Dis or Dat



উৎস গুগল ইমেজেস


হস্তী না জলহস্তীঃ হস্তী

ড্র্যাগন না ইউনিকর্নঃ ইউনিকর্ন

স্টিমড্‌ না স্টার ফ্রায়েডঃ স্টার ফ্রায়েড

তন্দুরি না টেরিয়াকিঃ তন্দুরি

রূপকথা না রিয়্যালিটি শোঃ রূপকথা

রয়্যাল বেঙ্গল রহস্য না রবার্টসনের রুবিঃ রয়্যাল বেঙ্গল রহস্য

বধিরতা না অন্ধত্বঃ বধিরতা

অম্বল না মাথাব্যথাঃ মাথাব্যথা

দাবা না লুডোঃ লুডো

শব্দছক না সুডোকুঃ শব্দছক

রুটি-আলুভাজা না ডিম-পাঁউরুটিঃ রুটি-আলুভাজা

শিককাবাব না মাটন বিরিয়ানিঃ শিককাবাব

MCQ না বর্ণনামূলকঃ বর্ণনামূলক

ডায়েট না এক্সারসাইজঃ এক্সারসাইজ

ভোরের শিশির না রাতের তারাঃ ভোরের শিশির

লেট নাইট না ম্যাটিনি শোঃ লেট নাইট

লখনৌ না জয়সলমীরঃ লখনৌ

চ্যাপলিন না হিচককঃ হিচকক

মেরিলিন মনরো না অড্রে হেপবার্নঃ অড্রে হেপবার্ন

সত্যভাষণ না সেনসিটিভিটিঃ সেনসিটিভিটি

রসবোধ না কবিত্বশক্তিঃ রসবো

বারান্দা না ছাদঃ ছাদ

পর্দা না ব্লাইন্ডসঃ পর্দা

মোমবাতি না হ্যারিকেনঃ হ্যারিকেন

বিনুনি না খোঁপাঃ বিনুনি

গোটি না ফ্রেঞ্চকাটঃ ফ্রেঞ্চকাট

চড় না ঘুঁষিঃ চড়

হ্যান্ডশেক না কোলাকুলিঃ হ্যান্ডশেক। সবথেকে ভালো অবশ্য বুকের কাছে হাত জড়ো করে নমস্কার। নো ফিজিক্যাল ছোঁয়াছুঁয়ি।


Comments

  1. হস্তী না জলহস্তীঃ এমনিতে হস্তী, কিন্তু উত্তরমেরুতে ফাইট করতে হলে জলহস্তীর জুড়ি নেই
    ড্র্যাগন না ইউনিকর্নঃ এরা সব ভালোমানুষ, আমার ফেভারিট প্রাণী হল পিভস
    স্টিমড্‌ না স্টার ফ্রায়েডঃ ধুস, এসব আবার কে খায়?
    তন্দুরি না টেরিয়াকিঃ তন্দুরি
    রূপকথা না রিয়্যালিটি শোঃ রূপকথা
    রয়্যাল বেঙ্গল রহস্য না রবার্টসনের রুবিঃ রয়্যাল বেঙ্গল রহস্য
    বধিরতা না অন্ধত্বঃ কোনটাই যেন কারোর না হয়
    অম্বল না মাথাব্যথাঃ কোনটাই যেন কারোর না হয়
    দাবা না লুডোঃ দাবা
    শব্দছক না সুডোকুঃ শব্দছক
    রুটি-আলুভাজা না ডিম-পাঁউরুটিঃ রুটি-আলুভাজা
    শিককাবাব না মাটন বিরিয়ানিঃ মাটন বিরিয়ানি
    MCQ না বর্ণনামূলকঃ বর্ণনামূলক
    ডায়েট না এক্সারসাইজঃ এক্সারসাইজ
    ভোরের শিশির না রাতের তারাঃ রাতের তারা। তার চেয়ে ভালো ভোরের লেপের ওম
    লেট নাইট না ম্যাটিনি শোঃ লেট নাইট
    লখনৌ না জয়সলমীরঃ জয়সলমীর। ফেলুদার জন্য নয়, জায়গাটা খুব সুন্দর, বিশেষ করে ডেজার্ট ন্যাশনাল পার্ক
    চ্যাপলিন না হিচককঃ চ্যাপলিন
    মেরিলিন মনরো না অড্রে হেপবার্নঃ মেরিলিন মনরো
    সত্যভাষণ না সেনসিটিভিটিঃ সেনসিটিভিটি
    রসবোধ না কবিত্বশক্তিঃ রসবোধ
    বারান্দা না ছাদঃ ছাদ
    পর্দা না ব্লাইন্ডসঃ পর্দা
    মোমবাতি না হ্যারিকেনঃ ভুতের ছবি হলে মোমবাতি, হাতে ধরাতে হলে হারিকেন
    গোটি না ফ্রেঞ্চকাটঃ ক্লিন শেভ
    চড় না ঘুঁষিঃ একী? এত হিংসা কেন?
    হ্যান্ডশেক না কোলাকুলিঃ ক্যাটরিনা কাইফ হলে কোলাকুলি, অনিল কাপুর হলে হ্যান্ডশেক

