কুইজঃ বাঙালি ভূত (উত্তর প্রকাশিত)



বাড়ি ফেরার সময় দেখছিলাম ফ্লাইওভারের বাঁদিকের আকাশ পরিষ্কার, ডানদিকের আকাশ কালো করে এসেছে মেঘ। ফ্লাইওভার থেকে নামতে না নামতেই ডানদিকের মেঘগুলো দৌড়ে এসে আমাদের অটোর মাথায় জল ঢেলে অটোটাকে ভিজে গোবর করে দিল। মাঝে মাঝে রাস্তায় একেকটা অটো দেখি, ছাদ নেই, খালি কাঠামো নিয়ে বীরবিক্রমে ছুটে চলেছে। চারদিক থেকে হুহু করে হাওয়া লাগছে গায়ে, আর সে সুখের ছাপ গাড়ির লোকদের মুখচোখে জ্বলজ্বল করছে। অন্যদিন হিংসে হয়। আজ হল না। 

এই রকম বিকেলে স্পষ্ট হয়ে যায় শহরের কোন লোকগুলো হিসেবি, বিবেচক আর কোন লোকগুলো অ্যাডভেঞ্চারাস কিংবা ন্যালাখ্যাপা। প্রথম দল একটি ফোঁটা মাথায় পড়তে না পড়তেই ছাতা খোলে, স্কুটার বাইক গাছের তলায় দাঁড় করিয়ে সিটের তলা থেকে রেনকোট বার করে পরে নেয়। দ্বিতীয় দলের লোকেদের সম্বল হাতে ধরা ফাইল। আর বাইক থাকলে তো হয়েই গেল। হয় ভিজতে ভিজতে চলো নয় ফ্লাইওভারের তলায় ভিড় করে দাঁড়িয়ে অন্য গাড়িদের অসুবিধে কর।

আমি পর্দার ফাঁক দিয়ে এইসব দেখতে দেখতে এলাম। রাস্তার ঠিক মাঝখানে বসে একজন মাতাল আকণ্ঠ ভিজছে, তাকে বাঁচিয়ে বিপজ্জনক বাঁক নিয়ে ছুটে চলেছে ব্ল্যাক প্যাজেরো আর লালসবুজ সরকারি বাসের ঝাঁক। বাসের জানালা দিয়ে দেখা যাচ্ছে লাল পাগড়ি। এই রকম বিকেলে এই অকথ্য অসভ্য শহরের ফাঁদ কাটিয়ে পালাতে না পারার দুঃখটা সহনীয় লাগে। আমি ভাবতে লাগলাম আর কীভাবে এই সন্ধ্যেটাকে সাজানো যায়। টি ব্যাগের বদলে আজ চায়ের জলে একটু আদা আর এলাচ। বিস্কুটের বদলে মুড়ি। আর ভূত। (লোডশেডিংটাও মাথায় এসেছিল, পত্রপাঠ নাকচ করেছি।) 

চা নিয়ে একশ বছরের সেরা ভৌতিক আর আনন্দমেলা ভূতের গল্প সংকলনটা নিয়ে বসেছি। একটু বাদে ‘বেণী লস্করের মুণ্ডু’ শুনতে শুনতে ঘুমোব। 

আপনাদের কথা খুব মনে পড়ছে। বৃষ্টি আর চায়ের ভাগ দিতে পারলাম না, ভূত পাঠাচ্ছি। নিচের সাতটি ক্লু বাঙালির সাত বিখ্যাত ভূতের গল্পের শুরু থেকে নেওয়া। আপনাদের গল্পগুলো চিনতে হবে। উত্তরসহ আমি ফেরৎ আসব চব্বিশঘণ্টা বাদে, মঙ্গলবার রাত বারোটা বাজতে পাঁচে।

*****

১। আমরা তিন বাল্যসঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত।

২। ক্ষেত্রমোহনবাবুর অষ্টাদশবর্ষব্যাপী দাম্পত্যজীবন স্ত্রীর সহিত যুদ্ধবিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিণী স্ত্রী বঙ্গদেশে প্রায়ই দেখা যায় না।

৩। ব্রাউন সাহেবের ডায়রিটি হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাবার একটা সুযোগ খুঁজছিলাম। 

৪। আমার স্বামীর নাম চকোর মিত্রচৌধুরি।

৫। ‘লে লুল্লু,’ আমীর সেখের মুখ দিয়া যখন এই কথা দুইটি নির্গত হইল, তখন তিনি জানিতেন না, ইহাতে কি বিপত্তি ঘটিবে।  

৬। কেদার চাটুজ্যে মহাশয় বলিলেন - ‘আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছে, কিছুই মানতে চাও না। যখন আরও একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন। ভূত, পেতনী - এঁরাও আছেন। বেম্মদত্যি, কন্ধকাটা - এঁয়ারাও আছেন।’ 

৭। যাঁহারা মহারাষ্ট্র দেশে বাস করিয়াছেন তাঁহারা জানেন, মারাঠীরা গান ভালবাসে, ফুল ভালবাসে এবং বাইসাইকেল চড়িতে ভালবাসে। 


উত্তর

১। কঙ্কাল, রবীন্দ্রনাথ ঠাকুর
২। রসময়ীর রসিকতা, প্রভাত কুমার মুখোপাধ্যায়
৩। ব্রাউন সাহেবের বাড়ি, সত্যজিৎ রায়
৪। গয়নার বাক্স, শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫। লুল্লু, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
৬। মহেশের মহাযাত্রা, পরশুরাম/ রাজশেখর বসু
৭। মধু-মালতী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়


