Dis or Dat




HB না 2B: 2B

ডাভ না লাক্সঃ লাক্স

পিচ ঢালা না নুড়ি বিছোনোঃ নুড়ি বিছোনো

বারমুডা না ধুতিঃ ধুতি

শাড়ি না ট্যাঙ্ক টপঃ শাড়ি

বুফে না পাত পেড়েঃ পাত পেড়ে

টি কাপ না কফি মাগঃ টি কাপ

বাদশাহী আংটি না সোনার কেল্লাঃ বাদশাহী আংটি

সোনার কেল্লা না জয় বাবা ফেলুনাথঃ সোনার কেল্লা

জ্যামিতি না ত্রিকোণমিতিঃ ত্রিকোণমিতি

স্প্যানিশ না ফ্রেঞ্চঃ স্প্যানিশ

ভূমি না চন্দ্রবিন্দুঃ চন্দ্রবিন্দু

চন্দ্রিল না সুমনঃ সুমন

পোচ না হাফ বয়েল্ডঃ হাফ বয়েল্ড

ফরেস্ট গাম্প না ফিলাডেলফিয়াঃ ফরেস্ট গাম্প

স্প্ল্যানেড না এসপ্ল্যানেডঃ এ স প্ল্যা নে ড

গোঁফ না দাড়িঃ গোঁফ

খোঁপা না ঝুঁটিঃ ঝুঁটি

নিখিল না সন্দীপঃ নিখিল

রোম্যান্টিক না অ্যাকশনঃ রোম্যান্টিক

বিল গেটস না স্টিভ জবসঃ বিল গেটস

অধিকন্তু ন দোষায় না সর্বমত্যন্তগর্হিতমঃ সর্বমত্যন্তগর্হিতম

নুডলস না পাস্তাঃ নুডলস

ফ্রেন্ডস না সাইনফেল্ডঃ সাইনফেল্ড

শতাব্দী না দেবশ্রীঃ দেবশ্রী

শহর না মফস্বলঃ মফস্বল

মুলো না গাজরঃ গাজর

সিল্ক না সুতিঃ সুতি

গোলাপ না গন্ধরাজঃ গন্ধরাজ

প্রতিভা না পরিশ্রমঃ পরিশ্রম

Comments

  1. poch... sohor... protibha.... odhikontu..:)
    ar spanish ba french nie kono idea nei.. tobe french fry ba toast khete bhalobashi...:D

    ReplyDelete
    Replies
    1. এই রে সোহিনী, ফ্রাই আর টোস্ট-আমার দুটোই খারাপ লাগে। বাড়ির ডিমপাউরুটি তবু চলে, অথেনটিক ফ্রেঞ্চটোস্টে আবার চিনি ছড়ানো থাকে। সে এক অত্যাচার।

      Delete
    2. tahole authentic ta ami khaini... Indian version of french toast ta bhaloi lage.. ar french fry to alu-bhaja... in any form boro priyo...

      Delete
    3. Hmm...ekhaner french toast to pancake er moto. Ihop e daye jegulo, ota to ami khabar pore khai. Dudh diye dim ta fetay era. Ami bari te amader tai kori bikel e - dim-pauruti bhaja, jeta Maggi's hot and sweet sauce (not ketchup) diye khete hoy :D
      Ei prosongei mone holo "dimer devil" ar "devilled eggs" eo ki akash patal tofat :D

      Delete
    4. প্রথমবার ডিমের ডেভিল খেয়ে যা হতাশ হয়েছিলাম। আরেকবার এরকম হতাশার ব্যাপার ঘটেছিল দক্ষিণ ভারতের কোনো এক শহরে রাস্তার ধারে বসে থাকা চিনেবাদাম খেতে গিয়ে। এক ঠোঙা কিনে মুখে ফেলে দেখি, সেদ্ধ বাদাম। কী ভয়ানক।

      Delete
  2. Ami kintu Friends er fan. r coffee mug er o.. emon ki chaa o ami rong berong er boro boro mug e khete bhalobasi.
    echhara amar chai pitch dhala rasta. Nuri bichhono poth dekhte darun lage bote. tobe ekbar University aste giye oi nuri bochhono pothe cycle niye hurmuriye pore gechhilam. tarpor theke nuri bichono dekhleo paa r mon dui e ton ton kore.

    o hain.. ami odhikontu.. public.

