আটচল্লিশ ঘণ্টা লম্বা একটা সময়কে, একটাই সময়কে, শুক্রবার বিকেল আর রবিবার সন্ধ্যে, দুদিক থেকে দেখতে কী আকাশপাতাল আলাদা লাগে, ভাবা যায় না। শুক্রবারের বিকেলে দাঁড়িয়ে এই সময়টা কী দীর্ঘ...আ-ট-চ-ল্ল-ই-শ ঘ-অ-ন-ট-আ...বিশ্বাসই হয়না। শুধু দীর্ঘই না, সম্ভাবনায় টইটম্বুর---পড়াশোনা, গান, গল্প, অবান্তর। অফিস থেকে ফিরতে ফিরতে কতরকম জল্পনা কল্পনা। এতটা সময়, ফেলে ছড়িয়ে নষ্ট করলে তো চলবে না? কীভাবে, কোনদিক থেকে কাটতেছাঁটতে শুরু করলে সবথেকে কম অপচয়ে সবথেকে বেশি রিটার্ন মিলবে, তার কত হিসেব নিকেশ। রেড লাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ওপর কত কপট শাসন, কত আদর করে নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকেই বোঝানো, কত সাবধানবাণী। “সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়।” কত আশার কথা-- ঘাবড়াও মাত সোনা, আগের উইকএন্ডগুলো বাজে খরচ হয়েছে তো কী, এই উইকএন্ডটা অন্যরকম কাটবে, দেখে নিও। এ সপ্তাহের সোনা তো আগের সপ্তাহের সোনার থেকে সম্পূর্ণ আলাদা একটা মানুষ, তাই না? বলো? আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই সেই টগবগে ব্র্যান্ড নিউ সোনা, রঙ চটে, সেলাই খুলে, ফেটে যাওয়া বেলুনের মতো ফুটনের ওপর চিৎপাত হয়ে পড়ে আছে। দেখলে ...