ক্লু কুইজ (উত্তর প্রকাশিত)




এ বছরের শুরুতে মনে মনে রেসলিউশন নিয়েছিলাম অবান্তরে কুইজ আবার ফেরত আনব। অন্তত প্রতি মাসে একটা করে। জানুয়ারি মাসে অলরেডি সে শপথ ভঙ্গ হয়েছে। ফেব্রুয়ারিতে যাতে না হয় সে জন্য আজ একটা মিনি কুইজ রইল।

এ কুইজে কতগুলো ক্লু আছে। এই ক্লুগুলোর সাহায্যে গল্পের গোয়েন্দা রহস্য সমাধান করেছিলেন। আপনারা সে গল্প আর গোয়েন্দাদের চিনতে পারেন কি না সেটাই দেখার।

খুব, খুব চেনা গোয়েন্দাদের গল্পের ক্লু দিলাম। এখানে কিছু কিছু ক্লু আছে, যেটা হয়তো গল্পে নেই, কিন্তু গল্প থেকে বানানো সিনেমায় আছে।  সে সিনেমাও আপনারা চোদ্দ লক্ষ বার দেখেছেন, কাজেই উত্তর দিতে কোনও অসুবিধে হবে না। 

কুইজ খোলা থাকবে চব্বিশঘণ্টার জন্য। উত্তর বেরোবে দেশে মঙ্গলবার রাত আটটায়। ততক্ষণ আমি কমেন্ট পাহারা দেব। অল দ্য বেস্ট।

***** 


১।  সিং...সিং...

২। কাল টেবিলের  উপর দেখেছিলাম ঘুমের ওষুধ দশটা। আজও দেখছি দশটা। আপনি কি কাল তাহলে ঘুমের ওষুধ খাননি?

৩। হুগলী? হুগলী জেলার লোকে বাসা বলে?

৪। She wasn’t there.

৫। ও মুখ দেখলে মনে থাকত।

৬।  আপনি কি এখনও সেই লিক-করা কলমটাই ব্যবহার করছেন, মিঃ ___?

৭। পাঁচিলের গায়ে হাতের ছাপ দেখেই ধরেছিলাম। অল্প বয়সের ছেলের হাতে এত লাইন থাকে না, তাদের হাত আরো অনেক মসৃণ থাকে।

৮।  The mirror crack'd from side to side;
       'The curse is come upon me,' cried
                                 The Lady of Shalott.

৯। I only had three pairs in the world—the new brown, the old black, and the patent leathers, which I am wearing. Last night they took one of my brown ones, and to-day they have sneaked one of the black.

১০। অগ্নির উপাসকের অসীম বদান্যতা/ নবরত্ন বাঁদরের হিসাবে দু'হাজার পা। 


*****


উত্তর

১। জয় বাবা ফেলুনাথ, ফেলুদা/ সত্যজিৎ রায়
২। গোলোকধাম রহস্য, ফেলুদা/ সত্যজিৎ রায়
৩। চিড়িয়াখানা, ব্যোমকেশ/ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
৪। A Murder is Announced, Miss Marple/ Agatha Christie
৫। রুম নম্বর দুই, ব্যোমকেশ/ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
৬। যত কাণ্ড কাঠমান্ডুতে, ফেলুদা/ সত্যজিৎ রায়
৭। শেয়াল দেবতা রহস্য, ফেলুদা/ সত্যজিৎ রায়
৮। The Mirror Crack'd from Side to Side, Miss Marple/ Agatha Christie
৯। The Hound of the Baskervilles, Sherlock Holmes/ Arthur Conan Doyle
১০। ছিন্নমস্তার অভিশাপ, ফেলুদা/ সত্যজিৎ রায়


Comments

  1. 1) Joy baba Felunath
    2) golokdham rahoshyo
    3)
    4) murder is announced
    5) room no 2
    6) Joto kando Kathmandu te ( Mr Batra)
    7) sheyal debota rohoshyo
    8) mirror cracked from side to side
    9) hound of the Baskervilles
    10))chinyomostar abhishap

    Golpoi bollam...detective/satyaneshi/pishimaa-r naam aar bollam na...nombor paabo to?

