কুইজঃ কবিতা থেকে গান



উঁহু, আপনাদের কবিতা বলতে হবে না, গান তো গাইতে হবেই না। শুধু কবিতা থেকে গান হয়ে ওঠা নিচের গানগুলোর শূন্যস্থান পূরণ করতে হবে।

‘কবিতা/গান’-এর কবির নামটাও যদি চিনে ফেলে উত্তরের সঙ্গে জুড়ে দেন, তাহলে এক্সট্রা হাততালি।

সময় চব্বিশ ঘণ্টা। উত্তর প্রকাশিত হবে দেশে মঙ্গলবার সকাল আটটায় আর নিউ ইয়র্ক সিটিতে সোমবার রাত সাড়ে দশটায়। আপনারা যাতে টোকাটুকি না করতে পারেন, সে জন্য ততক্ষণ কমেন্ট মডারেশন চালু থাকবে।

শুরু করে দিন তবে? অল দ্য বেস্ট।


*****

১. আমি তখন ____ শ্রেণী, আমি তখন ____
আলাপ হল ____, ____দের বাড়ি।

২. ____ বাতাস এল হঠাৎ ধেয়ে, ____ ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
____ ধারে দাঁড়িয়ে ছিলাম একা, ____ মাঝে আর ছিল না কেউ।

৩. ____ তলে, ____ পারে
____ ডাকে, ____ ঝাড়ে
____ গন্ধে ____ আসে না, তাই তো ____ রই।

৪. ভাঙছ ____ ভাঙছ ____
____ জমা ____ বাড়ি
____ আড়ত, ____ গোলা
কারখানা আর রেলগাড়ি।

৫. ____ স্নেহধারা! ____ বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল ____।
____ হানে জুঁইফুলী বৃষ্টি ও অঙ্গে,
চুমা-চুমকীর হারে ____ ঘেরে রঙ্গে,
ধূলাভরা দ্যায় ধরা তোর লাগি ____!

৬. উঠছে ____
নামছে ____,-
____ দোলে
____ নাড়ায়!
____ দোলে
____ দোলে!
মেঠো ____
সামনে বাড়ে,-
ছয় ____
চরণ ____!

৭. ____ রৌদ্রের ____ উল্লাসে
____ নেই ____ নেই ____ নেই ____ নেই
____ শুধু একঝাঁক ____।

৮.  প্রবাসে ____ বশে
____ যদি খসে
এ ____ আকাশ হতে নাহি ____ তাহে।
____ মরিতে হবে, ____ কে কোথা কবে
চিরস্থির কবে ____ হায় রে ____।

৯. ____ নির্জন ____ কত ভয় তবুও ____ ছোটে
____ ভয় তারও চেয়ে ভয় কখন ____ ওঠে।

১০. ____ সরস্বতী কাল ____ বিয়ে
যমুনা তার ____ রচে বারুদ বুকে নিয়ে
____ টোপর নিয়ে!



*****

উত্তরঃ

১. আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হল বেণীমাধব, সুলেখাদের বাড়ি।
              ---মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী

২. পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
আলের ধারে দাঁড়িয়ে ছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
                     ---রবীন্দ্রনাথ ঠাকুর

৩. লেবুর তলে, পুকুর পারে
ঝিঁঝিঁ ডাকে, ঝোপে ঝাড়ে
ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই।
     ---কাজলাদিদি, যতীন্দ্রমোহন বাগচী

৪. ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা
জমি জমা ঘর বাড়ি
পাটের আড়ত, ধানের গোলা
কারখানা আর রেলগাড়ি।
      ---তেলের শিশি, অন্নদাশংকর রায়

৫. পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু।
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও অঙ্গে,
চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলাভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
     ---ঝর্ণা, সত্যেন্দ্রনাথ দত্ত।

৬. উঠছে আলে
নামছে গাড়ায়,-
পালকী দোলে
ঢেউয়ের নাড়ায়!
ঢেউয়ের দোলে
অঙ্গ দোলে!
মেঠো জাহাজ
সামনে বাড়ে,-
ছয় বেহারার
চরণ-দাঁড়ে!
      --- পালকীর গান, সত্যেন্দ্রনাথ দত্ত

৭. চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে
তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই
ওড়ে শুধু একঝাঁক পায়রা।
        ---বিমল চন্দ্র ঘোষ

৮. প্রবাসে দৈবের বশে
জীবতারা যদি খসে
দেহ আকাশ হতে নাহি খেদ তাহে।
জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে
চিরস্থির কবে নীর হায় রে জীবননদে।
          ---বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত

৯. রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে
দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে।
          ---রানার, সুকান্ত ভট্টাচার্য

১০. যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে
বিষের টোপর নিয়ে!

          ---শঙ্খ ঘোষ


Comments

  1. 1. nobom, sari, benimadhob, sulekha-der - joy goswami
    2. poob-e, dhaner, aal-er, maaTher - oi je oi lokta :)
    3. lebur, pukur, jhijhi, jhop-e, phul-er, ghum, jege - jatin bagchi. ei gaan-ta shunlei ami bhnyaa kore knede feli. sotyi. :(
    4. eta to "teler shishi". annadashankar. kintu kotha mukhosto nei :(
    5. eta chaap. parchhi na. adou shunechhi bolei mone hochhey na.
    6. aal-e, gaRa-y, palki, dheu-er, dheu-er, ango, jahaj, beharar, dnaR-e - satyen dutta.
    7. choitrer, uddam, tumi, ami, keu, keu, oRey, payra (tumi, ami-r sequence-ta ulto-o hotey paarey) - jani na :(
    8. doiber, jeebotara, deho, khed, jonmiley, amor, neer, jeebon-nawd-e - michael.
    9. raat, poth-e, runner, doshyur, shurjo - sukanta
    10. jomunaboti, jomunar, bashor, bisher - shonkho ghosh.