    ReplyDelete
    Replies
    1. আমারও ফ্রেন্ডস খারাপ লাগে না গোবেচারা কিন্তু সাইনফেল্ড বেশি ভালো লাগে। মাগ ভালো কিন্তু একটু সূক্ষ্মতার অভাব না? পড়ে যাওয়ার ব্যাপারটা তলিয়ে ভাবিনি। সেটা ভাবলে পিচঢালা রাস্তা ভালো।

      Delete
    2. Ma ekhane eshe amader gobda gobda coffee mug gulo ke dekhe etai bolechilo - sukkhotar obhab. Tobe seta prothome size dekhe aatke othar por. Ami kintu oi fragile mihi-mihi cha-er cup pachhondo kori na. Amar je coffee mug ta ekhon desk er opor rakha tate lekha - "everything tastes better with cat hair in it". Amar 2to mao niye ei byapar ta ami bhaloi ter peyechi :D

      Delete
  3. লিখতে থাকি (প্রথমবার) -
    HB না 2B: 2B
    ডাভ না লাক্সঃ ডেটল
    পিচ ঢালা না নুড়ি বিছোনোঃ নুড়ি বিছোনো
    বারমুডা না ধুতিঃ বারমুডা
    শাড়ি না ট্যাঙ্ক টপঃ শাড়ি
    বুফে না পাত পেড়েঃ বুফে (অনেক বেশি নির্লজ্জ হওয়া যায়)
    টি কাপ না কফি মাগঃ কফি মাগ (অনেক বেশি ধরে)
    বাদশাহী আংটি না সোনার কেল্লাঃ বাদশাহী আংটি
    সোনার কেল্লা না জয় বাবা ফেলুনাথঃ জয় বাবা ফেলুনাথ
    জ্যামিতি না ত্রিকোণমিতিঃ ত্রিকোণমিতি
    স্প্যানিশ না ফ্রেঞ্চঃ ফ্রেঞ্চ
    ভূমি না চন্দ্রবিন্দুঃ চন্দ্রবিন্দু
    চন্দ্রিল না সুমনঃ চন্দ্রিল
    পোচ না হাফ বয়েল্ডঃ হাফ বয়েল্ড
    ফরেস্ট গাম্প না ফিলাডেলফিয়াঃ ফরেস্ট গাম্প
    স্প্ল্যানেড না এসপ্ল্যানেডঃ এ স প্ল্যা নে ড
    গোঁফ না দাড়িঃ গোঁফ
    খোঁপা না ঝুঁটিঃ খোঁপা
    নিখিল না সন্দীপঃ নিখিল
    রোম্যান্টিক না অ্যাকশনঃ একটাও না
    বিল গেটস না স্টিভ জবসঃ স্টিভ জোব্‌স্‌
    অধিকন্তু ন দোষায় না সর্বমত্যন্তগর্হিতমঃ সর্বমত্যন্তগর্হিতম
    নুডলস না পাস্তাঃ নুডলস
    ফ্রেন্ডস না সাইনফেল্ডঃ ?
    শতাব্দী না দেবশ্রীঃ দেবশ্রী
    শহর না মফস্বলঃ শহর!!!!!!!!
    মুলো না গাজরঃ গাজর
    সিল্ক না সুতিঃ সুতি
    গোলাপ না গন্ধরাজঃ গন্ধরাজ
    প্রতিভা না পরিশ্রমঃ প্রতিভা :)

    ReplyDelete
    Replies
    1. প্রতিভা পরিশ্রমটা একটু নেসেসারি সাফিশিয়েন্ট কন্ডিশন গোছের ব্যাপার। একটা ছাড়া আরেকটা ইউজলেস।

      Delete
    2. অনেক কাজ পড়ে রয়েছে, কিন্তু এক ফাঁকে একটু অবান্তর দেখে নেবার লোভ সামলাতে পারলাম না। আর কথাই তো আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, তাই আরেকটু ফেঁসে গেলাম আরকি।

