সব বড়দের ছোটবেলার ছড়া



রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশিরভাগ দিনই ল্যাপটপ নেভানোর কথা মনে থাকেনা। তবে কালেভদ্রে এক একটা রাত আসে যেদিন আমি ল্যাপটপ তুলে, দাঁত মেজে, চুলে বেশ করে টেনে একটা বিনুনি বেঁধে, বড় দেখে ঠাণ্ডা একগ্লাস জল খেয়ে শুতে যাই। শুতে গিয়ে গায়ে চাদর টানার আগে হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে একটা বইও টেনে নিই। দুপাতা পড়তে না পড়তেই চোখ জুড়ে ঘুম আসে। আর সে যে কী ভালোজাতের ঘুম সে কথা আর কী বলব।

আজ সেরকম একটা রাত। আজ আমি একটা ছোটদের ছড়ার বই পড়তে পড়তে ঘুমবো ভেবেছিলাম। কিন্তু পড়তে গিয়ে এত ভালো লাগল যে একটা ছড়া আপনাদের না শুনিয়ে থাকতে পারলাম না। সামনে থাকলে বেশ হাত পা নেড়ে অভিব্যক্তি দিয়ে শোনানো যেত কিন্তু তা যখন যাচ্ছেনা তখন আপনারা নিজেরাই কষ্ট করে পড়ে নিন।

Binker

Binker-what I call him-is a secret of my own,
And Binker is the reason why I never feel alone.
Playing in the nursery, sitting on the stair,
Whatever I am busy at, Binker will be there.
Oh, Daddy is clever, he’s a clever sort of man,
And Mummy is the best since the world began,
And Nanny is Nanny, and I call her Nan-
But they can’t See Binker.
Binker’s always talking, ‘cos I’m teaching him to speak
He sometimes likes to do it in a funny sort of squeak,
And he sometimes likes to do it in a hoodling sort of roar…
And I have to do it for him 'cos his throat is rather sore.
Oh, Daddy is clever, he’s a clever sort of man,
And Mummy knows all that anybody can,
And Nanny is Nanny, and I call her Nan-
But they don’t Know Binker.
Binker’s brave as lions when we’re running in the park;
Binker’s brave as tigers when we’re lying in the dark;
Binker’s brave as elephants. He never, never cries…
Except (like other people) when the soap gets in his eyes.
Oh, Daddy is Daddy, he’s a Daddy sort of man,
And Mummy is as Mummy as anybody can,
And Nanny is Nanny,and I call her Nan…
But they’re not Like Binker.
Binker isn’t greedy, but he does like things to eat,
So I have to say to people when they’re giving me a sweet,
“Oh, Binker wants a chocolate, so could you give me two?”
And then I eat it for him, 'cos his teeth are rather new.
Well, I’m very fond of Daddy, but he hasn’t time to play,
And I’m very fond of Mummy, but she sometimes goes away,
And I’m often cross with Nanny when she wants to brush my hair…
But Binker’s always Binker, and is certain to be there.
-A.A. Milne, Now We Are Six



Comments

  1. আমার ধারণা ছিল না আমার চেনামহলে আর কেউ এই কবিতাটা পড়েছে! :O

    ReplyDelete
  2. Binker- Hobbes- Riber- এমনকি মধুসূদন দাদা পর্যন্ত... এরা না থাকলে ছোটবেলা গুলো কিভাবে কাটতো কে জানে? তবে...
    http://agnosticatheism.files.wordpress.com/2007/08/imaginary_friend.gif?w=455

    ;)

    ReplyDelete
    Replies
    1. মধুসূদনদাদাকে ইম্যাজিনারি ফ্রেন্ড হিসেবে কোনোদিন আগে ইম্যাজিন করিনি সুনন্দ। এটা আপনি দুর্দান্ত ধরে দিয়েছেন। আর কার্টুনটাও চমৎকার।

      Delete
  3. Ami A.A. Milne'r otyonto fan! Amader barir pechhone ekta natural reserve ache, setake amra "100 'aker' woods" naam diyechi. Heffalump amar 5yrs theke bondhu. Ma ke Winnie'r boi ta porte dilam porshu, tai kalkeo eder kathai hochhilo sondhyebela. Owl bechara nijer naam lekhe "Wol" ar or barite lekha ache "Ples cnoke if a rnsr is not reqid" :D :D

    ReplyDelete
    Replies
    1. Milne নিয়ে সত্যি কোনো কথা হবেনা। অনবদ্য।

      Delete
  4. অসাধারণ কবিতা! শেয়ার করার জন্য ধন্যবাদ| আমার ল্যাপটপের ওপর গত তিন বছর ধরে একটা উইনি দা পুহ স্টিকার সাঁটা আছে, কাজেই বুঝতেই পারছেন আমিও বিরাট ফ্যান| এ প্রসঙ্গে বলে রাখি যে আমার বোনের যখন বছর দেড়েক বয়েস তখন থেকে আমার একটি ভাগ্নি আছে যার নাম টিমি| টিমিকে আমার বাবা মা লন্ডন থেকে নিয়ে এসেছিল - এত ভাল কোয়ালিটির টেডি বিয়ার তখন আমাদের দেশে পাওয়া যেতনা, আজকাল যায় কিনা জানিনা| সে যাই হোক, টিমির গলায় আমাদের বাড়ির প্রত্যেকে কথা বলে এসেছি গত ২৪ বছর ধরে| টিমির জন্য জামা-প্যান্ট কেনা হয়, ওর জন্মদিন পালন হয় ১০ই জুন, ওকে পড়িয়ে পড়িয়েই আমার বোন সত্যিকারের স্কুল টিচার হয়ে গেল| এমনকি একবার রান্নাঘরে এক পিস মাছ কমে যাওয়ায় আমরা বেড়ালের আগে টিমিকে সন্দেহ করেছিলাম| আজ আপনার লেখাটা পড়ে প্রথম বোনকে ফরওয়ার্ড করলাম| পুহ স্টিকারটা ওই আমায় দেশ থেকে পাঠিয়েছিল কিনা!

    ReplyDelete
    Replies
    1. ওমা, টিমি কী সুন্দর নাম। শুনলেই বার বার ডাকতে ইচ্ছে করেঃ টিমি, টিমি। বুঝেছি টিমি এখন আপনাদের বাড়ির একজন সদস্য। টিমি কি হুগলীতেই আছে এখনো নাকি সুজাতার সাথে শ্বশুরবাড়ি গেছে?

      Delete
    2. টিমি আপাতত হুগলিতেই| তবে তার মা যদি শ্বশুরবাড়ি থেকে এসে দেখে যে তার কোনো অযত্ন হয়েছে (যেমন ধরুন বিছানায় ন বসিয়ে শক্ত টেবিলে বসানো রয়েছে) তাহলে বাড়ি শুদ্ধু লোকের কপালে দুঃখ আছে |

      Delete

Post a Comment