Comments

  1. 1. Kangkal Rabindranath Tagore.
    2. Rosmoyir rosikota Pravatkumar Mukhopadhyay
    3. Brown Saheber Bari? Satyajit Ray
    4. Chena chena lagchey kintu mone porchey na. Shirshendu Mukhopadhayay er lekha kono golpo ki?
    5. Lullu Trailokyanath Mukhopadhyay
    6. Mohesher Mohajatra Poroshuram/Rajsekhar Basu
    7. Golpotar nam most likely Bicycle Saradindu Bandopadhyay. Dui college student er prem r meyer barir loker hate khun hoye jaoyar pore ratribela cycle e niye ghurte jaoya niye golpo. Heroine er nam Malati.

    ReplyDelete
    Replies
    1. দারুণ, চুপকথা। চার নম্বরটা আমার মতে চেনা সবথেকে শক্ত ছিল। তুমি সেটাও পরে এসে লিখে দিয়েছ। কেয়া বাত। অনেক অভিনন্দন আর অনেক থ্যাংক ইউ।

      Delete
    2. Ei prothom tomar kono quiz e 100% pelam. :)

      Delete
    3. এটা ডেফিনিটলি শেষ নয়, চুপকথা।

      Delete
  2. 1. Konkal
    2. Madhyabartini
    3. Brown saheber bari

    sob bhul nischoi :)

    ReplyDelete
    Replies
    1. মোটেই না কাকলি। তিনটে অ্যাটেম্পটের মধ্যে দুটোই ঠিক। খেলার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  3. Saradin mathay Chakor Mitrachoudhury ghurchilo. Goynar Baksho. Shirshendu Mukhopadhyay. Ar 7 nomborer golper nam Madhu-Malati.

    ReplyDelete
    Replies
    1. হাততালি হাততালি।

      Delete
  4. 2. Rasomoyee'r Rasikata.
    3. Brown saheber baari.
    5. Lullu.
    6. Mahesher Mahajatra?

    Very bad performance :(

    ReplyDelete
    Replies
    1. আরে ব্যাড কোথায়। এই কুইজটা একটু শক্ত ছিল, আমাকে লোকে বলেছে। তুমি ভালো খেলেছ রণদীপ। তোমাদের গুরুগ্রামের জল নামল?

      Delete
    2. Ager weekend er theke akhon anek better! ato brishti NCR e aage kokhono hoyechhe kina sondeho :(

      Delete
    3. এটা আমারও সন্দেহ।

      Delete
  5. ১। কঙ্কাল - রবীন্দ্রনাথ ঠাকুর
    ২। রসময়ীর রসিকতা - প্রভাতকুমার মুখোপাধ্যায়
    ৩। পেটে আসছে, মুখে আসছে না । এটা না পারার জন্যে অবান্তর থেকে নির্বাসিত হতে হবে মনে হয় :P
    ৪। সিলেবাসের বাইরে :( :(
    ৫। লুল্লু - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (গল্পের নাম টা নিশ্চিত নই, সেই সংবাদপত্র সমাদক ভুত কাহিনী)
    ৬। মহেশের মহাযাত্রা (নাম নিশ্চিত নয়)- পরশুরাম
    ৭। শরদিন্দু বন্দোপাধ্যাএর গল্প। নাম একদম মনে নেই। গল্পটা মনে আছে, আমার শহরের গল্প। সাইকেল ভাড়া নিয়ে এক কাপল ঘুরতে যেতো, তাদের মৃত্যুর পরেও দোকানদার তাদের জন্যে সাইকেল রেখে দেয়।

    ReplyDelete
    Replies
    1. মচৎকার, অস্মিতা। খুব খুব ভালো হয়েছে খেলা। অভিনন্দন আর ধন্যবাদ দুটোই অনেক রইল।

      Delete
  6. ৪ -এ হাত তুলে দিলাম|
    ৭ টা শরদিন্দু মনে হচ্ছে, গল্প মনে নেই|
    ১| - ' কঙ্কাল'? - রবীন্দ্রনাথ
    ২|রসময়ীর রসিকতা, প্রভাতকুমার মুখোপাধ্যায়
    ৩| ব্রাউন সাহেবের বাড়ি ? - সত্যজিত রায় ( এই লিস্টে নীল আতংক নেই কেন ?)
    ৫| লুল্লু - ত্রৈলোক্যনাথ
    ৬| মহেশের মহাযাত্রা ? - রাজশেখর বসু

    ReplyDelete
    Replies
    1. বাঃ বাঃ, খুব ভালো হয়েছে খেলা অন্বেষা। পার্টিসিপেট করার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  7. Jah.. bhut bishoye to kichu janina ami.. bhut theke dure thakte bhalobasi..

    1.Kongkal. Rabindranath Thakur.
    3.Brown saheber bari. satyajit Ray.
    5.Lullu. Troilokyonath Mukhopadhyay.
    6.Mahesher Mohajatra. Rajsekhar Basu.

    ReplyDelete
    Replies
    1. ফিফটি পার্সেন্টের বেশি পেরেছিস আবার ভূত বিষয়ে জানিস না কী? তুই ভূতের কাছাকাছি না থাকলেও ভূত তোর কাছেই আছে, ঊর্মি।

      Delete

Post a Comment