25 Bookish Facts About Me



১। গোয়েন্দাগল্প বাদ দিয়ে প্রায় সব বইয়েরই আমি শেষ পাতাটা প্রথমে পড়ে নিই। হ্যারি পটারেরও সপ্তম বইয়ের শেষ লাইনটা পড়ে নিয়েছিলাম। না হলে বড় টেনশন হয়। শান্তি করে পড়া যায় না।

২। আমার বয়স যখন দশের কম ছিল তখন আমি পাড়ার একজনের বাড়ি থেকে একটা ‘চাঁদমামা’ ধার নিয়ে এসে পড়েছিলাম। পরে সে দাবি করেছিল আমি তার বই ফেরত দিইনি। তারপর থেকে এ যাব আমি লাইব্রেরি ছাড়া আর কারও বই ধার নিইনি। ভবিষ্যতেও নেওয়ার ইচ্ছে নেই।

৩। আমি 'গেম অফ থ্রোনস' পড়া শুরু করেছিলাম, শ’খানেক পাতার বেশি এগোতে পারিনি।

৪। কোনও বই খারাপ লাগলে বইটারও থেকে আমার নিজেকে অপরাধী লাগে বেশি।

৫। টিভি কিংবা রেডিও চলতে থাকলে আমি বই পড়তে পারি না।

৬। বাসস্টপে, রেলস্টেশনে, চলন্ত বাস, অটোর চেঁচামেচির মধ্যে আমি দিব্যি বই পড়তে পারি। ইন ফ্যাক্ট, ওইসব জায়গাগুলো আমার অন্যতম প্রিয় পড়ার জায়গা।

৭। আমি লোককে তাদের পড়ার অভ্যেস দিয়ে বিচার করি। এবং আমাকেও যে লোকে করে, সেটা জানি।

৮। আমার মাবাবার সঙ্গে আমার পড়ার রুচির কোনও মিল নেই। এটা কী করে ঘটল সেটা আমার কাছে একটা রহস্য।

৯। আমি অনেকদিন পর্যন্ত গল্পের বইও মলাট দিয়ে পড়তাম। এখন যে কুঁড়েমো করে দিই না, সে বিষয়ে মনে মনে বেশ অপরাধবোধ হয়। হয়তো বইকে আগের মতো আর ভালোবাসি না। পরশু না কবে যেন টিভিতে 'চল, লেট’স গো' দিয়েছিল, সেখানে দেখি কে একজন বাসে বসে মলাট দেওয়া বই পড়ছিল বলে বাকিরা খুব মুখ চুমরে হাসছে। কী বিপদ। প্রথমেই মনে হয়েছিল বাবা লোকের মনে কত পাপ। পরে দেখি যে সবার সন্দেহটা সত্যি। ভদ্রলোক সত্যিই এক বইয়ের নাম করে মলাটের ভেতর অন্য বই পড়ছিলেন। কিন্তু আমি কক্ষনও সে রকম কিছু করিনি, অন গড ফাদার মাদার।

১০। আমার বয়স যখন ষোল সতেরো, তখন একটি আড়াই বছরের বাচ্চা এসে আমার বইয়ে পেন দিয়ে হিজিবিজি কেটে দিয়েছিল বলে আমি কেঁদে ফেলেছিলাম। আমার বাড়ির লোক মহা এমব্যারাসড হয়েছিলেন। বাচ্চাটির মা আর কোনওদিন আমাদের বাড়িতে আসেননি।

১১। কেউ আমার কাছে বইয়ের সাজেসশন চাইলে আমার ভয়ানক অস্বস্তি হয়। কারণ আমি নিরানব্বই শতাংশ নিশ্চিত আমি যে বইগুলোর নাম বলব সেগুলো তার পড়ে ভালো লাগবে না। তারপর সে আমার গুষ্টির তুষ্টি করবে।

১২। ইদানীং দেখছি আমার অডিওবুকের প্রতি বেশ ঝোঁক হয়েছে।

১৩। আপরুচি খানা আর পররুচি পরনা। কিন্তু ‘পড়না’টা এর মাঝামাঝি কোথাও পড়ে বলে আমার বিশ্বাস।  

১৪। মলাট দিয়ে বই আমি সত্যিই বই বিচার করি না। ভেতরে কী আছে সেটাই হল কথা।

১৫। বইয়ের কৌলীন্যের ব্যাপারে আমি একেবারেই উৎসাহী নই। ফার্স্ট এডিশন কেনার জন্য বাড়তি দশটাকাও দেব বলে মনে হয় না।

১৬। বরং যে ব্যাপারটার প্রতি আমার একটু শৌখিনতার ভাব আছে সেটা হচ্ছে বুককেস। বলাই বাহুল্য, কেনার সময় আমি পেপারফ্রাই হাউসফুল-এর সবথেকে সস্তা বুককেসটা কিনেছি, (কারণ আমি বুককেসের ব্যাপারে শৌখিন হতে পারি কিন্তু সব ব্যাপারেই কিপটে), কিন্তু আমি মাঝে মাঝেই অনলাইনে বুককেসের ছবি দেখে বেড়াই, হাউ টু ডেকোরেট ইয়োর বুককেস জাতীয় সার্চ দিয়ে সময় নষ্ট করি।

