কুইজঃ চেনেন নাকি?



উৎস গুগল ইমেজেস

সপ্তাহের শুরুতেই কুইজ, আর কুইজের বিষয় ব্যক্তিত্বরা। এঁরা সবাই বিখ্যাত এবং বাঙালি। প্রত্যেকের জন্য তিনটি করে ক্লু দেওয়া রইল। দেখুন তো চিনতে পারেন কি না। উত্তর দেওয়ার জন্য আপনাদের সময় রইল চব্বিশ ঘন্টা। খেলা শেষ হবে ভারতে মঙ্গলবার সকাল দশটায় আর ব্রুকলিনে সোমবার রাত সাড়ে বারোটায়। ততক্ষণ কমেন্টে পাহারা বসানো থাকল।

দেরি না করে শুরু করে দিন। অল দ্য বেস্ট।  

*****

১. বিজ্ঞানী, রায়বাহাদুর, ব্রহ্মচারী।

২. প্যারি পন্ডিতের পাঠশালা, বর্মা, লিভার ক্যানসার।

৩. রাজপুত্র, আকাশবাণী কলকাতা, সাতখানা ফিল্মফেয়ার সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী। 

৪. যাদবপুর ইউনিভার্সিটি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ভয়েস অফ জার্মানি।

৫. ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট নিউকামার, স্টেটসম্যান পত্রিকা, দার্জিলিং।

৬. কালো সায়র, আই পি টি এ, মানসিক হাসপাতাল। ইনিই যথেষ্ট বিখ্যাত, তবে এঁর ভাইঝিও কম যান না। ভাইঝির নাম বলতে পারলে বোনাস নম্বর।

৭. আহিরিটোলা, কলকাতা পোর্ট ট্রাস্ট, টালিগঞ্জ মেট্রো স্টেশন।

৮. লেখক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর্মি ডাক্তার, আগাথা ক্রিস্টির ফ্যান।

৯. ঝালওয়ারের দেওয়ানের ছোট ছেলে, জর্জ হ্যারিসনের বন্ধু, ভারতরত্ন।

১০. ন্যাশনাল থিয়েটার, ‘প্রাইমা ডোনা অফ দ্য বেঙ্গলি স্টেজ’, আমার কথা।

*****

খেলা শেষ। খেলোয়াড়দের সবাইকে আমার অনেক ধন্যবাদ আর অভিনন্দন। এবার উত্তরের পালা। 

উত্তরঃ

১. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩. শচীন দেববর্মণ
৪. কবীর সুমন
৫. অঞ্জন দত্ত
৬. ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী
৭. উত্তমকুমার
৮. নীহাররঞ্জন গুপ্ত
৯. রবিশংকর
১০. নটী বিনোদিনী

Comments

  1. Upendranath Brahmachari
    Sarat Chandra Chattopadhyay
    Sachin Dev Burman
    Suman Chatterjee
    Anjan dutta
    Ritwik Ghatak,Mahashweta Devi
    Uttam Kumar
    Nihar ranjan gupta
    Ravi Shankar
    Nati Binodini
    :-) sesher ta dekhe khub khushi hoyechi

    ReplyDelete
    Replies
    1. অসাধারণ। অভিনন্দন। শেষের প্রশ্নটার জন্য তোর অবদান কম নয়।

      Delete
  2. 1
    2 sarat chandra chattopadhyay
    3 sachin deb burman
    4 kabir suman
    5 anjan dutta
    6 ritwik kumar ghatak(?), jodi thik hoy tahole to bhaijhi mahashweta debi. achha, orthoneetibid maitreesh ghatak-o ki ender-i bongsher ?
    7 uttam kumar
    8
    9 rabi shankar
    10

    ReplyDelete
    Replies
    1. বাঃ, অনেকগুলো ঠিক হয়েছে তো দেখছি। ভালো খেলেছ শ্রমণ।

