কুইজঃ নামধাম (উত্তর প্রকাশিত)













উৎস

আজকের কুইজের খেলাটা সহজ, কিন্তু দায়িত্বটা গুরু। লোকজন পথ হারিয়ে ফেলেছে, তাদের ঠিক ঠিকানায় পৌঁছে দিতে হবে আপনাদের। বাঁদিকে ক, খ, গ করে দেওয়া রয়েছে ঠিকানা, ডানদিকে ১, ২, ৩ করে সেসব ঠিকানায় যারা থাকে তাদের নাম। বর্ণের সঙ্গে সংখ্যার জুড়ি মেলান, হাততালি কুড়োন।

খেলা চলবে দেশে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত। ততক্ষণ কমেন্ট পাহারা দেব আমি।

অল দ্য বেস্ট।

*****

ধাম
নাম
ক) সাত নম্বর একল্‌স্‌ স্ট্রিট, ডাবলিন, আয়ারল্যান্ড
১। অ্যানালিস মারি অ্যান ফ্রাংক
খ) অ্যাপার্টমেন্ট ছাপ্পান্ন বি, হোয়াইটহ্যাভেন ম্যানশনস, স্যান্ডহার্স্ট স্কোয়্যার, লন্ডন
২। শিবু, শিশির, গৌর, সুধীর
গ) ডেনমিড, হাই স্ট্রিট, সেন্ট মেরি মিড
৩। ভায়োলেট স্টোনহ্যাম
ঘ) পেম্‌বারলি, ডার্বিশায়ার, ইংল্যান্ড
৪। পেটুনিয়া ডার্সলি (নি ইভান্‌স্‌)
ঙ) ছত্রিশ চৌরঙ্গী লেন
৫। ডাক্তার পি. শেরম্যান (দন্তবিশেষজ্ঞ)
চ) হান্ড্রেড একর উড
৬। নিবারণ, পরমার্থ
ছ) বিয়াল্লিশ, ওয়ালাবি ওয়ে, সিডনি, অস্ট্রেলিয়া
৭। শ্রীনাথ
জ) প্রিনসেনগ্রাখ্‌ট দুশো তেষট্টি, এক হাজার ষোল জি. ভি. অ্যামস্টারডাম, নেদারল্যান্ডস
৮। জর্জ (ভ্যালে)
ঝ) চার নম্বর প্রাইভেট ড্রাইভ, লিটল হুইংগিং, সারে, ইংল্যান্ড
৯। জেন মার্পল
ঞ) চোদ্দ নম্বর হাবশীবাগান লেন
১০। ফিৎজউইলিয়াম ডার্সি
ট) একুশ, রজনী সেন রোড, বালিগঞ্জ
১১। মলি ব্লুম
ঠ) বাহাত্তর, বনমালী নস্কর লেন, কলকাতা
১২। ক্রিস্টোফার রবিন
  


*****


উত্তরঃ

ক) সাত নম্বর একল্‌স্‌ স্ট্রিট, ডাবলিন, আয়ারল্যান্ড
১১। মলি ব্লুম
(ইউলিসিস, জেমস জয়েস)

খ) অ্যাপার্টমেন্ট ছাপ্পান্ন বি, হোয়াইটহ্যাভেন ম্যানশনস, স্যান্ডহার্স্ট স্কোয়্যার, লন্ডন
৮। জর্জ (ভ্যালে)
(হারকিউল পোয়্যারো, আগাথা ক্রিস্টি)

গ) ডেনমিড, হাই স্ট্রিট, সেন্ট মেরি মিড
৯। জেন মার্পল
(মিস মার্পল, আগাথা ক্রিস্টি)

ঘ) পেম্‌বারলি, ডার্বিশায়ার, ইংল্যান্ড
১০। ফিৎজউইলিয়াম ডার্সি
(প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টেন)

ঙ) ছত্রিশ চৌরঙ্গী লেন
৩। ভায়োলেট স্টোনহ্যাম
(থার্টিসিক্স চৌরঙ্গী লেন, অপর্ণা সেন)