    ReplyDelete
    Replies
    1. সাবাস! দারুণ পারফরম্যানস সোমনাথ। তুমি ঝর্ণা গানটা না শুনলেও কবিতাটা তো নির্ঘাত পড়েছ। এই নাও গানটার লিংক। আবারও অনেক অনেক অভিনন্দন। খেলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।

      http://www.youtube.com/watch?v=1GSu7eO1AWc

      Delete
  2. 1.nobom,shari/benimadhob,sulekha
    2.pube,dhaner/aler/mather
    3.lebu,pukur/jNijhi,jhope/fuler.ghum
    4.prodesh,jela/jomi,ghor/pater,dhaner
    5.pashaner,tusharer,sindhu,megh,cNand,dhorna
    6.
    7.chaitrer,uddam,tumi,ami,keu,keu,ore,payra
    8.doiber,jibotara,deho,khed,jonmile,omor,neer,jibon rhode
    9.raat,pothe,ranar,dosyur,surjo
    10.jomunaboti,jomunar,basor,bisher

    ReplyDelete
  3. 1.Joy Goswami
    2.Rabindranath Tagore
    3.Jatindeamohon Bagchi
    4.AnnadaShankar Roy
    5.Satyendranath Dutta
    7.Bimal Ghosh
    8.Michael Madhusudan Dutta
    9.Sukanta Bhattacharya
    10.Sankha Ghosh

    ReplyDelete
    Replies
    1. কেয়া বাত কেয়া বাত সুমনা। শুধু হ্রদের জায়গায় নদে হবে মাইকেলের কবিতাটায়। একশোগণ্ডা অভিনন্দন আর ধন্যবাদ, এই ছেলেমানুষিতে অংশ নেওয়ার জন্য।

      Delete
  4. ১. নবম, শাড়ি, বেণীমাধব, সুলেখাদের।
    ২. পূবে, ধানের, আলের, মাঠের।
    ৩. লেবুর, পুকুর, ঝিঁঝির, ঝোপে, ফুলের, জেগে।
    ৪. প্রদেশ, জেলা, জমি, ঘর, পাটের, ধানের।
    ৫. পাষাণের, তুষারের, সিন্ধু, মেঘ, চাঁদ, ধর্ণা।
    ৬. আলে, গাড়ায় (মানে কী? গাড্ডায়? বরাবরের প্রশ্ন), পাল্কী, ঢেউয়ের, ঢেউয়ের, অঙ্গ, জাহাজ, বেহারার, তলে।
    ৭. চৈত্রের, উদ্দাম, উল্লাসে, তুমি, আমি, কেউ, ?, আছে, পায়রা।
    ৮. দৈবের, জীব-তারা, দেহ, খেদ, জনমিলে (নাকি জন্মিলে?), অমর, নীর, জীবন-নদে।
    ৯. রাত, পথে, রানার, দস্যুর, সূর্য।
    ১০. যমুনাবতী, যমুনার, বাসর, বিষের।

    ReplyDelete
  5. এক্সট্রা হাততালির জন্য
    ১. জয় গোস্বামী।
    ২. রবীন্দ্রনাথ ঠাকুর।
    ৩. যতীন্দ্রমোহন বাগচী।
    ৪. অন্নদাশঙ্কর রায়।
    ৫. সত্যেন্দ্রনাথ দত্ত।
    ৬. সত্যেন্দ্রনাথ দত্ত।
    ৭. বিমলচন্দ্র ঘোষ (সার্চ করে জেনেছি)।
    ৮. মাইকেল মধুসূদন দত্ত।
    ৯. সুকান্ত ভট্টাচার্য।
    ১০. শঙ্খ ঘোষ।

    ReplyDelete
    Replies
    1. হাততালি। এক্সট্রা হাততালি। কুডোস। বাও। অভিনন্দন। থ্যাংক ইউ। ওটা গাড্ডাই হবে মনে হয়, কে জানে।

      Delete
  6. ১. আমি তখন __ নবম __ শ্রেণী, আমি তখন __ শাড়ি __
    আলাপ হল __বেণীমাধব__, __সুলেখা__দের বাড়ি।

    ২. __পূবে__ বাতাস এল হঠাৎ ধেয়ে, __ধানের__ ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
    __আলের__ ধারে দাঁড়িয়ে ছিলাম একা, __মাঠের__ মাঝে আর ছিল না কেউ।

    ৪. ভাঙছ __প্রদেশ__ ভাঙছ __জেলা__
    __জমি__ জমা __ঘর__ বাড়ি
    __পাটের__ আড়ত, __ধানের__ গোলা
    কারখানা আর রেলগাড়ি।

    ৬. উঠছে __আলে__
    নামছে __গাড়ায়__,-
    __পাল্কি__ দোলে
    __ঢেউয়ের__ নাড়ায়!
    __ঢেউয়ের__ দোলে
    __অঙ্গ__ দোলে!
    মেঠো __জাহাজ__
    সামনে বাড়ে,-
    ছয় __বেহারার__
    চরণ __দাঁড়ে__!