    ReplyDelete
    Replies
    1. আপনার অনেকগুলো পছন্দের জন্যই (এমনকি যেগুলো আমার সঙ্গে মেলেনি সেগুলোর জন্যও) হাই ফাইভ দেবাশিস, কিন্তু হায়েস্ট ফাইভ ক্লিন শেভ উত্তরটার জন্য। এই একটা ক্ষেত্রে তৃতীয় বিকল্প আমার পছন্দের। জয়সলমীর ডেজার্ট পার্ক দেখতে যাওয়ার আমাদের সপ্তাহে দু'বার করে প্ল্যান হয়, যাওয়া আর হয় না। আপনিও সার্টিফিকেট দিলেন যখন এবার যেতেই হবে।

      Delete
  2. অনেকদিন পর স্বাদ বদলের জন্য Dis or Dat মন্দ লাগলনা।
    হস্তী না জলহস্তীঃ হস্তী
    ড্র্যাগন না ইউনিকর্নঃ ড্র্যাগন। ইউনিকর্ন উড়তে পারেনা তাই ক্যানসেল।
    স্টিমড্‌ না স্টার ফ্রায়েডঃ কি, তার ওপর নির্ভর করছে। তবে ইন জেনারেল স্টার ফ্রায়েড।
    তন্দুরি না টেরিয়াকিঃ তন্দুরি
    রূপকথা না রিয়্যালিটি শোঃ রূপকথা
    রয়্যাল বেঙ্গল রহস্য না রবার্টসনের রুবিঃ রয়্যাল বেঙ্গল রহস্য
    বধিরতা না অন্ধত্বঃ যদি একটা বাছতেই হয় তাহলে বধিরতা।
    অম্বল না মাথাব্যথাঃ যদি একটা বাছতেই হয় তাহলে অম্বল
    দাবা না লুডোঃ লুডো
    শব্দছক না সুডোকুঃ শব্দছক
    রুটি-আলুভাজা না ডিম-পাঁউরুটিঃ রুটি-আলুভাজা
    শিককাবাব না মাটন বিরিয়ানিঃ মাটন বিরিয়ানি
    MCQ না বর্ণনামূলকঃ MCQ. তবে এই পছন্দটা যে সবক্ষেত্রে খাটেনা সেটা এই উত্তরটা দেখেই আন্দাজ করতে পারবেন।
    ডায়েট না এক্সারসাইজঃ যদি দুটোর একটা বাছতেই হয় তাহলে এক্সারসাইজ
    ভোরের শিশির না রাতের তারাঃ রাতের তারা।
    লেট নাইট না ম্যাটিনি শোঃ লেট নাইট
    লখনৌ না জয়সলমীরঃ আমি জয়সলমীর যাইনি , তাও বলব জয়্সলমির। আসলে ওই বাদশাহী আংটির বর্ণনার থেকে বেরিয়ে সত্যি সত্যি দেখলে লখনৌ শহরটাও খুব একটা ভাল নয়। বেজায় ঘিঞ্জি আর নোংরা।
    চ্যাপলিন না হিচককঃ চ্যাপলিন
    মেরিলিন মনরো না অড্রে হেপবার্নঃ অড্রে হেপবার্ন
    সত্যভাষণ না সেনসিটিভিটিঃ সেনসিটিভিটি
    রসবোধ না কবিত্বশক্তিঃ রসবোধ
    বারান্দা না ছাদঃ ছাদ
    পর্দা না ব্লাইন্ডসঃ পর্দা
    মোমবাতি না হ্যারিকেনঃ হ্যারিকেন
    গোটি না ফ্রেঞ্চকাটঃ কোনোটাই নয়, তবে নেহাত একটা বাছতে হলে ফ্রেঞ্চকাট
    চড় না ঘুঁষিঃ মারছি না খাচ্ছি তার ওপর নির্ভর... না স্ক্র্যাচ দ্যাট, চড়।
    হ্যান্ডশেক না কোলাকুলিঃ এটা সম্পূর্ণভাবে অপরপক্ষের ওপর নির্ভর করছে। তবে আমার টার্কিশ (পুরুষ) রুমমেট আমেরিকায় নতুন আসার পর সবাইকে জড়িয়ে ধরে চুমু খেত, আমি অতদূর যাওয়াটা ঠিক পছন্দ করিনা।