১৭। ছোটবেলায় দাআআআআরুণ লেগেছিল কিন্তু এখন পড়লে খারাপ লাগতে পারে, সে সন্দেহ আমার কিছু কিছু বইয়ের প্রতি আছে। ‘অ্যান অফ দ্য গ্রিন গেবলস’ তাদের মধ্যে একটা।

১৮। আমার কল্পবিজ্ঞান বিশেষ পোষায় না। আর রোম্যান্স। আর অ্যাডভেঞ্চার। আর ইয়াং অ্যাডাল্ট। আর সেলফ হেল্প।

১৯। গোয়েন্দাগল্পের মধ্যে 'হু ডান ইট' গল্প আমার সবথেকে প্রিয়, তারপর ক্রমে ঐতিহাসিক রহস্যকাহিনি, পুলিস প্রসিডিওরাল, কোর্টরুম মিস্ট্রি, স্পাই থ্রিলার। এই জন্য রেমন্ড চ্যান্ডলার আর এ জীবনে ভালো লাগাতে পারলাম না।

২০। বইয়ের ভেতর কদাপি লিখি না। পড়ার বইয়ের ভেতরেও না।

২১। উপহার পাওয়া বইয়ের প্রথম পাতায় সোনাকে/কুন্তলাকে বলে লিখে দিয়ে নিচে তারিখ দিয়ে উপহারক নিজের নাম লিখে দিলে সেটা অ-স-ম্ভ-ব পছন্দ করি। অনেক সময় বই না পড়ে, বইয়ের প্রথম পাতা খুলে খুলে ওই লেখাগুলো পড়ি বসে বসে।

২২। বুক চ্যারিটি-র উদারতা আমি দেখাতে পারিনি এখনও। পারব বলেও মনে হয় না। বরং নতুন কিনে দিতে পারি, তবু আমার বুককেসে হাত দেব না।

২৩। আমি একেবারেই রাগ পুষে রাখা টাইপ নই। কিন্তু ক্লাস এইটের ইংরিজি গ্রামার বই থেকে শুরু করে, আমার কোন বই কে ধার নিয়ে আর ফেরৎ দেয়নি সব কড়ায় গণ্ডায় মনে করে রেখে দিয়েছি।

২৪। আমি মোটে কবিতা পড়ি না। সেটা যে পাঠক এবং লেখক হিসেবে আমার  ক্ষতি করেছে সেটাও জানি।

২৫। বুকক্লাব ব্যাপারটা শুনতে বেশ ভালো, কিন্তু আমার ধারণা কাজে বেশ খারাপ।   
    


Comments

  1. ১ ধন্যবাদ মাস্টারমশাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একখানা উপন্যাস, বোধহয় শারদীয়া দেশে বেরিয়েছিল। দু'পাতা পড়ার পর শেষ পাতাটা পড়ে নিয়েছিলাম। এছাড়া কোন বই/গল্পেরই শেষ পাতা আগে পড়িনি।
    ২ আমি বই ধার নিয়েছি বটে, কিন্তু খুব বেশি নয়। আর সবকটাই ফেরত দিয়েছি।
    ৪ আমি মনে করি পাঠককে বই ভালো লাগানোর দায়িত্ব লেখকের।
    ৫ বাড়িতে রেডিও শুনি না। টিভি চালিয়ে হামেশাই বই পড়ি।
    ৬ আমার কিঞ্চিৎ মাথাঘোরা ব্যামো আছে, তাই চলন্ত গাড়িতে বই পড়তে পারি না।
    ৭ আগে করতাম, এখন করি না। বই পড়ে না এমন অনেক ভালো লোককে চিনি। আর রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারা পাজির পাঝাড়াও কম দেখিনি।
    ৮ বাবা সব বই পড়তেন, আমিও পড়ি। মা একটু বেছে বই পড়েন।
    ৯ বইয়ে মলাট দেওয়ার ভালো অভ্যেসটা কি প্রদোষ মিত্তিরের কাছ থেকে শেখা? আমার ওসব হ্যাপা নেই।
    ১০ ইকি? এর'ম করতে আছে?
    ১১ আমি কিন্তু তেড়ে সাজেশান দিই।
    ১২ গুটিকয়েক অডিওবুক পড়েছি/শুনেছি, কিন্তু ঝোঁক হয়নি।
    ১৪ একমত
    ১৮ আমি সবরকম বই পড়ি, মোটিভেশনাল বই ছাড়া।
    ২০ আমিও লিখি না।
    ২৪ কবিতার দৌড় রবীন্দ্রনাথ, জীবনানন্দ, জয় গোস্বামী।

