হ্যাপি নিউ ইয়ার
লখনৌ থাকবে, আমাদের
লখনৌয়ে কাটানো আঠাশ ঘণ্টার প্রমাণ হিসেবে পাঁচশো আটাত্তরখানা ছবিও থাকবে, কেউ চাক
আর না-চাক আমি থাকব, আর আমার অন্তরের সবটুকু দিয়ে চাইব যেন আপনারাও থাকেন।
কিন্তু আজকের দিনটা,
আজকের এই সকালটা থাকবে না। বাবাবাছা বলে সাধলেও, পায়ে ধরে কাঁদলেও দু’হাজার পনেরোর
পয়লা জানুয়ারি আর কখনও ফিরে আসবে না। তাই লখনৌয়ের গল্পের ফাঁকে এই পোস্টটা গুঁজে
দিলাম।
অনেকদিন বাদে দু’হাজার
চোদ্দর কথা ভাবতে বসলে আমার তেমন করে কিছুই মনে পড়বে না। খানিকটা দুঃখ, খানিকটা
আনন্দ, খানিকটা টেনশন, খানিকটা নিশ্চিন্তি মিলিয়েমিশিয়ে তিনশো পঁয়ষট্টিটা দিন।
ঘটনাহীন এবং শান্তিপূর্ণ।
দু'হাজার চোদ্দতে তোলা কয়েকটা ছবি নিয়ে আজকের পোস্ট তৈরি হল। কথাটা শুনতে যত সোজা লাগল,
কাজটা অত সোজা ছিল না। কারণ আমার পুরোনো ছবিগুলো সব উড়ে গেছে। ফোল্ডার থেকে খুঁজে
খুঁজে যতখানি পেরেছি তাদের শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছি। এই করতে গিয়ে একটাই
কাজের কাজ হয়েছে যে আমি নাককানমুলে ঠিক করেছি যে এইবার থেকে অবান্তরের মালপত্র
সামলে রাখার একটা ‘সিস্টেম’ বার করতে হবে। হবেই। দু’হাজার পনেরোর শেষে গিয়ে আমি এই
নরকযন্ত্রণা ভোগ করতে চাই না, যা এই ক’দিন ধরে করতে হল। এটা আমার সামনের বছরের দু’নম্বর
রেসলিউশন।
আগের বছর শীতটা এ বছরের থেকে ঢের বেশি ভদ্রলোক ছিল।
শীত একটু কমলেই আমরা গেলাম কসৌলি।
পাহাড়ে কিচ্ছু হল না, সমতলে ফিরেই ঠ্যাং ভেঙে ফেললাম।
ঠ্যাং সারিয়েই বাঘমামার বাড়ি।
জুনের শেষটায়, যখন সবাই আশা ছেড়ে দিয়েছে, দিল্লিতে বৃষ্টি নামল।
বিশ্বকাপে জার্মানির জয় উদযাপন করতে আমরা রামগড় বেড়াতে গেলাম।
ফিরতে না ফিরতেই পুজো এসে গেল।
বাড়ি।
নভেম্বর পড়ল। সঙ্গে হাল্কা ঠাণ্ডা। গরম সুপের ক্রেভিং জাগতে থাকল যখনতখন।
বছর শেষ হল নবাবদের দেশে। বিরিয়ানি আর ইতিহাসের ভুলভুলাইয়ায় ঘুরে ঘুরে।
নিচের ছবিটার বিশেষ কোনও তাৎপর্য নেই। এটা আমার দু'হাজার চোদ্দর প্রিয়তম ছবি বলে শেষে জুড়ে
দিলাম।
ব্যস। দু’হাজার চোদ্দর খেল খতম। দু’হাজার পনেরো আপনাদের সবার ভীষণ ভালো কাটুক,
আপনাদের সবার সব ইচ্ছে পূর্ণ হোক, আপনারা সবাই অবান্তরকে (আর অবান্তরের
কেয়ারটেকারকেও) বেশি বেশি করে ভালোবাসুন। আপনাদের সবার জন্য রইল আমার বুকভরা
শুভেচ্ছা আর ভালোবাসা।
হ্যাপিয়েস্ট
নিউ ইয়ার!
Happy new year :) e bachar toh to be valoi ghore hoyeche.. Chabigulo khub Sundar.. Toder agami bachar aro valo katuk ! - tinni
ReplyDeleteহ্যাপি নিউ ইয়ার, তিন্নি। তোরও এ'বছর খুব খুব ভালো কাটুক।
Deletehappy new year Kuntala di... tumi r abantor dujoner e khub bhalo katuk...
ReplyDeleteতোরও নতুন বছর খুব ভালো কাটুক, ঊর্মি।
DeleteHappy New Year ... Best wishes Kuntala. :-) khub bhalo katuk..
ReplyDeletePost ta durdantyo hoechhe.. onekgulo priyo chhobi eksonge dekhte pelam.. kolkatai akash meghe dhaka .. tai jakhon takhon amar omon ekkhan coffee nie bose porte ichhe korchhe...