    ৭. __চৈত্রের__ রৌদ্রের __নি:সীম__ উল্লাসে
    __তুমি__ নেই __আমি__ নেই __কেউ__ নেই __কেউ__ নেই
    __ওড়ে__ শুধু একঝাঁক __পায়রা__।

    ৮.  প্রবাসে __দৈবের__ বশে
    __জীবতারা__ যদি খসে
    এ __দেহ__ আকাশ হতে নাহি __খেদ__ তাহে।
    __জন্মিলে__ মরিতে হবে, __অমর__ কে কোথা কবে
    চিরস্থির কবে __নীর__ হায় রে __জীবন নদে__।

    ৯. __রাত__ নির্জন __পথে__ কত ভয় তবুও __রানার__ ছোটে
    __দস্যুর__ ভয় তারও চেয়ে ভয় কখন __সূর্য__ ওঠে।

    ReplyDelete
    Replies
    1. হাততালি, হাততালি কৌশিক। বাকি তিনটেও ট্রাই করতে পারতেন, ঠিকই হত আমি শিওর। খুব ভালো লাগলো খেললেন বলে। থ্যাংক ইউ। নিঃসীম আর উদ্দামে একটু গুলিয়েছে। কিন্তু আপনি ঠিক দিকেই যাচ্ছিলেন, কারণ ওই গানে নিঃসীম শব্দটা আছে কয়েকবার।

      Delete
    2. চিরকালের সমস্যা - প্রশ্ন পুরোটা পড়ি নি।
      তাই এক্সট্রা হাততালি আপনাকেই দিতে হল।

      আর কুইজ এত কম হলে নি:সীমে - উদ্দামে গুলোবেই।
      আরো কুইজ চাই।

      Delete
  7. 1. Ami takhon nabom sreni ami takhon shari
    Alap holo benimadhab sulekha der bari

    2. pube batash hathat holo dheye ,dhaner khete khelie gelo dheu /
    aler dhare dnariechilem eka,mather majhe ar chilo na keu

    3 pukur তলে, nebur পারে
    jijhi ডাকে, jhope ঝাড়ে
    phuler গন্ধে ghum আসে না, তাই তো jege রই।

    4 bhangcho prodesh bhangcho jela
    jomi joma ghor baari
    paater aarot dhaner gola
    kaarkhana aar relgaari

    8 প্রবাসে doiber বশে
    jibotara যদি খসে
    এ dehaআকাশ হতে নাহি khedতাহে।
    janmile মরিতে হবে, amar কে কোথা কবে
    চিরস্থির কবে nir হায় রে jibonnade।

    9. rat নির্জন pothe কত ভয় তবুও runner ছোটে
    dashyur ভয় তারও চেয়ে ভয় কখন surjo ওঠে।

    10 jamunabati সরস্বতী কাল jamunar বিয়ে
    যমুনা তার basar রচে বারুদ বুকে নিয়ে
    bisher টোপর নিয়ে!

    anyogulo ro rahashyabhed korci aste aste .. tinni

    ReplyDelete
    Replies
    1. এই রহস্যভেদেই আমি ইমপ্রেসড তিন্নি, অভিনন্দন, হাততালি, কোলাকুলি, পিঠচাপড়ানি ইত্যাদি ইত্যাদি আরও যা যা হয় ..... কিন্তু তুই যদি দেখাতে পারিস কোনও পোকা পুকুরের তলায় আর নেবুর পারে বসে ডাকাডাকি করছে, সে ডাক আবার তুই শুনতেও পাচ্ছিস, তাহলে আমি তোকে ক্যাডবেরি প্রাইজ দেব। প্রমিস।

      Delete
    2. hahaha ektu mistake hoye geche !!! :( tokatukir fol ! -tinni

      Delete
    3. আপনার এই কমেন্টটা পড়ে হেসে হেসে কাহিল হয়ে গেলাম, কুন্তলাদি !

      Delete
  8. Paa sherey uthche dekhe bhalo laglo Kuntala. Tomar paa er ager goyna'r chaite ekhonkar goyna'r rong ta beshi bhalo. :)
    Bangali'r kolonko ami ... ekta o gaan chinte parlam na. :(

    ReplyDelete
    Replies
    1. রামচন্দ্র, কলঙ্ক হতে যাবে কোন দুঃখে শর্মিলা? গান চেনা দিয়ে না দিয়ে বাঙালিত্বের বিচার হলেই তো হয়েছে। তুমি যে অত ভালো মাছের ঝোল রাঁধতে পারো, সেটা বুঝি কিছু নয়? নতুন গয়না আমারও পছন্দের হয়েছে খুব, তাই মনে করে পরতে একটুও ভুল হচ্ছে না।

      Delete
  9. আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি_
    আলাপ হল বেনিমাধব, _সুলেখাদের_দের বাড়ি।
    জয় গোস্বামী

    ২. _পুবে_ বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের_ ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
    আলের_ ধারে দাঁড়িয়ে ছিলাম একা, মাঠের_ মাঝে আর ছিল না কেউ।
    রবীন্দ্রনাথ