      প্রতিভা একটি নারীর নাম, ভারতের রাষ্ট্রপতি তিনি। মালা সিনহার মেয়ের নামও প্রতিভা। কিন্তু এখানে আমরা প্রতিভা এবং পরিশ্রম নিয়ে কথা বলবো।

      গ্রেট মেন থিংক অ্যালাইক, মাইকেলের সাথে আমি একমত যে জিনিয়াস মানে ৯৯% ঘাম ঝরানো এবং ১% ইন্সপিরেশন। প্রতিভা সবারই থাকে, এই কথাটাই আপনি আরেকটা থ্রেডে লিখেছিলেন যে কেউ ভালো শাড়ি পরাতে পারে, কেউ কান নাড়াতে পারে, কেউ ঠোঁট বেঁকাতে পারে, কেউ ভালো গান করে, কেউ কবিতা লিখে, কেউ ক্রিকেট খেলে, কেউবা ভালো অভিনয় করতে পারে। ফেসবুকে একটা পোস্ট দেখা যায় ইদানিং, আইনস্টাইন (ঢপ কিনা জানি না) নাকি বলেছিলেন "সবাই জিনিয়াস, কিন্তু তুমি যদি একটা মাছকে তার গাছে চড়ার যোগ্যতা দিয়ে বিচার করো, তাহলে সে সারা জীবন নিজেকে মূর্খ ভাববে"।

      তা কি নিয়ে কথা হচ্ছিল? প্রতিভা এবং পরিশ্রম? আমার খাতায় পরিশ্রমের দাম সর্বদাই বেশি (বোধহয় নিজের প্রতিভা নেই বলে), এবং প্রতিভা কে আমি পরিশ্রমের পরিপূরক মানতে আপাতত রাজি হচ্ছি না। আমি মনে করি যে প্রতিভা না থাকলে একজন সুভাষ বোস হয়ত হতে পারবে না, কিন্তু কেবল পরিশ্রমের জোরেই নিজেকে তক্তপোষের চেয়ে ওপরে তুলে নিয়ে যেতে পারবে (টোকাটুকির জন্যে ক্ষমাপ্রার্থী)। একে

      কিন্তু যদি পরিশ্রম না থাকে? তাহলে সে তার আদি-অনন্ত প্রতিভা নিয়ে গোল্লায় যাবে।

      কনক্লুশনঃ আমার পার্সোনাল মত হল এই যে পরিশ্রম প্রতিভার চেয়ে অনেক বেশি জরুরি, এবং আখেরে অনেক বেশি কাজে দেয়। দেয়ালে মশারির জন্যে পেরেক পুঁততে হলে শিবলিঙ্গের চেয়ে হাতুড়ি বেশি কাজে দেয়।

      একটু কাজ করে নিই, সদ্য সদ্য আমার ম্যানেজার বদল হয়েছেন, চাকরিটা বাঁচানো খুব দরকার।

      Delete
    3. একমত একমত। প্রতিভা নেই বলে দুঃখ করবেন না দেবাশিস, আমি আমার চেনা একটিও প্রতিভাবান লোক দেখিনি। প্রতিভা শব্দটাকে আজকাল যেরকম খোলামকুচির মতো ব্যবহার করা হয় ব্যাপারটা অত সুলভও নয়। তবে পরিশ্রম করলে তক্তপোষের ওপরে ওঠা যে যেতে পারে বললেন, এইটা আশার কথা। চেষ্টা করে দেখব।

      Delete
    4. পরিশ্রমের মূল্য অনেক বেশি, এবং একশোবারে নিরানব্বইবার সে বেশি সফল। কিন্তু প্রতিভা অনেক বেশি ঘ্যাম। :)

      Delete
    5. 'ঘ্যাম' ব্যাপারটায় লাইক :)

      Delete
  4. ফ্রেন্ডস না সাইনফেল্ডঃ অবশ্যই ফ্রেন্ডস
    ফরেস্ট গাম্প না ফিলাডেলফিয়াঃ ফিলাডেলফিয়া
    গোঁফ না দাড়িঃ দুটোই ;)

    ReplyDelete
    Replies
    1. শেষেরটায় হাই ফাইভ সংহিতা।

      Delete
  5. of course nikhil....e to abar subhas bose na taktoposh...gowhar jaan na peekdan hoye gelo :)

