কুইজঃ এঁরা কারা?





১. জন্মদিন ৬ই জানুয়ারি ১৮৫৪, ড্রাগ-অ্যাডিক্ট, ওয়েল মার্কড Supra-orbital development ওয়ালা Dolichocephalic খুলির মালিক। দিনের পর দিন কিছু না খেয়ে থাকতে পারেন। খবরের কাগজ পড়েন না, কারণ অদরকারি তথ্য দিয়ে মস্তিষ্কের RAM জ্যাম করায় বিশ্বাস করেন না।

২. ইনি আবার দিনে দুটো করে খবরের কাগজ পড়েন, নিয়ম করে চার্চে যান, বাগান করতে ভালোবাসেন, তার থেকেও বেশি ভালোবাসেন লোকের কেচ্ছা ঘাঁটতে। মানুষকে মোটে বিশ্বাস করেন না। অবিবাহিত।

৩. বিধবা, গলায় রুদ্রাক্ষের মালা, মনে সিংহের মতো তেজ আর জিলিপির মতো প্যাঁচ। ঘাসের চচ্চড়ি রেঁধে বড়লাটকে তাক লাগাতে পারেন, রেগে গিয়ে তাকালে গরু তিনদিন দুধের বদলে দই দেয়।

৪. ডোরাকাটা, হাসিখুশি, এদিকে নাম রাখা হয়েছে এক গোমড়ামুখো দার্শনিকের নামে। প্রিয়বন্ধু এবং মালিকের বয়স ছয়।

৫. ঠিকানা, সর্দার শংকর রোড, লেক মার্কেট। বইয়ের পোকা, তথ্যের শিকারি। বলতে গেলে মাথার ভেতর জেরক্স মেশিন বসানো আছে। মনের জানালা সর্বদা খোলা রাখেন। আর পাঁচটা বুদ্ধিমান লোকের মতো এঁর পৈতৃক নিবাসও পূর্ববঙ্গ।   

৬. কুচকুচে কালো নধর দেহ, দেহে বোঁটকা গন্ধ, আধহাত দাড়ি। কচি পটলের মতো দুটো শিং, মনিবপত্নী আদর করে কেমিক্যাল সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছেন। গলায় লাল টুকটুকে ফিতে, মনিবের সাত বছরের মেয়ে টেঁপি ভালোবেসে পেঁচিয়ে দিয়েছে।

৭. পেশা ব্যারিস্টারি, নেশা স্টাইল। অক্সফোর্ডে সাত বছর কাটিয়ে দেশে ফিরে কথার কারখানা খুলে বসেছেন। লেখালিখি, প্রেম, সাজপোশাক---সব নিয়েই জোরগলায় মতামত দিয়ে থাকেন। ট্যাঁশ মহিলামহলে ভয়ানক জনপ্রিয়।

৮. হাইজাম্পে মহকুমা এক্সিবিশনে ফার্স্ট, দুর্ধর্ষ সেন্টার ফরওয়ার্ড, সাঁতারে অদ্বিতীয়। গাছে উঠতে পারে, ঘোড়ায় চড়তে পারে, বক্সিং করতে পারে। এসব করতে গিয়ে অবশ্য এফ.. পরীক্ষার রেজাল্টটা একটু খারাপ হয়ে গেছে। সেকেন্ড ক্লাস।

৯. সহাস্য সঙ্গীতজ্ঞ, মুন্ডিতমস্তক। পয়সা পাওয়ার আশায় ফাঁসি যেতেও রাজি।

*****

নিয়মাবলীর চর্বিতচর্বণঃ ওপরের লোকগুলোকে চেনার জন্য আপনারা সময় পাবেন চব্বিশ ঘণ্টা। দেশে মঙ্গলবার সকাল দশটা আর নিউইয়র্কে সোমবার রাত সাড়ে বারোটা পর্যন্ত। ততক্ষণ কমেন্ট অফ করা থাকবে। 

অল দ্য বেস্ট। 


*****

খেলা শেষ, এবার উত্তরের পালা।

১. শার্লক হোমস

২. মিস মার্পল। অবিবাহিত শব্দটা দেখে অনেকে হারক্যুল পোয়্যারো আন্দাজ করেছেন। তবে চার্চ আর কেচ্ছার ক্লুদুটোর কথাও মাথায় রাখতে হবে। পোয়্যারোও আস্তিক ছিলেন, কিন্তু মার্পলের সঙ্গে চার্চের সম্পর্ক অনেক নিবিড় ছিল। তাছাড়া পোয়্যারো  সারাদিন বাইনোকুলার চোখে এঁটে লোকের কেচ্ছা খুঁজে বেড়াতেন না। ও হ্যাঁ, বাগান। পোয়্যারো একবার গ্রামে গিয়ে কুমড়ো ফলানোর চেষ্টা করেছিলেন, তাঁর বাগানের দৌড় ওর বেশি আর এগোয়নি।

