আরে সৌমেশ, ছোলাগুলো মোটে দুদিন ভেজানো ছিল। রাক্ষুসে ছোলা, তাতেই ওই চেহারা নিয়েছে। শেষে আমি তড়িঘড়ি ছোলার বাটি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, না হলে গাছ হয়ে যাওয়াও আশ্চর্য ছিল না।
prothomei neka pora'r chobi ta dekhe ektu dome gelam...karon oi shob na kore aami weekend e bemaloom pasha murder mystery porlam :( tiffin ta darooooooonnnn!!!
আহা, আমার ওই লিস্ট বানানোর নোট বইগুলো যদি আপনাকে দেখাতে পারতাম...এখন মনে হয় আমি সারা জীবন ধরে লিস্ট ই বানিয়ে চলছি। গুজিয়া আর বোঁদে আমারও খুব পছন্দ । সামনে কয়েকটা ছুটি আছে মানে আরেকটা লিস্ট বানাতে হবে...
মিঠু, মিল মিল। আমার যে নোটবুক কী পছন্দের জিনিস। শুধু নোটবুক নয়, নতুন নোটবুক। নতুন নোটবুক মানেই কীরকম নতুন শুরু মনে হয় না? নতুন রুটিন, নতুন নিয়ম, প্রায় নতুন একটা গোটা জীবন মনে হয়। নতুন নোটবুকের প্রথম পাতায় আমি ইয়া লম্বাচওড়া সব প্রতিজ্ঞা লিখে শুরু করি। লিখেই উৎসাহ ফুরিয়ে যায়, আর নোটবুক যে কে সেই পড়ে থাকে। কিছুদিন পরে আবার সদিচ্ছার খোঁচা, আরেকটা নতুন নোটবুক, আর আবার কিছু আকাশকুসুম কল্পনা। এরকম কত নোটবুক যে একপাতা দুপাতা লেখা হয়ে আমার সারা বাড়িতে ছড়িয়ে পড়ে আছে, গুনে শেষ করা যাবে না।
গুজিয়া আমার ফেভারিট মিষ্টি। সস্তা বলে লোকে পাত্তা দেয় না, কিন্তু খেতে সুবিধে, পেট ভার হয় না, হাতে রস লাগে না, আবার কী চাই?
Apnar lekhar moto apnar khabardabar dekhle-o amar bisal hasi pay..bonde!gujia!! r oi chola gulo ki goto 1 bochor bhijano chilo!!! :D
ReplyDeleteআরে সৌমেশ, ছোলাগুলো মোটে দুদিন ভেজানো ছিল। রাক্ষুসে ছোলা, তাতেই ওই চেহারা নিয়েছে। শেষে আমি তড়িঘড়ি ছোলার বাটি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, না হলে গাছ হয়ে যাওয়াও আশ্চর্য ছিল না।
Deleteprothomei neka pora'r chobi ta dekhe ektu dome gelam...karon oi shob na kore aami weekend e bemaloom pasha murder mystery
ReplyDeleteporlam :(
tiffin ta darooooooonnnn!!!
আরে আমিও ছবি তুলেই নেকাপড়া সাঙ্গ করেছি শম্পা। এই উইকএন্ডে যে আমার কতকিছু করার ছিল। কিস্যু করিনি, এখন ভয়ে টেনশনে ঘাম ছুটছে। জঘন্য।
DeleteBonde-muri... darun. ar tiffin o :-)
ReplyDeleteহাহা, থ্যাংক ইউ ইচ্ছাডানা।
Deleteami aajkei bhabchilam je Kuntala di-r handwriting ta kemon :-)
ReplyDeleteএ যে টেলিপ্যাথির ঠাকুরদাদা হয়ে গেল সুমনা।
Deletehater lekhata ki sundar ..
ReplyDeleteযাক।
Deleteআহা, আমার ওই লিস্ট বানানোর নোট বইগুলো যদি আপনাকে দেখাতে পারতাম...এখন মনে হয় আমি সারা জীবন ধরে লিস্ট ই বানিয়ে চলছি। গুজিয়া আর বোঁদে আমারও খুব পছন্দ । সামনে কয়েকটা ছুটি আছে মানে আরেকটা লিস্ট বানাতে হবে...
ReplyDeleteমিঠু
মিঠু, মিল মিল। আমার যে নোটবুক কী পছন্দের জিনিস। শুধু নোটবুক নয়, নতুন নোটবুক। নতুন নোটবুক মানেই কীরকম নতুন শুরু মনে হয় না? নতুন রুটিন, নতুন নিয়ম, প্রায় নতুন একটা গোটা জীবন মনে হয়। নতুন নোটবুকের প্রথম পাতায় আমি ইয়া লম্বাচওড়া সব প্রতিজ্ঞা লিখে শুরু করি। লিখেই উৎসাহ ফুরিয়ে যায়, আর নোটবুক যে কে সেই পড়ে থাকে। কিছুদিন পরে আবার সদিচ্ছার খোঁচা, আরেকটা নতুন নোটবুক, আর আবার কিছু আকাশকুসুম কল্পনা। এরকম কত নোটবুক যে একপাতা দুপাতা লেখা হয়ে আমার সারা বাড়িতে ছড়িয়ে পড়ে আছে, গুনে শেষ করা যাবে না।
Deleteগুজিয়া আমার ফেভারিট মিষ্টি। সস্তা বলে লোকে পাত্তা দেয় না, কিন্তু খেতে সুবিধে, পেট ভার হয় না, হাতে রস লাগে না, আবার কী চাই?
শ্যামবাজার এভি স্কুলের কাছে চিত্তরঞ্জন মিষ্টির দোকানের গুজিয়া একবার খাবেন। ইয়া বড়ো বড়ো, ব্যাপক টেস্ট ।
ReplyDeleteওহ, তাই বুঝি? খেয়ে দেখতে হবে তো।
Deleteami bhabtam oi bonde muri ta amar copyright kora speciality... aro keu khay dekhe besh moja laglo..
ReplyDeletetomar hather lekha besh bhalo...
সেকি এরকম ভালো ভালো জিনিসে কপিরাইট নিয়ে বসে থাকলে চলবে সোহিনী? আমরা বুঝি বানের জলে ভেসে এসেছি?
DeleteGujiya !!!!!!!!!!!!!! Jio !!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteজিয়ো মণিদীপা, গুজিয়ার এত ফ্যান দেখে আমি খুশি।
Delete