    ReplyDelete
    Replies
    1. আরে দেবাশিস, ওই বাচ্চা বইয়ে হিজিবিজি কাটার পর আমার কেঁদে ফেলার ইনসিডেন্টটা আমাকে এখনও লজ্জা দেয়। ওই বই দিয়ে জাজ করার ব্যাপারটায় আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার তো ধারণা হয়েছে যার রবীন্দ্রনাথের যত বেশি কবিতা মুখস্থ সে তত বেশি পাজির পাঝাড়া। তবে এখনও নিজে জাজ করার বদভ্যেস থেকে মুক্ত হতে পারিনি। চেষ্টা চলছে।

      Delete
  2. 1. Shrikanto ar Pother dabi'r last pata pore khyama diyechilum. Sharatchandra te amar khub allergy.
    2. Boi jhepe deyar ovyes amar ache. Tai ami nije kauke boi dhar diyina.
    3. GoT series tai amar beshi poshaye na. Too much nudity ar violence.
    4,5,6,7,8. Hi5.
    9. Amar chotobelar sob boi baba jotno kore molat diye design kore nam likhe diten. school e ami eijonno khub famous chilam. akhon ami transparent kagojer molat diyi jate bookcase r shobha okkhunno rekhe boi ke protect kora jaye.
    10. ami akjon private tutor ke fire korechilam amar onko boi r vetor aak koshechilo bole.
    11. same here.
    12. sunday suspense ki audiobook r modhye pore?
    13. amar sobkichui aapruchi. keu amake upodesh dile amar bhoyanok rag hoy tar opor.
    14. amio.
    15. amar most favourite kind boi holo college street r second hand boi. in fact ami boi mela o jaina.
    16. ei dekho ager post ei tomar bookcase dekhe aha uhu korchilum.
    17. eta niye serom strong kono opinion nei
    18. Adventure! both fiction ar non-fiction. travel book. unsolved mysteries. history. ar obossoi whodunnit. oi 'manob somporker tanaporen', 'somajer potochitro' marka bepar separ amar khuuub boring lage. romance, young adult o tar modhyei pore.
    20. porar boi te shudhu pencil diye underline kori.
    21. amio
    22. shurutei bolechi
    23. haha ami kauke konodin trust korina, tai er proshnoi othe na
    24. bangla kobita porle amar ombol hoy. tobe ajkal tumblr ar instagram er poet der lekha porte amar darun lage. Lang Leav, Tyler Knott Gregson..
    25. jekono group activity te amar sobishesh allergy. ami even janio na bookclub e thik ki hoy

    ReplyDelete
    Replies
    1. 7 niye ektu clarify korar ache. keu boi pore na bolle ami je take gadha gobet vabi ta noy. manush hisebe bhalo holei holo. boi er pochondo millo ki na millo setao kichu jaye ase na. live n let live. variety na thakle to sobai ake onner clone hoye jeto. seta je ki boring hoto vableo amar ghum peye jacche

      Delete
    2. তা তো বটেই, কুহেলি। বৈচিত্র্যই সব। তোমার ওই ট্রান্সপারেন্ট কাগজের মলাটের ব্যাপারটা মনে ধরল তো বেশ। ষ্টেশনারি দোকানে গেলে পাওয়া যাবে বোধহয়, তাই না?

      Delete
    3. Ha akdom peye jabe Kuntala di. akta roll e onekta kore thake. Tomar half boi te molat deya hoye jabe. Tobe plastic kina, bhaj hote chaye na. Ektu lorai korte hobe.

      Delete
    4. থ্যাংক ইউ, কুহেলি। এটা নিশ্চয় ট্রাই করে দেখব।

      Delete
  3. ১। আমিও, আমিও

    ২। আমিও আজকাল সেই পলিসি তেই চলছি

    ৩। আমি ৭৫ পাতায় আটকে গেছি. একটু গিল্টি লাগছিল তার জন্য

    ৪। একদম সহমত. গেম অফ থ্রোন আমার একেবারেই ভালো লাগেনি। তারপর থেকে আমি ভেবে যাচ্ছি কারনটা কি

    ৫। তাতেও অসুবিধে নেই, শীর্ষেন্দু অর্নব গোস্বামী র বকবক শোনে, আর আমি আমার মতেন বই পড়ি.

    ৬। একদম সহমত

    ৭। আমিও করি :D

    ৮। আমাদের একটু আধটু মিল আছে. ওই ভেন্ ডায়াগ্রাম এর মতন

    ৯। নাহ এটা কখনো করিনি এখনো করিনা

    ১০। আমি বাবার এক পি এইচ ডি স্টুডেন্ট কে বেশ বকেছিলাম মনে আছে আমার বই হারিয়ে দেওয়ার জন্য। আমি তখন সিক্স এ পড়তাম।

    ১১। একদম সহমত

    ১২। নাহ এটা এখনো ভালো লাগেনা। বই পড়লে পুরোটা নিজে কল্পনা করে নেওয়া যায়. অডিওবুক পড়তে গেলে খানিকটা সেটা রেস্ট্রিক্টেড হয়ে যায় বলে মনে হয়.