    ReplyDelete
    Replies
    1. আরে কিছু লোকের আবার ব্যাড বয়দের পছন্দ হয় শম্পা। তাই ভেবে আমি ভাবলাম কী জানি।

      Delete
  6. Onek guloi mileche. Tobe jegulo millo na:

    1. Dove. Lux ta boddo shokto.
    2. Buffet. Ami khub dheere khai bole paat pere khele amar ektu khete na khetei porer khabar ta chole ashto. Past tense e bolchi karon goto 12 yrs e bodhoy ar paat pere khaini.
    3. Coffee mug. Darun expressive byapar ta. Ar Seattle e theke ami coffee'r for e katha na bolle baje hobe.
    4. Geometry hands down jitbe. Theorem-Rider er moto jinish hoy?
    5. French. Language, literature, fries...sob bhalo.
    6. Chandril/ Suman e khub fight holo. Bujhte parchi na ke jitbe.
    7. Poach. Arnab half-boiled khaye. Chhotobelay oke ekta bati te ekta half-boiled deya hoto, o sara bari ghure ghure 1 hr dhore seta kheto :P
    8. City...c'mon!!! Khyak khyak khyak!!!
    9. Golap...lal, holde, pink, sada, mauve, etc etc etc. Prithibi'r best phool :)
    10. Silk. Tobe shutir bed clothes, sleeping suit ar towel.

    Jegulo no comments:
    1. Debasree na Satabdi - Yuck yuck yuck! Dujonkei :D
    2. Friends etc - Ami ektao dekhini.
    3. Protibha na parisram - Both. Protibha na thakle porisrom koreo kono labh nei. Oi first division porjonto uthbe. Ar porisrom na korle protibha mathe mara jabe.
    4. Mulo na gajor - Ekhaneo yuck yuck yuck...dujonkei :D
    5. Gof na daari - Ramchhagoler daari bhalo manay, ar hulo beral er boro boro gof. Rabindranath er dutoi bhalo ar baki der dutoi baje.
    6. "Splanade" bole kono katha hoy na. Esplanade tai ekmatro thik katha. Esplanade mane fort er samner math. Bojhai jache Fort William er theke ei naam ta esheche. Similarly "state" ar "estate" ek jinish noy :P
    7. Dhuti na bermuda - hahahaha!!! Ami to ektao pori na :D :D

    Comments:
    Steve Jobs ke niye boddo barabari hoy. Apple er sob kichu niyei barabari hoy. Othocho Billu-kaku manush ta onek bhalo. Melinda kakima-o manush bhalo :)

    ReplyDelete
    Replies
    1. রিয়া, বান্টি তোমাকে হাই ফাইভ দিতে বলছে। লাক্সটা ওরও নাকি থান ইটের মতো লাগে।

      দেবশ্রী শতাব্দীর মধ্যে মন্দের ভালো কাকে মনে হয়? মুলো আর গাজরের মধ্যে কোনটা কম প্রাণঘাতী? দাড়ি গোঁফের মন্তব্যটায় হাই ফাইভ। বিল্লুকাকু মেলিন্ডাকাকিমা আমারও খুব পছন্দের লোক। স্টিভ জবসের সেলফ হেল্প বাণীর থেকে অনেক ভালো।

      Delete
    2. Ajkei lunch e mulo'r salad kheyechi tai mulo ke ekhon kharap bolbo na, bod hojom hobe. Debasree-i hoyto ektu better karon or 19-e April amar boroi bhalo lagey. On second thoughts ami Satabdi'r kono cinema dekhechi bole mone porche na :D Lux er ekta sobuj saban ache na? Amader parar "kaka'r dokan" er kaka bolechilo oi saban ta makhle gayer rong sobuj hoye jabe, tai ami Lux ke ektu eriye choli :D

      Delete
    3. আরে এ মুলো সে মুলো না রিয়া। এখানে তো সব গোল গোল কিউট দেখতে র‍্যাডিশ। আমি আমাদের গোবদা সাদা মুলোর কথা বলছি। তোমার 'কাকা' লোকটি তো ভয়ানক মনে হচ্ছে।

      Delete
  7. Jyamiti na Trikonmiti-te Jyamiti jitbe...Chandril aar Suman e oboshyoi Suman (bechara Chandril, kichhu kichhu lok-ke second boy hoyei thakte hoy, ki r kora jaabe :()...paat pere na buffet ta ektu dicy..amar paat pere khete oshombhob bhalo laage, kintu aajkaalkaar caterer-ra oi alur dom repeat kora, kintu mangsho ekbar ghuriyei niye jay bole ekhon buffet-tai beshi triptir laage....onek beshi gonotantrik...