    ReplyDelete
    Replies
    1. তোমার নম্বর তো কাটা যাবেই না, অর্পণ, উল্টে এত দেরিতে উত্তর দেওয়ার জন্য আমারই নম্বর কাটা যাওয়া উচিত। আমি বলে কি না কুইজ ছেপে সবে সি আই ডি দেখতে শুরু করেছি, ফার্স্ট বিজ্ঞাপনী বিরতিতে অভ্যেস মতো অবান্তর চেক করতে গিয়েই দেখি উত্তর এসে গেছে! তাও আবার যতগুলো অ্যাটেম্পটেড ততগুলোই ঠিক! খুব জোরে হাততালি দিলাম। থ্যাংক ইউ।

      Delete
  2. 1. joy baba felunath
    2. golokdham rahasya
    3. mone porchhey na
    4. janina
    5. Byomkesh bakshi. daktar shashuri ex jamaike khun koren. tobe golper nam ta mone porchey na.
    6. mone porchhey na. tobe feludar golpo mone hoy.
    7. sheyal debota rohosyo
    8.mirror cracked from side to side. tobe tennyson na christie janina. :P
    9. hound of baskervills
    10. chhinnomostar abhishap

    ReplyDelete
    Replies
    1. মেরেছে, টেনিসনের কবিতাটাও কি ডিটেকটিভ ছিল না কি? আমি পুরোটা কখনও পড়ে দেখিনি, এবার দেখব। খুব ভালো খেলেছ, চুপকথা, সেজন্য অভিনন্দন, আর খেলেছ যে আদৌ, সেজন্য অসংখ্য ধন্যবাদ।

      Delete
  3. ১ ফেলুদা, জয় বাবা ফেলুনাথ
    ২ ফেলুদা, গোলকধাম রহস্য



    ৬ ফেলুদা, যত কান্ড কাঠমান্ডুতে (শূন্যস্থানে বাটরা)
    ৭ ফেলুদা, শেয়াল দেবতা রহস্য
    ৮ Miss Marple, The Mirror Crack'd from Side to Side
    ৯ Sherlock Holmes, The Hound of the Baskervilles
    ১০ ফেলুদা, ছিন্নমস্তার অভিশাপ

    ReplyDelete
    Replies
    1. আপনি ব্যোমকেশকে দাগা দিয়ে দিয়েছেন দেখছি, দেবাশিস। তাতে অবশ্য আমি কিছু বলছি না, কারণ আমাকেও ফস করে ব্যোমকেশ ধরলে আমি না পাড়তে পারি। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
  4. 1. joy baba felunath
    6. mr. batra. joto kando kathmandu te.
    7.sheyal debota rohosya.
    9. sherlock holmes The Hound of the Baskervilles?
    10.chinnamostar abhishap
    ki baje performance.. :P 2 no ta jani kichutei mone porchena

    ReplyDelete
    Replies
    1. আহা, বাজে আবার কীসের, ঊর্মি? খেলেছিস যে এই ঢের। থ্যাংক ইউ।

      Delete
  5. 1.JOY BABA FELUNATH,FELUDA
    2.DARJEELING JOMJAMAT,FELUDA
    3.PASS
    4.PASS
    5.GALPO-PASS BYOMKESH?
    6.JATO KANDO KATHMANDU TE,Mr batra,FELUDA
    7.SHEYAL DEBTA RAHASYO,FELUDA
    8.PASS
    9.PASS
    10.GALPO PASS,FELUDA?

    Door,door,mote 4 te parlam..tobe felu OCD ta bojay rekhecho,quiz eo biasing...

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. হাহা, প্রসেনজিৎ, প্রাউড টু বি ডেড বলে একটা গান ছিল না? আমারও হয়েছে সেই রকম, প্রাউড টু বি ফেলুদাফাইল। কুইজে অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  6. ১) ফেলুদা (কুমোর শশী পালের শেষ কথা)
    ২) এটা সম্ভবত গোলোকধাম রহস্য (নীহারবাবুকে ফেলুদার প্রশ্ন)
    ৩) ব্যোমকেশ (চিড়িয়াখানা)
    ৪) 'বন্য আন্দাজ'-এ বলছি এটা কি Hercule Poirot-র Lord Edgware Dies?
    ৫) ব্যোমকেশ (রুম নম্বর দুই)
    ৬) ফেলুদা (যত কাণ্ড কাঠমান্ডুতে)
    ৭) ফেলুদা (শেয়াল দেবতা রহস্য)
    ৮) Hercule Poirot কী?
    ৯) The Hound of Baskervilles
    ১০) ফেলুদা (ছিন্নমস্তার অভিশাপ)