হ্যাপি নিউ ইয়ার, ইচ্ছাডানা। আজ সকালে এখানেও বৃষ্টি। রোজ ক্যাফেটা যদি আমাদের নিচের তলায় হত তাহলে আমিও এখন ওখানে গিয়ে চা নিয়ে বসে পড়তাম।
Deletehappy New Year Kuntala....khub bhalo katio r bhalo bhalo post koro :)
ReplyDeleteহ্যাপি নিউ ইয়ার, দেবশ্রী। তুমিও নতুন বছরে খুব ভালো থেকো। তোমার বাড়ির লোককে আর ঋদ্ধিকে আমার শুভেচ্ছা জানিও।
Deletehappy new year kuntala di! tomar ei post er concept ta jhepe debo kina vabchi, 2014 - my journey through the lens type akta kichu nam diye.
ReplyDeleteহাহা, আরে ঝাপার কিছু নেই কুহেলি। আমিও এটা অন্যদের দেখে বানিয়েছি। তোমার দু'হাজার পনেরো ভীষণ ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার।
Deleteহ্যাপি নিউ ইয়ার জানাই, অবান্তর আর অবান্তরের কেয়ারটেকারকে। :)
ReplyDeleteদুজনেই খুব, খুব ভাল থাকুন, আনন্দে থাকুন, আর বাকিদের এরকম আনন্দ দিয়ে যান।
শুভ ২০১৫।
শুভ দু'হাজার পনেরো, অরিজিত। আপনাকেও আমার অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর খুব ভালো কাটুক।
Deleteকে বলল সব শেষের ছবিটার কোন তাৎপর্য নেই? এত দৌড়াদৌড়ি, হুটোপাটি, মেঘরাজ্যে শার্দূলরাজ্যে বেড়িয়ে টেরিয়ে ঠ্যাং ভেঙে বাড়ি ফিরে খিদে পেয়েছে না? তাই ধীরে সুস্থে দক্ষিণ হস্তের কার্য সমাধা করে আরাম করে এক কাপ কফি না হলে কি চলে? সিকোয়েন্সটা কিন্তু চমৎকার আর খুব মীনিংফুল হয়েছে। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল।
ReplyDeleteথ্যাংক ইউ থ্যাংক ইউ, মালবিকা। আপনিও আমার নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা আরও যা যা হয় সব যত খুশি নিয়ে নেবেন। নতুন বছর খুব ভালো কাটুক।
DeleteWishing a happy and prosperous new year for all. Valo thakun sobbai.
ReplyDeleteঅবান্তরের সবার পক্ষ থেকে তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হীরক। হ্যাপি নিউ ইয়ার।
DeleteHappy new year! Daroon katuk bochhor ta! Ami poyla January shudhu khelam ar boi porlam. Tumi ki korle?
ReplyDeleteহ্যাপি নিউ ইয়ার, বিম্ববতী। কত কী করব ভেবে রেখেছিলাম, শেষে সেই বোকার মতো অফিস গেলাম, এলাম, কাজ করব করব ভাবতে ভাবতে গোটা সন্ধ্যে কাবার করে দিলাম। দুহাজার চোদ্দর তিনশো পঁয়ষট্টিটা দিনের থেকে একচুলও আলাদা কাটাতে পারলাম না দুহাজার পনেরোর প্রথম দিনটা। সেই থেকে স্যাড হয়ে আছি।
Deleteনববর্ষের শুভেচ্ছা... বছরটা ভালো কাটুক।
ReplyDeleteআপনারও নতুন বছর ভালো কাটুক, সৌরাংশু।
DeleteNoboborsher subhechha. New year e chhuti paoni?
ReplyDeleteহ্যাপি নিউ ইয়ার, চুপকথা। নাঃ, ছুটি আর পেলাম কই।
Deletekuntala ekta quick prosno, tomar boita kine ma ke gift korte chai. online e kothay pabo ektu link ta debe please? amazon india ba boipotro te khunje pelam na.
ReplyDeleteচুপকথা, অবান্তর হাতে পাওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে rohonkuddus@gmail.com এ ইমেল করে বই পাঠানোর ঠিকানা জানিয়ে দেওয়া। তাহলে তোমাকে ও বইটা পাঠিয়ে দেবে এবং জানিয়েও দেবে কীভাবে টাকাটা ওকে দিতে হবে ইত্যাদি প্রভৃতি।
Deleteতোমার মায়ের পড়ে কেমন লাগলো জানিও।
Happy new year re..... ebar notun bochore abantor , tui ar tor archisman khub bhalo thak ar boro ho... Tuktuk o or torof theke happy new year wish korlo..
ReplyDeleteওরে বাবা, টুকটুককেও কুন্তলামাসির তরফ থেকে ভীষণ ভীষণ ভীষণ আদর আর শুভেচ্ছা জানালাম। তুই, তোর স্বামীপুত্র নিয়ে খুব আনন্দে দু'হাজার পনেরো কাটাস, ভট্টা।
Deleteহ্যাপি নিউ ইয়ার কুন্তলা
ReplyDeleteমিঠু
হ্যাপি নিউ ইয়ার, মিঠু। নতুন বছর খুব ভালো কাটুক তোমার।
DeleteHappy new year Kuntala o Archismaan! Post gulo te ektu lag korchhi, siggiri catch up kore nebo asha kori!
ReplyDeleteআমাদের দুজনের তরফ থেকে তোমাকেও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আর ভালোবাসা জানাই, রুণা। তাড়াহুড়ো নেই কিছু, ধীরেসুস্থে পোড়ো।
DeleteHappy new year kuntala di :)
ReplyDeleteতোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, স্বাগতা। ২০১৫ খুব ভালো কাটুক।
Delete