চ) হান্ড্রেড একর উড
১২। ক্রিস্টোফার রবিন
(উইনি দ্য পু, এ এ মিলনে)

ছ) বিয়াল্লিশ, ওয়ালাবি ওয়ে, সিডনি, অস্ট্রেলিয়া
৫। ডাক্তার পি. শেরম্যান (দন্তবিশেষজ্ঞ)
(ফাইন্ডিং নিমো, অ্যান্ড্রু স্টেনটন)

জ) প্রিনসেনগ্রাখ্‌ট দুশো তেষট্টি, এক হাজার ষোল জি. ভি. অ্যামস্টারডাম, নেদারল্যান্ডস
১। অ্যানালিস মারি অ্যান ফ্রাংক

ঝ) চার নম্বর প্রাইভেট ড্রাইভ, লিটল হুইংগিং, সারে, ইংল্যান্ড
৪। পেটুনিয়া ডার্সলি (নি ইভান্‌স্‌)
(হ্যারি পটার, জে কে রাউলিং)

ঞ) চোদ্দ নম্বর হাবশীবাগান লেন
৬। নিবারণ, পরমার্থ
(বিরিঞ্চিবাবা, রাজশেখর বসু)

ট) একুশ, রজনী সেন রোড, বালিগঞ্জ
৭। শ্রীনাথ
(ফেলুদা, সত্যজিৎ রায়)

ঠ) বাহাত্তর, বনমালী নস্কর লেন, কলকাতা
২। শিবু, শিশির, গৌর, সুধীর
(ঘনাদা, প্রেমেন্দ্র মিত্র)


Comments

  1. হক্কলডিই পারুম। কয়েকটা জানতাম না, পারমুটেশন কম্বিনেশন করে বেরিয়ে গেছে।
    ক) সাত নম্বর একল্‌স্‌ স্ট্রিট, ডাবলিন, আয়ারল্যান্ড - মলি ব্লুম
    খ) অ্যাপার্টমেন্ট ছাপ্পান্ন বি, হোয়াইটহ্যাভেন ম্যানশনস, স্যান্ডহার্স্ট স্কোয়্যার, লন্ডন - জর্জ (ভ্যালে)
    গ) ডেনমিড, হাই স্ট্রিট, সেন্ট মেরি মিড - জেন মার্পল
    ঘ) পেম্‌বারলি, ডার্বিশায়ার, ইংল্যান্ড - ফিৎজউইলিয়াম ডার্সি
    ঙ) ছত্রিশ চৌরঙ্গী লেন - ভায়োলেট স্টোনহ্যাম
    চ) হান্ড্রেড একর উড - ক্রিস্টোফার রবিন
    ছ) বিয়াল্লিশ, ওয়ালাবি ওয়ে, সিডনি, অস্ট্রেলিয়া - ডাক্তার পি. শেরম্যান (দন্তবিশেষজ্ঞ)
    জ) প্রিনসেনগ্রাখ্‌ট দুশো তেষট্টি, এক হাজার ষোল জি. ভি. অ্যামস্টারডাম, নেদারল্যান্ডস - অ্যানালিস মারি অ্যান ফ্রাংক
    ঝ) চার নম্বর প্রাইভেট ড্রাইভ, লিটল হুইংগিং, সারে, ইংল্যান্ড - পেটুনিয়া ডার্সলি (নি ইভান্‌স্‌)
    ঞ) চোদ্দ নম্বর হাবশীবাগান লেন - নিবারণ, পরমার্থ
    ট) একুশ, রজনী সেন রোড, বালিগঞ্জ - শ্রীনাথ
    ঠ) বাহাত্তর, বনমালী নস্কর লেন, কলকাতা - শিবু, শিশির, গৌর, সুধীর

    ReplyDelete
    Replies
    1. কেয়া বাত কেয়া বাত, দেবাশিস। দারুণ হয়েছে খেলা। অভিনন্দন।

      Delete
  2. 1, 10, 11, 12 parlam na. Bhnyaaaaa!

