Dis or Dat: এক স্রষ্টা দুই সৃষ্টি
উৎস গুগল ইমেজেস
নায়ক না কাঞ্চনজঙ্ঘাঃ
নায়ক
দেবী না জলসাঘরঃ জলসাঘর
পারমিতার একদিন না পরমাঃ
পারমিতার একদিন
রঞ্জনা আমি আর আসব না না মেরি অ্যানঃ
রঞ্জনা আমি আর আসব না
জাতিস্মর না তোমাকে চাইঃ
তোমাকে চাই
জস না জুরাসিক পার্কঃ
জুরাসিক পার্ক
বাল্মীকি প্রতিভা না
ভানুসিংহের পদাবলীঃ বাল্মীকি প্রতিভা
গল্পগুচ্ছ না শেষের কবিতাঃ
গল্পগুচ্ছ
আনন্দ (১৯৭১) না অভিমান (১৯৭৩): অভিমান (১৯৭৩)
বাজিগর না দিলওয়ালে
দুলহনিয়া লে যায়েঙ্গেঃ বাজিগর
মকবুল না ওমকারাঃ মকবুল
খামোশি না হাম দিল দে
চুকে সনমঃ খামোশি
কন্ডাকটর না রিকশাওয়ালাঃ
রিকশাওয়ালা
অটোগ্রাফ না হেমলক
সোসাইটিঃ কঠিন। তবে অনেক ভাবলে, অটোগ্রাফ।
সৎ পাত্র না ভয় পেয়ো নাঃ
এটা আরও কঠিন। তবে অনেক অনেক অনেক ভাবলে, সৎ পাত্র।
অনাথবাবুর ভয় না খগমঃ খগম
পটলবাবু ফিল্মস্টার না
বারীন ভৌমিকের ব্যারামঃ পটলবাবু ফিল্মস্টার
ইছামতী না আরণ্যকঃ আরণ্যক
প্রথম প্রতিশ্রুতি না
সুবর্ণলতাঃ প্রথম প্রতিশ্রুতি
নির্বাচিত কলাম না লজ্জাঃ নির্বাচিত কলাম
মহেশ না অভাগীর স্বর্গঃ
অভাগীর স্বর্গ
তিতলি না চোখের বালিঃ তিতলি
কাবুলিওয়ালা না গল্প হলেও
সত্যিঃ কাবুলিওয়ালা। কেঁদে ভাসানোর দরকার হলে এ সিনেমার জুড়ি নেই।
চক দে ইন্ডিয়া না স্বদেশঃ
চক দে ইন্ডিয়া
চল ছাঁইয়া ছাঁইয়া না মুন্নি বদনাম হুয়িঃ চল ছাঁইয়া ছাঁইয়া
নায়ক না কাঞ্চনজঙ্ঘাঃ কাঞ্চনজঙ্ঘা
ReplyDeleteরঞ্জনা আমি আর আসব না না মেরি অ্যানঃ মেরি অ্যান
জাতিস্মর না তোমাকে চাইঃ জাতিস্মর
জস না জুরাসিক পার্কঃ জস
বাল্মীকি প্রতিভা না ভানুসিংহের পদাবলীঃ ভানুসিংহের পদাবলী
আনন্দ (১৯৭১) না অভিমান (১৯৭৩): আনন্দ
নির্বাচিত কলাম না লজ্জাঃ দুটোই অখাদ্য
মহেশ না অভাগীর স্বর্গঃ মহেশ
ইস, তোমাকে চাই তো স্রেফ নস্ট্যালজিয়ার কারণেই আমার লিস্টে প্রথমে থাকবে।
Deleteঅটোগ্রাফ না হেমলক সোসাইটি - হেমলক সোসাইটি
ReplyDeleteখামোশি না হাম দিল দে চুকে সনম - হাম দিল দে চুকে সনম
বাজিগর না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে - দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে
kabuliwala dekhe kandatay hi5... ami bhabtam eta amar teargland er defect er fol.