    ১৩। একদম সহমত

    ১৪।একদম সহমত

    ১৫। একদম সহমত

    ১৬। আমার বুককেস দেখলে তবে তোমার কান্না পাবে। খুব এলোমেলো গুছিয়ে রাখা

    ১৭। ওই ভয়ে ছোটবেলার ভালোলাগা অনেক বইই আবার পড়ি না

    ১৮। সব কল্পবিজ্ঞান পোষায় না, কিন্তু পারলে মোহাম্মদ জাফর ইকবাল এর লেখা পড়ে দেখো। মনে হয় তোমার ভালো লাগবে। সেল্ফ-হেল্প এর বই আমি ভুল করেও পড়ি না.

    ১৯। আমার মেডিকাল মিস্ট্রি ও দুধর্ষ লাগে।

    ২০। একদম সহমত। পড়ার বই এ stickies সেঁটে আমার নোট্ লেখা থাকে

    ২১। একদম সহমত

    ২২। একদম সহমত

    ২৩। শুধু যে মনে রেখেছি তা নয়, তাদেরকে আর জীবনে কোনো দিন বই ধার দিইনি

    ২৪। একদম সহমত। হাতে গোনা দু তিনটের বেশি কবিতা আমি মন দিয়ে পড়িনি

    ২৫। কোনো ধারণা নেই

    ReplyDelete
    Replies
    1. বাঃ, অনেকগুলো মিলেছে দেখছি, চুপকথা। মেডিক্যাল মিস্ট্রি আমি বেশি পড়িনি। সাজেশন আছে নাকি কিছু?

      Delete
    2. Robin Cook diye suru korte paro. Contagionta besh interesting. Ba Brain, ei boita porechhilam class 8 e porte. Tarpor onekdin obdhi gynecologist er kachhey jete bhoy petam. John Grisham er the Litigators ta nice mix of law and medicine. Patricia Cornwell er postmortem tao try korte paro.

      Delete
    3. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চুপকথা।

      Delete
  4. এর অনেকগুলো পয়েন্ট মিলেছে। শুধু মিলেছে বললে ভুল বলা হয়, এমন মিলেছে যে মনে হয়েছে আমারই লেখা। খুব ভাল লাগল। এবার নিজের ঢাক পেটানো যাক:

    ১। কোনও বইয়ের শেষটা আগে পড়িনা। স্কুলে থাকতে একবারই কাজটা করেছিলাম। এত দুঃখ পেয়েছিলাম যে বাকি বইটা আর পড়িনি। The Mill on the Floss.

    ২। সুযোগ পেলেই লোকের থেকে বই ধার নিয়ে পড়ি। অনেক প্রিয় বইই এভাবে পড়া - প্রথম প্রতিশ্রুতি ট্রিলজি, To Kill a Mockingbird, Jurassic Park, প্রথম চারটে Harry Potter, প্রচুর ফেলুদা, আগাথা ক্রিস্টি এবং জুলে ভার্ন - এগুলো বিশেষ ভাবে মনে পড়ে।

    ৩। আমি 'গেম অফ থ্রোনস' পড়া শুরু করেছিলাম, প্রথম বইটা শেষ করে দ্বিতীয়টার মাঝামাঝি গিয়ে আটকে গেছি। তাতে কিছুটা আমার দোষ আছে, কিন্তু সবটা নয়। টিভি সিরিজটা অবশ্য দেখি।

    ৪। কোনও বই খারাপ লাগলে বইটারও থেকে আমার নিজেকে অপরাধী লাগে বেশি। এটা মিলেছে। আগে আরও বেশি লাগত, এখন তাও একটু কম লাগে।

    ৫। টিভি কিংবা রেডিও চলতে থাকলে আমি বই পড়তে পারি, যদি না যেটা চলছে সেটা দেখায়/শোনায় আমার উত্সাহ থাকে।

    ৬। বাসস্টপে, রেলস্টেশনে, চলন্ত বাস, অটোর চেঁচামেচির মধ্যে আমি দিব্যি বই পড়তে পারি। তবে কখনও কখনও চলন্ত বাস বা গাড়িতে বই পড়লে বমি পায়। সেটা দ্রুতগামী ট্রেনে হয়না।

    ৭। এটা কিছুটা সত্যি। আমি লোককে অনেক সময়েই তাদের পড়ার অভ্যেস দিয়ে বিচার করি। আবার অনেক সময়ে করিনা। আমার ধারণা আমি যা বই পড়ি, লোকে ভাবে আমি তার থেকে বেশি এবং ভালো ভালো বই পড়ি।

