সাপ্তাহিকী



শিল্পী বিল ওয়াটারসন 

Experience is the comb that nature gives us when we are bald. 
                          ---Belgian proverb


খেলাটা প্রথমবার খেলে আমার বয়স বেরোল একান্ন, তার পরের বার একচল্লিশ, তার পরের বার সাঁইত্রিশ, তার পরের বার একত্রিশ, তার পরের বার সাতাশ, তার পরের বার চব্বিশ। তার পরের বারও যখন চব্বিশ বেরোল তখন আমি চেষ্টা করা বন্ধ করলাম।

ভাঙা জিন জোড়া লাগানোর উপায় বার করে ফেলেছেন বিজ্ঞানীরা। এর ফলে চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব আসতে পারে।


একটা দুটো থাকলে না হয় বোঝা যেত, কিন্তু একটা বনের সবকটা গাছই বাঁকা হলে মাথা চুলকোতে হয় বৈকি।

আমার যে রোজ অফিস থেকে ফেরার পথে তেলেভাজা খেতে ইচ্ছে করে তার মানে হচ্ছে আমার শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটেছে। দুধ, চিজ, শাকপাতা খেলে যেটা মিটবে। অর্থাৎ কিনা দাদুর চপ না খেয়ে বাড়ি এসে লালশাকের ঘণ্ট খেলেও চলবে।



সিঁড়িগুলো দেখেই আমার মাথা ঘুরছে।


শব্দ না থাকলে কি বর্ণও থাকে না? বিজ্ঞানীরা দাবি করছেন, যখন 'নীল' শব্দটা ছিল না ততদিন নাকি মানুষের ইতিহাসে নীল রংটাও ছিল না।

উৎপাদনশীলতার এই ২০%-এর নিয়মটা আমার বেশ মনে ধরেছে। সেটা পালন করব কি না সেটা অবশ্য অন্য ব্যাপার।


Comments

  1. amar boyes prothome 86, then 79, then 83, then 68, then 64. tumi 24 e pouchecho tar jonno hat's off janai.
    ad slogan er duto post e hilarious. besh kichur sathe nijeke identify o korte parlam. jemon amar nijeri akta louise vitton er fake bag ache. instagram o tai, filter mere miracle. amar ak bondhu to amar kache chaat kheye kheye sesh hoye jaye iphone thakar jonno. bechara logo dhaka deya back cover e kine feleche. Cosmopolitan ta howa uchit chilo sex tips, but good for nothing.
    as per the table, amar chromium, carbon, phosphorus sobkichur deficiency.
    akta gota civilisation e blue ki kore thake na seta thik mathaye dhuklo na. akash er rong ki neel chilo na sei somoy? kimba erom kono phool ba pakhi ba onno kono prani chilo na jetar gaye kono neel rong chilo na? iris ta na hoy chherei dilam, blue iris sob race er modhye dekha jaye na. however, khubi interesting bishoy.

    ReplyDelete
    Replies
    1. নীল রংবোধক শব্দ না থাকাটা কল্পনা করা একটু শক্ত, এটা আমিও মানছি, কুহেলি। তুমি এত মন দিয়ে লিংকগুলো পড়ে মন্তব্য করলে, অনেক ধন্যবাদ।

      Delete
  2. চারবার খেলে বয়স বেরোল ৩৩, ২৫, ২৯, ২৪

    পঞ্চমবার কম্পিউটার জি বললেন - We're not sure if you're an actual human being with the reaction time of (296) milliseconds

    ReplyDelete
    Replies
    1. সর্বনাশ! কম্পিউটারকে চমকে দেওয়া তো মুখের কথা নয়। অভিনন্দন, দেবাশিস।

      Delete
  3. boyes berolo 64, 25, 34, 31, 24 :-D,
    honest-advertising-slogans - darun laglo
    Unusual stairs - math aghurie debar moton i

    ReplyDelete
    Replies
    1. চব্বিশে চব্বিশে হাই ফাইভ, ইচ্ছাডানা।

      Delete

Post a Comment