বিখ্যাত লোকেদের লাইব্রেরি



 Agatha Christie
আগাথা ক্রিস্টির লাইব্রেরি (via)



উডি অ্যালেনের লাইব্রেরি (via)



মার্ক টোয়েনের লাইব্রেরি (via)



হিটলারের লাইব্রেরি (via)


নাইজেলা লসনের লাইব্রেরি (via)



ডায়ান কিটনের লাইব্রেরি (via)



প্যারিস হিলটনের লাইব্রেরি (via)



মাইকেল জ্যাকসনের লাইব্রেরি (via)



ওপরার লাইব্রেরি (via)

*****

কুইজ চলছে, মনে আছে তো? দেরি করবেন না, সময় বয়ে যাচ্ছে।


Comments

  1. agatha christie ar nigella lawson ta besh pachando hoyeche

    ReplyDelete
    Replies
    1. হাহা, সেটা কি ওই দুজনকে পছন্দ বলে? নাকি লাইব্রেরির ভিত্তিতেই? আমার তো প্যারিস হিলটনের লাইব্রেরিটাও বেশ লেগেছে।

      Delete
    2. paris hilton er library ta faux library. like this
      http://www.savvyseasons.com/2012/07/create-your-own-faux-library.html

      Delete
    3. তোমার লিংকটা ডাস নট এক্সিস্ট বলছে, কিন্তু মোদ্দা কথাটা বুঝতে পেরেছি শম্পা।

      Delete
  2. লাইব্রেরির ভিত্তিতেই....bishesh kore lawson erta....uff kirakam charike boi gijgij korche!! ar christie -r chabitai ki sundar :-)

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ। আর ক্রিস্টির লাইব্রেরির একটা বিষয় আমার খুব ভালো লাগে। সব বই হাতের কাছে। মইয়ে চড়ার দরকার নেই। আমার খুব ইচ্ছে ওই হাইটের টানা বুককেস বানানোর।

      Delete
  3. Paris Hilton er library ta anti-climax. :P

    Shirshendu'r ekta golpe ekjoner bari'r dewal chilo kina bojha jeto na, karon boi gijgij korto chhad obdi. ota amar jibon er ekta fantasy.

    ReplyDelete
    Replies
    1. আহা, অ্যান্টি ক্লাইম্যাক্স আবার কীসের। সাজেন বলে কি পড়েন না?

      ওহ, তোমার ছাদ অবধি বই পছন্দ টিনা? আমার আবার কোমর পর্যন্ত হলেই বেস্ট।

      Delete
    2. na na sajuguju'r byapar na. Ms. Hilton tar boktime'r jonyeo bikhyato. google korlei koekta sample peye jabe.

      Delete
    3. হাহা, সে সব দেখে ফেলেছি টিনা। তবে কী জান, আমার ধারণা এর পেছনে প্যারিসের বাবামায়েরও হাত আছে। ছোটবেলাটা খুব গোলমেলে না হলে এই পরিণতি হওয়া শক্ত।

      Delete
  4. আগাথা ক্রিস্টির গোল টেবিল টা দেখলে? গোল করে ড্রয়ার দিয়ে ঘেরা,কি ভালো ডিজাইন,বই আর ইনটিরিয়ার ডেকোরেশন দুটো মিলিয়ে অনেকগুলোই চমৎকার লাগলো । তবে কি জানো বই হল সবচেয়ে ভাল অন্দরসজ্জা ।
    মিঠু

    ReplyDelete
  5. আগাথা ক্রিস্টির ছোট গোল টেবিলটার একটা ডুপ্লিকেট আমার আছে । আর তার ওপর বই ও রাখা আছে!

    মিঠু

    ReplyDelete
    Replies
    1. ইস, আমারও ওরকম একটা গোলটেবিল চাই। বই আর অন্দরসজ্জার কমেন্টটার জন্য হাই ফাইভ মিঠু।

      Delete
  6. Oprah-r sofa ta niye Lawson er library te lagale ami set. aar kichu chai na.

    Paris Hilton boi poRe, shune thotomoto kheye gelam!

    ReplyDelete
    Replies
    1. সবাই থতমত খেয়ে যাচ্ছে সুমনা। আমি আশীর্বাদ করছি, তোমার বাড়িতে ওপরার মতো সোফা আর নাইজেলার অত লাইব্রেরি, দুটোই থাকবে।

      Delete
  7. Paris Hiltonero library achhe? :O

    ReplyDelete
    Replies
    1. আছেই তো বিম্ববতী।

      Delete
  8. Paris Hilton ki sinri te boshe boi poren, ar to kichu dekhchi na ? Ki mil, amio chotobelay chaader sinri te boshe boi portam

    ReplyDelete
    Replies
    1. মিল মিল বং মম। আমিও সিঁড়িতে বসে গল্পের বই পড়তাম। আমার আপনার আর প্যারিস হিলটনের এই একটা বিষয় কমন পড়েছে দেখে কী যে আনন্দ হচ্ছে...

      Delete
  9. দীর্ঘশ্বাস। আমার কবে এত পয়সা হবে যে আমিও এরকম দেওয়াল-জোড়া বুক কেস বানাতে পারব?

    ReplyDelete
    Replies
    1. হবে হবে। অচিরেই হবে। আর তোমার বুককেসের ছবি দেখেছি, সে তো অলরেডি দেওয়াল জোড়া। আবার কত চাই?

      Delete
  10. Paris Hilton er library thakle amar ekti posha bagh ache.. :P

    ReplyDelete
    Replies
    1. দেখেছেন, এ ভারি অন্যায়। হয়তো সত্যিই পড়তে ভালোবাসেন মহিলা। বোকা বলে কি মানুষ না?

      Delete
  11. ডায়ান কীটন আর লাইব্রেরি একসঙ্গে। আমি বাঁচলে হয়।

    ReplyDelete
    Replies
    1. আমিও এক্স্যাক্টলি এই কথাটাই ভাবছিলাম ছবিটা ছাপানোর সময়। যে অভিষেকের একেবারে হরির লুট হবে।

      Delete
  12. eto boi dekhe - Mugdho. aha oneeekta poisa ar oneeeeeekta space chai amar :-)

    ReplyDelete
    Replies
    1. আমারও ইচ্ছাডানা। হাই ফাইভ।

      Delete

Post a Comment