সাপ্তাহিকী



উৎস

The single biggest problem in communication is the illusion is that it has taken place.
---George Bernard Shaw







রাগ হওয়ারই কথা। কানপুর যেতে চাইলে যদি কেউ আমাকে নাকতলা পাঠিয়ে দেয় তবে মাথা ঠাণ্ডা রাখা শক্ত।

কী সর্বনাশ, আমাদের দেশেও কি এ’রকমটাই ঘটতে চলেছে নাকি? শনিরবি বিকেলগুলো তাহলে কাটবে কী করে?

সুর কী করে তৈরি হয় দেখতে চাইলে ক্লিক করুন।

আমরা সবাই এত ইন্টারেস্টিং নই যে জুতোর নাম দেব অবিমৃষ্যকারিতা, ছাতার নাম রাখব প্রত্যুৎপন্নমতিত্ব, গাড়ুর নাম পরমকল্যাণবরেষু, বাড়ির নাম কিংকর্তব্যবিমূঢ়। তবে যাই দেখি তারই একখানা করে নামকরণের বাতিক আমাদের সকলেরই কমবেশি আছে। বুচিদিদি ওর সাইকেলের নাম রেখেছিল পক্ষীরাজ। আমরা সি. আর. পার্কের এক ভদ্রলোকের নাম রেখেছি বাঘমামা।

এটা আমারও প্রশ্ন। সারা জীবনটা রুটিনে বেঁধে ফেলেছি, অথচ এতদিনেও ঘুমের একটা রুটিন বানাতে পারিনি কেন কে জানে।

আমরা বলাবলি করছিলাম, এবার লোকজন জড়ো করে মেলা গ্রাউন্ডের মাঠে রেন ডান্সের ব্যবস্থা করতে হবে, তবে যদি ঠিক করে বৃষ্টি নামে। যতক্ষণ না অত হাঙ্গামা করা হয়ে উঠছে, ততক্ষণ বসে বসে এই ছাতার গান শোনা যাক।


Comments

  1. ছবিটা অপূর্ব। ক’দিন আগেই এই ট্রামগাড়ির পাদানিতে দাঁড়িয়ে সফর করার সৌভাগ্য হয়েছিল। ঐ ঢালু বেয়ে যখন হড়হড় করে নামে আদ্যিকালের বগিগুলো, তখন কিন্তু পেটের ভেতরটা বেশ খালিখালি লাগে :-)

    ReplyDelete
    Replies
    1. বুঝেছি তথাগত, নাগরদোলার বদলে ট্রাম। আমার শুনেই চড়তে ইচ্ছে করছে।

      Delete
    2. নাগরদোলাই বটে। ট্রাম চালানোর পদ্ধতিটাও অভিনব। ট্রামে কোন ইঞ্জিন নেই। মাটির তলা দিয়ে একটা তার চলতে থাকে। নড়তে হলে ট্রাম থেকে একটা আঁকশি বেরিয়ে সেই তারটা ধরে নেয় (লাইনের মধ্যে একটা ফাঁক থাকে মাটির ওপর)। থামতে হলে তার ছেড়ে দিয়ে ব্রেক লাগায়। :-)

      Delete
    3. কী কলই বানিয়েছে মানুষ, অ্যাঁ?

      Delete
  2. Gaanta darun laglo . age shunini . baki linkgulo dekhchhi

    ReplyDelete
    Replies
    1. সিনেমাটা সময় করে দেখবেন ইচ্ছাডানা। মানে ব্লু আমব্রেলা সিনেমাটার কথা বলছি, গানটার থেকেও বেশি ভালো লাগবে।

      Delete
  3. Linkgulo besh valo laglo..............Ami 'Abantor' r purono post gulo pore dekhchchilam.........."Chenen naki" ta jodi abar chalu koren tahole besh valo hoy......

    ReplyDelete
    Replies
    1. ও, 'চেনেন নাকি' আপনার ভালো লেগেছে সৌগত? দাঁড়ান দেখি কী করা যায়।

      Delete

Post a Comment