    ReplyDelete
    Replies
    1. ষাট ষাট, সোমনাথ। বাকিগুলো তো পেরেছ, কাজেই নো ভ্যাঁ।

      Delete
  3. Ei prothombaar beshirbhaag perechhi. Daroon lagchhe. :D

    ক) সাত নম্বর একল্‌স্‌ স্ট্রিট, ডাবলিন, আয়ারল্যান্ড - Molly Bloom

    খ) অ্যাপার্টমেন্ট ছাপ্পান্ন বি, হোয়াইটহ্যাভেন ম্যানশনস, স্যান্ডহার্স্ট স্কোয়্যার, লন্ডন - George (valet)

    গ) ডেনমিড, হাই স্ট্রিট, সেন্ট মেরি মিড - Jane Marple

    ঘ) পেম্‌বারলি, ডার্বিশায়ার, ইংল্যান্ড - Fitzwilliam Darcy

    ঙ) ছত্রিশ চৌরঙ্গী লেন - Violet Stoneham

    চ) হান্ড্রেড একর উড - Christopher Robin

    ছ) বিয়াল্লিশ, ওয়ালাবি ওয়ে, সিডনি, অস্ট্রেলিয়া - Dr P Sherman (Dentist) (Eta parchhilam na. Process of elimination ey beriechhe.)

    জ) প্রিনসেনগ্রাখ্‌ট দুশো তেষট্টি, এক হাজার ষোল জি. ভি. অ্যামস্টারডাম, নেদারল্যান্ডস - Annalies Marie Anne Frank

    ঝ) চার নম্বর প্রাইভেট ড্রাইভ, লিটল হুইংগিং, সারে, ইংল্যান্ড - Petunia Dursley (nee Evans)

    ঞ) চোদ্দ নম্বর হাবশীবাগান লেন - Nibaron, Poromartho

    ট) একুশ, রজনী সেন রোড, বালিগঞ্জ - Sreenath (Chhotobelay eta jokhoni portam, money hoto sei Indian bowler ti chaa ene dichchhe.)

    ঠ) বাহাত্তর, বনমালী নস্কর লেন, কলকাতা - Shibu, Shishir, Gour, Sudhir

    ReplyDelete
    Replies
    1. চমৎকার, বিম্ববতী। অসামান্য পারফরম্যান্স। জয়পুর যাচ্ছ নাকি?

      Delete
    2. Jachchhi toh. Kal bhorbela train. Tumi jachchho ki?

      Delete
    3. নাহ। খুব ইচ্ছে করছিল, কিন্তু ভীষণ হেকটিক হয়ে যাবে। তাই ছাড়ান দিলাম। তোমরা ভালো করে ঘুরে এস।

      Delete
  4. Pemberly etc. -- Fitzwilliam Darcy
    36 Chowringhee lane -- Violet Stoneham
    Hundred acre wood -- Christopher Robin
    14 no Habsibagan Lane -- Nibaran, Paramartha
    21 Rajani Sen Road -- Srinath
    72 Banamali Naskar Lane -- Shibu, Sisir, Gour, Sudhir

    ReplyDelete
    Replies
    1. বাঃ বাঃ, রুণা। তোমার খেলা খুবই ভালো হয়েছে, তবে তাড়াহুড়োয় ছিলে বোঝা যাচ্ছে, আর একটু বসে ভাবলে বাকিগুলোয় পেরে যেতে। তবে পারনি যে তাতে ক্ষতি হয়নি একেবারেই। অনেক অনেক অভিনন্দন, আর খেলার জন্য ধন্যবাদ তো থাকেই, এবারও রইল।

