এমা। আর আমরা তোমার ভক্ত পাঠক-পাঠিকারা যে আছি? তোমার কলম (থুড়ি, কীবোর্ড)-নিসৃত এক একটি শব্দের জন্য আমরা আকুল হয়ে থাকি, সেটা বুঝি সোশ্যাল লাইফ-এর সংজ্ঞায় পড়েনা? যাত্তারা। :(
আরে অবান্তর, এবং অবান্তরের সঙ্গে সঙ্গে তোমরাও তো আমার পার্সোন্যাল লাইফের অঙ্গ হয়ে গেছ কৌশিক। ইন ফ্যাক্ট অবান্তরের মধ্য দিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি হাজার হাজার ওয়াইল্ড ড্যান্স পার্টির আকর্ষণ উপেক্ষা করতে পারি। তবেই বোঝো।
এমা। আর আমরা তোমার ভক্ত পাঠক-পাঠিকারা যে আছি? তোমার কলম (থুড়ি, কীবোর্ড)-নিসৃত এক একটি শব্দের জন্য আমরা আকুল হয়ে থাকি, সেটা বুঝি সোশ্যাল লাইফ-এর সংজ্ঞায় পড়েনা? যাত্তারা। :(
ReplyDeleteআরে অবান্তর, এবং অবান্তরের সঙ্গে সঙ্গে তোমরাও তো আমার পার্সোন্যাল লাইফের অঙ্গ হয়ে গেছ কৌশিক। ইন ফ্যাক্ট অবান্তরের মধ্য দিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি হাজার হাজার ওয়াইল্ড ড্যান্স পার্টির আকর্ষণ উপেক্ষা করতে পারি। তবেই বোঝো।
Deleteঅবান্তর ডাইস এর ওই দিকটা তে আছে যেখানে বড় অক্ষরে YES লেখা আছে :)
ReplyDeleteহাহা প্রি, ঠিক ধরেছ।
Delete