জলের মতো সোজা কুইজ



আজকে একটা ভীষণ ছেলেমানুষি কুইজ থাকছে। এটা আপনারা একবার তাকিয়েই পেরে যাবেন তাই আর ঘটা করে ঢাক ঢোল পেটালাম না। কয়েকটা ছবি রইল। সেগুলো, বুঝতেই পারছেন, যত না ছবি, তার থেকে বেশি ক্লু। আপনাদের বার করতে হবে ক্লুগুলো কীসের।

সব ক্লু গুলো যে অপ্রাণিবাচক জিনিসেরই হতে হবে তার মানে নেই, প্রাণিবাচক জিনিসপত্রেরও হতে পারে। (যেমন কিনা বিখ্যাত লেখক।)

নিন লেগে পড়ুন।








বাই দ্য ওয়ে, যদিও এটা আপনারা পাঁচ মিনিটে সলভ করে ফেলবেন, তবু খানিকটা সময় দেওয়া থাক। আমি এর মধ্যে অন্য কিছু পোস্ট করতেও পারি আবার নাও পারি। উত্তর প্রকাশিত হবে চব্বিশ ঘণ্টা পর, অর্থাৎ কিনা ২০শে অক্টোবর রাত বারোটা বেজে পাঁচ মিনিটে ক্লিভল্যান্ডে আর ২০শে অক্টোবর সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কোন্নগরে। 

Comments

  1. facebook, youtube, Virginia Wolf, Twitter, Graham Greene, Shakespear

    ReplyDelete
    Replies
    1. সুনন্দ, হাততালি হাততালি। খুব ভাল হয়েছে।

      Delete

Post a Comment