মন্দ খবর ভালো খবর





Comments

  1. শেষ বইটার জন্য খুউব লোভ হচ্ছে, বুঝলেন?

    ReplyDelete
  2. শীঘ্র সুস্থ হও...আর বই পড়ো

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, দেবশ্রী।

      Delete
  3. প্রথম ছবিটা কিছুতেই খুলছেনা। আপনি কি আবার অসুখ বাধালেন??

    ReplyDelete
    Replies
    1. অরিজিত, এইসব ছ্যাঁচড়া অসুখকে অসুখ বললে বেশি অ্যাটেনশন দেওয়া হয়। বিসুখ বলা যেতে পারে। মার্জারি অ্যালিংহ্যাম অনেএএএকদিন পড়ার ইচ্ছে, এবার কিনেই ফেললাম। দেখা যাক কেমন লাগে।

      Delete
  4. সর্দি-কাশি-জ্বর হয়েছে? তার জন্য এতগুলো ওষুধ খাচ্ছেন কেন? পাগল নাকি!
    তাড়াতাড়ি সেরে উঠুন।

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ দেবাশিস। আপনি বললেন পাগল, বান্টি বলল, 'একে বলে সিংগল চাইল্ড।'

      Delete
  5. তাড়াতাড়ি সেরে উঠুন, কুন্তলা।
    ওষুধ-গুলো বাদ দেওয়া যায় না কোনোভাবে ?
    ৩ দিনের খেলা তো।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ কৌশিক। আমি তো সেই জন্যই চতুর্থ দিন ডাক্তারের কাছে গেলাম।

      Delete
  6. taratari sorir sustho hok. boigulo darun to.

    ReplyDelete
    Replies
    1. থ্যাংক ইউ, ইচ্ছাডানা। বইগুলো ভালো না লাগলে স্যাড ব্যাপার, অনেক আশা করে কেনা। দেখি, পড়ে জানাব।

      Delete
  7. atogulo osudh khete hocche ..khub baje byaper..! boi dekhe lov laglo - tinni

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ তিন্নি, বইগুলো টেবিলের ওপরেই রেখে দিয়েছি। তাৎক্ষণিক মন ভালো করতে বেশ কাজে দিচ্ছে।

      Delete
  8. Sei jor sordi hoechhey toh! Taratari sere otho!

    ReplyDelete
    Replies
    1. তোমার শুভকামনার জন্য অনেক ধন্যবাদ রুণা।

      Delete
  9. Hmm..Inferno suru korben? amar ordhek sesh hoye dhulo khachhe... :(

    ReplyDelete
    Replies
    1. এই সব বই মাঝখানে ঢিলে দিলেই মুশকিল সৌমেশ। আর ফিরে যাওয়া মুশকিল। আমি তো ঠিক করেছি এক সিটিং-এ নামাব। তবে যদি হয়।

      Delete
  10. Eki! Sordi jwor hoyechhe? Piping hot Tom Yum soup khao. Sordi baap baap bole palabe.

    ReplyDelete
    Replies
    1. এই তো মুশকিল বিম্ববতী, এখন টম ইয়াম খেলেও হয়, গরম ভাতে মাখন দিয়ে উচ্ছেভাজা খেলেও হয়, বিকেলবেলা চাদর গায়ে মুড়িবাতাসার বাটি হাতে নিয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে পারলে তো আরও ভালো হয়, কিন্তু সে আর হচ্ছে কই।

      Delete
  11. just too good! মানে সর্দি হওয়াটা নয়, খবর পরিবেশনের স্টাইল টা !

    ReplyDelete
    Replies
    1. এই মেরেছে কাকলি, এই খবর পরিবেশনটা কোনও স্টাইল নয়, এটা হচ্ছে রেডিও সাইলেন্স ভঙ্গ করার জন্য কিছু একটা অবান্তরে সেঁটে দায় সারা। পাতাও ভরল, একটা ছুতো মতোও দেখানো গেল। সেটা আপনার ভালো লেগেছে শুনে অবশ্য আমি একটুও অখুশি হচ্ছি না। থ্যাংক ইউ।

      Delete
  12. আপনাকে যেটুকু চিনি, আপনি তো সর্দিজ্বরকে মন্দ খবর বলার মানুষ নন। তাহলে কি বেশি শরীর খারাপ হয়েছে এবারে? নাকি ভুল বুঝলাম, ড্যান ব্রাউনটা মন্দ খবর? যাই হোক, সেরে উঠুন চটপট।

    ReplyDelete
    Replies
    1. Amar o kemon jeno setai mone holo!! :P

      Delete
    2. হাহা, না ড্যান ব্রাউনটা মন্দ খবর নয়। তবে ইমেজরক্ষার্থে তাড়াতাড়ি বলি, ইনফার্নোটা উপহার পার্পাসে কেনা। তা বলে না পড়ে দেব না অফ কোর্স।

      Delete
  13. Ac tar e dosh tobe.
    Besi thanda chhilo nischoi.
    Masi ma thik e dhorechhen.
    Kasi r Jor, ek sathey?
    Rasi rashi osudh kheye,
    Hasi mukhey sustho hon.
    Basi post guloi totokhhon revision kori na hoi.
    --
    Atmodip

    ReplyDelete
    Replies
    1. এসির দোষ তো নিশ্চয় আত্মদীপ। যন্ত্রের যন্ত্রণা আর কাকে বলে।

      Delete
  14. মধু, তুলসী পাতা, আদা চা আর ৩ দিন ছুটি।

    ReplyDelete
    Replies
    1. ওরে বাবা সোমনাথ, এ তো অনেক কাজ।। একজন তো বলল জাস্ট কালোজিরে পুঁটলি করে নাকের কাছে ধরলেই কাজে দেবে।

      Delete
  15. osudh khachhen bole ek soptahe charbe, na hole hoito 7 din lagto.. :P

    ReplyDelete
    Replies
    1. হাহা, যা বলেছ অর্ণব।

      Delete
  16. Amader bhalo khobor r kotodur ? Sorir kemon?

    ReplyDelete
    Replies
    1. শরীর একেবারে চাঙ্গা, আত্মদীপ। থ্যাংক ইউ।

      Delete
  17. Replies
    1. একেবারে ঠিক হয়ে গেছি অপরাজিতা। খবর নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete

Post a Comment