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ শ্রমণ। চন্দ্রিলকে আর এই জায়গাটায় জিততে হল না। বেচারা। বসার জায়গা পেলে বুফে খারাপ না। কিন্তু না পেলে শাড়ি সামলে ব্যাগ সামলে প্লেট ব্যালেন্স করে পাতুরির কলাপাতার প্যাঁচ খোলা আমার কম্ম না।

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. লিখেই নিই, ইগনোর করার অনেক চেষ্টা করলাম

      HB না 2B: খাইসে, ওসব আঁকিয়েদের ব্যাপার, আমি ওই ব্যাপারে খুব আনাড়ি

      ডাভ না লাক্সঃ লাক্সটাই ভালো বোধহয়, বিজ্ঞাপন গুলোতে সুন্দরী মেয়েদের দেখা যায়

      পিচ ঢালা না নুড়ি বিছোনোঃ পিচ ঢালা, নুড়ি বিছনো রাস্তায় হাঁটতে কষ্ট

      বারমুডা না ধুতিঃ ধুতি ভালো, কিন্তু পরতে কষ্ট

      শাড়ি না ট্যাঙ্ক টপঃ বিদ্যা বালান হলে শাড়ি, ক্যাটরিনা হলে ট্যাঙ্ক টপ (স্মল সাইজ)। দিদিরা, খারাপ পাইয়েন না যেন।

      বুফে না পাত পেড়েঃ বুফে। যে ছেলেরা একবার দ্বিরাগমন/জামাইষষ্ঠী তে পাত পেড়ে খেয়েছে, তারা বাপের জন্মে আর কোনোদিন পাত পেড়ে খাবে না

      টি কাপ না কফি মাগঃ এটা কোন প্রশ্ন হল আজ্ঞে? অফ কোর্স, চা খেলে চায়ের কাপ, আর কফি খেলে কফির মাগ

      বাদশাহী আংটি না সোনার কেল্লাঃ সোনার কেল্লা, স্রেফ জটায়ুর জন্য

      সোনার কেল্লা না জয় বাবা ফেলুনাথঃ জয় বাবা ফেলুনাথ, মগনলাল মেঘরাজের জন্য

      জ্যামিতি না ত্রিকোণমিতিঃ দুটোই। সাথে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সব চলবে

      স্প্যানিশ না ফ্রেঞ্চঃ ফুটবল টিম বা গিটার হলে স্প্যানিশ। ফ্রাই, টোস্ট বা কিস হলে ফ্রেঞ্চ। ভাষা তো কোনটাই জানি না। তবে ফরাসিরা বড্ড নাক উঁচু। প্যারিসে একটা মেট্রো স্টেশনের নাম ROME, উচ্চারণ হোম/খোম (মানে ওই প্রথম সিলেবল টা বাংলায় নেই)।

      ভূমি না চন্দ্রবিন্দুঃ চন্দ্রবিন্দু, কেবল ওই গীতগোবিন্দ গানটার জন্য

      চন্দ্রিল না সুমনঃ সুমন

      পোচ না হাফ বয়েল্ডঃ হার্ড বয়েল্ড, ফর টেন মিনিটস

      ফরেস্ট গাম্প না ফিলাডেলফিয়াঃ আবার খাইসে

      স্প্ল্যানেড না এসপ্ল্যানেডঃ এ স প্ল্যা নে ড

      গোঁফ না দাড়িঃ আমার কোনটাই নেই আজ্ঞে, ভালো লাগে না

      খোঁপা না ঝুঁটিঃ আরও খাইসে

      নিখিল না সন্দীপঃ সন্দীপ, চাটুজ্জে বাবু বড় ভালো অভিনয় করেছিলেন

      রোম্যান্টিক না অ্যাকশনঃ অ্যাকশন, সিংঘম টাইপের

      বিল গেটস না স্টিভ জবসঃ বিল, ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে দিয়েছেন

      অধিকন্তু ন দোষায় না সর্বমত্যন্তগর্হিতমঃ ডিপেন্ডস অন হোয়াট ইউ আর অফারিং

      নুডলস না পাস্তাঃ পিজা পাবো না বুঝি?