    ৮। আমার মাবাবার সঙ্গে আমার পড়ার রুচির অনেকটাই মিল আছে।

    ৯। আমি অনেকদিন পর্যন্ত গল্পের বইও মলাট দিয়ে পড়তাম। এখন যে কুঁড়েমো করে দিই না, সে বিষয়ে মনে মনে বেশ অপরাধবোধ হয়। হয়তো বইকে আগের মতো আর ভালোবাসি না। তবে অন্য লোকের বই চেয়ে আনলে এখনও মলাট দিই, বিশেষ করে চকচকে নতুন বই হলে।

    ১০। এরকম ঘটনা আমার জীবনে ঘটেনি, তবে ঘটলে যে ফলাফল খুব আলাদা হতনা সেটা আন্দাজ করতে পারি।

    ১১। কেউ আমার কাছে বইয়ের সাজেসশন চাইলে আমার ভয়ানক অস্বস্তি হয়। কারণটা হুবহু মিলেছে।

    ১২। ইদানীং আমারও অডিওবুকের প্রতি বেশ ঝোঁক হয়েছে।

    ১৩। আপরুচি খানা আর পররুচি পরনা। কিন্তু ‘পড়না’টা এর মাঝামাঝি কোথাও পড়ে বলে আমার বিশ্বাস।

    ১৪। মলাট দিয়ে বই বিচার করলে এ জীবনে আর রবীন্দ্রনাথ পড়া হতনা।

    ১৫। বইয়ের কৌলীন্যের ব্যাপারে আমি একেবারেই উৎসাহী নই। ফার্স্ট এডিশন কেনার জন্য বাড়তি দশটাকাও দেব বলে মনে হয় না।

    ১৬। বুককেসের ব্যাপারটায় হাই ফাইভ। কিপ্টেমিতেও তাই।

    ১৭। ছোটবেলায় দাআআআআরুণ লেগেছিল কিন্তু এখন পড়লে খারাপ লাগতে পারে, সে সন্দেহ আমার কিছু কিছু বইয়ের প্রতি আছে। ‘সচিত্র টারজান সমগ্র’ তাদের মধ্যে একটা।

    ১৮। আমার কল্পবিজ্ঞান আর অ্যাডভেঞ্চার খুব প্রিয় । বাকিগুলো আমারও পোষায়না।

    ১৯। গোয়েন্দাগল্পের মধ্যে 'হু ডান ইট' গল্প আমার সবথেকে প্রিয়, তারপর ক্রমে ঐতিহাসিক রহস্যকাহিনি, পুলিস প্রসিডিওরাল, কোর্টরুম মিস্ট্রি, স্পাই থ্রিলার। তবে আমি আপনার মতন এতরকম পড়িনি।

    ২০। গল্পের বইয়ের ভেতর কদাপি লিখি না। পড়ার বইয়ের ভেতরে কখনও লিখেছি, সাধারনত পেন্সিল দিয়ে।

    ২১। উপহার পাওয়া বইয়ের প্রথম পাতায় উপহারক নিজের নাম লিখে দিলে সেটা অ-স-ম্ভ-ব পছন্দ করি।

    ২২। বুক চ্যারিটি-র উদারতা আমি দেখাতে পারিনি এখনও। পারব বলেও মনে হয় না। বরং নতুন কিনে দিতে পারি, তবু আমার বুককেসে হাত দেব না।

    ২৩। এটা মিলেছে। তবে আমি অবশ্য রাগ পুষে রাখা টাইপ।

    ২৪। আমি কবিতা ভালোবাসি, তবে ছন্দবিহীন আধুনিক কবিতা নয়।

    ২৫। বুকক্লাবের ব্যাপারে কোনও ধারণা নেই।

    ReplyDelete
    Replies
    1. আপনার মলাট + রবীন্দ্রনাথ আর সচিত্র টারজান সমগ্রর পয়েন্টদুটো পড়ে একা ঘরে দাঁত বার করে হাসছি। আপনার সঙ্গে আমার মত যেগুলো মিলবে সেঘুলো যে অক্ষরে অক্ষরে মিলবে সে নিয়ে আমার কোনও সন্দেহই ছিল না। কুম্ভমেলার ব্যাপারটা মনে আছে তো?