      Delete
  5. সাত নম্বর একল্‌স্‌ স্ট্রিট, ডাবলিন, আয়ারল্যান্ড - মলি ব্লুম
    অ্যাপার্টমেন্ট ছাপ্পান্ন বি, হোয়াইটহ্যাভেন ম্যানশনস, স্যান্ডহার্স্ট স্কোয়্যার, লন্ডন - জর্জ (ভ্যালে)
    ডেনমিড, হাই স্ট্রিট, সেন্ট মেরি মিড - জেন মার্পল
    পেম্‌বারলি, ডার্বিশায়ার, ইংল্যান্ড - ফিৎজউইলিয়াম ডার্সি
    ছত্রিশ চৌরঙ্গী লেন - ভায়োলেট স্টোনহ্যাম
    হান্ড্রেড একর উড - ক্রিস্টোফার রবিন
    বিয়াল্লিশ, ওয়ালাবি ওয়ে, সিডনি, অস্ট্রেলিয়া - ডাক্তার পি. শেরম্যান (দন্তবিশেষজ্ঞ)
    প্রিনসেনগ্রাখ্‌ট দুশো তেষট্টি, এক হাজার ষোল জি. ভি. অ্যামস্টারডাম, নেদারল্যান্ডস - অ্যানালিস মারি অ্যান ফ্রাংক
    চার নম্বর প্রাইভেট ড্রাইভ, লিটল হুইংগিং, সারে, ইংল্যান্ড - পেটুনিয়া ডার্সলি (নি ইভান্‌স্‌)
    চোদ্দ নম্বর হাবশীবাগান লেন - নিবারণ, পরমার্থ
    একুশ, রজনী সেন রোড, বালিগঞ্জ - শ্রীনাথ
    বাহাত্তর, বনমালী নস্কর লেন, কলকাতা - শিবু, শিশির, গৌর, সুধীর

    দন্তবিশেষজ্ঞ-টা না বললেই চলছিল না? X(

    ReplyDelete
    Replies
    1. যাব্বাবা, তারপর যদি কেউ ওঁকে মাছের ডাক্তার বলে ভুল করে? পরীক্ষার্থীদের ভুল পথে চালিত করে মজা পাওয়ার মতো স্যাডিস্ট দিদিমণি আমি নই।

      সব উত্তর ঠিকঠাক লেখার জন্য কনগ্র্যাচুলেশনস। খুব ভালো খেলেছ।

      Delete
  6. গ) ডেনমিড, হাই স্ট্রিট, সেন্ট মেরি মিড ৯। জেন মার্পল
    ঘ) পেম্‌বারলি, ডার্বিশায়ার, ইংল্যান্ড ১০। ফিৎজউইলিয়াম ডার্সি
    ঞ) চোদ্দ নম্বর হাবশীবাগান লেন ৬। নিবারণ, পরমার্থ
    ট) একুশ, রজনী সেন রোড, বালিগঞ্জ ৭। শ্রীনাথ
    ঠ) বাহাত্তর, বনমালী নস্কর লেন, কলকাতা ২। শিবু, শিশির, গৌর, সুধীর
    Nijeke uncultured bhoot mone hocche. :(

    ReplyDelete
    Replies
    1. কী সাংঘাতিক, কুহেলি, ভূতেরা অসাংস্কৃতিক হয় তোমাকে কে বলল! আর চিন্তার কোনও কারণ নেই, বই চেনার সঙ্গে কালচারের কোনও সম্পর্ক নেই।

      তুমি খুবই ভালো খেলেছ। এই পচা খেলায় অংশ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
    2. Hercule Poirot ar Harry Potter ta miss korar jonno amar faasi howa uchit. baki gulo sottii no idea.

      Delete
    3. আরে, ও রকম হয়, কুহেলি।

      Delete
  7. কুন্তলাদি, মাসখানেক ধরে দেশে বসে, মায়ের রান্না খেয়ে আরাম করে দিন কাটাচ্ছি। বই অবান্তর-ও হস্তগত হয়েছে। শেষ বেশ কয়েকটা পোস্ট পড়লেও কমেন্ট করা হয়নি। আজ কুইজটা পেয়েই ঝাঁপিয়ে পড়লাম।
    ক - ১১
    খ - ৮
    গ - ৯
    ঘ - ১০
    ঙ - ৩
    চ - ১২
    ছ - ৫
    জ - ১
    ঝ - ৪
    ঞ - ৬
    ট - ৭
    ঠ - ২