না গো সোহিনী, আমি এরকম লক্ষলক্ষ লোককে চিনি, যারা এমনিতে ভয়ানক রাফ অ্যান্ড টাফ, কিন্তু কাবুলিওয়ালার সামনে একেবারে ছিঁচকাঁদুনে খুকি।
Deleteচক দে ইন্ডিয়া না স্বদেশঃ স্বদেশ
ReplyDeleteবাজিগর না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে - দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে
ei du to chaRa sob mile gyalo :)
achha, sobai shesher kobita niye eto nache kyano? amar na, tyamon kichui lage ni poRe. hoyto sei somoy er jonno lekha ta khub i onnorokom chilo, ba hoyto ami bhishon boka :(
হাহা সুমনা, বোকামোটা মিলেছে তার মানে। হাই ফাইভ।
Deleteনায়ক না কাঞ্চনজঙ্ঘাঃ Nayak
ReplyDeleteদেবী না জলসাঘরঃ Jalsaghar – orom fatafati soundtrack bole kotha!
পারমিতার একদিন না পরমাঃ Paromitar Ekdin
রঞ্জনা আমি আর আসব না না মেরি অ্যানঃ Konotai poshaye na :(
জাতিস্মর না তোমাকে চাইঃ Jatiswar
জস না জুরাসিক পার্কঃ Jaws chuRanto boring
বাল্মীকি প্রতিভা না ভানুসিংহের পদাবলীঃ Bhanusingher padabali
গল্পগুচ্ছ না শেষের কবিতাঃ Golpoguchcho. Shesher kobita onek jaigatei boddo nyaka laage.
আনন্দ (১৯৭১) না অভিমান (১৯৭৩): ei re!
বাজিগর না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গেঃ DDLJ ami ekhono ekbaar-o purota dekhe uthte parini. ki bhishon baaje cinema!
মকবুল না ওমকারাঃ Maqbool dekhini. Omkara besh bhalo legechhilo.
খামোশি না হাম দিল দে চুকে সনমঃ HDDCS dekhini to!
কন্ডাকটর না রিকশাওয়ালাঃ thik kisher basis-e alada korbo? conductor-ra usually fixed rate-e bhaRa naye. rickshaw-ta kintu hameshai jhamela korey.
অটোগ্রাফ না হেমলক সোসাইটিঃ onek bhabte hobey. tomar moto. kintu oto time nei.
সৎ পাত্র না ভয় পেয়ো নাঃ jani na
অনাথবাবুর ভয় না খগমঃ khagam
পটলবাবু ফিল্মস্টার না বারীন ভৌমিকের ব্যারামঃ patalbabu filmstar
ইছামতী না আরণ্যকঃ Aranyak
প্রথম প্রতিশ্রুতি না সুবর্ণলতাঃ Prothom protisruti
নির্বাচিত কলাম না লজ্জাঃ Abhishekdar sathey ekmot. dutoi okhadyo
মহেশ না অভাগীর স্বর্গঃ Abhagir shorgo
তিতলি না চোখের বালিঃ Ota chokher bali na to. chokker bali.
কাবুলিওয়ালা না গল্প হলেও সত্যিঃ Golpo holeo shotyi
চক দে ইন্ডিয়া না স্বদেশঃ Chak de
চল ছাঁইয়া ছাঁইয়া না মুন্নি বদনাম হুয়িঃ Munni. Any day Munni. Ota raag Megh-er opor, jano to?
