বিক্রমাদিত্যের বারান্দা
খবরটা এখানে দেওয়ার কোনও মানে হয় না। দু’হাজার পনেরো থেকে দু’হাজার বাইশ। আট বছরের অবান্তরের কয়েকটা পোস্ট একত্র করে অবান্তরের দ্বিতীয় সংকলন বেরোচ্ছে, সৃষ্টিসুখ থেকেই, দু’হাজার চোদ্দতে যেখান থেকে অবান্তরের প্রথম সংকলন বেরিয়েছিল। এই বইয়ের সব লেখাই আপনারা, যাঁরা যুক্তিবুদ্ধির যাবতীয় সীমা লঙ্ঘন করে অবান্তর আর আমার সঙ্গে সঙ্গে চলেছেন গত আট বছর কিংবা আটের বেশি কিংবা যে কোনও অ্যামাউন্টের সময়, হয় অলরেডি পড়েছেন কিংবা চাইলেই পড়ে ফেলতে পারেন। সেই চর্বিতচর্বণকে একগাদা কার্বন ফুটপ্রিন্ট খরচ করে মলাট বাঁধিয়ে এনে আপনাদের সামনে দাঁড় করানো ব্যাখ্যাতীত।
আবার এখানে, আপনাদের খবরটা না দিলে পৃথিবীর কাউকেই দেওয়ার মানে হয় না। এই বিষয়ে গৌরবে বহুবচনে আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ লোকের স্ট্রিকট বারণ আছে ( “আহাঃ–শেকসপিয়রও তো অন্যের গল্পের সাহায্য নিয়ে নাটক লিখেছে, তা বলে তাকে কি কেউ কখনও আমাদের হ্যাঁমলেট বলতে শুনেছে?”) তাছাড়া এই প্রলাপের অযাচিত মালিকানা বইতে আপনারা পত্রপাঠ রিফিউজ করবেন সে নিয়েও আমি নিঃসংশয়, তবু।
তবু। কারণ আপনারা না থাকলে অবান্তর থাকত কি না, থাকলেও কেমন থাকত আমি জানি না। কিন্তু অবান্তর খারাপ থাকলে আমি কেমন থাকতাম সে আমি হাড়ে হাড়ে জানি। কাজেই আমার থাকা এবং থাকাজনিত সমস্ত কোল্যাটারাল ড্যামেজের , যার উজ্জ্বল উদাহরণ এই বই, দায় আপনাদের নিতেই হবে।
বইটার ভেতরের যাবতীয় অকেজোপনা পার্থপ্রতিম দাসের প্রচ্ছদের কেজো কাকেরা সামান্য হলেও স্খালন করবে আশা করি। খুঁটিনাটি নিচের ছবিতে ও লিংকসমূহে রইল।
আমাজন ইন্ডিয়া -- https://www.amazon.in/gp/product/B0B29DMSG2/...
.
সৃষ্টিসুখ অনলাইন -- https://sristisukh.com/ss_new/product/বিক্রমাদিত্যের-বারান্দা/
.
কলেজ স্ট্রিটে সৃষ্টিসুখ -- Sristisukh, 72/2a Potuatola Lane, Kol 9, Phone - 89612 37050
নয়ের পরে দশ। বাড়ুক বাড়ুক।
ReplyDeleteঅভিনন্দন।
হাহা, থ্যাংক ইউ, বৈজয়ন্তী।
Deletemany many many congratulations!!! khub bhalo thakben
ReplyDeleteIndrani
অনেক অনেক অভিনন্দন!!!
ReplyDeleteঅনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম।।থ্যাঙ্কিউ।
ReplyDeleteইন্দ্রাণী, আধিরাঃ থ্যাংক ইউ। আপনাদের অভিনন্দন সর্বদা স্পেশাল।
ReplyDeleteসুদীপঃ থ্যাংক ইউ পুরোটাই রোহণের প্রাপ্য, সুদীপ। আর অবান্তরকে আবারও বই হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করার জন্য আপনার মতো পাঠকের। সে বাবদে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
আন্তরিক অভিনন্দন।
ReplyDeleteআমার তরফ থেকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অবান্তরের বই হিসেবে বেরোনোর থেকে কিছু কম প্রাপ্তি নয় আপনার মতো পাঠকরা। মন থেকে বললাম।
Deleteবাহ্ বাহ্.. অনেক অভিনন্দন
ReplyDelete❤️
Deleteঅনেক অনেক অভিনন্দন কুন্তলাদি। খুব ভালো খবর।
ReplyDeleteঅনেক অনেক অভিনন্দন কুন্তলাদি। খুব ভালো থাকুন ।
ReplyDeleteপ্রদীপ্ত, ময়ূরীঃ অসংখ্য ধন্যবাদ।
ReplyDeleteঅভিনন্দন আর শুভেচ্ছা রইল দক্ষিণ গোলার্দ্ধ থেকে। এখানে এই প্রথম মন্তব্য করছি। আর এক ইন্দ্রাণীকে দেখি এখানে আর গুলিয়ে যায় আমি নাকি?
ReplyDeleteনিয়মিত মন্তব্য করব এবার থেকে- অযাচিত অবশ্যই।
অযাচিত? অপ্রাপ্য হলেও হতে পারে। আপনার উপস্থিতি, কমেন্ট বাক্সে বা আড়ালে, কতখানি ম্যাটার করে সেটা আপনি নিশ্চয় আন্দাজ করতে পারেন, ইন্দ্রাণী। আমার ভালোলাগা, ভালোবাসা, কৃতজ্ঞতা, বন্ধুত্ব সব নেবেন।
Deleteঅনেক অভিনন্দন
ReplyDeleteধন্যবাদ, সুহানি।
DeleteKhub khub anando peyechhi. Abantor netduniyar bairer jogoter pathoker priyo hok, ei asha rakhi.
ReplyDeleteথ্যাংক ইউ, সায়ন। আপনার মতো বন্ধু পাওয়া ভাগ্যের।
Deleteগতকাল প্রকাশ অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উপস্থিত হয়েছিলাম। আপনার গলা শুনলাম গুগল মিটে। সৈকত মুখোপাধ্যায় আপনার লেখা নিয়ে বলছিলেন, বিশ্বাস করবেন না ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল। 'অবান্তর' মাথার কাছে রাখার মত একটি বই, গতকাল 'নয়' এবং 'বিক্রমাদিত্যের বারান্দা' সংগ্রহ করেছি। আজ পড়তে শুরু করলাম।কী নির্ভার আর শক্তিশালী গদ্য!
ReplyDeleteআরে, তাই নাকি? আমারও খুব ভালো লাগছে জেনে, সৌম্যদীপ। আমার বই কেউ পড়ছে জানলে প্রথম এবং প্রধান যে প্রতিক্রিয়াটা হয় আমার সেটা হচ্ছে ধরণী দ্বিধা হও। যাবতীয় কাঁচাপনা অতিক্রম করে যদি খানিকটা ভালোলাগা দেয় বইদুটো আপনাকে, সত্যিই আপ্লুত হব।
Delete