    ৩. লেবুর_ তলে, পুকুর_ পারে(ধারে/পাড়ে একটু গুলিয়েছে বোধহয়)
    ঝিঁঝিঁ_ ডাকে, ঝোপে ঝাড়ে
    ফুলের_ গন্ধে _ঘুম___ আসে না, তাই তো জেগে_ রই।

    য তীন্দ্র মোহনবাগচি
    ৪. ভাঙছ প্রদেশ_ ভাঙছ জেলা_
    জমি_ জমা ঘর_ বাড়ি
    পাটের_ আড়ত, _ধানের গোলা
    কারখানা আর রেলগাড়ি।
    অন্নদা শঙ্কর রায়

    ৫. পাষাণের_ স্নেহধারা! তুষারের_ বিন্দু!
    ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু_।
    _মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও অঙ্গে,
    চুমা-চুমকীর হারে চাঁদ_ ঘেরে রঙ্গে,
    ধূলাভরা দ্যায় ধরা তোর লাগি ধর্না_!(বানান টা টাইপে ভুল হল)
    সত্যেন দত্ত

    ৬. উঠছে আলে__
    নামছে গরায়(?),-
    পাল্কি_ দোলে
    ঢেউয়ের নাড়ায়!
    ঢেউয়ের দোলে
    অঙ্গ_দোলে!মেঠো __জাহাজ__
    সামনে বাড়ে,-
    ছয় বেহারার_
    চরণ তালে_!-সত্যেন দত্ত

    ৭. দুপুরের রৌদ্রের _ উদ্দাম উল্লাসে
    তুমি নেই আমি নেই _কেউ__ নেই _কেউ__ নেই
    ওড়ে শুধু একঝাঁক পায়রা –বিমলচন্দ্র ঘোষ

    ৮. প্রবাসে দৈবের বশে
    জীবতারা_ যদি খসে
    এ দেহ_ আকাশ হতে নাহি _খেদ_ তাহে।
    জন্মিলে_ মরিতে হবে, _অমর__ কে কোথা কবে
    চিরস্থির কবে _নীর___ হায় রে জীবন নদে_। মধুসূদন দত্ত

    ৯. রাত_ নির্জন পথে__ কত ভয় তবুও _রানার___ ছোটে
    রাত্রির __ ভয় তারও চেয়ে ভয় কখন _সূর্য__ ওঠে।
    সুকান্ত

    ১০. যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে
    যমুনা তার _বাসর_ রচে বারুদ বুকে নিয়ে
    বিষের_ টোপর নিয়ে!-
    শঙ্খ ঘোষ

    মিঠু

    ReplyDelete
    Replies
    1. আরিব্বাস মিঠু, সবই তো ঠিক করেছ দেখছি। নাহ, পরের বার আরও শক্ত প্রশ্নপত্র করতে হবে দেখছি। অনেক অনেক অনেক অভিনন্দন। খুব ভালো খেলেছ, খেলে তুমি কতটা আনন্দ পেয়েছ জানি না, কিন্তু আমাকে যারপরনাই আনন্দিত করেছ। সেই জন্য অগুন্তি ধন্যবাদ।

      আর আমি ওটা প্রতিমার গান শুনে শুনে লিখেছি,উনি তো 'পারে' গাইছিলেন বলেই মনে হল...

      Delete
  10. ১। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
    আলাপ হল বেণীমাধব , সুলেখাদের বাড়ি।

    ২। পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
    আলের ধারে দাঁড়িয়ে ছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
    -রবীন্দ্রনাথ ঠাকুর

    ৮। প্রবাসে দৈবের বশে
    জীবতারা যদি খসে
    এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে।
    জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে
    চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে।
    -মধুসূদন দত্ত

    ৯। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে
    দস্যু-র ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে।
    -সুকান্ত ভট্টাচার্য

    ReplyDelete
    Replies
    1. বাহ, চারটে attempt, চারটেই ঠিক। কনগ্র্যাচুলেশনস গুহবাবু। খুব ভালো লাগল আপনি কুইজে অংশগ্রহণ করলেন বলে। আমার আন্তরিক ধন্যবাদ জানবেন।

      Delete
  11. প্রথম চারটে প্রশ্ন দেখে যারপরনাই পুলকিত হয়েছিলাম। একদম শচিন তেন্ডুলকর ভারসাস হেনরি ওলঙ্গা গোছের পারফরম্যান্স। তারপরেই ঝাঁকুনি শুরু হল।

    সাড়ে সাত পয়েন্ট দেবেন কিন্তু দিদিমণি।


    ১ আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
    আলাপ হল বেণীমাধব, সুলেখাদের বাড়ি
    (মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী)

    ২ পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
    আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ
    (কৃষ্ণকলি, রবীন্দ্রনাথ ঠাকুর)

    ৩ লেবুর তলে পুকুর পারে
    ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে
    ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই
    (কাজলাদিদি, যতীন্দ্রমোহন বাগচি)

    ৪ ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা
    জমিজমা ঘরবাড়ি
    পাটের আড়ত ধানের গোলা
    কারখানা আর রেলগাড়ি
    (তেলের শিশি, অন্নদাশংকর রায়)

    ৫ পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু
    ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু
    মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও অঙ্গে
    চুমা-চুমকির হারে চাঁদ ঘেরে রঙ্গে
    ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধর্না
    (ঝর্ণা, সত্যেন্দ্রনাথ দত্ত)