    ReplyDelete
    Replies
    1. যাক, অনেকগুলোয় পেরেছি দেখছি। :)

      Delete
    2. অনেক তো পেরেছেন বটেই, তার ওপর বন্য আন্দাজটাও চমৎকার হয়েছিল। লর্ড এজওয়্যারের গল্পেও একজন ভদ্রমহিলা কোথায় কখন ছিলেন, সেটাই ছিল আসল কথা। কাজেই আন্দাজটার জন্য আপনার নম্বর না হলেও পিঠচাপড়ানি অবশ্যই পাওয়া উচিত। বাকিটুকুর জন্য অভিনন্দন আর ধন্যবাদ।

      Delete
    3. কুন্তলা, এটি আমার বোনপো - নিজে পারিনি, তাই একে ধরে এনেছি :)

      Delete
    4. আরে আরে, অবান্তরের কুইজেও 'ফোন আ ফ্রেন্ড' চালু হয়েছে দেখছি! তোমার ফ্রেন্ড নির্বাচন অসামান্য হয়েছে, কাকলি, রেজাল্ট দেখেই বোঝা যাচ্ছে। মাসি বোনপো দুজনকেই অনেক অভিনন্দন।

      Delete
  7. 2. Golokdham Rohosyo
    3. Gangtok'e Gondogol ki?
    5. Byomkesh er sei golpo ta jate akjon lady doctor khun ta korechilen, to avenge her daughter. Nam bhule gechi.
    6. Joto kando Kathmandu te.
    7. Sheyal Debota Rohosyo.
    8. The Mirror Crack'd from Side to Side, Agatha Christie.

    ReplyDelete
    Replies
    1. Chi chi. 1 ar 9 ta na parar jonno tumi amake kan dhore othbos korao Kuntala di. Soptahe bodhoy akbar kore joy baba felunath dekha hoy tv te ar seta kina ami parlam na. Dhikkar dhikkar.

      Delete
    2. হাহা, আমি আবার শাস্তিতে একেবারেই বিশ্বাসী নই কুহেলি, কাজেই কান ধরে ওঠবোস করানোর প্রশ্নই নেই। তার ওপর যখন আমাকে প্রশ্নগুলো করলে আমি নিজেই কটা পারতাম সন্দেহ আছে। তুমি তো বেশ ভালো খেলেছ। অভিনন্দন।

      Delete
  8. ১. জয় বাবা ফেলুনাথ
    ২. গোলকধাম রহস্য
    ৩. চিড়িয়াখানা
    ৪.
    ৫. রুম নম্বর দুই
    ৬. যত কান্ড কাঠমান্ডুতে (শূন্যস্থানে "বাটরা")
    ৭. শেয়াল-দেবতা রহস্য
    ৮. The mirror crack'd from side to side
    ৯. The Hound of the Baskervilles
    ১০. ছিন্নমস্তার অভিশাপ

    ReplyDelete
    Replies
    1. কান ঘেঁষে খাতা জমা দেওয়া বোধহয় একেই বলে, পিয়াস। আমি নিশ্চিত, ভাবার সময় পেলে তুমি চার নম্বরেরটাও পারতে। যদিও তাতে তোমার পারফরম্যাস টাল খায় না। অভিনন্দন প্রতিবারের মতোই। আর খেলার জন্য থ্যাংক ইউ টা আর দিলাম না।

      Delete
    2. থ্যাংক ইউ, কুন্তলাদি! খাতা জমা দেওয়ার আধ ঘন্টা আগে পরীক্ষার হলে ঢুকলে এটাই হয়। নিজে তাড়াহুড়ো করে ওই উত্তর ক'টা জমা দিয়েই জানতে পারলাম যে সদ্য যার সাথে একত্রে বসবাস শুরু করেছি তাকে একবার জিজ্ঞেস করে নিলেই দশে দশ হয়ে যেত। তুমি কিন্তু প্রতি মাসে একটা কুইজের শপথটা রেখো। আর জানুয়ারীর শপথভঙ্গের জন্য এমাসে আরেকটা হয়ে যাক!