আর আমার নিজের বিশ্বাস পোয়্যারো মিস মার্পলের মতো অত সিনিকও ছিলেন না।

৩. পদিপিসি

৪. হব্‌স্‌

৫. সিদ্ধেশ্বর বোস, ওরফে সিধু জ্যাঠা।

৬. লম্বকর্ণ

৭. অমিত রে

৮. শঙ্কর। এখানে যারা টেনিদা বলেছে আমি তাদের যুক্তির সঙ্গে সম্পূর্ণ একমত। কিন্তু বিভূতিভূষণ দাবি করেছেন যে শঙ্কর সত্যি সত্যিই ওই সব কিছু পারত। আর স্রষ্টার কথা মেনে নেওয়া ছাড়া আমরা নিরুপায়। কাজেই।

৯. নেড়া


Comments

  1. ১। শার্লক হোমস

    ২। মিস জেন মার্পল

    ৩। পদিপিসী

    ৪। হবস

    ৫। সিধুজ্যাঠা

    ৬। ভয়ানক চেনা লাগছে, জানি না পেরে ক্ষমার অযোগ্য একটা অপরাধ করছি, কিন্তু মনে পড়ছেনা। :-(

    ৭। অমিত রায়

    ৮। শঙ্কর

    ৯। ন্যাড়া

    ওপরের ছবিটা "টুনটুনি আর নাপিতের গল্প" থেকে নেওয়া, তাই না?

    ReplyDelete
    Replies
    1. শার্লক হোমস

      মিস জেন মার্পল

      পদিপিসী

      হবস

      সিধুজ্যাঠা

      ভয়ানক চেনা লাগছে, জানি না পেরে ক্ষমার অযোগ্য একটা অপরাধ করছি, কিন্তু মনে পড়ছেনা। :-(

      অমিত রায়

      শঙ্কর

      ন্যাড়া

      ওপরের ছবিটা "টুনটুনি আর নাপিতের গল্প" থেকে নেওয়া, তাই না?


      সুগত, আপনার লেখাটা যাঁরা পড়তে পারছেন না তাঁদের জন্য আপনার উত্তরগুলো আবার লিখে দিলাম। খুব ভালো খেলেছেন, লম্বকর্ণকে ভুলে যাওয়াটা একটু বিপজ্জনক কারণ ওই সোনাবাঁধানো শিঙের গুঁতো খাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখব যাতে ওর কানে খবরটা না যায়।

      খুব ভালো খেলেছেন। অভিনন্দন।

      Delete
  2. ১. sherlock holmes

    ২. poirot

    ৩. podipisi?

    ৪. Hobbs

    ৫. Sidhu Jyatha

    ৬. isshh eta keno janina mathay asche na..gangaraam?

    ৭. amit ray. urf nibaron chakkotti.

    ৮. hmmm..tenida?

    ৯.nyara

    eita darun quiz chilo. kota parlam janar jonye hebby tension hochhe.

    ReplyDelete
    Replies
    1. প্রায় সবই তো পেরেছ স্বাগতা। অনেক অনেক কনগ্র্যাচুলেশনস। খেলেছ যে তাতে আমি খুব খুশি হয়েছি।

      Delete
    2. joghonyo..marple ta puro judgement diye bowled holam je :( amar sudhu oi kumro folano tai mone porchhilo...jaak better luck next time :)

      Delete
    3. একদম স্বাগতা। পরের বার তুমি একশো পাবে, দেখো।

      Delete
  3. Sohojtomo-taa likhe feli: Hobbes (chaar nombor proshno'r uttor).

    ReplyDelete
    Replies
    1. ঝিংকা, হবসকে চিনেছ দেখে খুশি। তবে আমি নিশ্চিত তুমি আরেকটু ভাবলে আরও অনেককে চিনতে পারতে।

      Delete
  4. 1. Sherlock Holmes
    5. sidhu jyatha
    6. lombokorno
    7. amit ray

    ReplyDelete
    Replies
    1. এই তো সোহিনী, তুমি প্রথম উত্তরদাতা যে লম্বকর্ণকে চিনতে ভুল করনি। অভিনন্দন।

      Delete
  5. 1. Sherlock
    2. Miss Marple ('obibahito'-ta ki gender neutral shobdo?)
    3. Podi Pishi
    4. Hobbes
    5. Shidhu jyatha
    6. Lombokorno
    7. Amit Ray
    8. Eita thik sure na. Shontu?
    9. NyaRa

    ReplyDelete
    Replies
    1. বাঃ বাঃ সোমনাথ, প্রায় মেরেই এনেছিলে কিন্তু। শ-এ স-এ গুলিয়ে গিয়ে একটা একটু ভুল হয়ে গেল। কিন্তু সেটার কথা মনে রাখারই দরকার নেই। খেলায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ।

      Delete
  6. খুব বাজে পার্ফর্মেন্স।
    ১) হোম্‌স্‌
    ২) পয়রো
    ৩) পদীপিসি
    ৪) হব্‌স্‌
    ৫) সিধুজ্যাঠা
    ৬) লম্বকর্ণ
    ৭) পারব না
    ৮) পেটে আসছে, মুখে আসছে না :(
    ৯) ন্যাড়া

    ReplyDelete
  7. ৮ কি শঙ্কর (চাঁদের পাহাড়)?

