সাপ্তাহিকী



গাছের ছবি তুলেছেন বিলি কিড


Your career is not a sprint; it's a marathon.
                                                   ---Jason Santa Maria, designer.



যোগাযোগ, সংযোগ, কমিউনিকেশন, যে নামেই ডাকুন না কেন, সত্যিটা বদলায় না.

মায়ের হাফ-লেখা কবিতা যখন মেয়ের হাতে পড়ে.

আমার অনেক টাকা থাকলে বাড়িতে এরকম একটা ঘর রাখতামই রাখতাম.

পড়ন্ত বেড়ালকে খুঁটিয়ে দেখেছেন কখনো? দেখার মতই ব্যাপার কিন্তু.

রক পেপার সিজরস. ছাড়াও আরো কিছু.



আপনারা সবাই ভালো হয়ে থাকবেন, অবান্তরকে মনে রাখবেন, সোমবার দেখা হবে. টা টা.  

Comments

  1. দাঁড়ির বদলে ফুলস্টপ দেওয়াটা ফ্যাশন হয়েছে বুঝি?

    ReplyDelete
    Replies
    1. আরে না, আমার ল্যাপটপের শ্বাস উঠেছে, অভ্র চলছে না. খুলতে গেলে বলছে অলরেডি রানিং ইউ ডু নট হ্যাভ পারমিশন টু ওপেন ইট এগেইন. তাই গুগল ট্রান্সলিটারেশন দিয়ে কাজ চালাচ্ছি. যেখানে দাঁড়ির বদলে ফুলস্টপ পড়ে. আমার কোনো দোষ নেই.

      Delete
    2. দুটো সল্যুশন:

      ১) ফুল স্টপ না দিয়ে "পাইপ" ব্যবহার করুন, মানে যেটা ওই ডান দিকে এন্টার কি-এর কাছাকাছি থাকে।

      ২) নিচে টাস্কবারে রাইট ক্লিক করে "Start task manager" করুন। সেটা খুললে পরে প্রসেস ট্যাব-এ দেখুন "avro.exe" টাইপস কিছু লেখা আছে কিনা। থাকলে সেটায় রাইট ক্লিক করে "End process tree" করে দিন। তারপর দেখুন অভ্র চলে কিনা।

      Delete
    3. টাস্ক ম্যানেজার-টিই তো গেছে. মাইক্রো সেকেন্ড দেখা দিয়ে ভুস করে মিলিয়ে যায়| পাইপটা অবশ্য ব্যবহার করা যায়| বুঝতেই পারছেন সেটাই করছি|

      Delete
    4. সর্বনাশ! ভাইরাস ধরেছে! সাবধানে থাকবেন।

      Delete
  2. rain room ta daroon tow. prothom ta bhablam patla kancher ghor tai brishti ta khub kache theke dekha jachhe. porey deklam na...e to hi tach byapar. tobe sange ektu malhar chai :)

    ReplyDelete
    Replies
    1. মল্লার তো চাই-ই চাই শম্পা|

      Delete
  3. আমার অবশ্য, মানে আপনারা বলবেন খেতে পেলে শুতে চায়, কিন্তু ওই বৃষ্টির ঘরটা দেখে মনে হলো, যদি ভিজতেই না পারলাম তাহলে আর ওরকম ঘর থেকে লাভ কি?
    লিঙ্ক গুলো সবই ভালো, তবে সবথেকে ভালো ওই যে শহরে রাস্তা হারানোর ভয় নেই সেই শহরটা।

    ReplyDelete
    Replies
    1. বিশ্বাস করবেন কিনা জানিনা, আমার এক্স্যাক্টলি এই কথাটা মনে হয়েছিল বৃষ্টির ঘরটা দেখে।

      শহরটার ছবি দেখেই আমার চলে যেতে ইচ্ছে করছে।

      Delete

Post a Comment