      Delete
  3. ১. বিজ্ঞানী,রায়বাহাদুর, ব্রহ্মচারী। U.N. Brahmachari

    ২. প্যারি পন্ডিতের পাঠশালা, বর্মা, লিভার ক্যানসার। S.C. Chatterjee

    ৩. রাজপুত্র,আকাশবাণী কলকাতা, সাতখানা ফিল্মফেয়ার। S.D. Burman

    ৪. যাদবপুর ইউনিভার্সিটি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ভয়েস অফ জার্মানি। K. Suman

    ৫. ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট নিউকামার, স্টেটসম্যান পত্রিকা, দার্জিলিং। A. Dutt

    ৬. কালো সায়র, আই পি টি এ, মানসিক হাসপাতাল। ইনিই যথেষ্ট বিখ্যাত, তবে এঁর ভাইঝিও কম যান না। ভাইঝির নাম বলতে পারলে বোনাস নম্বর। R. Ghatak, M. Devi

    ৭. আহিরিটোলা,কলকাতা পোর্ট ট্রাস্ট, টালিগঞ্জ মেট্রো স্টেশন। A.K. Chatterjee

    ৮. লেখক,দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর্মি ডাক্তার, আগাথা ক্রিস্টির ফ্যান। N.R. Gupta

    ৯. ঝালওয়ারের দেওয়ানের ছোট ছেলে, জর্জ হ্যারিসনের বন্ধু, ভারতরত্ন। R. Shankar

    ১০. ন্যাশনাল থিয়েটার, ‘প্রাইমা ডোনা অফ দ্য বেঙ্গলি স্টেজ’, আমার কথা। B. Dasi

    ReplyDelete
    Replies
    1. ভেরি গুড সোমনাথ। ফুল মার্কস।

      Delete
  4. কয়েকটা বোধহয় পারব

    ১ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
    ২ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ৩ এটা ডিফিকাল্ট। কেবল মনে হচ্ছে শচীন দেববর্মণ, কিন্তু ক্লু গুলো মিলছে না। বিমল রায়ও মিলছে না, কিশোর কুমারও মিলছে না। যাই হোক, আমার উত্তর শচীন দেববর্মণ
    ৪ সুমন চট্টোপাধ্যায়
    ৫ অঞ্জন দত্ত। ছি ছি, এই হ্যালোড কোম্পানিতে একে নিয়ে এলেন? তাহলে নচিকেতা, মীর, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া কি দোষ করল?
    ৬ ঋত্বিক ঘটক। ভাইঝি হলেন মহাশ্বেতা দেবী
    ৭ উত্তম কুমার
    ৮ নীহাররঞ্জন গুপ্ত
    ৯ পন্ডিত রবিশঙ্কর
    ১০ নটী বিনোদিনী

    ReplyDelete
    Replies
    1. একশোয় একশো দেবাশিস। অভিনন্দন।

      Delete
  5. 1)PC Ray?--ekdom andhokaare dheel..=(
    2)Sarat Chandra Chattopadhyay
    3)Jaani na--google korlam..ekmatro Alka Yagnik 7 ta filmfare peyechhen ebong akashvani-r connection aachhe...kintu Bangali to na..=(
    4)Kabir Suman
    5)Anjan Dutt (Darjeeling ta baro clue =))
    6)Ritwik Ghatak (Mahasweta Devi)
    7)Uttam Kumar (Ahirtola lane bolle to ekjoner katha-i prothom mathay aashe =) )
    8)Nihar Ranjan Gupta
    9)Pandit Ravi Shankar( George Harrison + Bangali clue tei eta bujhe gechhilam)
    10)Notee Binodini

