সাপ্তাহিকী





নক্ষত্রবিদায়। হার্পার লি উমবার্তো ইকো

ডারউইনের সন্তানসন্ততি অরিজিন অফ স্পেসিস-এর ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কী করেছিল জানতে হলে ক্লিক করুন।



পৃথিবীর সব  নীল চোখ মানুষের টিকি বাঁধা আছে একজন পূর্বপুরুষের হাতে।


সাপকে ‘লতা’ বললে আমরা গেঁয়ো বলে হাসি, এদিকে সাহেবরাও এই সেদিন পর্যন্ত টর্নেডোর নাম মুখে আনতে ভয় পেত।

সবই প্রায় একরকম, খালি যন্ত্রপাতি আর সুরক্ষাব্যবস্থা আধুনিক। টাইটানিক টু-র টিকিট কাটবেন নাকি?


Comments

  1. এ সপ্তাহের গান?

    ReplyDelete
    Replies
    1. আসলে আজকাল নিজের গান শোনা অসম্ভব কমে গেছে, সোমনাথ। সাপ্তাহিকীতেও তার ছাপ পড়েছে আরকি।

      Delete
  2. Umberto Eco: চোখ এড়িয়ে গিয়েছিল. এনার লেখা Foucault's Pendulum পড়ে স্তম্ভিত হয়ে গিয়ছিলাম. তার পর dan brown কে তো বাচ্চা মনে হয়েছিল.

    ডারউইন এর পান্ডুলিপি: হাসির ব্যাপার না কান্নার ঠিক বুঝে পেলাম না!!

    ভাইকিং কম্পাস: ঠিক পরিষ্কার হল না ব্যাপারটা কিভাবে হচ্ছে. তবে ঠিক হলে অসাধারণ সেটা নিয়ে সন্দেহ নেই.

    নীল্ চোখ: একটু ইন্টারপ্রিটেশনএর অসুবিধে আছে. এতে প্রমাণ হয় যে অল্প কিছু সংখ্যক মানুষ থেকে ওই রং টা এসেছে, সেই সংখ্যাটা যে ১, সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় না. এই লেখকদের স্যাম্পল এর ডাইভারসিটি কতটা, সেটা দেখা বিশেষ প্রয়োজন.

    সাইকেল দিয়ে ছবি: উফ, বিশাল নজর দরকার ওই প্যাটার্ন গুলো খুঁজে বার করার জন্য. Hats Off.

    টাইটানিক ২: ছেড়ে দে মা কেঁদে বাচি!!

    রোববার দিন এতগুলো সুন্দর লিংক উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে!! আপনার কল্যাণে নেট-সার্ফিং এর জন্য যে প্রচুর সময় অপচয় করতাম, তার কিছুটা অন্তত কমেছে! কাজেই, ভালোলাগা ছাড়াও একেবারে প্র্যাকটিকাল উপযোগিতা আছে আপনার সাপ্তাহিকীর!

    ইতি
    সুতীর্থ

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুতীর্থ। ড্যান ব্রাউনের প্রথম বইটা ভালো লেগেছিল তার পরের বইগুলোতে ভালোলাগা লাফে লাফে কমেছে। শেষ বইটা, ইনফার্নো না কি নাম, শেষ করতে পারিনি। আমার অবশ্য ইকোর নেম অফ দ্য রোজ বেশি প্রিয় ফুকো'স পেন্ডুলামের থেকে।

      Delete
  3. লিংক গুলো সবই ভাল। সাইকেল দিয়ে আঁকা ছবিটা খুব সুন্দর, তবে খাটনি আছে। ভাইকিংদের কম্পাসের ব্যাপারটা ইন্টারেস্টিং। হার্পার লি-র খবরটা দেখেছিলাম আগেই। আচ্ছা, Go Set A Watchman কেমন লাগল বললেন না তো?

    সবথেকে ভালো ভিডিওটা। সত্যি, আমরা কথায় কথায় গীতা কোট করি, কিন্তু ফলের আশা না করে এভাবে বছরের পর বছর ছবি এঁকে যাওয়ার কথা কল্পনাও করতে পারিনা। আমি তো ব্লগে কমেন্ট পড়েনা বলে ব্লগ লেখাই প্রায় ছেড়ে দিয়েছি। ধন্যবাদ এমন সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য।

    ReplyDelete
    Replies
    1. কমেন্টের সঙ্গে ব্লগের আসল পাঠকসংখ্যা/জনপ্রিয়তার সম্পর্ক কিন্তু খুবই ক্ষীণ, সুগত। আপনি নিশ্চয় কথাটা জানেন, তবু আরেকবার বললাম আরকি। আপনি ওই কারণে ব্লগ লেখা ছাড়বেন না প্লিজ।

      গো সেট আ ওয়াচম্যান আমার খুব ভালো লাগেনি। পাঁচে দুই দিয়েছি।

      Delete
  4. Darwin er chele pile ra besh bhalo akto botey. Nicher comment gulo aro entertaining.
    Neel chokher beparta khub interesting.

    ReplyDelete
  5. অন্বেষা সেনগুপ্তFebruary 24, 2016 at 1:56 AM

    ডারউইনের ছানাপোনা দিব্যি ছবি আঁকত তো!

    ReplyDelete
  6. কুহেলি, অন্বেষা, আমিও ছবির কোয়ালিটি দেখে ঘাবড়ে গিয়েছিলাম। রীতিমত পাকা হাত, তাই না?

    ReplyDelete
  7. অন্বেষা সেনগুপ্তFebruary 25, 2016 at 1:19 AM

    পাকা বলে পাকা! আমার তো হাত দিয়ে কাগের ঠ্যাং বগের ঠ্যাং ছাড়া কিস্যু বেরোয় না, এসব বাচ্চাকাচ্চার ব্যাপার দেখে চোখ গোল হয়ে যাচ্ছে!

    ReplyDelete
  8. অন্বেষা সেনগুপ্তFebruary 25, 2016 at 1:21 AM

    মশাই, কি যে খারাপ অভ্যেস করিয়েছেন! একটা পোস্ট পড়া হলেই পরেরটার জন্যে হাঁ করে বসে থাকি :(

    ReplyDelete
    Replies
    1. আমার অভ্যেসও সমান খারাপ,অন্বেষা। পোস্ট না করলে টেনশনে ঘুম হয় না
      দেখা যাক আজ রাতে ভালো ঘুমোতে পারি কি না।

      Delete

Post a Comment