সাপ্তাহিকী






"The mathematical order is beautiful precisely because it has no effect on the real world. Life isn't going to be easier, nor is anyone going to make a fortune, just because they know something about prime numbers. Of course, lots of mathematical discoveries have practical applications, no matter how esoteric they may seem. Research on ellipses made it possible to determine the orbits of the planets,and Einstein used non-Euclidean geometry to describe the form of the universe. Even prime numbers were used during the war to create codes--to cite a regrettable example. But those things aren't the goal of mathematics. The only goal is to discover the truth……Eternal truths are ultimately in visible,and you won't find them in material things or natural phenomena, or even in human emotions. Mathematics, however,can illuminate them,can give them expression--in fact, nothing can prevent it from doing so."
---Yōko Ogawa, The Housekeeper and the Professor (অনুবাদক Stephen Snyder)


শহর। শেষ একশো বছরে যেন একটা বিস্ফোরণ ঘটল।

ঘুম পাওয়ানোর জন্য লোকে এতদিন কী না করেছে। ওষুধ খেয়েছে, প্রাণায়াম করেছে, সারাদিন পাগলের মতো পরিশ্রম করেছে। এ সবের থেকে অনেক সোজা উপায় হচ্ছে একজন ভয়ানক বোরিং লোককে কানের কাছে বসিয়ে রাখা।    

এই ক্লাবেও যদি হাসিই শেখানো হত, তবু এর চরিত্র লাফিং ক্লাবের থেকে অনেক আলাদা। 

বইয়ের ভেতর আমার মাকে গাছের পাতা রাখতে দেখেছি। কিছুদিন পর দারুণ আর্ট হয়ে যেত। আমি মায়ের মতো ক্রিয়েটিভ নই, আমি বুকমার্ক ছাড়া কিছু রাখি না। আপনি কী রাখেন? (লিংক পাঠিয়েছেন সায়ন।)

আমি অবশ্য স্মল টক পছন্দই করি। বিগ টকের থেকে এনি ডে নিরাপদ। কিন্তু আমার চেনা অনেকেই স্মল টক অপছন্দ করেন। তাঁদের জন্য এই লেখাটা রইল। 


এ সপ্তাহে গানের বদলে গানরসিক। 


Comments