    ReplyDelete
  8. ২ বোধহয় মার্প্‌ল্‌।

    ReplyDelete
  9. ১. শার্লক হোমস
    ২. মিস মার্পল
    ৩. পদি পিসি
    ৪. হবস
    ৫. সিধু জ্যাঠা
    ৬. লম্বকর্ণ
    ৭. অমিত রায়
    ৮. শঙ্কর
    ৯. নেড়া

    ReplyDelete
    Replies
    1. আবারও পিয়াস এসে একশোয় একশো বাগিয়েছে। খুব খুব ভালো খেলেছ পিয়াস। অভিনন্দন। আশীর্বাদ করি তোমার এই ফর্ম চিরদিন বজায় থাকুক।

      Delete
    2. ওটাই তো চিন্তা কুন্তলাদি... ফর্মটা তেন্ডুলকরোচিত নাকি ইউসুফ পাঠানোচিত সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন ...
      আর একটা খটকা ... টেনিদা সেকেন্ড ক্লাসেই বা কবে পাশ করল? :-P

      Delete
    3. তাও আবার এফ. এ.? আমার অবশ্য কোনও ধারণা নেই এফ. এ. কবেকার ব্যাপার তবে মান্ধাতার আমলের কিছু হবে বলেই মনে হয়। সেদিক থেকে দেখতে গেল টেনিকে তো এই সেদিনের ছোকরা বলে মনে হয়।

      Delete
  10. নাঃ, ফাইনাল উত্তর -
    হোমস্‌ মার্পল পদীপিসি হব্‌স্‌ সিধুজ্যাঠা লম্বকর্ণ ? শঙ্কর ন্যাড়া

    ReplyDelete
    Replies
    1. এই তো। তোমার অধ্যবসায় দেখে আমি মুগ্ধ। অমিত রে-কে খুব একটা পোষায় না মনে হচ্ছে? আমারও না, হাই ফাইভ।

      Delete
  11. 1. Sherlock Holmes
    2. Miss Jane Marple
    3. Podipishi
    4.
    5. Sidhu Jyatha
    6. Gongaram
    7. Amit Ray
    8.
    9. Nyara (Ha Ja Ba Ra La)

    Er beshi ar holo na :( :(

    ReplyDelete
    Replies
    1. আরে এই তো যথেষ্ট হয়েছে। খুবই ভালো খেলেছেন। খেলার জন্য অনেক ধন্যবাদ আর অভিনন্দন রইল।

      Delete
  12. 1. Sherlock
    2. Miss marple
    3. podipishi (?)
    4. Calvin and hobbes
    5. Shidhu jyatha
    6. Lombokorno (?)
    7. Amit Ray
    8. Tenida (?)
    9.

    onekguloi parlam na aaronek guloi bhool hobe mone hoe.

    ReplyDelete
    Replies
    1. এত কনফিডেনসের অভাবে ভুগলে হবে পরমা? অনেকগুলোই পেরেছ, আর অনেকগুলোই ঠিক হয়েছে। এক নেড়াবাবু তোমাকে ধরা দেননি দেখছি। পরের বার একশো পাবে, এই আশীর্বাদ রইল।

      Delete
  13. 1. Sherlock Holmes
    4. Hobbes
    5. Sidhu Jyatha

    ReplyDelete
    Replies
    1. আমার আপনার এই বিষয়টা বেশ লাগে আর জি বি। যেগুলো জানেন পারবেন, সেগুলোই লিখে খাতা জমা দিয়ে বেরিয়ে যান। পেনসিল চিবিয়ে কিংবা টস করে বাকি উত্তরগুলো গেস করার জন্য হলে বসে টাইম ওয়েস্ট করেন না।

      খেলার জন্য অনেক ধন্যবাদ জানালাম।

      Delete
    2. Aapnar barnana pore jatata practical bole mone hoy, totota practical hote parle to khubi bhalo hoto!

      Delete
  14. 1. Sherlock Holmes
    2. Father Brown
    3. Podi pisi
    4. Hobbes
    5. Sidhu jyatha
    6. Parashuram er kono lekha'r choritro ki?
    7. Amit Ray
    8. Pet e asche, mukhe asche na
    9. Kono dharona e nei.

    ReplyDelete
    Replies
    1. প্রতিমা, খুব ভালো খেলেছেন। চার্চ দেখে ফাদার ব্রাউন গেস করাটা একেবারেই যুক্তিযুক্ত হয়েছে। পরশুরামটাও মেরে এনেছিলেন। অভিনন্দন। পরের বার আরও ভালো হবে।

      Delete

Post a Comment