মৈনাক ভৌমিকের সিনেমায় থাকলে



অধুনালুপ্ত দ্য টোস্ট ওয়েবসাইটে ‘হাউ টু টেল’ নামের একটি সিরিজ বেরোত, যেখানে চেনা শিল্পীদের শিল্পকর্মের বহুব্যবহৃত ট্রোপ নিয়ে ঠাট্টা করা হত। মানে ধরুন চার্লস ডিকেন্সের উপন্যাসের চরিত্র হলে আপনি সম্ভবত অনাথ, সত্যজিৎ রায়ের সিনেমায় থাকলে আপনাকে একবার না একবার শতরঞ্চি পেতে বসে ইনডোর গেম খেলতেই হবে ইত্যাদি ইত্যাদি।

দ্য টোস্ট উঠে গেছে, তাই এই মারাত্মক মজার সিরিজটা আপনাদের দেখাতে পারছি না, এদিকসেদিক ঘেঁটে সিরিজটির অনুসরণে লেখা একটাদুটো উদাহরণ বেরোলো। দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে।

অনেকদিন ধরে করছিকরব করে অবশেষে আমি সেরকম একটা লিস্ট বানানোর চেষ্টা করছি। শুরুটা প্রিয় কাউকে দিয়েই করা ভালো। কাজেই মৈনাক ভৌমিক। সৃজিত, কমলেশ্বর, কৌশিক, রাজ, শিবু-নন্দিনী, অঞ্জন, অরিন্দম, কিউ - এঁদের নিয়ে অনেক হইচই হতে পারে কিন্তু যাঁর সিনেমা দেখার জন্য আমি (এবং অর্চিষ্মান) সবথেকে বেশি মুখিয়ে থাকি তিনি মৈনাক ভৌমিক। মৈনাক ভৌমিক পরিচালিত কয়েকটি সিনেমা হল - আমরা, বেডরুম, মাছ মিষ্টি অ্যান্ড মোর, আমি আর আমার গার্লফ্রেন্ডস ইত্যাদি।  

মৈনাক ভৌমিকের বেশিরভাগ সিনেমাই আমি বাড়িতে বসে দেখেছি। একাধিকবার। যে কোনও সার্থক শিল্পীর মতো ওঁর সিনেমাগুলোতেও ওঁর নিজস্ব সিগনেচার থাকে। যেগুলোর মুখোমুখি হলেই ধরে ফেলা যায় মৈনাক ভৌমিকের সিনেমা দেখছি। নিচে সে রকম কয়েকটি সিগনেচার আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি মৈনাক ভৌমিকের সিনেমার কোনও চরিত্র হন তা হলে নিচের পয়েন্টগুলো আপনার জন্য খেটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। 

*****

১। আপনি সাউথ ক্যালকাটায় থাকেন।

২। সম্ভবত গিটার বাজাতে পারেন।

৩। আপনার জীবনে প্রেম ও যৌনতা ছাড়া আর কোনও সমস্যা নেই।  

৪। আপনি অ্যাড এজেন্সিতে চাকরি করেন।

৫। করবেন না-ই বা কেন, কারণ অ্যাড এজেন্সিতে ঢোকামাত্র যোধপুর পার্কে তিনকামরার ফ্ল্যাট ভাড়া নেওয়া যায়।

৬। ফ্ল্যাটের প্রতিটি জানালা এবং দরজায় ফ্যাবইন্ডিয়ার নতুন পর্দা, দেওয়ালে আদিবাসী মুখোস, রংবেরঙের কার্পেট (রুমপ্রতি তিনটে), গদি এবং রুচিসম্মত কভারওয়ালা কুশনসহ টিকউডের সোফাসেটিও অ্যাফোর্ড করা যায়। প্রথম মাসের মাইনে পেয়েই। 

৭। উচ্চবিত্ত পরিবার হলে বাবামা সম্ভবত ডিভোর্সড। বা ডিভোর্সের দোরগোড়ায়। সন্তান চরম অবহেলিত।