    ReplyDelete
    Replies
    1. আরে পিয়াস, দারুণ মজায় আছ তো দেখছি। হিংসে হিংসে। কিন্তু তুমি এত আরামের মধ্যে থেকেও যে মনে করে অবান্তরের কুইজ খেললে এ জন্য অনেক অনেক ধন্যবাদ।

      কেমন খেলেছ সেটা আর বলছি না। অসংখ্য অভিনন্দন।

      Delete
  8. এই কুইজটা ভালো, কিন্তু গুগল করে উত্তর বের করা খুব সহজ। আমি অবশ্য যে কটা জানতাম সেকটাই লিখছি।

    ক -
    খ - ৮
    গ - ৯
    ঘ -
    ঙ -
    চ - ১২
    ছ - ৫ (এটা আন্দাজে ঢিল ছোঁড়া, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে। গুগল-এ ভেরিফাই করলাম)
    জ - ১
    ঝ - ৪ (রাস্তাটার নাম কিন্তু প্রিভেট ড্রাইভ, privet একটা গাছের নাম, private নয়)
    ঞ - ৬
    ট - ৭
    ঠ - ২ (এই শিবু যে আসলে শিবরাম চক্রবর্তী সেটা জানেন নিশ্চয়ই?)

    ReplyDelete
    Replies
    1. অ্যাঁ! তাই নাকি? জানতাম না তো। গুড গুড।

      আসলে ঝামেলাটা কি বলুন তো সুগত, গুগল করে ভেরিফাই করা যাবে না এমন প্রশ্নপত্র সেট করার ক্ষমতা এই দিদিমণির নেই। অগত্যা।

      আপনার খেলা খুবই ভালো হয়েছে। খেলায় (অবান্তরে) অংশ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
    2. গৌর - গৌরাঙ্গ প্রসাদ বসু
      শিবু - :)
      শিশির - শিশির মিত্র
      প্রেমেন্দ্র মিত্রের ডাকনাম ছিল সুধীর

      এদের বেশ জমাটি আড্ডা হত।

      Delete
    3. ছ্যা ছ্যা ছ্যা, এমন ভালো ট্রিভিয়াটা আমি জানতাম না, ছ্যা ছ্যা ছ্যা . . . যাই হোক, জানিয়ে দেওয়ার জন্য সুগত এবং অভিষেক দুজনকেই অনেক অনেক অনেক ধন্যবাদ।

      Delete
    4. আমি জানতুম। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা।

      Delete
    5. ছ্যা ছ্যা ছ্যা . . .

      Delete
    6. amio jantam na. darun trivia. Abantor pore ami manush hoye uthchi dhire dhire.

      Delete
    7. Kuntala, abar bhul bolle. Ota hobey "chhow chhow chhow!"

      Delete
    8. ছ্যা ছ্যা ছ্যা . . .

      কুহেলি, আমিও। হাই ফাইভ।

      Delete
  9. Arey nijeke eto chya chya korona! Tumiei toh amader quizer madhyame koto ki janachho! Tumi ar Abantorer baki pathak ra!

    ReplyDelete
    Replies
    1. আমার জানানোর ব্যাপারটা জানি না, রুণা, তবে অবান্তরের বাকি পাঠকদের দ্বারা জ্ঞাত হওয়ার ব্যাপারে হাই ফাইভ।

      Delete
  10. Anne Frank er barite akhon ekta osadharon museum ache. Amsterdam e gale ota miss korben na.

    ReplyDelete
    Replies
    1. ওহ, আচ্ছা। মনে রেখে দিলাম। ধন্যবাদ, ঘনাদা।

      Delete
  11. ekhon r bole ki habe ayddin por, kintu mote 7 ta partam. - Bratati.

    ReplyDelete
    Replies
    1. আরে সাত তো ভালো পারফরম্যান্স, ব্রততী।

      Delete

Post a Comment