      Delete
    3. আগে একত্রে বসবাসের অভিনন্দনটা দিয়ে নিই। তারপর তুমি যে এমন লোকের সঙ্গে একত্রে বসবাস করছ যে মিস মার্পল-এর গল্পের লাইন চেনে, সে জন্য আরেকদফা অভিনন্দন, পিয়াস। কুইজের মোমেন্টামটা নষ্ট হতে দেওয়া চলবে না, ঠিকই বলেছ।

      Delete
    4. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কুন্তলাদি! ভালোই হল কুইজের ছুতোয় খবরটাও দেওয়া হয়ে গেল।

      Delete
  9. 1. Joy Baba Felunath
    2. Golokdham Rohoshyo
    3. ...
    4.
    5. Room Number 2.
    6. Joto Kando Kathmandute
    7. ..... (Pete ashchee mukhe ashchhe na)
    8. The mirror cracked from side to side
    9. Hound of Baskervilles
    10.

    Sutirth

    ReplyDelete
    Replies
    1. আরে সুতীর্থ, আপনিও একেবারে লাস্ট মোমেন্টে উত্তর জমা করেছেন দেখছি। ভেরি গুড। খেলার জন্য অনেক ধন্যবাদ। এখন কি আবার ব্যাক টু পুনে?

      Delete
    2. Yes, back to Pune after an extremely eventful Delhi trip.

      Delete
    3. সেরেছে। ইভেন্টগুলো ভালোর দিকে আশা করি। খারাপ হলে এই বলে সান্ত্বনা দিই যে সেগুলো শেষ গেছে।

      Delete
  10. দারুণ পারফরম্যান্স, অনিন্দ্য। একটা যেটা ভুল করেছেন, সেটা দেখে আমি বেশ মজা পেয়েছি। লেডি অফ শ্যালট কবিতার লাইন বটে ওগুলো, কিন্তু গল্পটা অন্য। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    ReplyDelete
  11. Bhalo ba kharaper proshno noy, interesting events. Koekta bolchhi.

    1. What is the probability of getting 4 consecutive "bhodro" autowallah in Delhi? Amar mote infinetesimal. Kintu ami peyechhi ei trip-e!!!

    2. Jama Masjid-er pashe otogulo Kashmiri khaoar dokan achhe bole amar jana chhilo na. Kintu prai 5-6 khana dekhte pelam. Kichhutei bujhte parchhi na je amar smriti betray korchhe naki ogulo notun gojiyechhe last 4-5 bochhore. Kichhu alokpaat korle anondito hobo.

    3. Ami Jama Masjid-er okhane shob shomoy Karim-e khai. Eibar ta na kore Al-Jawahar-e khelam. Kheye mone holo aro age shift korle mondo hoto na. Ar ekta Kashmiri dokane Goshtaba kheyechhi. That was superb.

    4. E chhada Patiala House-r shaamne jam-e atke prai flight miss korechhilam ar ki. Jam er karon ta asha kori andaaj korte parchhen.

    Bakigulo karon byaktigoto othoba professional!

    iti
    Sutirth

    ReplyDelete
    Replies
    1. দিল্লির অটো ভাইসাবরা আপনাকে হতাশ করেননি জেনে খুব ভালো লাগল, সুতীর্থ। কাশ্মীরী খাওয়া আমি দিল্লিতে একমাত্র খেয়েছি জম্মু কাশ্মীর ভবনে, যেটা এখন সাধারণের জন্য বন্ধ হয়ে গেছে। মাস ছয়েক বাদে যখন বাইরে খাওয়া শুরু করা যাবে, তখন একবার করিমের পাড়ায় যাওয়া যেতে পারে।

      আল জওহর-এ শিফট করা উচিত ছিল বলছেন? আমি অবশ্য করিমেই বোধহয় একবার খেয়েছি (জামা মসজিদেরটায়) পরের বার আল জওহর-এ যাব'খন।

      Delete

Post a Comment