৮। পরিবার মধ্যবিত্ত হলে রুচিশীল এবং পরিশীলিত। খাওয়ার টেবিলে দু’বেলা তুমুল বন্ডিং, দেওয়ালের ফুলসাইজ পেন্টিং থেকে বাল্মীকিবেশী তরুণ রবি প্রশ্রয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকেন।

৯। হিরো হলে আপনি হয় কবিতা লেখেন কিংবা ব্যান্ডে গান করেন। এবং যথেষ্ট ধেড়ে হওয়া সত্ত্বেও রোজগারের ধার ধারেন না। কিন্তু সেটা আপনার মাথাব্যথা নয়। আপনার মাথাব্যথা জানতে হলে তিন নম্বর পয়েন্ট দর্শনীয়।

১০। আপনার চাকরি জোটানোর একমাত্র মোটিভেশন হিরোইনের বাড়ি থেকে হুমকি। আপনি কোথায় চাকরি নেবেন সেটাতে কোনও সারপ্রাইজ নেই, চার ও পাঁচ ও ছ’নম্বর পয়েন্ট দেখুন।

১১। আপনি হিরোইন হলে আপনার বাবামা হিরোর সঙ্গে বিয়েতে বাগড়া দেবেন এবং আপনার জন্য পাত্র দেখবেন। 

১২। পাত্রেরা প্রত্যেকে অ্যামেরিকায় থাকে এবং শিল্পসাহিত্যের ধার ধারে না।

১৩। আপনাদের রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা পর্যন্ত সব পোর্সিলিনের সেটের এবং আপনারা রোজ সে সব ব্যবহার করে ভাত খান। 

১৪। যেদিন নববধূ নায়িকা ভাত না পুড়িয়ে ফেলেন সেদিনই অবশ্য খাওয়ার প্রসঙ্গ ওঠে। নায়ক খুবই সাপোর্টিভ, তিনি প্রথমটা ডাইনিং টেবিলে বসে বসেই নায়িকাকে মিষ্টি মিষ্টি খোঁটা দেন, তাতে নায়িকা কেঁদে ফেলেন এবং নায়ক ‘আরে কাঁদার কী হল,’ বলে বাইরে থেকে চাইনিজ অর্ডার করেন। কপি এডিটরের মাইনেতে। রোজ। 

১৫। চপস্টিক দিয়ে চাউমিন খাওয়ায় সকলেই মারাত্মক স্বচ্ছন্দ।

১৬। পুরুষ হলে আপনি বাংলা মিডিয়ামে পড়েছেন এবং এক লাইন ইংরিজি বলতে পারেন না। 

১৭। মেয়ে হলে ইংরিজি ছাড়া কিছুই বলেন না।

১৮। আপনি পুরুষ + হিরো হলে ইংরিজি বলা মেয়ে (অর্থাৎ সব মেয়েকে) দেখলে কুঁকড়ে যান। 

১৯। আপনি পুরুষ + হিরোর বন্ধু হলে ক্রমাগত ভুল ইংরিজি বলে দর্শকদের কমিক রিলিফ দেন। 

২০। আপনি মেয়ে + হিরোইন হলে ইংরিজি বলা সত্ত্বেও বাংলা উপন্যাস পড়েন। আপনার প্রিয় উপন্যাস হয় গোরা নয় ঘুণপোকা।

২১। আপনি মেয়ে + হিরোইনের বন্ধু হলে বাংলায় বই লেখা হয় সেটাই জানেন কি না সন্দেহ। 

২২। যে লিঙ্গেরই হোন না কেন এবং যে ভাষাতেই কথা বলুন না কেন আপনার উচ্চারণ অকথ্য। ভলিউম হায়েস্টে নিয়ে গেলেও বোঝা যায় না, খানিকটা লিপ রিডিং খানিকটা আন্দাজে কাজ চালিয়ে নিতে হয়।

২৩। যৌনতার প্রসঙ্গ উঠলে - হিরো হলে আপনি ঘামতে থাকেন, হিরোইন হলে গম্ভীর হয়ে যান, হিরোইনের বন্ধু হলে শ্রাগ করেন, হিরোর বন্ধু হলে চোখ মটকে কনুইয়ের খোঁচা মারেন।