    ৬ একটা পালকিওয়ালা কবিতা, আর কিছু মনে নেই।

    ৭ জানি না

    ৮ প্রবাসে দৈবের বশে
    জীবতারা যদি খসে
    (আর মনে নেই, মাইকেল মধুসুদন দত্ত)

    ৯ রাত নির্জন পথে কত ভয়
    তবুও রানার ছোটে
    দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে
    (রানার, সুকান্ত ভট্টাচার্য)

    ১০ যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
    যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে
    বিষের টোপর নিয়ে
    (যমুনাবতী, শঙ্খ ঘোষ)

    ReplyDelete
    Replies
    1. হেনরি ওলোঙ্গাকে চিনি না বলেই আপনার উপমাটা ধরতে পারছি না। উনি কি এমন ভালো বল করেন যে সচিন সবেতে ছক্কা হাঁকান নাকি এমন ভালো যে কোনওমতে ঠুকঠুক করেন? প্লিজ বুঝিয়ে দিন।

      আহা, ঝাঁকুনির কী আছে, একটাদুটো ভুল না করলে কুইজমাস্টারের/ম্যাডামের মান থাকে না। কাজেই আপনি যে সব উত্তরে ছক্কা হাঁকাননি সে জন্য থ্যাংক ইউ দেবাশিস। আর সাত নম্বরটা খুব ভালো একটা গান, শুনেছেন নির্ঘাত, না শুনলে এইবেলা শুনে নিন।

      http://www.youtube.com/watch?v=0jPjmtBF_iM

      Delete
    2. আপনিও হেনরি ওলোঙ্গাকে এইবেলা চিনে নিন। ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ, বলশালী দেহ, কাঁদোকাঁদো মুখ। ভিডিওর প্রথম সাত আটটা বল দেখলেই একটা আন্দাজ পাবেন

      https://www.youtube.com/watch?v=VvFbCzehuKg

      Delete
    3. আরে ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ...

      Delete
  12. আচ্ছা শুন্যস্থান কি সব গুলো লিখতে হবে? শুধু কি কবিতা সেটা বলে দিলে হবে না? শুধু কবিতা তা চিনে ফেললে যদি চলে তাহলে আমি খেলতে পারি (যদিও এভাবেও সব প্রশ্নের উত্তর জানব না) | চেষ্টা করছি -

    ১. আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
    আলাপ হলো বেনীমাধব, সুলেখা দের বাড়ি (এটা মুখস্থ ছিল.. :) জয় গোস্বামী মনে হয় লিখেছেন.. না?)

    ২. পূবে বাতাস এলো হটাত ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
    আলের ধারে দাঁড়িয়ে ছিলেম একা, মাঝের মাঠে আর ছিল না কেউ (রবীন্দ্রনাথ ঠাকুর)

    ৩. লেবুর তলে, পুকুর পারে
    ঝিঝি ডাকে, ঝোপে ঝাড়ে
    ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই
    মা গো আমার শোলোক বলা কাজলা দিদি কই (যতিন্দ্রমোহন বাগচী খুব সম্ভবত)

    ৪. ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা
    জমি জমা ঘর বাড়ি
    পাটের আড়ত ধানের গলা
    কারখানা আর রেলগাড়ি (আনন্দশংকর রায়)

    ৫. এটা না খুব চেনা চেনা মনে হচ্ছে, এমন কি মনে হচ্ছে টেক্সট বই এ দেখেছি.. কিন্তু কিছুতেই মনে পড়ছে না.. :(

    ৬. উঠছে আলে
    নামছে গাড়ায়
    পালকী দোলে
    ঢেউ এর নাড়ায়
    ঢেউ এর দোলে
    অঙ্গ দোলে
    মেঠো জাহাজ
    সামনে বাড়ে
    ছয় বেহারার
    চরণ-দাঁড়ে (সত্যেন্দ্রনাথ দত্ত)

    ৭. এটার না শুধু গান টার নাম জানি.. উজ্জল এক ঝাঁক পায়রা.. শূণ্যস্থানে কি বসবে.. কার লেখা কিচ্ছু জানি না.. :(

    ৮. এটাও পুরো জানিনা.. মনে হয় মাইকেল মধুসুদন দত্ত-র লেখা.. জন্মিলে মরিতে হবে.. অমর কে কথা রবে.. কি জানি ঠিক বললাম না ভুল বললাম..

    ৯. রাত নির্জন, পথে কত ভয় তবুও রানার ছোটে
    দস্যু-র ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে (সুকান্ত ভট্টাচার্য কি?)

    ১০. কিচ্ছু জানিনা.. আবার..

    কবির নাম নিশ্চই সব ভুলভাল লিখলাম.. বেশি ভুল লিখলে তুমি কিন্তু কমেন্ট টা পাবলিশ না করেই ডিলিট করে দিও.. ঠিক আছে?

    আর বাংলা বানান প্লীজ প্লীজ দেখো না.. অনলাইন কনভার্টার দিয়ে বাংলা টাইপ করেছি.. কখন যে বানানে চন্দ্রবিন্দু লাগায় আর কখন যে লাগায় না.. সবই তার মেজাজ মর্জি.. আমি তো বুঝলাম না..