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ এই চুমুটুমু খাওয়া ভয়ানক অনধিকার চর্চা বলে আমি মনে করি। আপনার সঙ্গে আমার বেশিরভাগ ব্যাপারেই মিলেছে, তাতে অবশ্য আশ্চর্য হওয়ার কিছু নেই। আমিও গোটি বাছব না বলে ফ্রেঞ্চকাট বেছেছি।

      Delete
  3. অনেকগুলোই তোমারও যা আমারও তাই, বা হলেই হল। কিন্তু কয়েকটার জন্য দু'একটা কথা বলি?
    ডায়েট বা এক্সারসাইজ কিছুই ভালো না। মোটা মানুষ, খাই দাই ফূর্তিতে থাকি। মাঝে সাঝে হাঁটুব্যাথা, ও যাক্‌গে।
    লক্ষ্ণৌ হল ভুলভুলাইয়ার দেশ। মোটেই সুবিধের নয়। তার থেকে উদার প্রান্তরে দাঁড়িয়ে আছে সোনার পাথরের কেল্লা, কুশলের গলাটা মনে করো। মানসিক দিক থেকে অনেক তাজা লাগে, না? তাছাড়া পাশেই আছে ভারতীয় ভূখণ্ডে বিস্তৃত হরপ্পা সভ্যতার পরিচয় ( জায়গার নামটা এইমাত্র গলায় রয়েছে মুখে আসছে না )। গেলে কিন্তু সেটাও দেখে এসো। ওটা সম্পর্কে আরো কিছু জানার হলে আমায় বোলো কিন্তু।
    ভোরের শিশির যতই স্নিগ্ধ হোক্‌ না কেন, পায়ে লাগলেই হ্যাঁচ্চো। তাই রাতের তারার সঙ্গে ভাব পাতিয়ে কাব্য করা ছাড়া আর উপায় কি?
    হারিকেন আর মোমবাতির প্রসঙ্গে দেবাশিস চৌধুরীর মন্তব্যটা আমার বেশ পছন্দ হয়েছে।

    ReplyDelete
    Replies
    1. ইয়াহু মেসেঞ্জারে একটা স্মাইলি আছে, :D দিয়ে বোঝায়। বেসিক্যালি দাঁত কেলিয়ে হাসি। আপনাদের হারিকেন-মোমবাতির প্রশংসা শুনে সেটাই দিলাম

      Delete
  4. প্রাণপনে মনে পড়ল, জায়গাটার নাম কালিবঙ্গান।

    ReplyDelete
    Replies
    1. জয়সলমির আমি গেছি কিন্তু কালিবঙ্গান যাইনি মালবিকা, টিপস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেবাশিসের অনেকগুলো মন্তব্যই তুখোড়, তবে হ্যারিকেন-মোমবাতিটা সত্যিই চোখে পড়ার মতো ঠিকই বলেছেন।

      আর নিজের চেহারা (মোটা-রোগা সে যেমনই হোক না কেন) নিয়ে আপনার এই কনফিডেন্সটা আমার দুর্দান্ত লেগেছে। হাই ফাইভ। আমি কবে আপনার মতো হতে পারব সেই অপেক্ষায় বসে আছি।