      Delete
  5. 1. serokom kichhu noi... age kono kono boi te kortam..
    2. anekdin dhore chini jani , reliabale boi premi bondhu hole tobei exchange kori [no unidirectional byapar]
    4. na na nijer ghare dosh debo keno, Lekhak er gustir shoshti pujo kori
    5. doesnt matter..
    6. eta edesh e besh korai jai, desh e korina pocketmar er bhoy..
    7. ki sanghatik point! amr bor jibone porar boi er baire kichhu jane kina sondeho.. oi prosongo tuli na.. rather amar friend circle kintu besh bookish.. r amar ek room mate chhilo, j chupi chupi Sherlock Holmes k jante cheyechhilo.. byaparta j yearky noi seta bujhte amar besh khanik kkhon legechhilo.. tobe boi porar sathe job/money /bank balance erkono relation nei eta porishkar bujhechhi..
    8. maa r sathe ruchir mil achhe.. tobe Maa Desh bhag niye jekono lekha hamle pore, ami eriye choli
    9. na ekhono ei su abhyes ta bojai rekhechhi..
    10. khub chhotobelay [tokhono ami porte serokom sikhini] DEb Sahitya Kutir er Prabhati bole pujabarshiki ekjon niyechhilo, ato bhalo hard cover er boi keu puro binding khule orokom luchi bhaja keu korte pare ekhono biswas hoi na.. amar didi bishal ashanti korechhilo sei niye..
    11. na ebyapr e ami besh open minded... rather amar friend circle er aneker sathei amar boi porar ruchi ta mile jai.. ami Ramapada Choudhury r kotha erokom bhabei jenechhilam, tar age porjonto kono dharona chhilo na.. ebong ei reference ta ami ekti ebook blog owner k diyechhilam, tar o kono dharona chhilo na.. later he uploaded his books and referred my name over there.. byapar ta besh collar tola type feelings hoyechhilo...
    12. no , nijer kolpona dhakka khabe ei bhoi achhe..
    17. ei byaprta amar khetre ulto.. rather je boi bhalo lage seta bar bar pori..
    18. ekdom.. highest five
    19.highest five
    20. highest five
    21. ekdom.. nije boi kinleo date, place ta likhe rekhe dei
    22. ekdom
    23. boi er bhetor lekha dekhle take ...... mone hoi
    24. iss erokom openly bollle loke na mre.. amar jibontai godyo moi :P
    25. no idea

    p.s. opor e Debashish jemon bollen, Karna Kunti songbad mukhastha bolte pare erokom haar bojjat e ami chini LOL :

    Papiya

    ReplyDelete
    Replies
    1. আহা, মারবে কেন, কবিরা বরং খুশিই হন জেনে যে অকালকুষ্মাণ্ড কবিতাবেরসিকরা তাঁদের রেহাই দিয়েছেন। হার্ডকভার শারদীয়া লুচিভাজা করে ফেরত দিলে সিরিয়াসলি, খুন করে ফেলার ইচ্ছে হওয়াও বিচিত্র নয়। কাকিমার দেশভাগবইপ্রীতির কথা জেনে বেশ মজা পেলাম। আমার ধারণা ওই বিষয়ের বইয়ের প্রতি আমার প্রতিক্রিয়াও তোমারই মতো হবে।

      Delete
    2. শার্লক হোমস কে?!!!!! আমাকে একজন বাঙালি (যে অ্যামেরিকায় থাকে) জিজ্ঞাসা করেছিল হিলারি ক্লিন্টন কে, ে তো তার থেকেও সরেস মনে হচ্ছে।

      Delete
    3. je jante cheyechhilo se abosyo abangali... banglar baire loker boi porar ato chol mone hoi nei.. se Byomkesh er naam janto, TV te Byomkesh series hoyechhilo bole...but academicaly she was very good student and bishal ekta nam kora Oil n Gas co te bishal rank e kaaj kore...
      R oi hardcover er boi diye [Prabhati] mone hoi ora dubhai marpit korechhilo.. sotyi aajo rohosyo lage byaprta mone korle...

      Delete
    4. o hya, boi diye bichar kina jani na, anekei amak bishal poruya bhabe, r amak boi gift keu kore na ei bhebe j ei boitao amar pora !

      Delete
    5. কী জানি, পাপিয়া, বাঙালিদের মধ্যেও বই পড়ার বিরাট চল কিছু আছে বলে আমার মনে হয় না। (তাতে নাক সিটকোনোর কিছু নেই, বই পড়া অন্য আর পাঁচটা হবির মতোই, লুডো খেলা বা শেয়ার বাজারে লগ্নি ইত্যাদি)। আমার এক্সটেন্ডেড পরিবারের বেশিরভাগ লোকই যদিও বা শার্লক হোমসের নাম শুনে থাকেন, হাতে ধরে ক'টা গল্প পড়েছেন (বাংলা অনুবাদ ধরেই বলছি) আমার সন্দেহ আছে।

      Delete
    6. amar ek bandhur "lohit sagar er hangor" theke kichu chobi kete niechilo arek jon porte nie...sotyi e khun korar janyo perfect modus operandi

      Delete
    7. deshbhag er boi ajkal porina,eechhce korei avoid kori,khub man kharap hoy..tai avoid kori
      prosenjit

      Delete
  6. chhotobelai ei ek nombor point er obvyas amar chhilo.. uttejona sojjo korte na pete Gantok-e Gondogol er sesh pata ta pore felechhilam.. sara jibon e sei afsosh amar jabe na.. oh... ekhane tomar Feluda tag er ekta question er jobab dite ichhe korchhe... ami class 3 er jonmodine upohar peyechhilam prothom Feludar boi... Badshahi angthi. otae prothom pora o.

    r tumi cholanto bus auto te porte paro... ki bhalo... ami parina, matha ghore. joghanya...