২৪। হিরোর বন্ধু হলে হিরোকে ক্রমাগত মেয়ে ‘তোলার’ সাজেশন দিতে থাকেন এবং সেই সাজেশনগুলো শোনার পর, আমি দুঃখিত, ‘লুচ্চা’ ছাড়া আপনার প্রতি আর কোনও বিশেষণপ্রয়োগে আমি অপারগ।

২৫। হিরো হলে বন্ধুর শত প্ররোচনাতেও ক্যাজুয়াল সেক্স/পাপের পথে পা বাড়ান না। কারণ আফটার অল আপনি ভালো বাড়ির ছেলে।

*****

আপনারা যদি কেউ মৈনাক ভৌমিকের সিনেমা দেখে থাকেন আর আমি কোনও পয়েন্ট মিস করে গেছি মনে করেন তা হলে কমেন্টে লিখুন দয়া করে।



Comments

  1. Ekta cinema o ami dekhini.Kintu pare khub haschi.Ebar ekdin ektu kasto kare dekhe feltei habe.-Sunanda.

    ReplyDelete
    Replies
    1. অবশ্য করে দেখুন, সুনন্দা।

      Delete
  2. অসামান্য পর্যবেক্ষণ! না, কোনো পয়েন্ট মিস হয়েছে বলে তো মনে হচ্ছে না।
    মাঝে শ্রীমতী'র একটা মৈনাক ফেজ গেছিল। তখন তিনি আমাকে দিয়ে সিম্ফনি থেকে ডিভিডি আনিয়ে উপরোক্ত সিনেমাগুলো দেখেছিলেন।
    আমি শুধু 'বেডরুম' দেখেছিলাম, গান্ধিনগরে আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালে। ওই একটাই যথেষ্ট। আমার সরল কনসেপ্ট: কৃত্রিম সিনেমাই যদি দেখি, তাহলে রহস্য কাহিনি দেখাই ভালো।

    ReplyDelete
    Replies
    1. আপনার কমেন্ট পড়ে মনে হল ঋজু, মৈনাক যদি একটা রহস্য সিনেমা বানান কী ভালোই না হয়।

      Delete
    2. মৈনাক পাণ্ডব গোয়েন্দা বানাচ্ছে বলে বছর দুয়েক আগে শুনেছিলাম।
      বোধহয় মানানসই কানা পঞ্চু খুঁজে পায়নি।

      Delete
    3. ওহ, এটা জানা ছিল না।

      Delete
  3. ki durdhorsho :) #3 and #6 ekebare spot on !

    ReplyDelete
    Replies
    1. ওই ছ'নম্বরের মতো বাড়িতে থাকার আমার এত শখ, সিনেমায় দেখলেই হিংসে হয় কাকলি।

      Delete
    2. ওসব মেনটেন করা অনেক হ্যাপা, সিনেমাতেই ভালো :)

      Delete
    3. এটা একেবারে লাখ কথার এক কথা। ওই মুখোস দুবেলা ঝাড়তে হলে সব হিংসে উড়ে যাবে। তখন মনে হবে হায় রে, মিনিম্যালিস্ট কেন হলাম না।

      Delete
  4. Fatafati list baniyechhen Kuntala!!
    Nah, kono kichhu miss korechhen bole to mone hoyna. Amio Mainak er sobkoti cinemai dekhechhi (Ghore & Baire chhara). Protibar bhabi, porerbar nishchoi bhalo hobe.....

    ReplyDelete
  5. Songjojon: Mainak ei list ta dekhle anonde kNedei felben, ami sure. Sei songe ei list er ekta print out niye nijer office e tangiye rakhbe, porerbar er jonyo.... :D

    ReplyDelete
    Replies
    1. ওই পরেরবারের ভালো হওয়ার আশার জায়গাটা মিলল না খালি, অরিজিত। মৈনাক প্রতিবার আমার আশা পূর্ণ করেও খানিকটা ফাউ দেন। আপনিও মৈনাকের সিনেমা নিয়ম করে দেখেন জেনে ভালো লাগল। আমরা প্রত্যেক শুক্রবার রাতে আধঘণ্টা মৈনাকের কোনও নতুন সিনেমা নেটে এল নাকি খুঁজতে ব্যয় করি।

      Delete
    2. Hoichoi-te ekta esechhe.. "Ami vs Tumi". Sob point mile gechhe.

