ফ্রেঞ্চ লিভ





Comments

  1. ফরাসী কোম্পানিতে কাজ করার সুবাদে আমার বাবাকে প্রায়ই ফ্রান্স যেতে হত, আর অনেক ফরাসী বন্ধুও হয়েছিল বাবার। বাবা তাদের একবার জিজ্ঞাসা করেছিল তারা "ফ্রেঞ্চ লিভ" কথাটার সঙ্গে পরিচিত কিনা। তারা "না" বলে জানতে চায় ব্যাপারটা কি। বাবা ব্যাপারটা বুঝিয়ে বলার পর তারা হেসে বলে, ওহ, তার মানে তুমি "ইংলিশ লিভ" বলতে চাইছ? আমরা এদেশে ওটাকে ওই নামেই ডাকি।

    তিন নম্বর ছবিটা সবথেকে ভালো হয়েছে।

    ReplyDelete
    Replies
    1. ফ্রেঞ্চদের একটি কথাও আমি বিশ্বাস করি না। কাজেই। তিন নম্বর ছবিটা তো ভালো হবেই। কারণ তিন নম্বর দৃশ্যটাই তো সবথেকে ভালো। আমার (এবং আমার ক্যামেরার) হাতে পড়ে বরং খানিকটা মলিন হয়ে গেছে।

      Delete
  2. বাঃ, দিব্যি ব্যাপার তো! :)

    ReplyDelete
    Replies
    1. দিব্যি, অরিজিত।

      Delete
  3. cup ta purota dekhar koutohol hochhe. "ফ্রেঞ্চ লিভ" besh bhalo :-) ...

    ReplyDelete
    Replies
    1. আমার লাল কাপটা ভেঙে গেছে, জানেন তো ইচ্ছাডানা? আমারই হাত থেকে পড়ে গিয়ে (রাগ করে ছিলাম না কিন্তু) তারপর থেকে কাপটাপের সম্বন্ধে একটা কী রকম উদাসীন বোধ করছি। যা পাই তাতেই খেয়ে নিই। এই কাপটা অর্চিষ্মানের অফিস থেকে হ্যাপি নিউ ইয়ারে গিফট করেছে। গা ভর্তি জ্ঞানের মণিমুক্তো ছড়ানো। জ্ঞান অবান্তরের পলিসির বিরুদ্ধে বলে শুধু মাথাটুকুর ছবি দিয়েছি।

      Delete
  4. chamatkar sab chobi - tinni

    ReplyDelete
    Replies
    1. ধ্যাত কী যে বলিস। ইদানীং বিকেলের দিকটা মেঘ করছে বুঝলি। আমাদের এই ধজামারা পাড়াটারও ছিরি ফিরিয়ে দিয়ে যাচ্ছে।

      Delete
    2. ki maja megh korche...thanda hoyeche Dilli ektu ?

      Delete
    3. ধুস, ঠাণ্ডা আর কোথায় (খুব গর্ব করে বললাম)।

      Delete
  5. tinte chobi e bhalo..tobe cup er ta best karon tate cha/coffee jayito kichu ache.

    bdw http://survley.com/what-is-your-brain-good-at.html eita dekhe besh moja pelam...chaile dekhte paren :)

    ReplyDelete
    Replies
    1. নিশ্চয় দেখব প্রিয়াঙ্কা। সাপ্তাহিকীতেও চুরি করে দিয়ে দিতে পারি কিন্তু।

      Delete
  6. chobi gulo khub bhalo hoyechey. amar aboshho bichana'r chador ta shob cheye bhalo laglo :)

    shedin deklam tumi PD james er an unsuitable job porcho. kemon laglo? aami aajkal "an instance of the fingerpost" porchi.....anekta name of the rose er moto. tumi kino na karon amar kachey extra copy achey....jodi kokhono dekha na hoy tahole mail kore pathiye debo.

    ReplyDelete
    Replies
    1. হাহা শম্পা, হ্যাঁ আমার মনে আছে তোমার বিছানার চাদরটা আগেও কোনও একটা ছবিতে ভালো লেগেছিল। আমারও ভালো লাগে।

      আমার পি ডি জেমস খুব ভালো লাগে তো। (ভদ্রমহিলার সঙ্গে আলাপ করানোর কৃতিত্ব তোমার। থ্যাংক ইউ।) আমার আনসুইটেবল জব ভালো লেগেছে। তোমার ফিংগারপোস্ট উইকিপিডিয়ায় গিয়ে দেখছিলাম। খুবই ইন্টারেস্টিং বোধ হচ্ছে। তুমি পড়ে নাও।

      Delete
  7. Ei, tumi Goldfinch porchho? Kamon lagchhe? Onek bhalo kotha shunechhi boita somporke. Kintu kinbo kinbo kore ar kena hoye uthchhe na. Tumi thumbs up diley tahole ekebare kinei felbo.

    ReplyDelete
    Replies
    1. আরে আমি সেই কবে থেকে পড়ব পড়ব করে এই সবে হাতে পেলাম। পঁচিশ টাকা বাঁচাব বলে ফ্লিপকার্টের বদলে ইনফিবিম থেকে অর্ডার করেছিলাম, ফোন করে বলে কি নট অ্যাভেলেবল, অর্ডার ক্যান্সেল। শেষে ফ্লিপকার্টেরই দ্বারস্থ হতে হল। জাস্ট শুরু করেছি। সাতশো পাতার মধ্যে চার পাতা হয়েছে পড়া। কাজেই তোমাকে এখন ধৈর্য ধরে বসতে হবে বিম্ববতী।

      Delete

Post a Comment