সাপ্তাহিকী



শিল্পীঃ Vitaly Samartsev


You don't have to burn books to destroy a culture. Just get people to stop reading them.
                                                                             ---Ray Bradbury

শুনেছি বিবেকানন্দ নাকি একবার তাকিয়েই একটা গোটা পাতা পড়ে ফেলতে পারতেন। শুধু পড়তেন না, সে পড়া মনেও রাখতে পারতেন। আপনার পড়ার স্পিড এবং হৃদয়ঙ্গমের ক্ষমতা জানতে চাইলে এইখানে ক্লিক করুন।

অ্যাকিনেটর, ওয়েব-সর্বজ্ঞ। আপনি মনে মনে যাঁর নামই ভাবুন না কেন, অ্যাকিনেটর ধরে ফেলবে। অন্তত আমারগুলো ধরে ফেলেছে। অর্চিষ্মানের ভাবা একটা নাম অবশ্য পারেনি।

আপনি মহানন্দে চিকেন জংলি স্যান্ডউইচ খাচ্ছেন, ঘুমোচ্ছেন, এদিকে আপনার প্লেনের গায়ে হয়তো একের পর এক বাজ পড়ছে, আপনি জানতেও পারছেন না। অবশ্য আপনি কি সত্যি জানতে চান?

এয়ারপ্লেন নিয়ে কথাই হচ্ছে যখন এই লিংকটাও পড়ে দেখুন।


আপনি কতক্ষণ শ্বাস না নিয়ে থাকতে পারেন? এই ভদ্রলোক বাইশ মিনিট থাকতে পারেন।


মানুষ যে আর ক’দিন বাদে মহাকাশে বাড়ি বানাবে সে নিয়ে আমার অন্তত সন্দেহ নেই। বাড়ির সামনে বাগান কী করে করবে সে নিয়ে একটু ধন্দ ছিল। এখন তাও ঘুচল।

কামাই করার জন্য লোকে কী না বলে।

ঈগলের ডানা থেকে প্যারিস।

অনেকদিন পর এই গানটার কথা মনে পড়ল। আমি শুনছি, আপনারাও শুনুন।

   

Comments

  1. ভাইফোটার সকালে সাপ্তাহিকীর সাথে আরো কিছু আশা করেছিলাম |
    যাই হোক ... শুভেচ্ছা রইল |

    ReplyDelete
    Replies
    1. আরে সরি সরি, আত্মদীপ। আপনাকেও শুভেচ্ছা জানাই। আসলে আমি কখনও কাউকে ভাইফোঁটা দিইনি তো, আমার এই দিনটা খুব একটা মনে থাকে না।

      Delete
    2. আরে, সে কি ... তবে তাই নিয়ে একটা বানানো গল্প হয়ে যাক :)

      Delete
    3. হুম, ভালো আইডিয়া। থ্যাংক ইউ, আত্মদীপ।

      Delete
  2. Akinator ke harano gyachhe. Jibananda Das pare ni. Eibar oboshyo parte pare kyano na nam ta submit kore diyechhi oder database-e.

    Shuteertho

    ReplyDelete
  3. Babur pare ni. Ei naam to otar database-e chhilo. Kaajei.... miles to go before it sleeps!

    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. ছো ছো, জীবনানন্দ না হয় বুঝলাম, বাবর পারেনি মানে কী? আমার অ্যাকিনেটরের ওপর বেশ ভক্তি জেগেছিল, এখন দেখছি স্রেফ গিমিক।

      Delete
  4. Amar prothom duto trial chhilo Aang-San-Su-Kiyi ar Mao Zedong. Dutoi pere giyechhilo, tai besh impressed chhilam. Shei jonyoi besh komor bendhe boshe giyechhilam. Kintu tar por oi duto na parate abar utshaho hariyechhi! Most probably historical er theke current figures e better korbe, which is understandable.

    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. তাই হবে, সুতীর্থ।

      Delete

Post a Comment