      Delete
    3. মিলতেই হবে, মৈনাক ভৌমিকের ধারাবাহিকতার অভাব এ অপবাদ কেউ দিতে পারবে না।

      Delete
  6. Ore baba amra cinema ta dekhe bhoy peye porer gulo dekhar chestai korini.. khub haslam.. tomar time management ar to do list kibhabe koro ekdin likhbe?

    ReplyDelete
    Replies
    1. হাহা, পরেরগুলো দেখতে পারিস, ঊর্মি।

      লেখা যেতে পারে, টাইম ম্যানেজমেন্টে আমার ব্যর্থতার খতিয়ান, কিন্তু আইডিয়াটা ভালো। দাঁড়া দেখছি।

      Delete
  7. ektao dekhini tai ar kichhu bollam na

    ReplyDelete
    Replies
    1. একটা দেখতে পারো, চুপকথা, ইউটিউবে পেয়ে যাবে।

      Delete
  8. Mainak Bhaumik -r cinema bhalo laageni .. kintu lekhata asadharon !!! :D :D

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, বৈশালী।

      Delete
  9. "আপনার জীবনে প্রেম ও যৌনতা ছাড়া আর কোনও সমস্যা নেই। " ;)

    ReplyDelete
    Replies
    1. একটা হালকা পয়েণ্ট যোগ করছি| নারীপুরুষ নির্বিশেষে সকলেই খিস্তি দিতে বেশ স্বচ্ছন্দ ;)

      Delete
    2. ও হ্যাঁ, সে তো আছেই। তবে এই ক্রেডিটটা একা মৈনাককে দেওয়া উচিত হবে না। বুর্জোয়াবাচনের হিপোক্রিসি বর্জন করে মানুষের রিয়েল ভাষায় কথা বলার লোকের সংখ্যা ইদানীং মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে।

      Delete
    3. সে আর বলতে ;) তবে কিনা, 'আই পেইড আট হাজার টাকা ফর দিস বা*র জিনস' - কোন মানুষের 'রিয়েল ভাষা', জানতে ইচ্ছে করে ;)

      Delete
    4. আমার চেনা কারও নয়, তবে আমি তো ঠিক এযুগের নই...

      Delete
    5. থাক| আমাদের আর এযুগের না হওয়াই ভালো | ওই না-ইংরেজি না-বাংলা ভাষার গিটকিরি এ বয়েসে ঠিক হজম হবে না | ;)

      Delete
  10. আজকাল এই ধরণের ছবি হচ্ছে খুব। সাউথ কলকাতা, বিশেষ করে সাদার্ন এভিনিউ, হিন্দুস্থান পার্ক, বালিগঞ্জের লোকজন ছাড়া মৈনাকবাবু যে আর কাউকে বিশেষ চেনেন না , বোঝা যায়। এবার আমি একবার ছুটিতে কলকাতা ফিরে দুই বন্ধুর সাথে মৈনাকবাবুর কোলকাতা কলিং বলে একটি সিনেমা দেখে ফেলেছিলাম। তারপর আমার মনে হল, উনি এইরকম চিজি রোমান্টিক ফিল্ম বানালেই ভাল, সমাজ সচেতনতার নিদর্শন রাখতে গিয়ে আরোই ধেঁঁড়িয়েছেন। তবে বেডরুম ভাল লেগেছিল, তখন কলেজে পড়ি বলেই বোধহয়

    ReplyDelete
    Replies
    1. এই সমাজ সচেতনতার ব্যাপারটায় হায়েস্ট ফাইভ, ঋতম। মৈনাক ভৌমিকের সিনেমার সাপেক্ষে শুধু নয়। মেয়েদের গায়ের রং ফর্সা করার ক্রিমেরা যখন নারীবাদী মেসেজ দেওয়ার চেষ্টা করে তার থেকে অসহ্য আর কিছু নয়।

      Delete
    2. ekdom e.. ekta jinis lokkhyo korben, age ei fairness cream gulor ad-er mul montro chilo forsa hole monmoto prem/biye, idaning seta hoye dariyeche forsa hole career e unnoti kora jaay, mane forsa howa tai safolyer mul shorto.