    ReplyDelete
    Replies
    1. হাহাহাহা অপরাজিতা, বেশি ভুল তো হয়ই নি, বরং বলতে পার বেশ বেশিরকমেরই ঠিক হয়েছে, কাজেই ডিলিট করার প্রশ্নই ওঠে না। তুমি আনন্দশংকর আর অন্নদাশংকরে গুলিয়েছ, গোলানোই স্বাভাবিক, এত কাছাকাছি নাম যখন। তাছাড়া দুজনেই বেশ সেলিব্রিটি। তফাৎ শুধু একজন নাচেন, আরেকজন ছড়া লেখেন।

      তোমার আন্দাজগুলোও ঠিক লাইনেই হয়েছিল, বুঝতেই পারছ। তুমি খেললে বলে খুব খুব ভালো লাগল অপরাজিতা। থ্যাংক ইউ।

      Delete
  13. ৭ চৈত্রের রৌদ্রের হবে। আগেরটা ভুল লিখে ফেলেছি ।

    ReplyDelete
    Replies
    1. তুমি নির্ঘাত মিঠু।

      Delete
    2. হে হে ঠিক তাই
      মিঠু

      Delete
  14. 1. ami tokhon prothom sreni ami tokhon sari
    alap holo benimadhab sulekha der bari

    joy goswami, benimadhav

    2. pube batash elo hothat dhaye, dhaner khate kheliye galo dhau
    aler dhare dariye chilum ekta mather majhe ar chilo na kau

    rabindranath, krishnakali

    3. lebur tole, pukur pare
    j(n)hi-j(n)hi dake jhope jhare
    fuler gondhe ghum ase na tai to jage roi

    jatindramohan bagchi, 'kajla didi'

    4. bhangcho prodesh bhangcho jela
    jomi joma ghor bari
    pater arot dhaner gola
    karkhana ar relgari


    annandashankar ray, "taler sichi bhanglo bole.."

    5. parlam na

    6. palkir gaan

    satyen datta, palkir gaan

    7. chaitrer roudrer uddam ullase
    tumi nei ami nei keu nei keu nei
    ore sudhu ekjhak paira

    salil chaudhuri ?


    8. probashe doiber boshe
    jibotara jodi khoshe
    e deho akash hote nahi khed tahe
    jonmile morite hobe amor ke kotha kobe
    chirosthir kobe nir hai re jibon node

    michael madhusudan datta, 'janmovhumi-r proti'

    9. raat nirjon pothe koto bhoi tobuo runner chote
    dosyu r bhoi taro chaye bhoi kokhon surjo othe

    satyen datta, 'runner'

    10. jamunaboti saraswati kaal jominar biye
    jomuna tar basor roche barud buke niye

    sankhya ghosh, 'jamunaboti'

    ReplyDelete
    Replies
    1. হাততালি, হাততালি ঘনাদা। সলিল চৌধুরী গান লিখেছেন বটে, কিন্তু এই গানটা লেখেননি। এটা লিখেছেন বিমল ঘোষ। খুব ভালো হয়েছে খেলা, অভিনন্দন। আর থ্যাংক ইউ তো আছেই, সবসময়েই থাকে, অবান্তর পড়ার জন্য, অবান্তরে অংশগ্রহণ করার জন্য।

      Delete
  15. কবিতা না, আমি খুব কম বুঝি। :( তাই শূন্যস্থান গুলো পূর্ণ করতে পারবো না, তবে কয়েকটা চেষ্টা করি।

    ১। বেণীমাধব। কবিতার নামটা মনে হয় মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামীর।

    ৩। কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচী।

    ৬। পাল্কির গান - সত্যেন্দ্রনাথ দত্ত।

    ৭। (এটা জানি) চৈত্রের, উদ্দাম, তুমি, আমি, কেউ কেউ, ওড়ে, পায়রা। সন্ধ্যা মুখার্জীর গান, কবিতাটা কার, জানিনা।

    ৮। (এটা জানি) দৈবের, জীবতারা, দেহ, খেদ, জন্মিলে, অমর, নীর, জীবন-নদে। মাইকেলের লেখা, কবিতার নাম ভুলে গেছি।

    ৯। রানার, কবি সুকান্ত। কিন্তু লাইন গুলো ভুলে গেছি। :(

    ১০। এটা ব্রততীর একটা আবৃত্তিতে শুনেছিলাম, লোপামুদ্রার একটা গানও আছে, কিন্তু বাকিটা ব্ল্যাঙ্ক! শঙ্খ ঘোষের কবিতা কি?

    যাচ্ছেতাই পারফরম্যান্স যাকে বলে! :(

    ReplyDelete
    Replies
    1. ও মা, আমি তো কিছু যাচ্ছেতাই দেখলাম না অরিজিত। আমাকে যদি উত্তর দিতে বলা হত, তাহলে আমি আপনার থেকে অন্তত তিনটে কম পারতাম, প্রমিস। সবথেকে বড় কথা, পার্টিসিপেশনই আসল, প্রাইজ আসল নয় ইত্যাদি ইত্যাদি। সত্যি খুব ভালো লাগল। থ্যাংক ইউ।

      Delete
    2. থ্যাঙ্কস্‌টা আপনার প্রাপ্য, অনেস্টলি। :)
      তবে শঙ্খ ঘোষের আন্দাজটা মেলায় আমি খুব খুশী। :D

      Delete
  16. অবশেষে সময়ে পরীক্ষার হল এ পৌছেছি। প্রশ্নপত্র খুব ভালো লাগছে, কিন্তু পারব কিনা জানিনা!

