Delete
    2. গানের থেকে কিন্তু youtube -এ কমেন্ট comment গুলো বেশি interesting.

      Delete
    3. বলছেন, তীর্থ? ইউটিউবের কমেন্ট পড়লে আমার হাত পা কাঁপে, মাথা ঘোরে বলে আমি ও রাস্তায় যাই না। আপনি বলছেন যখন একবার চেষ্টা করে দেখব না হয়।

      Delete
  10. baap re!!! ami to puro ta shunte parlam na tar agei bando korte holo nayto matha khule pore jeto amar.

    ReplyDelete
    Replies
    1. তোমার শুনেই এই অবস্থা দেবশ্রী, ভদ্রলোক এ জিনিস ভেবেছেন, গেয়েছেন, প্রকাশ্যে ছেড়েছেন। এবং কনসিকোয়েন্স ভোগ (বা উপভোগ) করছেন।

      Delete
  11. Sila da dekhle bodh hoi kamre deben!!!! Ar bangla cinema te ar ek dhoranar dukkher gan thake, jetar surute thake flute ba acoustic guitar ar majhe piya piya bole chitkar.. setau ekghor!!!

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ অর্ণব। প্যাথোজ গানে পিয়ার বাজার তেজী। আল্লা/ খোদারও।

      Delete
  12. মাঝরাতে হ্যাহ্যা করে হাসছি। zআতা।

    ReplyDelete
    Replies
    1. গুড, সোমনাথ।

      Delete
    2. https://www.youtube.com/watch?v=3-PfDFELtQA#t=123

      Delete
    3. রাজশেখর বসুর যে এই সময় কী দরকার ছিল।

      Delete
    4. babare sabai abar hashi hashi mukhe sunche...ki bipod !- tinni

      Delete
  13. পুচ ইয়োর হ্যান্ডস আপ টা প্রচন্ড প্রচন্ড মজার। . বাবারে বাবা দারুন ক্রিয়েটিভ !

    ReplyDelete
    Replies
    1. মজা লেগেছে শুনে শান্তি পেলাম কাকলি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বেশি ক্রিয়েটিভ না, ওই যে অনুপ্রেরণার লিংকটা, আইডিয়াটা সেখান থেকে টোকা। বাকিটা কাজের অভাব আর বিশ্বনিন্দুক চরিত্রের মিশেল।

      Delete
  14. ei jonyei abantor e asha... ufff darun hoechhe eta .... last ta ekkebare durdanto
    :-D .
    ar oi roddur ghorana ta idaning sobar kachhei shunchhi, FB te to chheye gachhe, kauke hasate ba ragate lokjon ajkal enar gaan shonachhe. kintu thik bujhe uthte parchhina... bhadrolok ki moja korei esob koren naki sottii sottii uni nijeke talented bhaben... ami chirokaler confused lok ...

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ইচ্ছাডানা। আমার মনে হয় না রোদ্দুরবাবুর ব্যাপারস্যাপারের মধ্যে বিন্দুমাত্র মজা আছে। ভদ্রলোকের বিখ্যাত হওয়ার ইচ্ছে এবং বুদ্ধি দুটোই প্রবল, ব্যস।

      Delete
  15. brain eto taratari process kore bhule jachche..scroll down korte korte mone rakhte parchhi na page-er shuru-te tumi ki likhechho!

    sudhu ektai kotha mone porchhe..er beshi aar bojhar chesta-i ba keu korbe keno..jemon tumio korle na!

    good luck :)

    ReplyDelete
  16. অনেক দিন পর তোমার ব্লগে কমেন্ট করছি...কমেন্ট আর কি করব, হেসেই যাচ্ছি...ওই "পুচ্‌ইয়োরহ্যান্ডসআপ" টা দারুন।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ পৌষালি।

      Delete
  17. eta onobodyo . tomar boitio amar songrohe ache kuntala.

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ পিয়ালী। তোমার মন্তব্য পেয়ে খুব ভালো লাগল।

      Delete
  18. Replies
    1. ধন্যবাদ ধন্যবাদ।

      Delete
  19. Aaj tor lekhata pore haschi aar sotyi vabchi ki durdin i na cholche...bangla gaan er....tui ekta mojar jinis dekhatis obhinoy kore....ekjon stage othaar aage onekkhkhon jgyang jhyang jhyang jhyang chollo...ekjon uthe "tumi" " aami" bole gayok microphone haate jhunke neche stage theke chole gyalo aabar jhyang jhyang jhyang jhyang.....puro gaaner Raahugras! Tor mone porche?? Erokom kichu dekhatis....???

    ReplyDelete
    Replies
    1. দেখাতাম বুঝি এই সব? নাঃ, মনে পড়ছে না। তবে কী বল তো সাহানা, দেখে হাসার মতো জিনিস সব যুগেই ছিল, সব যুগেই থাকে এবং থাকবে। কাজেই এখন যে আলাদা করে কিছু দুর্দিন সেটা আমার মনে হয় না।

      Delete
  20. haste haste more jacchi... daruun genius kintu tumi mante ee hocche (y)

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, ধন্যবাদ।

      Delete
  21. Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete
  22. Replies
    1. ধন্যবাদ, প্রত্যুষা।

      Delete
  23. Asadharon!!! ami ki eta r Mini Mittirer Prem Facebook e share korte pari??- Urmi

    ReplyDelete

Post a Comment