    ReplyDelete
    Replies
    1. ফিল্মফেয়ারের ক্লুটার দোষ আমি পুরো স্বীকার করে নিচ্ছি। কাজেই তোমার দশটার মধ্যে ন'টা উত্তরই ঠিক হয়েছে সীমন্তিনী। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  6. ১. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
    ২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ৩. শচীন দেববর্মণ (এটা নিশ্চিত নই - সাতখানা ফিল্মফেয়ার নমিনেশন কি?)
    ৪. কবীর সুমন
    ৫. অঞ্জন দত্ত
    ৬. ঋত্বিক ঘটক (ভাইঝি: মহাশ্বেতা দেবী)
    ৭. উত্তম কুমার
    ৮. নীহাররঞ্জন গুপ্ত
    ৯. রবি শংকর
    ১০. নটী বিনোদিনী

    ReplyDelete
    Replies
    1. ফিল্মফেয়ারটা মাই ফল্ট পিয়াস। কিন্তু তা সত্ত্বেও তুমি দারুণ খেলেছ। অভিনন্দন।

      Delete
  7. ১ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী (কী ভেবেছিলি, 'ব্রহ্মচারী'টা বলে ভুল পথে চালিত করবি?)
    ২ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ৩ শচীন দেববর্মন
    ৪ কবীর সুমন
    ৫ অঞ্জন দত্ত
    ৬ ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী (একজন অসম্ভব ওভারহাইপ্‌ড্‌ মহিলা)
    ৭ উত্তমকুমার
    ৮ নীহাররঞ্জন গুপ্ত (একজন অসম্ভব ওভারহাইপ্‌ড্‌ পুরুষ)
    ৯ রবিশংকর
    ১০ নটী বিনোদিনী

    ReplyDelete
    Replies
    1. খেপেছ? তোমাকে ভুল পথে চালিত করা কি আমার কর্ম? অভিনন্দন।

      Delete
    2. একজন অসম্ভব ওভারহাইপ্‌ড্‌ মহিলা ?? ki arthe?

      Delete
    3. ওঁর থেকে ভাল বাংলা অনেকে লেখে, যারা কেউ এত হাইপ পায়নি। যেমন কুন্তলা।

      Delete
    4. hahaha..ami ete kuntalar matamot chai ...:-) :-) ...bhalo bangla lekhen kina tarka hotei pare,kintu mahasweta devir porichay ki sudhui sahityer janyo???

      Delete
  8. 01. Upendranath
    02. ? Devdas ??
    03. Pramathesh Barua
    04. Suman Kabir / Chatterjee
    05. Anjan Dutta (?)
    06. Ritwik Ghatak - Mahashweta Devi
    07. Uttam Kumar
    08. Dr. Nihar Ranjan Gupta
    09. Ravi Shankar
    10. Nati Binodini

    ReplyDelete
    Replies
    1. দেবদাসটা ভালো লিখেছেন কৌশিক। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  9. শচীন দেববর্মণ কিন্তু আসলে রাজপৌত্র ছিলেন। মানে তাঁর বাবা রাজা ছিলেন না, বাবার বাবা রাজা ছিলেন। ঠাকুর্দা মারা যাবার পর বাবার কাকু, ঠাকুর্দার ছোট ভাই রাজত্ব ছিনিয়ে নেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসে এর উল্লেখ আছে।

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ, আমার হয়তো রাজবাড়ির ছেলে লেখাই উচিত ছিল দেবাশিস, কিন্তু সাতপাঁচ ভেবে রাজপুত্রই লিখলাম।

      Delete
  10. Uttar post korlam abossoi bhoi bhoi, janina k-ta thik hobe.

    1.Upendranath Brahmachari (?).
    2.Sarat Chandra Chattopadhyay.
    3.Sachin Dev Burman.
    4.Kabir Suman.
    5.Anjan Dutta.
    6.Ritwik Ghatak.
    7.Uttam Kumar.
    8.Nihar Ranjan Gupta(?)
    9.Pandit Ravi Shankar .
    10.Notee Binodini .

