সাপ্তাহিকী



আলোকচিত্রীঃ Julien Coquentin


A lie gets halfway around the world before the truth has a chance to get its pants on. 
                                                                                       ― Winston Churchill


একটা ভালো খবর দিয়ে সপ্তাহান্ত শুরু করা যাক। কী বলেন?


লোকে লাইব্রেরিতে কী করে। আমি অবশ্য এগুলোর একটাও করি না। আমি সামনে বইখাতা খুলে রেখে হাঁ করে লোক দেখতে থাকি। 

অবশ্য এরকম একখানা লাইব্রেরি পেলে লোক না দেখে স্লিপ খেতে পারি।

সেই এগারোশো শতাব্দী থেকে এখন পর্যন্ত পাশ্চাত্য সঙ্গীতের অভিযোজন। বোরিং থিওরি নয়, অসাধারণ ডেমো।


বাৎস্যায়ন বর্ণমালা। অফিসে বসে খুলবেন না, আর বাড়িতে বসে খুললে আশেপাশে গুরুজন কিংবা ছানাপোনা নেই সেটা ভেরিফাই করে নেবেন দয়া করে।


এসপ্তাহে আমার প্রিয় গান।

সবাই ভালো হয়ে থাকবেন। দিল্লিতে গরম ক্রমেই স্বমূর্তি ধারণ করছে। গরম লাগলে কোল্ডড্রিংকস না খেয়ে ঘোল খেয়ে দেখুন। শরীর, পয়সা দুটোই বাঁচবে। সোমবার আবার দেখা হবে ঠিক এইখানেই। টা টা।   


Comments

  1. আমার বয়স পঁয়তাল্লিশ বলছে।

    ReplyDelete
    Replies
    1. ভালোই তো, ওটা আমার ফেভারিট বয়স।

      Delete
  2. amar boroi priyo gaan :-) thank u arekbar mone korie debar jonye

    ReplyDelete
  3. A Library Slide by Moon Hoon - darun

    ReplyDelete
    Replies
    1. এই গানটা অপ্রিয় হওয়া শক্ত ইচ্ছাডানা। লাইব্রেরিটাও ভারি মজার।

      Delete
  4. hahaha...বাৎস্যায়ন বর্ণমালা dekhe আপনার বয়স কত? te jawar por amar ja boyos dekhalo ta dekhe amar 5 second laglo amar sothik boyos ta mone korte...:D

    ReplyDelete
    Replies
    1. সেকি, এত ভুলভাল বলেছে নাকি? আমার বয়স তো অক্ষরে অক্ষরে মিলে গেছে।

      Delete
  5. ami 45 e pouchhe gechhi eder mote!

    ReplyDelete
    Replies
    1. ওহ। তুমি বোধহয় বেশ আরাম করে ক্লিক করছিলে স্বাগতা।

      Delete
  6. amar 55 boleche jeta ami chai amar mrityu r boyes hok....:(

    ReplyDelete
    Replies
    1. আরে ধুর রাখী, এইসব হাতুড়ে জিনিসকে বিশ্বাস করতে আছে নাকি। তুমি তোমার যতদিন ইচ্ছে ততদিন সুস্থদেহে বহাল তবিয়তে বাঁচবে।

      Delete
  7. Replies
    1. o hyan. gaan-ta..jaake bole..dil garden garden ho gaya :)

      Delete
    2. হাততালি হাততালি সোমনাথ, এখানে তো সবাই নিজেদের বয়স গড়ে পঁচিশ বছর বাড়িয়ে বসে আছে, তুমি একেবারে উল্টো হেঁটেছ দেখছি।

      Delete
  8. 55 :( ki sanghatik :( ei boyose ki aar Vatsayan er link khola jaye :(

    ReplyDelete
    Replies
    1. আরে তুমি কত ম্যাচিওরড তার মানে বোঝ সুমনা।

      Delete
  9. আমার বয়স প্রথমে একদম দ্বিগুন বলেছিল ... ভাবলাম হয়ত মনের বয়স ধরে ফেলেছে ... তাই মরমে মরে ছিলাম ... আজ আরেকবার ট্রাই করায় মাত্র একবছর বেশি বলেছে ... এবার নিশ্চিন্তে বাৎস্যায়ন চর্চা করতে পারি ...

    ReplyDelete
    Replies
    1. এই তো স্পিরিট পিয়াস। প্রথমবার বুড়ো বললেই মেনে নিতে হবে নাকি? আমরা প্রমাণ করে দেব যে আমাদের রক্তে যৌবন এখনও টগবগ করে ছুটছে।

      Delete
  10. আমার বয়স মাত্তর ৫ বছর বেশি বলেছে (মনের নয়, আসল)
    বাৎসায়ন বর্ণমালায় একটা ব্যাপার দেখে বেশ লাগলো, G (for 'Gay') টা তৈরি করতে দু'জন পুরুষ ব্যবহার করেছে... বেশ ভেবেছে দেখছি! :)

    প্রথমটা সত্যিই খুব ভাল খবর- মনটা ঘুমোতে যাওয়ার আগে ভাল হল বেশ...

    ReplyDelete
    Replies
    1. শুধু G নয়, L-এর ক্ষেত্রেও একই রকম চিন্তাভাবনা করেছে ...

      Delete
    2. দেখেছ, আমি দুটোর একটাও খেয়াল করিনি।

      Delete

Post a Comment