উফ কতকিছু যে লেখার আছে সোমনাথ। দাঁড়াও এক এক করে লিখি।
Deleteজলসাঘরের সাউন্ডট্র্যাক, হাই ফাইভ। জস বোরিং, হায়ার ফাইভ। আমি সিরিয়াসলি সিনেমাটা যতবার দেখেছি, ভেবেছি, আকর্ষণটা ঠিক কোনখানে। মকবুল দেখো। ইমিডিয়েটলি। পস্তাবে না, প্রমিস। আর কন্ডাকটর না রিকশাওয়ালা, দুটোই চন্দ্রবিন্দুর গান, চন্দ্রিলের লেখা।
সবশেষে বলি, মুন্নি যে মেঘ রাগের ওপর, সেটা আমার গত ছ'মাসে শোনা সেরা ইন্টারেস্টিং তথ্য। থ্যাংক ইউ।
ei re! bangla otyadhunik gaan-e je amar oporishim ogyota! jibh kaat-te hochhey. :(
Deleteনো প্রব্স্ সোমনাথ।
Deletekabuliwallah na golpo holeo satyi ta ektu netaji-pyanji hoye gelo na ki! GHS moto comedy-sarcasm-irony-feel good ke ke tekka dey :)
ReplyDeletemane patha chorchori aar koi poyodhi tow aar roj khawa hoyna!!!
হাহা শম্পা, কইপয়োধির মুখ চেয়েই আমিও গ.হ.স. কে জেতাব ভেবেছিলাম, কিন্তু শেষে কাবুলিওয়ালা ফোটোফিনিশে মেরে বেরিয়ে গেল।
Deleteনায়ক না কাঞ্চনজঙ্ঘাঃ কাঞ্চনজঙ্ঘা ,tor postta dekhar pore prabal icche holo, kal arekbar dekhe fellam
ReplyDelete:-)
রঞ্জনা আমি আর আসব না না মেরি অ্যানঃ মেরি অ্যান
বাজিগর না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গেঃ দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে
খামোশি না হাম দিল দে চুকে সনমঃ হাম দিল দে চুকে সনম
গুড গুড। ওরকম সিনেমা একশোবারের বদলে পাঁচশোবার দেখলেও ক্ষতি নেই।
Deleteবাল্মীকি প্রতিভা না ভানুসিংহের পদাবলীঃ ভানুসিংহের পদাবলী
ReplyDeleteগল্পগুচ্ছ না শেষের কবিতাঃ শেষের কবিতা (bujhte parchhi ami boyese probin )
বাজিগর না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গেঃ দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে
খামোশি না হাম দিল দে চুকে সনমঃ হাম দিল দে চুকে সনম
নির্বাচিত কলাম না লজ্জাঃ konotai thik pachhonder noi
চক দে ইন্ডিয়া না স্বদেশঃ স্বদেশ
na mil gulo bollam :-)
তার মানে বেশিরভাগই মিলেছে। ভেরি গুড।
Deletegolpoguccho r sesher kobita r tulona ta thik jomchhena, akta to golper sonkolon ar onyota uponyas, individual golper songe hole tao nahoy hoto..r dutoi bhishon bhalo..
ReplyDeletear jegulo millo na: swades, omkara, bhanusingho, golpo holeo sotyi, r bhoy peyona..ei kobita ta amar choto thekei darun priyo :)
ওটা আমারও ভীষণ ভীষণ প্রিয় কবিতা স্বাগতা। কিন্তু আমি ছোটবেলায় একবার আবৃত্তি কম্পিটিশনে সৎ পাত্র বলতে গিয়ে মাঝপথে ভুলে গিয়ে ভ্যাঁ করে কেঁদে বেরিয়ে এসেছিলাম। সেই স্মৃতির মুখ চেয়ে ওটাকেই জেতালাম আর কি।
Deletehe he! etay mone poRlo. chhoto bela-y paRar gaan-er competition-e stage-e uthei amar hothat hiccup shuru hoye gelo. shey ki bidigichchiri abostha. taatei knede-kokiye geye paliye eshechhilum.
Deleteআহারে, তখনকার সোমনাথের জন্য আমার মায়া হচ্ছে। নিজে ভুক্তভোগী বলেই। কিন্তু এখন যে ওই হেনস্থাটা একটা মজার গল্পে পরিণত হয়েছে, সেটাও তো সত্যি।
Delete