    ReplyDelete
    Replies
    1. সবকটা ঠিক হয়েছে তো ইচ্ছাডানা। অনেক অভিনন্দন।

      Delete
  11. আমার ৩ নম্বর উত্তর অপরিবর্তিতই থাকবে। কেন বদলালি বুঝলাম না। ঘেঁটে ঘ হয়ে গেলাম। :/

    ReplyDelete
    Replies
    1. ফিল্মফেয়ার উনি দুটো পেয়েছিলেন, বাকি পাঁচটা নমিনেশন। কিন্তু আমার ক্লু দেখে সেটা বোঝা যাচ্ছিল না, তাই।

      Delete
  12. 3. Sachin Kotta :)
    4. Suman
    5. Anjan Dutta
    6. Ritwik Ghatak. Mahasweta Debi. Bonus dao :)
    7. Mahanayak (?)
    8. Nihar Ranjan Gupta (eta Maa bole dilo, hihi)
    9. Pandit Ravi Shankar
    10. Noti B.

    aar parlam na...1st ta mone hochhe para uchit aar answer dekhei nijeke petate ichhe korbe, kintu parlam na :(

    ReplyDelete
    Replies
    1. আরে আরে সুমনা, দুঃখ পেয়ো না, অনেকগুলোই পেরেছ তো। খেলেছ বলে খুব খুশি হয়েছি।

      Delete
  13. koekta-e parchi matro :
    2. Sharatchandra Chattopadhyay
    4. Suman
    7. Uttam kumar
    8. Nihar Ranjan Gupta
    9. Pandit ravishankar
    10. Noti Binodini

    ReplyDelete
    Replies
    1. আহা, মাত্র আবার কোথায়, সিক্সটি পারসেন্ট হয়েছে তো পরমা।

      Delete
  14. 1. kala-azar er brahmachari chara aar kono "brahmachari" ke tow mone porche na!
    2. Sarat Chandra
    3. Sachin karta
    4. Suman
    5. either manik kaku na holey anjan dutta
    6. Ritwick, Mahashweta
    7. o
    8. Kiriti ka baap
    9. Ravi Shankar
    10. Tripti mitra (??)

    ReplyDelete
    Replies
    1. তোমাকে "কিরীটী কা বাপ"-এর জন্য এক্সট্রা নম্বর দিতে পারতাম, কিন্তু তুমি মানিককাকু আর অঞ্জন দত্তকে আইদার-অর লিখেছ দেখে ভাবছি এক্সট্রা নম্বর কেটে নেব।

      খুব ভালো খেলেছে শম্পা। অভিনন্দন।

      Delete
  15. 6. Ritwik Ghatak, Mahasweta Debi
    7. Uttam Kumar
    9. Ravi Shankar

    Kon Bijnani Ray bahadur khetab peyechilen aar kon

    ReplyDelete
    Replies
    1. একি, বাক্য এরকম মাঝপথে থেমে গেল কেন আরজিবি? খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।

      Delete
  16. 1.Prasanta Chandra Mahalanobis
    2.saratchandra chattopadhaya
    3.Omkarnath Thakur
    4.Kabir Suman
    5.Anjan Dutta
    6.Mrinal Sen(manasik haspatal er connection ta boja gelo na)
    7.Uttam Kumar
    8.Nihar Ranjan Gupta
    9.Pandit Ravishankar
    10.Binodini Dashi

    ReplyDelete
    Replies
    1. প্রায় মেরে এনেছিলেন সৌমেশ। খুব ভালো খেলেছেন। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  17. 6. r 1. er jonno dhoirjo chilo na...but 3 ta baje miss..kintu pass kore gachi...ki bolen? :)
    tobe besh kotir jonno Google moharaj help korechen...r apnar clue gulo o besh bhalo chilo..khele moja pelam..

    ReplyDelete
    Replies
    1. ও ঠিক আছে সৌমেশ। আমারও খুব কম জিনিসপত্রেই ধৈর্য থাকে। খেলে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

      Delete

Post a Comment