      Delete
  5. হস্তী না জলহস্তীঃ হস্তী
    ড্র্যাগন না ইউনিকর্নঃ ইউনিকর্ন
    স্টিমড্‌ না স্টার ফ্রায়েডঃ স্টিমড্‌
    তন্দুরি না টেরিয়াকিঃ তন্দুরি
    রূপকথা না রিয়্যালিটি শোঃ রূপকথা
    রয়্যাল বেঙ্গল রহস্য না রবার্টসনের রুবিঃ রয়্যাল বেঙ্গল রহস্য
    বধিরতা না অন্ধত্বঃ কোনটাই নয়
    অম্বল না মাথাব্যথাঃ মাথাব্যথা
    দাবা না লুডোঃ লুডো
    শব্দছক না সুডোকুঃ শব্দছক
    রুটি-আলুভাজা না ডিম-পাঁউরুটিঃ ডিম-পাঁউরুটি
    শিককাবাব না মাটন বিরিয়ানিঃ শিককাবাব
    MCQ না বর্ণনামূলকঃ বর্ণনামূলক
    ডায়েট না এক্সারসাইজঃ এক্সারসাইজ
    ভোরের শিশির না রাতের তারাঃ রাতের তারা
    লেট নাইট না ম্যাটিনি শোঃ ম্যাটিনি শো
    লখনৌ না জয়সলমীরঃ জয়সলমীর
    চ্যাপলিন না হিচককঃ চ্যাপলিন
    মেরিলিন মনরো না অড্রে হেপবার্নঃ অড্রে হেপবার্ন
    সত্যভাষণ না সেনসিটিভিটিঃ সেনসিটিভিটি
    রসবোধ না কবিত্বশক্তিঃ রসবোধ
    বারান্দা না ছাদঃ ছাদ
    পর্দা না ব্লাইন্ডসঃ পর্দা
    মোমবাতি না হ্যারিকেনঃ মোমবাতি। (হ্যারিকেনে বড় ঝামেলা )
    বিনুনি না খোঁপাঃ বিনুনি
    গোটি না ফ্রেঞ্চকাটঃ কোনটাই নয়
    চড় না ঘুঁষিঃ কোনটাই নয়।
    হ্যান্ডশেক না কোলাকুলিঃ তৃতীয়টি , মানে বুকের কাছে হাত জড়ো করে নমস্কার।

    ReplyDelete
    Replies
    1. নমস্কার নমস্কার ইচ্ছাডানা। আমার হ্যারিকেন পছন্দ স্রেফ নস্ট্যালজিয়ার জন্য, হ্যারিকেন হাতে (মেটাফরিক্যালি নয়, আক্ষরিক অর্থেই) আমার ছোটবেলার এত বড় অংশ কেটেছে যে জিনিসটার প্রতি মায়া পড়ে গেছে। আর বেশিরভাগই মিলেছে দেখে খুব খুশি হয়েছি (যদিও মিলবে যে সেটা আমি আগেই জানতাম।)

      Delete
  6. স্টিমড্‌ না স্টার ফ্রায়েডঃ স্টিমড্‌

    অম্বল না মাথাব্যথাঃ অম্বল

    শব্দছক না সুডোকুঃ সুডোকু

    রুটি-আলুভাজা না ডিম-পাঁউরুটিঃ ডিম-পাঁউরুটি

    শিককাবাব না মাটন বিরিয়ানিঃ মাটন বিরিয়ানি

    MCQ না বর্ণনামূলকঃ MCQ (Ami bhab somprosaron konodinoi chhuini. Sarangso-i bhorsa. Bhison kure manush to, tai.)

    ডায়েট না এক্সারসাইজঃ Konotai na.

    ভোরের শিশির না রাতের তারাঃ রাতের তারা

    লখনৌ না জয়সলমীরঃ জয়সলমীর - amar bhison priyo shohor gulor moddhe ekta

    বারান্দা না ছাদঃ বারান্দা (with enough privacy)

    মোমবাতি না হ্যারিকেনঃ মোমবাতি

    বিনুনি না খোঁপাঃ Ekantoi jodi bechhe nite hoy tahole খোঁপা

    Baki gulo motamuti match kore gechhe..

    Aar হ্যান্ডশেক না কোলাকুলিঃ হ্যান্ডশেক। সবথেকে ভালো অবশ্য বুকের কাছে হাত জড়ো করে নমস্কার। নো ফিজিক্যাল ছোঁয়াছুঁয়ি। High Five!!