      Delete
    3. হ্যাঁ, মাঝে একটা বিজ্ঞাপনে দেখছিলাম ফর্সা মেয়েরা বসের কুইঙ্গিতের জবাবও বেটার দেয়। না চেঁচিয়ে, উইথ সফটনেস।

      Delete
  11. আমার একটা inferiority complex হচ্ছে। আমি মৈনাক ভৌমিক এর নাম আপনার লেখা তেই প্রথম পড়লাম।আমি কি পিছিয়ে পরছি?

    ReplyDelete
    Replies
    1. আহা, পিছোবেন কেন নালক, নিজেকে বঞ্চিত রাখছেন বরং বলা যেতে পারে।

      Delete
  12. হাহাহা এটা যাচ্ছেতাই ভালো হয়েছে :D ।।সিরিজ হোক ।

    ReplyDelete
  13. Ekdom mile gelo. Mainak Bhowmik er maach, misti n more dekhechhilam. Ekta point por kirokom sab guliye gelo. Sab samasyai apnar 3 no. Point er ashepashe ghorafera korchhe.
    Aar oi ghor sajanor byaartai ekmot. Tabe ei bishoye boli Rituparno Ghosh er Dahan e Srobonar barike jebhabe sajano dekhiyechhilo setai adbhut laage. Srobona r baba college er reader. Maa housewife. Ki kore omon sajano tinkhana basar jaiga r proti ghore ac er byabostha 1996 saale thake seta ektu adbhut legechhilo.

    ReplyDelete
    Replies
    1. এ ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত, সুস্মিতা। বাংলা সিনেমায় এই ঘর সাজানোর ব্যামোটা ঋতুপর্ণই ধরিয়েছেন। সবথেকে বিরক্তিকর হচ্ছে যে কপি এডিটর থেকে শুরু করে জ্যোতিষী থেকে শুরু করে কলেজের প্রফেসর, সবার বাড়ি অবিকল এক দেখতে। সবার বাড়ির দরজায় বাঁকুড়ার ঘোড়া আর জানালায় ক্যাকটাস।

      Delete
    2. Ja bolechhen. Copy editor i ba kon jadubole koek maaser modjye moharghyo grihosojya koren jaani na.

      Aar oi bangla+engriji+hindi+nongra bhasha+gaali.....ei jogakhichuri ta kichhutei bangla cinema te mene neoa jaina. Ei nobyo paricholkra ki vbojhenna er modhye diye kono barta i kothao pouchhaina.

      Delete
    3. সত্যি বলছি, সুস্মিতা, ওই জগাখিচুড়িটা যদি এন্টারটেনিং হয় তাতে আমার কোনও আপত্তি নেই। সেও তো হয় না। দেখতে দেখতে হাই উঠে যায়।

      Delete
  14. Stereotyping ta aajkaal so called notun cinemae eto beshi, je konta kaar banano bujhte parina. Jemon:
    1. Apni corporate-e chakri korle , ebong ambitious holey apnaar mulyobodh nei.
    2. Apnaar gram-e kono atmiyo thaakbe, jekhane giye shekhankaar shorol jeebon jatra dekhe apnaar gyanchokhhu unmilito hobe.

    ReplyDelete
    Replies
    1. তাও তো কর্পোরেটে চাকরি করা লোকদের নিয়ে সিনেমা হয়, অর্পণ। আর অন্য কোনও রকম চাকরি যে আছে পৃথিবীতে সেটাই তো সিনেমা দেখে বোঝার উপায় নেই। আর গ্রামে গিয়ে উপলব্ধিটাও একঘেয়ের একশেষ।

      Delete
  15. borong somonami Mainka Biswas-er sthaniyo sangbad dekhun. bhalo chobi.. netflix e ache sombhoboto

    ReplyDelete

Post a Comment