    ১. আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ী
    আলাপ হল বেনীমাধব , সুলেখা দের বাড়ি।

    জয় গোসাই

    ২. পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
    আলের ধারে দাঁড়িয়ে ছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।

    একটা মোটে রবি ঠাকুর? :(

    ৩. এই রে, এটা তে প্রশ্নে ভুল নেই তো? আমার তো যেরকম মনে পরছে:
    "পুকুর ধারে নেবুর তলে
    থোকায় থোকায় জোনাক জ্বলে
    ফুলের গন্ধে ঘুম আসেনা
    তাইত জেগে রই"
    কবি: জ্যোতিন্দ্র মোহন বাগচী

    ৪. ভাঙছ প্রদেশ ভাঙ্গছ জেলা
    জমিজমা ঘরবাড়ি
    পাতের আরত ধানের গোলা
    কারখানা আর রেলগাড়ি
    তার বেলা?
    কবি: অন্নদা শংকর রায়

    ৫. কেউ ডাকে স্নেহধারা! কেউ ডাকে বিন্দু!
    ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু।
    ____ হানে জুঁইফুলী বৃষ্টি ও অঙ্গে,
    চুমা-চুমকীর হারে ____ ঘেরে রঙ্গে,
    ধূলাভরা দ্যায় ধরা তোর লাগি ____!

    এইটা সত্যেন দত্ত মনে হয় , কিন্তু লাইন গুলো মনে পরছে না :(

    ৬. উঠছে আলে
    নামছে গড়ায়
    পালকি দোলে
    ঢেউ এর নাড়ায়!
    পালকি দোলে
    ---- দোলে! (ইটা গগন তলে হবে মনে হছে যেন?)
    মেঠো জাহাজ
    সামনে বাড়ে,-
    ছয় বেহারার
    চরণ দারে! (ইশ কি বাজে বানান!)

    সত্যেন দত্ত

    ৭. চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে
    তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই
    ওড়ে শুধু একঝাঁক পায়রা ।

    এই রে, সলিল চৌধরী?

    ৮. প্রবাসে দৈবের বশে
    জীবতারা যদি খসে
    এ ভব (?) আকাশ হতে নাহি ক্ষেদ তাহে।
    জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে
    চিরস্থির কবে নীর হায় রে জীবন-নদে।

    এ তো মধুকবি



    ৯. রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে
    দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে।

    সুকান্ত
    এই গান তার সুর নিয়ে কবির সুমন এর একটা বিশ্লেষণ শুনেছিলাম। অসাধারণ।

    ১০. যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে
    যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে
    বিষের টোপর নিয়ে!

    শঙ্খ ঘোষ

    ReplyDelete
    Replies
    1. তোমার মন্তব্যের প্রথম লাইনটা পড়ে জোরে হেসে উঠেছিলাম স্বাগতা। প্রশ্নপত্র ভালোবাজে যাই হোক, তোমার খেলা যে খুবই ভালো হয়েছে তাতে কোনওই সন্দেহ নেই। অনেক অনেক কনগ্র্যাচুলেশনস।

      এইবার তোমার সন্দেহ সম্পর্কে বলি। আমি কাজলাদিদির প্রশ্নটা সেট করেছিলাম প্রতিমার গানটা শুনতে শুনতে। তুমি যে লাইনগুলো বললে, সেটা গানটার একটা স্ট্যানজা সত্যি, কিন্তু আমি যেটা দিয়েছি, সেটা আরেকটা। তুমি বলার পর আমি কাজলাদিদি কবিতাটা সার্চ করার চেষ্টা করলাম, এই লাইনগুলো সত্যি সত্যিই কবিতাটায় ছিল কি না দেখতে, পেলাম না গো। তোমার কাছে যদি ছাপার অক্ষরে কবিতাটা থাকে কোথাও, তাহলে দেখে নিয়ে বোলো আমাকে প্লিজ।

      আর পালকীর গানে সন্দেহের অবকাশ নেই, গগন তলে আছে, কিন্তু অন্য জায়গায়, এখানে ঢেউয়ের দোলে অঙ্গ দোলে-ই হবে।

      খেলার জন্য অনেক ধন্যবাদ। ওহ, আমাকে একজন একটা খুব ভালো খবর দিল, তুমি (ও তোমরা) সংক্রান্ত, সে বাবদে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানালাম।

      Delete
    2. hya, kajla didi kobi tay bdhoy chilo na, at least ei site ta tai bolche
      http://www.gold.ac.uk/media/Kajla_Didi_Transliterated.pdf
      gaane to oi ongshota barbar repeat hoy, tai ektu alada koreche.. otar nombor kintu amar paona roilo..
      jhorna ta ja ta bhul korechi..akdom mone chilo na :(
      obhinondon er jonye anek anek thanku :) ei jonye boli fb e akta a/c khulte, secondary data niye ar kaj korte hoto na tahole :P

      Delete
    3. আমি আবার একটা সাইট পেলাম যেখানে 'লেবুর তলে পুকুর পাড়ে'ই বলছে। একদম শেষ স্ট্যানজায়। সাইটে কবির পরিচিতির নিচের দিকে প্রথমেই ওই কবিতাটা রয়েছে।
      http://www.milansagar.com/kobi/jatindramohan_bagchi/kobi-jatindramohanbagchi.html

      Delete
    4. দেখো দেখি, কী গোলমাল।

      Delete
  17. second thought: keu daake snehodhara ki rabindra nath? uff.. khotka ta jachhe na re topse...