    -Aparajita

    ReplyDelete
    Replies
    1. যাক, এত লোকে এখনও ব্যাকডেটেড নমস্কারে বিশ্বাস রাখে দেখে দারুণ খুশি হচ্ছি অপরাজিতা। হাই ফাইভ! কিন্তু জয়সলমীর লখনৌকে এইরকম বলে বলে ভোটে হারিয়ে দিল দেখে আমি সিরিয়াসলি চমকে গেছি, আমি ভাবছিলাম কাবাব বিরিয়ানি ভুলভুলাইয়া সিপাহি বিদ্রোহর মিলিত আক্রমণের কাছে সোনার কেল্লা ভূপতিত হবে। সেটা ভুল দেখছি।

      Delete
  7. হস্তী না জলহস্তীঃ বলা খুব শক্ত; চড়তে হলে হস্তী, এল্‌স্‌ জলহস্তী
    ড্র্যাগন না ইউনিকর্নঃ ড্র্যাগন
    স্টিমড্‌ না স্টার ফ্রায়েডঃ স্টীম্‌ড্‌
    অম্বল না মাথাব্যথাঃ অম্বল (আমার হয় না)
    দাবা না লুডোঃ দাবা
    শিককাবাব না মাটন বিরিয়ানিঃ সমান
    ডায়েট না এক্সারসাইজঃ :(
    লখনৌ না জয়সলমীরঃ একটাও যাইনি :D
    পর্দা না ব্লাইন্ডসঃ ব্লাইন্ড্‌স্‌
    বিনুনি না খোঁপাঃ ?
    হ্যান্ডশেক না কোলাকুলিঃ কোলাকুলি

    ReplyDelete
    Replies
    1. এটা ঠিকই বলেছ, জলহস্তী খুব একটা বিশ্বাসযোগ্য বাহন হবে না বলেই আমারও ধারণা। অম্বল হয় না! তুমি তো বাঙালির নামে কলঙ্ক রটাবে দেখছি। কী করে এমন অসম্ভব সম্ভব করলে সে টিপস্‌ দিয়ো প্লিজ সময় করে।

      Delete
  8. হস্তী না জলহস্তীঃ হস্তী

    ড্র্যাগন না ইউনিকর্নঃ ইউনিকর্ন

    স্টিমড্‌ না স্টার ফ্রায়েডঃ ---

    তন্দুরি না টেরিয়াকিঃ তন্দুরি

    রূপকথা না রিয়্যালিটি শোঃ রূপকথা

    রয়্যাল বেঙ্গল রহস্য না রবার্টসনের রুবিঃ রয়্যাল বেঙ্গল রহস্য

    বধিরতা না অন্ধত্বঃ dumbness, bobar sotru nai

    অম্বল না মাথাব্যথাঃ moha somossa..duto e maje maje hoy..r khub e jalay

    দাবা না লুডোঃ দাবা obossoi

    শব্দছক না সুডোকুঃ শব্দছক

    রুটি-আলুভাজা না ডিম-পাঁউরুটিঃ রুটি-আলুভাজা

    শিককাবাব না মাটন বিরিয়ানিঃ মাটন বিরিয়ানি

    MCQ না বর্ণনামূলকঃ MCQ

    ডায়েট না এক্সারসাইজঃ ডায়েট

    ভোরের শিশির না রাতের তারাঃ ভোরের শিশির

    লেট নাইট না ম্যাটিনি শোঃ লেট নাইট

    লখনৌ না জয়সলমীরঃ জয়সলমীর

    চ্যাপলিন না হিচককঃ --

    মেরিলিন মনরো না অড্রে হেপবার্নঃ --

    সত্যভাষণ না সেনসিটিভিটিঃ সত্যভাষণ, eta pochondo kori bole dumbness tao pochondo kori

    রসবোধ না কবিত্বশক্তিঃ রসবোধ

    বারান্দা না ছাদঃ ছাদ

    পর্দা না ব্লাইন্ডসঃ --

    মোমবাতি না হ্যারিকেনঃ হ্যারিকেন

    বিনুনি না খোঁপাঃ khola chul

    গোটি না ফ্রেঞ্চকাটঃ --

    চড় না ঘুঁষিঃ boddo hingsattok proshno
    হ্যান্ডশেক না কোলাকুলিঃ হ্যান্ডশেক।

    onek gulo mileche dekchi

    ReplyDelete
    Replies
    1. আমিও তাই দেখছি সৌমেশ। হাই ফাইভ হাই ফাইভ। সত্যভাষণের উত্তরটা ইন্টারেস্টিং।

