সাপ্তাহিকী




ওপরের ছবিতে নিজের ল্যাবরেটরিতে সাধনারত নিকোলা টেসলা।

সারা বিশ্বের ক্লাসরুম।

বইয়ের বাগান।

নখের বাগান।

আমি চিরদিনই জানতাম মহিলাকে আমার পছন্দ।

আপনি কবে কী ভুলবেন, ভুলে যাওয়ার আগে মনে করে দেখে নিন।

জ্যাজসঙ্গীত। শিল্পীঃ মাইলস ডেভিস দরজা।

বিয়ে করতে কেমন লাগে? একেবারে ঘোড়ার মুখের খবর।

সবশেষে এসপ্তাহের গান। আমি সারাসপ্তাহ ধরে যেটা শুনছি সেটাই রইল আপনাদের জন্য। শুনুন, ডুবুন, আর মনে করে ভেসেও উঠুন কারণ সোমবার দেখা করতে হবে আমার সাথে। ঠিক এখানেই। টা টা।

Comments

  1. gaan koi? dekhte pachhi na to?!

    ReplyDelete
    Replies
    1. ভাগ্যিস বললে। হাই তুলতে তুলতে পোস্ট লিখলে এরকমই হয়। কান ধরছি। এবার নির্ঘাত দেখতে পাবে। থ্যাঙ্ক ইউ।

      Delete
    2. shonge oi "kaan dhora"-r ekta chhobi diley hoto na? :D

      Delete
  2. uff! baavra mann amar daroon priyo gaan...just daroon!
    aami sara saptaho dhore eita shunchilam...aar tomar maithon er post ta pore aaro beshi beshi kore shunlam :)))
    http://www.youtube.com/watch?v=zh2-BYz2Rwg

    ReplyDelete
  3. sokota linki darun......school series ta best

    ReplyDelete
    Replies
    1. আমারও ওটা খুব ভালো লেগেছে তিন্নি।

      Delete
  4. নখের কারুকার্যটা আমার এক বন্ধুকে না দেখালেই নয়...তারপর ওর কমেন্ট কী হতে পারে সেটা ভেবে আমি এখন-ই হাসছি :D :D

    ReplyDelete
    Replies
    1. ভয়াবহ কিনা বল সংহিতা?

      Delete
  5. যাই বলুন, আমি যদি বিয়ের কনে হতাম, আর শুভদৃষ্টির সময়ে দেখতাম বরের মুখের সামনে ডি এস এল আর, মালা বদলের সময়েও তাই, আর সিঁদুরদানের সময়েও তাই, তাহলে বিয়েটা কদ্দিন টিকত বলা শক্ত| ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানেও বিয়ের কনের মুখ দেখে সেরকমই ঠেকছে|

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ খুবই অন্যরকম বর, ঠিকই বলেছেন।

      Delete

Post a Comment