সাপ্তাহিকী
... it’s very important for human beings to feel they are popular and well liked amongst a large group of people that they don’t care for.
---Jerry Seinfeld,
Seinfeld
অনেক ছোটবেলা থেকে এই চার্টটার মুখোমুখি হতে হতে এর ওপর কেমন একটা মায়া জন্মে গেছে। তাই এই লিংকটা দিলাম।
সোশ্যাল
অ্যাংজাইটিতে ভোগেন? কিংবা পার্টিতে গেলেই বোরের হদ্দ হন? আশেপাশে এই বিয়ারের বোতল আছে কি না খোঁজ করুন।
সময়
কাটাতে হলে এরকম একটা কিছু হাতের কাছে থাকলেও মন্দ নয়। লিংক পাঠিয়েছেন অন্বেষা।
পরের ট্রিপে এস্তোনিয়ার জঙ্গলে বেড়াতে গেলে কেমন হয়?
মোস্ট স্যাটিসফাইং জবের লিস্ট পড়ে আমি অবাক হয়েছি। দেখুন তো আপনি হন কি না।
পরের ট্রিপে এস্তোনিয়ার জঙ্গলে বেড়াতে গেলে কেমন হয়?
মোস্ট স্যাটিসফাইং জবের লিস্ট পড়ে আমি অবাক হয়েছি। দেখুন তো আপনি হন কি না।
নামিবিয়ায়
শুনেছি এমন বৃষ্টি হয় যে মনে হয় জলের ফোঁটার বদলে মুগুর হাতে রাগী বুড়িরা ধাঁই
ধাঁই করে নেমে আসছে পৃথিবীর বুকে। কবে যে এমন বৃষ্টি হবে দিল্লিতে।
এ
সপ্তাহে হ্যারি পটারের গান গাইছি আমরা। লিংক পাঠিয়েছেন সুগত।
Francine's interview - boro bhalo laglo. This Indian classical version of the 'Harry Potter' soundtrack - darun.
ReplyDeleteধন্যবাদ, ইচ্ছাডানা।
Deleteki asambhab bhalo pratham interviewta ! tinni
ReplyDeleteইন্টারভিউটা আমারও বেশ লেগেছে, তিন্নি।
Deleteসবগুলোই খুব খুব ভাল লাগল। প্রথম সাক্ষাৎকার টা তো অনবদ্য। সময় কাটানোর জিনিসটাও আমার দারুন লেগেছে। পোপের ছবিগুলোও মজার।
ReplyDeleteওই হ্যারি পটারের বাজনাটা যারা বাজিয়েছে তারা আরো কয়েকটা ভিডিও লাগিয়েছে, শুনে দেখতে পারেন। আমার তো বেশ লাগল।
ধন্যবাদ, সুগত। অন্য বাজনাগুলোও শুনব নিশ্চয়।
Deleteথ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ! এই লিঙ্কটা দেখলেও বেশ মজা পাবেন, ঘুমে ঢুলে পড়া শিশু :)
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=KTCQpjUrCe8
ভাল্লুক হয়েছি বলে কি ঘুমোতেও পারব না?? কি আপদ !
https://www.youtube.com/watch?v=A5c0X4MW_zE
আরে থ্যাংক ইউ কীসের অন্বেষা, থ্যাংক ইউ তো আমার দেওয়া উচিত। এই লিংকগুলোও খুব মজার। খুঁজে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ।
Deleteeta pelam .. https://www.facebook.com/agni.roy.58/videos/10153381011663551/
ReplyDeleteকী অদ্ভুত সুন্দর জিনিস দেখালেন, হীরক! এটা পরের সাপ্তাহিকীতে ব্যবহার করতে পারি কি?
DeleteObossoi .. ar, apni tapni bolle bejay lojja lage
ReplyDeleteহাহা, সরি সরি, আমি বোধহয় তোমাকে তুমিই বলতাম, হঠাৎ আপনিতে ঝাঁপালাম কেন কে জানে।
Delete