বাড়ি




Comments

  1. বাড়ি বলে একগাদা গাছ দেখালে সবাই কি ভাব্বে বল?

    ReplyDelete
    Replies
    1. হাহা, যে কুন্তলা জঙ্গলে থাকে? ওটাই থাকার পক্ষে বেস্ট জায়গা সোমনাথ। আমার মতামত যদি জানতেই চাও।

      Delete
  2. বাড়ির চারদিকে গাছপালা ? আমি হিংসেয় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি ।
    মিঠু

    ReplyDelete
    Replies
    1. আরে হিংসে করে না মিঠু, আসল সবুজ তো মনে। আমি নিশ্চিত সেটা তোমার আছে।

      Delete
  3. Khub sobuj tomar barir char pash, tumio eirakomi taito eto pranobanto tomar 'Abantor'.

    ReplyDelete
    Replies
    1. আরে দারুণ কমপ্লিমেন্ট দিলেন তো ইচ্ছাডানা। থ্যাংক ইউ।

      Delete
  4. tomar barite eto rokomer gachh achhe? amar shoshurbari [adi bari] ta erom jano..

    ReplyDelete
    Replies
    1. এত রকম বলে এত রকম সোহিনী? তাও তো নারকেল, আম আর কাঞ্চনকামিনীটামিনিগুলো বাদ পড়ে গেছে।

      তোমার শ্বশুরবাড়ি খুব সুন্দর মনে হচ্ছে?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. amar shoshurbari bandel e. mofosswoler shanto-pollution free poribesh e besh bagan tagan er modhye ekta do-tola bari...
      barir aam, pnepe ar narkol kheye kheye jara boro hoyechhe / din katiyechhe tader ekhon kolkatar gariahat bajarer agun-dam wala jolsha taste er fol-sobji kinte dukhho hoy.. ki ar kora jabe.

      Delete
    4. আরে ব্যান্ডেলে আমার খুব প্রিয় এক বন্ধুর বাড়ি সোহিনী। বাড়ির ফলের ব্যাপারই আলাদা, সেটা ঠিকই।

      Delete
  5. Bah... ei to, rangon, neem, tulsi... ar katodin por supuri gachh dekhlam. Pandel bandhao shuru hoye gechhe dekhchhi. All the best, ar Happy 25e Boishakh!

    ReplyDelete
    Replies
    1. হ্যাপি পঁচিশে বৈশাখ! নিজের বিয়ের চোটে রবিঠাকুরের জন্মদিন ভুলেই মেরে দিয়েছি। কাল সন্ধ্যেবেলায় একবার মনে পড়েছিল, দূরে একটা প্যান্ডেল থেকে বেসুরে 'খরবায়ু বয় বেগে' ভেসে আসায়।

      আপনি কাকুকাকিমার সঙ্গে বেজায় ভালো সময় কাটাচ্ছেন আশা করি। অভিনন্দন।

      Delete
  6. তুলসী, নিম, রঙগন .... সবাই কি কান্না জুড়েছে না কি সানন্দচিত্তে জামাইবরণ করবে বোলে দাঁড়িয়ে আছে? ম্যারাপ তো বাঁধা হয়ে গেছে - শুধু ....

    ReplyDelete
    Replies
    1. এরা ওসবে পাত্তাই দিচ্ছে না কৌশিক। নিজেরা নিজেদের মনে হাওয়ায় দোল খাচ্ছে।

      Delete
  7. Pandel bandha cholchhe naki? Eta ki Rishra? koddin bade neem gachh kola gachh dekhlam.. khub sundor..
    Biye upolokhye agam obhinondon Kuntaladi, tomakeo r Archisman da keo..chobi dekhte pai jeno :)

    ReplyDelete
    Replies
    1. ইয়েস অ্যান্ড ইয়েস স্বাগতা। তোমার অভিনন্দনের জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগল।

      Delete
  8. আরেকটু দূর থেকে যদি তুললে বাড়িটা একটু বুঝতে পারতাম।

    ReplyDelete
    Replies
    1. আনাড়ি ফোটোগ্র্যাফার কি না, ডিসট্যান্স-মিস্ট্যান্সের পারসেপশনটা এখনও ঠিক ক্লিয়ার হয়নি।

      Delete
    2. ধুর ধুর, তুমিও যেমন! অভিষেকের কথায় বিন্দুমাত্র পাত্তা দিওনা। ব্যোমকেশ বক্সী ছিল সত্যান্বেষী, অভিষেক মুখুজ্যে হল ছিদ্রান্বেষী।

      Delete
  9. aha ki sundor! last er photo ta sob theke bhalo! ei to tumi o lotay patay soundorjo khNujhe nichho, baaki "pro" photograper der moton :)
    amader baRiteo onek gaach jano. narkel, lebu, lonka, pNepe, peyara, aam, lau, begun! ta chara Dadu-r khub phool er sokh chilo. tai golap, surjomukhi, noyontara, togor, shiuli, dahlia, zinia...iish mone korei kharap lagche! kobe je abar baRite thakte parbo:(

    - sumana

    ReplyDelete
    Replies
    1. বাঃ কী সুন্দর বাড়ি। বর্ণনা শুনেই দেখতে ইচ্ছে করছে। পারবে পারবে সুমনা, বাড়িতে বেশ অনেকদিন ধরে হাতপা ছড়িয়ে ছুটি কাটাতে পারবে, এই আমি আশীর্বাদ করলাম।

      Delete
    2. tar songe eta o bolo, seta jyano "Paid Leave" hoy!

      Delete
    3. হাহা, সেটা তো হতেই হবে সুমনা।

      Delete
  10. Happy Wedding Kuntaladi...

    Ei blog-tar antedoter protikkhay roilam
    http://abantor-prolaap.blogspot.in/2012/04/blog-post_15.html

    (fichel hasi)

    ReplyDelete
    Replies
    1. বুঝলাম, বিয়ে কেন করলাম এই মর্মে একটা পোস্ট লিখতে হচ্ছে। দেখা যাক।

      Delete
    2. এই দ্যাখো, আমি এই লিঙ্কটা পেস্ট করতে গিয়েও করলাম না, কুন্তলাদির রক্তচাপ বেড়ে যাবে ভেবে... আর বিয়ের ঠিক আগে সেটা মোটেই কাম্য নয়। ভেরি গুড, একটা গোলা পোস্টের অপেক্ষায় থাকলাম।
      ভালয় ভালয় বিয়েটা সেরে ফেলো- আগাম অজস্র অভিনন্দন! :)

      Delete
  11. সব্বার সমস্ত ভাল ভাল কথারই প্রতিধ্বনি করে গেলাম। দুটো দিনের পোষাকেই তোমাকে সুন্দর লাগছিল। আবার করে শুভেচ্ছা জানিয়ে গেলাম। প্রশ্ন একটাই, হারমোনিয়াম বাজিয়ে কোন গান বা গানগুলো গাইলে? আমি নেক্সট টাইম দিল্লী এলে তোমার সঙ্গে নিশ্চয় দেখা করব, তখন অন্তত একটা গান শোনাতেই হবে কিন্তু।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ কৌশিক। আমি সেদিন গেয়েছিলাম দুর্গা রাগ, 'ঝরঝর ঝরে শাওনথারা' নামে রামদাসী মল্লারে একটা নজরুলগীতি,' তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না' আর 'শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা' গানটা।

      নিশ্চয় শোনাব। দিল্লি এলে অবশ্য করে খবর দিয়ো।

      Delete

Post a Comment