    -Gobechara

    ReplyDelete
    Replies
    1. এ হে হে হে, গোবেচারা, গ্যাংটকে গণ্ডগোল-এর শেষে তো বেশ মোচড় আছে, সেটাই আগে থেকে জানা হয়ে গেলে সত্যিই আফসোস। বাঃ, ফেলুদার বেস্ট (আমার মতে) বইটা দিয়ে পড়া শুরু করেছিলে জেনে খুব ভালো লাগল।

      Delete
  7. "আমি লোককে তাদের পড়ার অভ্যেস দিয়ে বিচার করি। এবং আমাকেও যে লোকে করে, সেটা জানি।" Eta darun laglo. Ar apnar post-er oi 25ti 'Facts' pore seta kichhuta bojhao gelo kintyu.

    Onek guloi mile gechhe. Pray sabtai :) Khub bhalolaglo emon ekta post peye.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, সায়ন।

      Delete
  8. Darun list..
    ajkal Abantor porata ektu aniyomito hoye porechhe. tabe tuk kore majhe majhe phn khule dekhe nii ki likhechho, bhishon nesha abantor er, kintu dukkher bishoy je comment kora jayna phone theke.

    Bratati.

    ReplyDelete
    Replies
    1. আরে তাতে চিন্তার কিছু নেই, ব্রততী। তার মানে তোমার লাইফে কাজের কাজ এখনও কিছু আছে, গোটাটাই আমার মতো বয়ে যায়নি। তোমার মন্তব্য যখনই পাই, খুব ভালো লাগে। আর ভালোর একটুখানিও ভালো।

      Delete
  9. ২। আমার বয়স যখন দশের কম ছিল তখন আমি পাড়ার একজনের বাড়ি থেকে একটা ‘চাঁদমামা’ ......ভবিষ্যতেও নেওয়ার ইচ্ছে নেই।
    ami boi kichi last kichu bachar,tar age sob e dhar kore,kichu ferot diechi,kichu jhepe diechi
    ৩। আমি 'গেম অফ থ্রোনস' পড়া শুরু করেছিলাম, শ’খানেক পাতার বেশি এগোতে পারিনি।
    engriji boi porte khub ekta bhalo lage na
    ৫। টিভি কিংবা রেডিও চলতে থাকলে আমি বই পড়তে পারি না।
    ghor er kona ta chai..pora jabe
    ৬। বাসস্টপে, রেলস্টেশনে, চলন্ত বাস, অটোর চেঁচামেচির মধ্যে আমি দিব্যি বই পড়তে পারি। ইন ফ্যাক্ট, ওইসব জায়গাগুলো আমার অন্যতম প্রিয় পড়ার জায়গা।
    same,bus/gari bade,ga gulay..