      ফ্রেন্ডস না সাইনফেল্ডঃ এটা খাইসে না, এক্কেবারে শেষ পাইসে

      শতাব্দী না দেবশ্রীঃ দেবশ্রী

      শহর না মফস্বলঃ শহর

      মুলো না গাজরঃ গাজর। কিন্তু প্রশ্নটা বড়ো পুওর হল

      সিল্ক না সুতিঃ সুতি

      গোলাপ না গন্ধরাজঃ কিনি তো গিন্নির জন্যে, তা তিনি গোলাপ পেলে খুশি হন

      প্রতিভা না পরিশ্রমঃ পরিশ্রম। অন্যটার খুব অভাব আমার জীবনে

      Delete
    2. আপনি তো অঙ্কে বাহাদুর মনে হচ্ছে দেবাশিস। দশ মিনিট ধরে ফোটালে সে ডিম ফুটে তো ছানা বেরিয়ে যাবে, আমার আবার 'রানি ইয়োক' পছন্দ। সিংঘম টাইপস সিনেমা দেখলে আমার বিপি চড়ে যায় তাই ডাক্তারবাবু ওসব দেখতে বারণ করে দিয়েছেন। প্রতিভার ব্যাপারটায় জোড়া হাতে হাই ফাইভ।

      Delete
    3. Na na, 10 mins photano dim khub bhalo khete hoy. Amio otai khai most of the time. Kalkei khelam. Tachhara dim er rannay to ektu hard boiled ditey hoy, half boiled dim diye ki ar jhol hoye na devilled eggs hoy?
      "Singham" er comment e "like" dilam :D

      Delete
    4. তাই নাকি? খেয়ে দেখব তো।

      Delete
  9. যাঃ, সব্বাই যখন লিখে ফেললো, আমিই বা বাদ থাকি কেন...(যে গুলো মিললো না...)

    বারমুডা না ধুতিঃ যে ছেলে ধুতি লিখবে, সে হয় বয়োবৃদ্ধ, নয় মিথ্যেবাদী :P

    টি কাপ না কফি মাগঃ কফি মাগ

    স্প্যানিশ না ফ্রেঞ্চঃ ফ্রেঞ্চ

    চন্দ্রিল না সুমনঃ চন্দ্রিল

    পোচ না হাফ বয়েল্ডঃ পোচ

    অধিকন্তু ন দোষায় না সর্বমত্যন্তগর্হিতমঃ অধিকন্তু ন দোষায়

    ফ্রেন্ডস না সাইনফেল্ডঃ আবার জিজ্ঞেস করে!!

    প্রতিভা না পরিশ্রমঃ প্রতিভা

    ReplyDelete
    Replies
    1. ঠাকুরঘরে-কে-আমি-কলা-খাইনি ধরনের ব্যাপার হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু বিশ্বাস করুন সুনন্দ, ধুতি আমার সত্যিই খুব এলিগেন্ট লাগে। ইন ফ্যাক্ট, আমি নিজে ইউটিউব দেখে ধুতি পরতে শিখেছি, আগে পারতাম না। তবে বৃদ্ধ হয়ে যাচ্ছি, তা হয়তো ঠিক, চুলগুলো পেকে যাচ্ছে, চানের সময় কিছু কিছু পড়েও যাচ্ছে, একটি নেয়াপাতি ভুঁড়ি বেড়েই যাচ্ছে, কিছুতেই কব্জা করতে পারছি না। তবে শরীরের বয়স বাড়লেও মনের বয়স বাড়ছে না, মানে আমিই বাড়তে দিচ্ছি না।