      Delete
  9. অম্বল না মাথাব্যথাঃ অম্বল sei chotobela theke haye asche,Aqua Ptychotis er baro botole bikat gandhowala kamala ranger osudh mone ache ??!hal fashioner eno tar dhare kache lage na
    MCQ না বর্ণনামূলকঃ MCQ ki ?
    ভোরের শিশির না রাতের তারাঃ রাতের তারা , accha etate mane parlo tui ki gravity dekhli ??
    বারান্দা না ছাদঃ বারান্দা
    মোমবাতি না হ্যারিকেনঃ মোমবাতি
    বিনুনি না খোঁপাঃ khonpa beshi pachanda ,e jibone ar holo na :-(
    গোটি না ফ্রেঞ্চকাটঃ গোটি frenchcut duchakkhe dekhte pari na

    ReplyDelete
    Replies
    1. কেন রে, গ্র্যাভিটি দেখার মতো হয়েছে বুঝি? আমি দেখিনি, তুই বললে দেখব। আরে এখন থেকে চুল বড় করতে শুরু কর, ছ'মাসের মধ্যে খোঁপা কেন খোঁপার ঠাকুরদা হয়ে যাবে।

      Delete
    2. এ বাবা, আপনি জানতেন না? গ্র্যাভিটি খুব ভালো লেগেছে আমার। অবশ্য IMAX-3D তে না দেখলে কতটা ভাল লাগবে জানিনা, তবে এই প্রথম কোনো সিনেমা দেখে আমার একটু একটু মাথা ঘুরেছে আর দুবার চমকে চোখ বুজে ফেলেছিলাম।

      Delete
    3. যাহ এটা বাজে মিস হয়ে গেল তো। আচ্ছা সুযোগ পেলেই দেখে ফেলব। থ্যাংক ইউ সুগত।

      Delete
  10. অনেক গুলো ই মিল, শুধু কাবাব আর বিরিয়ানি র তুলনা টা বড্ড অবিচার হয়ে গেল। তোমার লখনৌ পছন্দ, বাহ বেশ নবাবী মেজাজ তো :D
    শেষ উত্তর টায় আমার ও নমস্কার। হঠাত জয় বাবা ফেলুনাথ এর ওই দৃশ্য টা মনে পরে গেল, "পাঁচ ভাই সাথ সাথ/মারছে ঘুষি খাছে ভাত/আরো পাঁচ সাথে তার/ কেমন আছেন?নমস্কার!" (সঙ্গে সৌমিত্র র অসম্ভব glamourous বলা, আহ দারুন!!)

    ReplyDelete
    Replies
    1. সত্যি, সৌমিত্রর পুরো ব্যাপারটাই কী রকম পারফেক্ট, তাই না স্বাগতা? কাবাব আর বিরিয়ানির তুলনা অবিচার বলছ, কিন্তু এদের অন্য কারও সঙ্গে তুলনা করাটা কি আরও বড় অবিচার হত না? ধর বললাম কাবাব না কাঁচকলা, কিংবা বিরিয়ানি না বাপুজি কেক। জাস্ট ভেবে দেখ কেলেঙ্কারিটা।

      Delete
  11. Jegulo millo na :

    দাবা না লুডোঃ daba
    ডায়েট না এক্সারসাইজঃ konotai na, bishesh kore prothomta
    শিককাবাব না মাটন বিরিয়ানিঃ Mutton Biriyani (jeta bohudin holo pete poreni :( )

    E chhara baki sobkotatei ekmot....


    ReplyDelete
    Replies
    1. সিংহভাগেই আমার তোমার একমত দেখা যাচ্ছে শ্রমণ, লখনৌটা অনেকের সঙ্গে মেলেনি, তোমার সঙ্গে মিলেছে দেখে খুশি হচ্ছি। আশীর্বাদ করছি অতি শীঘ্র ফাসক্লাস মাটন বিরিয়ানি খাওয়া হয় যেন তোমার।

      Delete
  12. হস্তী না জলহস্তীঃ হস্তী হস্তী৷ অনেকটা আমার মতই গড়নপেটন কিনা৷


    ড্র্যাগন না ইউনিকর্নঃ ইউনিকর্ন আবার ভার্জিন ছাড়া কাছে আসে না যে, অগত্যা ড্র্যাগন৷