    ReplyDelete
    Replies
    1. ওটা সত্যেন্দ্রনাথের ঝর্ণা স্বাগতা, তোমার লাইনগুলো স্লাইট গুলিয়েছে....

      Delete
  18. এই কুইজটা দারুণ হয়েছে! ৩ আর ৭ গান হিসেবেই জানতাম, কবিতায় পরে সুর বসানো হয়েছে জানতামই না। ঐ দুটো কবিতার কবিদের নাম ইউটিউব থেকে ঝেপেছি। আবার 'ঝর্ণা' ছোট থেকে কবিতা হিসেবেই জানতাম, গানটা শুনিইনি। 'বঙ্গভূমির প্রতি'-ও ইস্কুলে পড়েছি, অথচ ওটা সলিল চৌধুরী সুর দিয়েছেন সেটা জানতাম না। বেশ কয়েকটা গান অনেকদিন পর শোনা হয়ে গেল আপনার দৌলতে! থ্যাংক ইউ!

    ১. নবম, শাড়ি, বেণীমাধব, সুলেখা (জয় গোস্বামী)

    ২. পুবে, ধানের, আলের, মাঠের (রবীন্দ্রনাথ ঠাকুর)

    ৩. লেবুর, পুকুর, ঝিঁঝি, ঝোপে, ফুলের, ঘুম, জেগে (যতীন্দ্রমোহন বাগচী)

    ৪. প্রদেশ, জেলা, জমি, ঘর, পাটের, ধানের (অন্নদাশঙ্কর রায়)

    ৫. পাষাণের, তুষারের, সিন্ধু, মেঘ, চাঁদ, ধর্ণা (সত্যেন্দ্রনাথ দত্ত)

    ৬. আলে, গাড়ায়, পালকি, ঢেউয়ের, ঢেউয়ের, অঙ্গ, জাহাজ, বেহারার, দাঁড়ে (সত্যেন্দ্রনাথ দত্ত)

    ৭. চৈত্রের, উদ্দাম, তুমি, আমি, কেউ, কেউ, ওড়ে, পায়রা (বিমলচন্দ্র ঘোষ)

    ৮. দৈবের, জীব-তারা, দেহ, খেদ, জন্মিলে, অমর, নীর, জীবন-নদে (মাইকেল মধুসূদন দত্ত)

    ৯. রাত, পথে, রানার, দস্যুর, সূর্য (সুকান্ত ভট্টাচার্য)

    ১০. যমুনাবতী, যমুনার, বাসর, বিষের (শঙ্খ ঘোষ)

    ReplyDelete
    Replies
    1. তোমাকে কী বলব বল দেখি পিয়াস, সব উত্তর ঠিক করার জন্য তোমাকে কনগ্র্যাচুলেট করাটা মহা বোরিং হয়ে দাঁড়াচ্ছে যে।

      যাই হোক, তাও জানাই। হাততালি, অভিনন্দন, জিতে রহো। ভুলে যাওয়া গানগুলো আমিও শুনছি এখন। তোমাদের পড়া ধরতে গিয়ে আমারও এটা পরমপ্রাপ্তি হয়েছে।

      Delete
    2. আরে, কি যে বলেন! এই তো সেদিন 'হীরের আংটি' দিয়ে নাকানিচোবানি খাওয়ালেন। আবার একটা সিনেমা নিয়ে হয়ে যাক। অবশ্য ব্যোমকেশ বা প্রফেসর শঙ্কু হলেও মন্দ হয়না!

      Delete
    3. হুমম, আইডিয়া, আইডিয়া...

      Delete
  19. iss 6 no ta mathar theke beriye gechilo...eto sohoj r chena chilo...tobe khub bhalo legeche..lojja katiye ei prothom bar participate korei fele ami khub khusi..

    ReplyDelete
    Replies
    1. আরে আমিও ভাবছিলাম যে সুমনা ছ'নম্বরটা অ্যাটেম্পটই করল না...

      দেখেছ তো লজ্জা করে যে কোনও লাভ নেই? মা সারদা বলে গেছেন, লজ্জা ঘৃণা ভয়/ তিন থাকতে নয়। পরের কুইজগুলোতেও উত্তরের আশায় থাকব কিন্তু।

      Delete
  20. Ekta typical baaje chhele-meyeder moto comment korchhi :-) -- Ami na char-panchanta jantam, just somoymoto type kore uthte pari ni!

    ReplyDelete
    Replies
    1. সেকী! এটা বাজে ছেলেমেয়েরা বলে নাকি রুণা? আমি তো হরদম বলি। পারলে তো বলিই, না পারলেও বলি। তুমি তো আমার মন খারাপ করে দিলে।

      তবে একটা কথা ঠিক, এবারের কুইজে টাইপ বেশি করতে হত। তুমি যে সময় পাওনি, সেটা অযৌক্তিক নয়। দেখি পরের কুইজটা একটু কম পরিশ্রমের করার চেষ্টা করব।

      Delete
  21. Arre na, na mon kharap korar dorkar ney! Tumio bhalo amio bhalo!

    ReplyDelete

Post a Comment