    ৯। আমি অনেকদিন পর্যন্ত গল্পের বইও মলাট দিয়ে পড়তাম। এখন যে কুঁড়েমো করে দিই না, সে বিষয়ে মনে মনে বেশ অপরাধবোধ হয়। হয়তো বইকে আগের মতো আর ভালোবাসি না। পরশু না কবে যেন টিভিতে চল, লেট’স গো দিয়েছিল, সেখানে দেখি কে একজন বাসে বসে মলাট দেওয়া বই .. অন গড ফাদার মাদার।
    dekhi Jodi,boi tar condition kharap,tahole dei
    ১০। আমার বয়স যখন ষোল সতেরো, তখন একটি আড়াই বছরের বাচ্চা এসে আমার বইয়ে পেন দিয়ে হিজিবিজি কেটে দিয়েছিল বলে আমি কেঁদে ফেলেছিলাম। আমার বাড়ির লোক মহা এমব্যারাসড হয়েছিলেন। বাচ্চাটির মা আর কোনওদিন আমাদের বাড়িতে আসেননি।
    UCHCHO 5!!!
    ১১। কেউ আমার কাছে বইয়ের সাজেসশন চাইলে আমার ভয়ানক অস্বস্তি হয়। কারণ আমি নিরানব্বই boi er suggestion!!!! joke of the year hoe gelo to..jama juto smartphone chere boi er suggestion..hasale guru,
    ১২। ইদানীং দেখছি আমার অডিওবুকের প্রতি বেশ ঝোঁক হয়েছে।
    never tried
    ১৩। আপরুচি খানা আর পররুচি পরনা। কিন্তু ‘পড়না’টা এর মাঝামাঝি কোথাও পড়ে বলে আমার বিশ্বাস।
    nah,aap ruchi e
    ১৪। মলাট দিয়ে বই আমি সত্যিই বই বিচার করি না। ভেতরে কী আছে সেটাই হল কথা।
    hok kotha
    ১৫। বইয়ের কৌলীন্যের ব্যাপারে আমি একেবারেই উৎসাহী নই। ফার্স্ট এডিশন কেনার জন্য বাড়তি দশটাকাও দেব বলে মনে হয় না।
    second hand boi e amar favourite,kinteo besh moja
    ১৬। বরং যে ব্যাপারটার প্রতি আমার একটু শৌখিনতার ভাব আছে সেটা হচ্ছে বুককেস। বলাই বাহুল্য, কেনার সময় আমি পেপারফ্রাই-এর সবথেকে সস্তা বুককেসটা কিনেছি, (কারণ আমি বুককেসের ... দিয়ে সময় নষ্ট করি।
    amar boi sara bari choriye thake
    ১৭। ছোটবেলায় দাআআআআরুণ লেগেছিল কিন্তু এখন পড়লে খারাপ লাগতে পারে, সে সন্দেহ আমার কিছু কিছু বইয়ের প্রতি আছে। ‘অ্যান অফ দ্য গ্রিন গেবলস’ তাদের মধ্যে একটা।
    shwikar korchi...adult prem trem type boi gulo..mousumi prokashaon
    ১৮। আমার কল্পবিজ্ঞান বিশেষ পোষায় না। আর রোম্যান্স। আর অ্যাডভেঞ্চার। আর ইয়াং অ্যাডাল্ট। আর সেলফ হেল্প।
    kalpobigyan bhison e priyo,romance lekhak er upor nekapona hole ekebarei poshabe na,baki genre gulo duchchai..
    ১৯। গোয়েন্দাগল্পের মধ্যে 'হু ডান ইট' গল্প আমার সবথেকে প্রিয়, তারপর ক্রমে ঐতিহাসিক রহস্যকাহিনি, পুলিস প্রসিডিওরাল, কোর্টরুম মিস্ট্রি, স্পাই থ্রিলার। এই জন্য রেমন্ড চ্যান্ডলার আর এ জীবনে ভালো লাগাতে পারলাম না।
    amar o sob guloi bhalo lage,tobe ami besi porini,sharadindoo babu,narayan sanyal katay katay series aar Hadley chase/nick karter banglay..
    ২০। বইয়ের ভেতর কদাপি লিখি না। পড়ার বইয়ের ভেতরেও না।
    nah nah..likhe likhe bhoriye dei..underline,footnote sob,khub emotional hoe porle..
    porar boi te amio nongra korina
    ২১। উপহার পাওয়া বইয়ের প্রথম পাতায় সোনাকে/কুন্তলাকে বলে লিখে দিয়ে নিচে তারিখ দিয়ে উপহারক নিজের নাম লিখে দিলে সেটা অ-স-ম্ভ-ব পছন্দ করি। অনেক সময় বই না পড়ে, বইয়ের প্রথম পাতা খুলে খুলে ওই লেখাগুলো পড়ি বসে বসে।
    nijer kena boi te ami likhi ...date,aar kotha theke kena seta likhi,hotat kore dharo 5 bachar por boi ta abar porchi,besh lage..thk oi lekha gulo pori bose bose

    ২২। বুক চ্যারিটি-র উদারতা আমি দেখাতে পারিনি এখনও।
    matha kharap...boi deoa jabe na kaukei..notun kine dobo gift tar badole khub ghanistho keu hole..
    ২৩। আমি একেবারেই রাগ পুষে রাখা টাইপ নই। কিন্তু ক্লাস এইটের ইংরিজি গ্রামার বই থেকে শুরু করে, আমার কোন বই কে ধার নিয়ে আর ফেরৎ দেয়নি সব কড়ায় গণ্ডায় মনে করে রেখে দিয়েছি।

    amar prochur boi e jhap hoeche(tibbat e tintin,ukraine er lokkotha eisob goleden boi),tai amio boi merechi oneker

    ২৪। আমি মোটে কবিতা পড়ি না।kobita..nah..

    ২৫। বুকক্লাব
    never tried



    prosenjit


    ReplyDelete
    Replies
    1. তোমার উত্তরগুলো পড়ে খুব ভালো লাগল, প্রসেনজিৎ। সময় করে লেখার জন্য অনেক ধন্যবাদ।

      Delete
  10. suggestion nie jakhan kotha hochchei,
    ektu bhatai,
    himu samagra,mishir ali samagra,galpo samagra,adbhut sob galpo by humayun ahmed...
    aar already mentioned in comments Muhammad zafar iqbal er kalpobigyan guli....
    prachet gupta,
    palta hawa(khub kharap lagte pare ba ulto ta..ektu filmy)
    anish deb,himanish goswami,TARAPADA RoY(SERA SERA..boss uni),fatyaru,
    iznogoud comics(tomar e blog theke arek jon er blog e sondhan pawa)...darun..darun..
    suchitra bhatachariya(oi..khub karap lagbe ba ulto ta)

    prosenjit

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

      Delete
  11. Non fiction বই মাঝখান majkhane খামচে khumache পড়ার অভ্যেস নেই কারোর! সবাই দেখছি হয় শেষ নয় শুরু থেকে পড়েন

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ, এটা বেশ নতুন রকম পড়া।

      Delete

Post a Comment