    স্টিমড্‌ না স্টার ফ্রায়েডঃ মোমো হলে স্টিমড, অন্যথা স্টার ফ্রায়েড


    তন্দুরি না টেরিয়াকিঃ তন্দুরি


    রূপকথা না রিয়্যালিটি শোঃ রূপকথা


    রয়্যাল বেঙ্গল রহস্য না রবার্টসনের রুবিঃ রয়্যাল বেঙ্গল রহস্য


    বধিরতা না অন্ধত্বঃ কোনওটাই নয়


    অম্বল না মাথাব্যথাঃ মাথাব্যথা, অম্বল আমর হয় না, সত্যি৷


    দাবা না লুডোঃ লুডো


    শব্দছক না সুডোকুঃ শব্দছক এবং সুডোকু


    রুটি-আলুভাজা না ডিম-পাঁউরুটিঃ রুটি-আলুভাজা


    শিককাবাব না মাটন বিরিয়ানিঃ শিককাবাব


    MCQ না বর্ণনামূলকঃ বর্ণনামূলক


    ডায়েট না এক্সারসাইজঃ এক্সারসাইজ


    ভোরের শিশির না রাতের তারাঃ বস্তুটা কী? মানে ভোর?


    লেট নাইট না ম্যাটিনি শোঃ লেট নাইট


    লখনৌ না জয়সলমীরঃ দুটোই গোলমেলে৷ সোনার কেল্লার যা হাল হয়েছে দেখলে কান্না পায়৷ আর স্যাণ্ড ডিউনসে শুধু পেপসির খালি বোতল এবং চিপসের প্যাকেট৷


    চ্যাপলিন না হিচককঃ হিচকক


    মেরিলিন মনরো না অড্রে হেপবার্নঃ অড্রে হেপবার্ন


    সত্যভাষণ না সেনসিটিভিটিঃ সেনসিটিভিটি


    রসবোধ না কবিত্বশক্তিঃ রসবোধ


    বারান্দা না ছাদঃ কোজি বারান্দা


    পর্দা না ব্লাইন্ডসঃ পর্দা


    মোমবাতি না হ্যারিকেনঃ মোমবাতি


    বিনুনি না খোঁপাঃ কোমরের নিচ পর্যন্ত লম্বা এবং আমার কবজির মত মোটা হলে বিনুনি, নচেৎ পিক্সি কাট


    গোটি না ফ্রেঞ্চকাটঃ ইঃ ম্যাগোঃ


    চড় না ঘুঁষিঃ আমি অতি অহিংস জীব, ওসব থেকে শতহস্তেন দূরে থাকি


    হ্যান্ডশেক না কোলাকুলিঃ ছুঁয়ো না ছুঁয়ো না সখা/সখি, ওইখানে থাকো (বড়জোর মাথা ঝুঁকিয়ে মৃদু হাস্য)

    ReplyDelete
    Replies
    1. দুর্দান্ত উত্তর অদিতি, থ্যাংক ইউ। ইউনিকর্ন আর ভার্জিনের ব্যাপারটা জানতাম না তো, এ আবার কি অশ্লীল কথাবার্তা? আমারও এবার ড্র্যাগন পছন্দ হচ্ছে। মোমো আমারও স্টিমড্‌ বেশি পছন্দ। মিল মিল। হিচকক মিলেছে দেখেও খুব খুশি হয়েছি।

      Delete
  13. অশ্লীল কথা আমি বলি নি ভাই, বিশ্বাস না হয় উইকিপিডিয়া দেখে নাও-I n European folklore, the unicorn is often depicted as a white horselike or goatlike animal with a long horn and cloven hooves (sometimes a goat's beard). In the Middle Ages and Renaissance, it was commonly described as an extremely wild woodland creature, a symbol of purity and grace, which could only be captured by a virgin. http://en.wikipedia.org/wiki/Unicorn

    ReplyDelete
    Replies
    1. আমি কল্পনাও করিনি যে তুমি অশ্লীল কথা বলেছ অদিতি, আমি কথাটাকেই অশ্লীল বলেছি। আশা করি তুমি সে ব্যাপারে আমার সঙ্গে একমত হবে। তুমি যে এই তথ্যটা জানতে তাতে আমার তোমার প্রতি শ্রদ্ধাই বেড়েছে।

      Delete
  14. আরে দূর, আমাকে বলতে যাবে কেন? আর এ সব জ্ঞান অর্জন হয়েছে পাঠ্য অপাঠ্য নির্বিচারে প্যারানর্মাল রোমান্স গলাধঃকরণ করে :D

    ReplyDelete
    Replies
    1. সর্বনাশ একে রোম্যান্স তায় আবার প্যারানর্ম্যাল! খুবই কাজের জিনিস বোঝা যাচ্ছে, খোঁজ করে পড়ব।

      Delete

Post a Comment