      Delete
    2. আহা! দুঃখ পাবেন না... ধুতি নিয়ে আমার অভিজ্ঞতা ঠিক শৌখিন নয়, আর আমার সব বন্ধুরই কম বেশি একরকম, তাই ওর'ম বলা... নরেন্দ্রপুর হোস্টেলে ভর্তি হয়ে প্রথম আবিষ্কার করলাম, সকাল পাঁচটায় উঠে ৫ মিনিটের মধ্যে ধুতি পরে প্রার্থনার জন্য তৈরি হওয়া কি ভীষণ ব্যাপার... ধুতি ছিলো কম্পালসারি। বিশ্বাস করুন, এত আতঙ্ক হয়ে থাকতো, যে অনেকে গিঁট দিয়ে, সেলাই করে রেডিমেড বানিয়ে রাখতো, যাতে সকালে প্যান্টের মতো গলিয়ে নেওয়া যায়।
      সেই থেকে প্রার্থনা আর ধুতির ওপর একই রকম শ্রদ্ধা আমার... বিয়েও করেছি জিন্‌স্‌ পরে... জাস্ট ওই ভয়ে :)

      Delete
    3. syar, erokom gender bias bhalo na....meyerao dhuti porte pare. aami tow choto bela theke cheleder paath kore aar dhuti pore pore klanto hoye gelam. kayda kore porte parle (not iskcon marka btw) besh elegant dress.

      Delete
    4. এই তো! যে কোন রজ্জুতে জেন্ডার 'বায়স' বসে থাকতে দেখা কি ঠিক? আমি তো বলেছি, "যে ছেলে ধুতি লিখবে, সে..."
      মেয়েরা সুন্দরতর লিঙ্গ... ধুতি কেন, ল্যাঙোট কেও কায়দা করে পরে elegant বানাতে সক্ষম... এককথায় মেনে নিচ্ছি... :P

      Delete
    5. এখানে আমার মতো মূর্খের কিছু বলা উচিত হবে না। দূর থেকে দেখা ছাড়া ধুতির সাথে আমার কোনোকালে কোনো সম্পর্ক ছিল না। তবে দেবাশিসের ইউটিউব দেখে ধুতি পরা শেখায় আমি চমৎকৃত। কী নিষ্ঠা! আপনার হবে।

      শম্পা, ধুতির লড়াইয়ে মেয়েদের প্রতিভূ হয়ে ছেলেদের সাথে সমানে সমানে লড়ে যাওয়ার জন্য তোমার প্রতি হাওয়ায় মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ছি।

      সুনন্দ, "জেন্ডার বায়স"--হাই ফাইভ।

      Delete
    6. Amio ekbar dhuti porechilam...tobe chheleder part noy, sejechilam "Sugreeb" - "Lakshmaner shaktishel" e! Lyaj o ekta porte hoyechilo :P

      Delete
    7. হাহাহাহাহাহা, একেবারে সুগ্রীব রিয়া? অসাধারণ ব্যাপার কিন্তু।

      Delete
  10. Sakolei Nikhil, Nikhil likhchhe dekhe khub ghabre gechhilam, ami-i ki tobe eka naamta Nikhilesh bole bhabchhi? Rabindra rachonaboli khule dekhe nilam, nah Sandeep Nikhilesh ke Nikhil dakto bote, kintu anno sab jaigay Nikhilesh bolei refer kora achhe! Ami boita bohudin age porechhilam, cinema tao gato 8-10 bachhore ar dekha hoini. Bangaleeder sathe tattwik alochona-o gato 12-14 bachhore bisesh hoini. tai ekta proshno, Nikhilesh ke ki pathakra Nikhil bolei refer kore thaken?

    ReplyDelete
    Replies
    1. মোক্ষম জায়গায় ধরেছ রুচিরা। আমারও লিখে মন খচখচ করছিল। আমি নিজে আজীবন নিখিলেশকে নিখিলেশ বলে ডেকে এসেছি, ভবিষ্যতেও তাই ডাকব। লেখার সময় দুজনের নামই তিন অক্ষরের করার জন্য নিখিল লিখেছিলাম। লিখে নিজেই ভয়ে ভয়ে ছিলাম কেউ ভুল ধরে নাকি।

      Delete

Post a Comment